এমএলএম MLM এর অংক :: যে কোনো কাজ করার আগে ভাবুন

টিউন বিভাগ কী কেন কীভাবে
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রহমানির রহিম। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমরা সবকিছুই বুঝি তবে অনেক পড়ে। ধোঁকা খেয়ে বুঝি। ধোঁকা খাবার আগে না। আমরা ছিলাম সবকিছুতে সয়ংসম্পুর্ণ। ইংরেজরা ব্যাবসা করতে এসে আমাদের শাসন করে গেলেন। এসব এখন শুধুই ইতিহাস। এই টিউনটা দিলাম বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে। আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন।

টিউনটিতে বিখ্যাত গণিতজ্ঞ “ইয়াকভ পেরেলমান” এর একটি লেখার অনুবাদ। দেখুন সেই কবে বিখ্যাত গণিতজ্ঞ “ইয়াকভ পেরেলমান” এই হিসেবটি ক্লিয়ার করে দেখিয়েছেন। এখকার অবস্থা তো আরো করুন। এখন ধোঁকা বাজির হিসেব আরো মর্ডান, আল্ট্রা মর্ডান হয়েছে। আগে তো পণ্য দিত এখন তো শুধু শুধু খাটিয়েই যায়। মাঝে মাঝে আমাদের দেশের চোর গুলোকে নিয়ে ভাবলে খুব দুঃখ লাগে। একজন বা মুষ্টিমেয় কয়েকজন ভাওতাভাজির প্লান আটে আর খেসারত দিতে হয় কত-শত নিরীহ মানুষকে। তাহলে দেখুন অনুবাদ টিউনটি-

“সাইকেলের জুয়াচুরি”

জনপ্রিয় কতগুলো সংবাদপত্রে নিয়মিত বিজ্ঞাপণ দিয়ে ব্যাপারটা শুরু হলো। টোপটা অনেকেই গিললো, তারা কোম্পানীর কাছে লিখে পাঠালো ণিয়মাবলীর জন্যে। তাদের কাছে এল এক বিস্তৃত তালিকা।

১০ রুবলের (মুদ্রা) বদলে তারা যা পেল তা কিন্তু সাইকেল নয়। তারা পেল চারটে কুপন, এগুলেকে আবার ১০ রুবল দামে তাদের বন্ধুদের কাছে বেচতে বলা হল। এভাবে যে ৪০ রুবল আদায় হলো, তা দিয়ে দেয়া হল সেই প্রতিষ্ঠানকে। তখন প্রতিষ্ঠানটি তাকে সাইকেলটি দিল। তাহলে সত্যিসত্যিই ১০ রুবলে সাইকের পাওয়া গেলো। বাকি ৪০ রুবল এল তার বন্ধুদের পকেট থেকে। আসলে এই ১০ রুবল দেয়া ছাড়াও কাস্টমারকে চারটি কূপন কেনার লোক জোগার করতে অনেক ঝামেলা পোহাতে হল। অবশ্য তাতে তার পয়সা খরচা কিছু হল না।

এই কুপনগুলো কী? কাস্টমার ১০ রুবলের জন্য কি কি সুবিধা পেল? সে একই ধরনের পাঁচটা কুপনের সংগে তার কুপনটা বদলে নেবার অধিকার টাকে কিনে নিয়েছল। অন্যভাবে বলতে গেলে সাইকেলের দাম ৫০ রুবল আদায় করার সুযোগের দাম দিয়েছল। এই সাইকেলটা কিনতে তার আসলে লাগল কুপনের টাকাটা, মাত্র ১০ রুবল। নতুন করে যারা কুপনের মালিক হল তারা আবার প্রত্যেকে বিলি করার জন্য পেল পাঁচটা কুপন, এভাবে চলল।

একবার দেখলে সমস্ত ব্যাপারটার ভেতর কোনো জুয়াচুরি আছে বলে মনে হবে না। বিজ্ঞাপনদাতা তার কথা রাখল। সাইকেলটা কিনতে খদ্দেরকে আসলে ১০ রুবলই দিতে হল। প্রতিষ্ঠানটিরও কিছু ক্ষতি হচ্ছিল না, মালের পুরো দামটাই তারা পেয়ে যাচ্ছিল।

তবুও ব্যাপারটা ছিল পরিস্কার জুয়াচুরি। কারণ বহু লোক তাদের শেষ কুপনগুলো বেচতে না পারায় ক্ষতিগ্রস্থ হল। তাই রাশিয়াতে এর নাম হল “ধ্বস” আর কোম্পানীর লাভের টাকাটা এদের কাছ থেকেই জুটেছিলো। দু’দিন আগে বা পরে এমন একটা অবস্তা এল যে কুপনের মালিকদের পক্ষে ওগুলো বিক্রি করা অসম্ভব হয়ে দাঁড়ল। কুপনের মালিকের সংখ্যা কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছিল। কাগজ পেন্সিল নিয়ে হিসেব কষতে বসলেই ঘটনাটার আসল পরিনতি দেখা যাবে।

প্রথম কিস্ততে যারা সরাসরি পতিষ্ঠানটি থেকেই কুপন কিনেছিল, সাইকেল কেনার নতুন লোক জোগার করতে কোনো অসুবিধাই হয় নি তাদের। এই দলের প্রত্যেককে লেনদেনটার ভেতর চারজন নতুন লোক নিয়ে এলো। এদের আবার কুপনগুলো বিক্রি কতে হল ২০ জনের (৪ x ৫) খেতর, আর তা করতে গিয়ে তাদের কুপন কেনার সুবিধা সম্বন্ধে বিশ্বাস জন্মাতে হল। ধরে নেয়া যাক তারা তা পারল, তখন ২০ জন নতুন করে অংশ গ্রহণ করল এই কাজে।

ধ্বসটার গতি আর পরিধি (ভর, বেগ) দুইই বেড়ে গেল। কুপনের ২০ জন নতুন মালিককে কুপনগুলো ছড়িয়ে দিতে হল আরও ২০ x ৫=১০০ জনের কাছে।

এই পর্যন্ত সর্বপ্রথমে যারা কুপন পেয়েছিল তারা প্রত্যেক খেলার ভেতর টেনে এনেছে ১+৪+২০+১০০=১২৫ জন লোককে। এদের ভেতর ২৫জন সাইকেল পেয়েছে। বাকি ১০০ জনকে একটি করে সাইকেল পাবার আশা দেয়া হয়েছে, আর এই আশাতেই তারা প্রত্যেকে দিয়েছে ১০ রুবল করে।

“ধ্বস” এবার বন্ধুবান্ধবদের ছোট পরিধি ভেদ করে ছড়িয়ে পড়েছে সারা শহরে, সেখানে কেনবার নতুন লোক খুঁজে পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠলো। শেষ যে ১০০ জন কুপন কিনল তাদের আবার বিক্রি করতে হল ৫০০ জন নতুন শিকারের কাছে। তাদের আবার নিয়ে আসতে হল ২৫০০জনকে। শহরটা একেবারে কুপনে ছেয়ে যেতে লাগল, দিনে দিনে কুপন কিনতে চায় এমন লোক পাওয়া কঠিন হয়ে উঠলো।

এই চরম অফারে যারা এসেছিলো তাদের সংখ্যা পিরামিডের মতো করে সাজালে দাঁড়ায়-

২০

১০০

৫০০

২৫০০

১২, ৫০০

৬২, ৫০০

শহরটা যদি বড় হয় আর সাইকেল চড়া লোকের সংখ্যা হয় ৬২, ৫০০ তাহলে ৮ কিস্তিতেই “ধ্বস” টি পম্পুর্ণ হয়ে যাবে। এই সময়ের ভেতর সমস্ত লোকই পরিকল্পনার আওতায় এসে গেছে। কিন্তু এদের মাত্র পাঁচ ভাগের এক ভাগই সাইকেল পাবে। বাকি লোকদের কাছে থাকবে কুপন। সে কুপনগুলো বিক্রির সম্ভবনা আর এ জন্মে হবে না।

এমনকি একটি রাষ্ট্রে কোটি কোটি লোক বাস করলেও সেখানে আর কয়েকটি কিস্তিতেই খেল খতম হতে বাধ্য। কারণ সংখ্যার পিরামিড বেড়ে যাচ্ছে অবিশ্বাস্য গতিতে। নবম কিস্তির পর থেকে সংখ্যাগুরো এরকম দাঁরাচ্ছে:

৩, ১২, ৫০০

১৫, ৬২, ৫০০

৭৮, ১২, ৫০০

৩, ৯০, ৬২, ৫০০

আমরা দেখতে পাচ্ছি যে ১২ নম্বর কিস্তিতেই একটা দেশের প্রায় সমস্ত অধিবাসিদের গ্রাস করে ফেলা সম্ভব। আর এই জাল কারবারীদের হাতে ঠকে যাবে তাদের ৪/৫ ভাগ।

কোম্পানীর আরো যে সুবিধা গুলো হলো। তারা জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ ক্রেতার জন্যে চার ভাগকে দাম দিতে বাধ্য করেছে। এই দল হয়েছে পরের দলের যোগানদাতা। তাছাড়া তারা পাচ্ছে নিজে থেকে উৎসাহী একদল মার্কেটিং এর লোক।

রুশরা এই ব্যাবসাটির নাম দিয়েছিলো “পারস্পরিক জুয়াচুরির হিমানী প্রপাত”।

যা হোক, আমি কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে হেয় করার জন্য টিউনটি দেই নি। কেউ কষ্ট পেয়ে থাকলে বিখ্যত গনীতজ্ঞ “ইয়াকভ পেরেলমান” সাহেব কে কি বলবেন জানি না। আমার পক্ষে আপনাদেরকে ইচ্ছে কৃত দুঃখ দেয়া সম্ভব না। আর অনিচ্ছাকৃত দুঃখ দেয়ার ক্ষমা চিরন্তণ।

আপনাদে খারাপ ভালো অভিজ্ঞতা টিউটমেন্ট আকারে প্রকাশ করলে খুশি হবো। মন খুলে বলুন না প্লিজ!

জানেন? আমি ল্যান নেটওয়ার্কিং এর কাজ বেশ ভালই। মাঝে মাঝে অনেকে আমাকে জিজ্ঞেস করতো আপনি কি নেটওয়র্কিং করেন। আমি অকপটে বলতাম “হ্যা”এখন বলতে দিধ্বা হয়। কোন নেটওয়ার্কার ভেবে বসে কে জানে (?) এখন নেটওয়ার্কার বলতে তাকে পুরোপুরি ল্যান, ম্যান, ওয়ান জানা লাগবে এমন ভাবার কোনো মানে হয় না। এমএলএম কোম্পানী কেন যে কম্পিউটার নেটওয়ার্ক খেতাব টি হ্যাক করলো কে জানে!

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এত কষ্টের করে টিউন টা করার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ…সবাই পরলে তাতেই এর স্বার্থকতা

সিস্টেম টা যদি এমন হয় তাহলে দুঃখ জনক !!!!!!!!!!!!!!!!!!!!!!

    @suman sikder: এই হিসেবটা সভিয়েত ইউনিয়নে যখন এই বিজনেস প্লান ঢুকেছে তখনকার।
    কেউ যদি MLM এর গুণকৃর্ত্তন করে তাকে বোঝানোর এন্টি লজিক। বর্তমানে MLM এর প্রধান একটি কাজ হল মানুষকে ব্রেন ওয়াশ করা। কিছু বোঝানোর মাধ্যমে।
    আর অংকের হিসেবটা যারা MLM এর সফটওয়্যার ডেভেলপ করেন তারা আমার থেকে অনেক ভালো ভাবে তুলে ধরতে পারবেস!!!!

Level New

Nice presentation

    @Fakhrul Islam: ধন্যবাদ!!! আমাকে পৃথিবীর এমন কোনো MLM কোম্পানী দেখাতে পারবেন। যেখানে পেইড করে মেম্বার হবার সাথে সাথেই ইনভেষ্ট ওঠানো সম্ভব কোনো প্রকার লোক যোগার না করে। আমাদের দেশের অনেক যুবক আজ সমাজে উপহসের পাত্র হয়ে গেছে। কিন্তু কেন? এটা কি তার দোষ নাকি……………………?

তথ্যবহুল টিউন। ধন্যবাদ 🙂

thank you for sharing this informative tume

দুঃখ লাগে যখন দেখি যে শিক্ষিত যোগ্য লোকেরাই যতসব এপিট-ওপিট দেখিয়ে মানুষের কাছ থাকে টাকা হাতিয়ে নিচ্ছে। আল্লাহ আমাদের এসব থেকে রক্ষা কর।(আমীন)

অত্যন্ত কঠিণ তম সত্যি কথা। আপনাকে অসংখ্য ধইন্যা পাতা।

    @Monir Hossain: আপনাকেও ধন্যবাদ। চোর পালালে বুদ্ধি বাড়ে। অনেকে বলেন ন্যারা বেলতলায় একবার যায়। আমি এ কথা মানি না। নেরা বেল তলায় ২য় বার গেলে মাথায় হেলমেট পড়ে যায়।

Level 0

may be apnar tune a ganatik & tottio vul asa.

    @Nion007: May be ব্যাবহার না করে। সরাসরি বলুন কোথায় ভুল। তারপরও আমি দেখে দিচ্ছি। আপনার কোথায় ভুল পরিলক্ষিত হয়েছে দয়া করে জানান।

      Level 0

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: 😀 😀 😀 50 rubel(mudra) ar cycle 50 rubel(mudra) diai kinbo, loss nai. (sohoz hisab, sobi cycle paba ciptamo na kora)

      R 5 ta kupon apnar kasa email kora dabo, apnar lab. :p :p :p (email id plz)

      {ato boro ganitik vul “ইয়াকভ পেরেলমান” korta para na, jodi onubadok ar bikrity dhotai.}

      Toba
      “SIRAZ উদ-দৌলাহ্ MLM সাইকেল CENTER” -ar pokkha kora sombhob……… :P:P:P

        @Nion007: আপনি আমার লেখার উদ্দ্যেশ্যটা বুঝেছেন আশা করি। ইয়াকভ পেরেলমান এর দোষ দিয়ে কোনো লাভ নেই তিনি যেরকম লিখেছেন আমি সেরকমই দিয়েছি। আর এটা গাণিতিক ব্যাপার এখানে অনুবাদক এর ভুল হবার কথা নয়। ধন্যবাদ

ইয়াকভ পেরেলমান সাহেব কে কিছু বলার নেই।গণিতে তার অবদান অন্যরকম,আর হিসাবটাও সহজ কিন্তু মারাত্মক ভয়ঙ্কর।চক্রবৃদ্ধিহারের চেয়েও এটা তারাতারি বেরেছে দেখা যাচ্ছে।

    @Ochena Balok: একদম ঠিক। এখন কিছু কিছু এমএলএম প্লান আছে দেখতে আরও সহয মনে হবে। কিন্তু লাভের অংশ আরও কঠিন। ইয়াকভ পেরেলমান যখন এই ব্যাপারটা অনুভব করতে পেরেছিলেন। আমরা কেনো আজো পারছি না। আজো কেন আমাদের ধোকা খেতে হয়। স্পট, মেচিং সহ কতো রকমের টালবাহানায় আমরা টালমাতাল হয়ে যাই। ধন্যবাদ।

আপনি এমএলএম সম্পর্কে যে তথ্য গুলো দিয়েছেন তার বেশিরভাগ-ই সঠিক । তবে আপনি বর্ণনা করেছেন একটি প্রযুক্তির নেগেটিভ দিক গুলি । পৃথিবীর যে কোনো প্রযুক্তির নেতিবাচক দিক রয়েছে । আবার এরচেয়ে বেশি রয়েছে পজিটিভ দিক । কথা হচ্ছে আপনি এইটা ব্যাবহার করছেন কি উদ্দেশ্যে ।উপকার করার জন্য নাকি ক্ষতি করার জন্য ।তবে আমি আপনার কোনও দোষ দেখি না কারন আমাদের দেশে ১-২ টি কোম্পানি ছাড়া সবাই এমএলএম কে বেছে নিয়েছে প্রতারণার হাতিয়ার হিসাবে । যার কারনে আজ প্রচুর ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে । আমার মনে হয় আমরা প্রযুক্তিকে দোষারোপ না করে এটি কারা নিয়ন্ত্রণ করছে তাদের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হলে ভাল হয় । সেইসাথে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর বাইরে এই ব্যাবসাটি চলতে দেওয়া উচিত হবে না সরকারের ।

    @Tanvir Ahmed: দেখুন আমি এখানে নেগেটিভ কিংবা পজেটিভ কোনটাই বলিনি শুধু একটি গাণিতিক কঠামো দেখাতে চেয়েছি। আপনি যেহেতু বলছেন এমএলএম নামের প্রতারণা সচল। আমি এর সাথে দ্বিমত পোশন করছি না।
    একটা কথা আছে-
    পরিশ্রম ধন আনে, কর্মে আনে সুখ
    অলসতা দারিদ্র আনে, পাপে আনে দুখ!!!
    যাকগে আমার লেখার মূল বিষয় বস্তু হল আগে থেকে সাবধান থাকলে ও হিসেব নিকেষ করে কাজ করলে ঠকতে হয় না। ধন্যবাদ আপনার চমকপ্রদ মতামতের জন্য।

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: সবই ঠিক আছে তবে, “কর্মে আনে সুখ” না হয়ে হবে “পূণ্যে আনে সুখ”
      নিউওয়ে’র অফার পাওয়ার পর আমার এমনই মনে হয়েছিল যে, সবাই সদস্য হওয়ার পর সর্বশেষ ব্যক্তিরা কাকে সদস্য বানাবে? এরকম সকল ক্ষেত্রেই প্রযোজ্য। সুন্দর এবং প্রশংসনীয় টিউন।

    Level 0

    @Tanvir Ahmed: আপনার Post এ like……… ইংরেজরা জখন আমাদের সাখায় যে প্রতিদিন সকালে চা খাওয়া সাস্তের জন্য ভাল তখন আমরা এর অর্থ changer করে সারা দিন চা নিয়ে পরে থাকি, MLM যখন সেখাল যে বেকের দের করম সংন্সথান , তখন আমরা আমাদের কাজ-কাম ছেরে click দিতে বসে পরি । Problem MLM এর নয়, Problem আমাদের। Malaysia, Singapore এর দিকে তাকালে দেখা যায় এরা কত শিল্প উন্নত ।

      @Nion007: আপনার বক্তব্যকে আমি সমর্থন করছি। তবে আমাকে এমন কোনো দেশ দেখাতে পারবেন না যারা এমএলএম শুধুমাত্পর পলিসি ব্যাবহার করে উন্নত হয়েয়ে। ধন্যবাদ

কোনো এমএলএম কোম্পানি যদি পণ্য বিপণনের বাইরে গিয়ে টাকার লেনদেন করে তাহলে বুঝতে হবে এইখানে মানি গেম খেলা হচ্ছে । এইরকম কোম্পানি থেকে দূরে থাকাই উত্তম ।

    @Tanvir Ahmed: ১০০% সত্য। এ কাজ করবে আর্থিক প্রতিষ্ঠান। আমি শুনেছি সরকার নাকি এমএলএম এর উপর একটি স্পষ্ট নীতিমানা তৈরি করবেন।

অসাধারন টিউন…।।

Level 0

thanks asif vai ami mlm bhujtam na akhon rasta clear ha.

    @shawn01721: ধন্যবাদ!!! বর্তমানে এমএলএম এর সিস্টেম ও স্ট্রাকচারের শেষ নেই। তবে সার কথা একই। বিশ্বের শীর্ষ স্থানীয় পুজিবাদি, সমাজতান্ত্রীক ও ইসলামিক দেশের কোথাও এমএলএম সিস্টেম সফল হয় নি। আমারা তো ভাই বিশ্বের সবচেয়ে সরল টাইপের চালাক মানুষ তাই আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া সহজ। আবারও ধন্যবাদ!!!

অসাম শালা………………………
এই টিউন টি কে নির্বাচিত করায় কতৃপক্ষ কে অসন

টিউন নির্বাচিত হওয়ায় অভিনন্দন আসিফ ভাই 😀

    @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: @নিওফাইটের রাজ্যে: অমি অবাক হয়েছি। আমি আমার কোনো টিউনেই সন্তুষ্ট না। পোষ্ট করার পর ভাবি পোস্টটি বাজে হয়েছে। আর সেই পুরোনো অভ্যেস এডিট না করা। আমি নির্বাচিত হই নি, আপনার নির্বাচিত করেছেন। টেকটিউনস কমিউনিটির সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রদর্শণ করছি। ধন্যবাদ!!!

টিউনটি আমার কাছে ভাল লেগেছে , আপনাকে ধন্যবাদ । টিউনে আরো কিছু কথা যোগ করা জেতে পারে যেমন , কি কি কারনে অনেক দেশে mlm বন্দ করে দিয়েছে বা অন্যান্যা তথ্যা গুলো যোগ করা যেতে পারে ।

    @আই, এইচ, কমল: ভাই এখানে আমার উদ্দ্যেশ্য ছিলো শুধু মাত্র এমএলএম এর কারচুপির একটি অংক সবার সামনে তুলে ধরা। আপনার সাথে আমি একমত। খুব শিঘ্রই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে টিউন করবো। আপনার জন্য শুভ কামনা।

এক কথায় অসাধারন হয়েছে!

অভিনন্দন আমার প্রিয় 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 “ছোট নবাব” 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 । কৃতজ্ঞতা জানাই টেকটিউনস্ এর এডমিন মেহেদী ভাই সহ মডারেটর মাহাবুব ভাই, সাইফুল ভাই সহ সকল সক্রিয় ভিজিটরদের সুন্দর এই টিউনটি নির্বাচিত করায়।

Level 0

সময় উপযোগী পোস্ট। তবে যারা MLM করে তারা বিনা পরিশ্রমে টাকা আয় করার চিন্তা তে এত বেশি বিভর যে এই গুলান তাদের মাথা তে ঢুকবে না। তারা অঙ্কের হিসাবে ধনি হবার আসা তে করতে থাকবে এবং হাওয়া তেই টাকা বানাতে থাকবে, একদিন দেখবে টাকা শুধু কাগজে অঙ্কেই আছে বাস্তবে নাই। কাজির গরু কাগজে আছে গোয়ালে নাই এর মতো ব্যাপার হবে।

    @sharif1234: আমি আপনার বক্তব্যের সাথে একমত। এমএলএম কোম্পানীর মানুষ পটানো লোকগুলোর লেকচার ও দুই একটি সেমিনার দেখে একজন সহজ সরল মানুষ সামান্য সময়ের ব্যাবধানে নিজেকে কোটিপতি ভাবা শুধু করে। যখন বুঝতে পারে তখন আম ছালার কোনটাই থাকে না। ধন্যবাদ!!!

ভাই , আপনি MLM কে যা বুজাতে চাচ্ছেন আসল MLM তা না। আপনি ভুল জানেন। আপনি জানেন MLM এর উপর অনাস মাস্তার আসে? তাও বাংলাদেশ এ না বিশ্বের top most Univarsite গুলোয়। Direct Marking এর উপর ফিলিপ কোক্টলার -এর বই এ একটি আধ্যয় আছে। তাই বলবো সঠিক ভাবে জানুন. link ta dhekhun.
http://www.dainikdestiny.com/index.php?archiev=yes&arch_date=12-04-2012&view=details&type=main&cat_id=1&menu_id=54&pub_no=176&news_type_id=1&index=4

    @shoner feriwala: পৃথিবীতে লেখাপড়ার বহু বিষয় আছে। এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) তো আর অবৈধ না। আমি স্পষ্ট ভাবে বলতে চাই এমএলএম এর বড় গুণ আগে ব্রেন ওয়াশ করা। মিথ্যে কিছু দেখানো। আর আমারা তো মহামানবদের মতো ইন্দ্রীয় জয় করা মানুষ না। আমাদের লোভ আছে আর এই লোভের তাড়নাই এমএলএম এর পূজি। মানুষকে পন্য বানানো কি ঠিক? মানুষ বেশ্যা নিয়ে থিসিস করেও ডক্তর হতে পারে আমি সেটাকে ছোট করে দেখবো না। আমি এমএলএম এ ডক্টরেট করা মানুষের সাথে এমএলএম এর এন্টি লজিক নিয়ে বায়স করতে রাজী আছি। এরকম কেউ থাকলে আমার ওপেন চ্যালেঞ্জ। আপনার মতামত ও কষ্ট করে টিউমেন্ট করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

Level 0

ফেরিওয়ালা কি destiny থেকে মাস্টার্স করা??? :O

ছবিগুলো দারুণ হয়েছে।

Level 0

সচেতন পোষ্ট করার জন্য ধন্যবাদ জানাই। তবে এটা মনে রাখা জরুরী “অল্প বিদ্যা ভয়ঙ্করী”। আমি শিকাগো ইউনিভার্সিটিতে ৪ বছর ধরে পড়াশুনা করছি আর এখানে Direct selling এর উপর আলাদা ডিপার্টমেন্ট আছে। এমএলএম/ নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং এর শাখা মাত্র আর পৃথিবীতে ১৩০ টির বেশী দেশে এটি প্রচলিত সাধারন ব্যবসা হিসাবে চলমান। এটিকে প্রথম আমেরিকাতে ১৯৫৯ সালে চার্লস কে পন্জি নামে এক জুয়ারী জুয়া খেলাতে ব্যবহার করেছিল। তারপর থেকে বিভিন্ন সময়ে এর ভুল প্রয়োগ অনেককে পথে বসিয়েছে।

সম্প্রতি দেশ থেকে বাবার মুখে শুনেছি এমএলএম ব্যবসার নামে কিছু কোম্পানী ফ্রড করছে।

আমি শুধু বলতে চেয়েছি প্রযুক্তির অপব্যবহারকারীকে দোষ দেয়া এবং শাস্তি দাবী করা যৌক্তিক তবে প্রযুক্তিকে নয়।
সকল কাজের ভাল খারাপ দিক থাকে। এখানে আপনি যেই হিসেব দেখিয়েছেন তা অবশ্যই ভবার মত তবে এরকম অনেক বড় বড় গণিতজ্ঞ এবং একজন নোবেল বিজয়ী পর্যন্ত ডরেক্ট সেলিং এর পক্ষে কথা বলেছেন আর অসংখ্য বই ও পাবেন আ্যমাজন ডট কম এ।

ভুল হলে ক্ষমা করবেন। শিরোনামে শুধু পদ্ধতিকে দোষারোপ করা হয়েছে এর ভুল প্রয়োগকারীকে নয়। ধন্যবাদ

asif vaiar ai tune ta nirbacito houar khub e dorkar chilo…Ai mlm onk manus k cushe khayeche. Jokhon e kono mlm companir nam suni tar thake 100 hat dure thakar chasta kori r akta jinis onk student k cushe khacce ta holo ptc.Bd te ptc er jai roktocosa side gulo ase ta ak dhoron er pure mlm chara r kisuna. Ai ptc er mayajal e ami o poreche dolancer e amr ak frnd k onk din dhorai dakcilam bes valoi earn korcilo bas nilam 2 ta ID 14hajar e matro 4 hajar uthlo 10hajar bash.Vbcilam ptc bujhi mlm na r ora to er age pyement dia aschilo.Asole amar kisu frnd sudhu kaj korai without mlm dolancer thake bes vlo tk e ern korcilo aita vabe join korcilam hoyto amar frnd ra mlm kore nai bt onno karo mlm er tk tai dolancer er pyment cholto r ai typ er ptc site chole.So jara asif vaiar ai tune ti porecho tader uddese bolchi always mlm r ptc thake dure thakbe.
কিছু মানুষ আছে সপ্ন দেখায়।
কিছু মানুষ আছে সপ্ন ভাঙগায়।
কিছু মানুষ আছে সপ্ন নিয়ে বাচতে চায়।
কিছু মানুষ আছে সপ্ন ছারা বাচতে চায়।
কিছু মানুষ আছে সপ্ন পুরণ করায়।
কিছু MLM COMPANY R PTC SITE আছে যারা সপ্ন দেখায় কিন্তু সপ্ন পুরণ করায় না।
তারা সুধু সপ্ন ভাঙগায়…।
Asif vaia vabcilam lakhata r ak2 sundor kore sajaia tune korbo bt ki r korar ami r amr olosota 🙂 :p bt tomr ai sundor socetonotamulok tune er jonno tomak tnx dite atoboro comt korlam…Purota poro kintu…

    @অন্তহীন ভালোবাসা: আপনার কথাগুলো খুব ভালো লেগেছে। সবসময় আপনাকে পাশে পেয়ে ভালোলাগে। সমস্যা এড়িয়ে যাওয়া কাপুরুষের লক্ষন। পৃথিবীতে যত জটিল সমস্যাই থাকুক না কেনো সবকিছুরই সমাধান আছে। আমার হৃদয় নিংড়ানো ভালবাসা রইলো।

PTC দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে । তাই বলে কি আমরা পুরো ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি কেই দোষারোপ করব ? অনেকে ফ্রিল্যান্সিং এর কথা বলে PTC দ্বারা অনেকের সাথে প্রতারণা করেছে ।তাই বলে আমরা ফ্রিল্যান্সিং কে প্রতারণামুলক বলব ? অবশ্যই না । তাহলে অযথা কেন আমরা এমএলএম কে দোষ দিয়ে যাচ্ছি ? এমএলএম নামধারী কিছু প্রতারক প্রতারণা করেছে ।

    @তানভীর ভাই: আমি বাংলাদেশের পিটিসির নামে এমএলএম করা কমপক্ষে ২০টা কোম্পানীর চেয়াম্যান কিংবা এমডি দেখাতে পারবো যারা আইটি রিলেটেড নয়। কোনো কোনো এমএলএম কোম্পানীর লিডার কিংবা অন্যকোন উপায় না দেখে তথ্য প্রযুক্তিকে নিয়ে মানুষকে ধোঁকার সাগরে ভাসিয়ে উধাও হয়েছে। দেখা গেছে কিছু আইটি রিলেটেড পারসন বেতন ভুক্ত কর্মচারী ছিল। তারা অহেতুক ঝামেলায় পড়ে গেছে। ধন্যবাদ!!!

Techtunes-a এ যারা আসেন তারা সবাই ইন্টারনেট ব্যাবহার করেন নিয়মিত । আপনারা কেন গুগল এর হেল্প নেন না ? সারা পৃথিবী তে এমএলএম/ডাইরেক্ট সেলিং চলছে । আপনারা কেন ভাল করে সার্চ দিয়ে দেখে কমেন্ট করেন না ?

Molom party er jalai deshta shesh hoiya gese

আপনাদের সুবিধার্থে আমি কিছু ওয়েবসাইট এর ঠিকানা দিচ্ছি । আপনারা চাইলে দেখতে পারেন ……
http://www.wfdsa.org http://www.mlm.com http://www.mlmu.com http://www.amway.com

তাছাড়া আপনার ইউটিউব -এ ও সার্চ করে দেখতে পারেন …………Network Marketing/Direct Sales/MLM
সার্চ করলে আপনারা নেগেটিভ/পজিটিভ দুই দিক-ই দেখতে পারবেন । আশা করি তাহলে আরো মান সম্মত কমেন্ট পাব । আর আসিফ ভাইকে বলছি…আপনি আমার প্রিয় টিউনার, আপনার কাছ থেকে অনেক মানসম্মত টিউন পাই, আশাও করি ।আপনি ফ্রিল্যান্সিং-এ অভিজ্ঞ,দক্ষ ।এমএলএম নিয়ে আপনি মনে হয় ঘাটান না । তাছাড়া ওইটা আপনার কাজ-ও না ।কিন্তু ভাই Techtunes-a আপনার জনপ্রিয়তা আছে ।আপনার কাছ থেকে যদি কোনো ভুল তথ্য আসে তাহলে অনেকের ভুল ধারনা তৈরী হবে । আমার কথায় কোনো ভুল থাকলে মাফ করবেন ।আর জানালে সংশোধন করে নিব ………

    @Tanvir Ahmed: এই অংকটার পটভুমি যখন সোভিয়েত ইউনিয়নে এমএলএম ঢুকে পড়ে তখনকার। কিন্তু আজও সময়ের সাথে সংগতিপূর্ণ। আপনি আমার প্রিয় টিউমেন্টকারীদের একজন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

    Level 0

    @Tanvir Ahmed:

    I am agree with you..

MLM kokhonoi valo hoite pare na. Sref batpari & juakhela sara kisu na. Onek sundor tune hoese. Kisu manus ase LMLar dalal, tader kase aiti valo lagbena.

Level 0

সভাইকে স্বাগতম,প্রথম দিন এ m l m এর বিষয়টা খারাপ লাগলো,কারন আমি একজন নেটওয়ারকার

যারা এমএলএম এর নামে প্রতারণা করে তাদের শাস্তি হওয়া দরকার। তবে যারা ভালো এমএলএম কোম্পানি তাদের নাম ভাঙ্গিয়ে যেন কেউ প্রতারণা করতে না পারে তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

আমি যদি আজকে কাউকে ফ্রিল্যান্সিং নিয়ে কাউকে অবাস্তব স্বপ্ন দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেই তাহলে কি এর দোষ ফ্রিল্যান্সিং এর উপর বর্তাবে ? অবশ্যই না । তাহলে এমএলএম ব্যাবহার করে যারা প্রতারণা করছে তাদের দায়ভার এমএলএম কেন নিবে ? আমি মনে করি এইভাবে ঢালাও কমেন্ট করা উচিত না……

    @তানভীর ভাই: এর উত্তর আমি অন্য একটি টিউমেন্টে দিয়ে দিয়েছি। ভাই এমএলএম যে পন্য কিংবা সেবার উপরই হোক না কেনো তাতে ১০০% মানুষ কোনো দিন লাভবান হতে পারে না। এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ!!!

আপনার লেখনী যোগ্য স্থানে দেখে ভাল লাগছে।

Level 0

এখানে চাকু ছুরির দোষ নেই দোষ, চাকু-ছুরি কারা ব্যবহার করছে তা আসল ব্যপার। যদি সন্ত্রাসি ব্যবহার করে তবে একরকম, কসায় ব্যবহার করলে অরেক রকম আবার ডাক্তার ব্যবহার করলে অরেক রকম হবে। এতে ব্যবহার কারির উদ্ধেশ্য দেখতে হবে। আমি যত টুকু জানি ১০০% পন্য (বাজার দরে) নির্ভর কোন প্রতিষ্ঠান এম,এল,এম (ডাইরেক্ট সেলিং) সেলিং এর মাধ্যমে পন্য বিপনন করলে তাতে দোষের কিছু নেই। আরও একটি কথা এম,এল,এম (ডাইরেক্ট সেলিং) কম্পানি পন্য বিক্রয়ের মাধ্যমে লভ্যাংশ দিয়ে থাকে লোক জয়েনিং এর ক্ষেত্রে নয়(ক্লিক বাজদের কথা আলাদা)। এক সময় সমস্ত ব্যক্তি শেষ হয়ে যেতে পারে কিন্তু পন্য বিক্রয় কোন দিন শেষ হয়না। ফলে সাইক্লিক অডারে পন্য বিক্রি হয়।

Level 0

Dear asif bhai, thanx for your post against the fake mlm companies.
I am strongly agreed with you. But dear brother I want to say something different. Please, don’t take it otherwise. Actually there is no “MLM company” it is called ” direct selling” . This sytem is not bad, but in Bangladesh, the system is being used in a wron way. If you permit me to say something about this, then i want to write here something.

Thanx

    @tohnusa: দোষ যতখানী না প্রতারকদের তার চেয়ে আমাদের অনেক বেশী। আমরা প্রতারকদের বিশ্বাস করেছিলাম। একটি জায়গায় ময়লা লাগলে তা ওঠানো কঠিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ!!!

Level 0

simply awesome

খুব সুন্দর উপস্থাপন…লোকজন ফাঁদে পা ফেলার আগে এই টিউন পড়া উচিত।।

ভাই,বেশ করিয়া তো আপনারা বলিয়া গেলেন এম.এম.এম এর প্রতারনার কথা।কিন্তু বাংগালীদের বোকা বানানোর চেয়ে সহজ কোন কাজ পৃথিবীতে আছে বলিয়া আমার জানা নেই।যেহেতু আমি নিজেও বাংগালী তাই নিজেদের সপ্মর্কে এর থেকে ভালো মন্তব্য আর কিছু করিতে পারিনাই।আরও খারাপ উদাহরন দিতে পারিতাম ।যাহা হউক,আমাদের ফ্রিতে কেউ কিছু দিতে চাইলে আগে আমরা নিতাম।কিন্তু আমরা এখন ফ্রিতে খাইনা।আমরা এম.এল.এম করিয়া টাই পরি।ডিজিটাল প্রতারকের খপ্পরে পড়ে সর্বসান্ত হই।দরকার আছে এ সবের।তা না হলে আমাদের শিক্ষা হবেনা।
আমি ফ্রিল্যান্সিং করি, এম এল এম না।তাই আপনাকে রাতারাতি কোটিপতি বানাতে পারবো না।যদি ইচ্ছে হয় আমার সাইটে জয়েন করে কাজ করতে পারেন।কোন আপগ্রেড নেই, জয়েন একদম ফ্রি,১০% ফ্রি রেফারাল আনিং।এখানে কাজ করলে প্রতি মাসে সবোর্চ্চ ২৫ ডলার আয় করতে পারবেন।টাকা পাবেন শুধুমাএ এলার্টপে,পেপাল,ই-গোল্ড,এবং বি-ক্যাশ সার্ভিসে।কাজ করলে- টাকা পাবার গ্যারান্টি থাকলো।আমরা ডুল্যান্সার,স্কাইল্যান্সার না।হাওয়া হবার সম্ভাবনা নেই।আমরা ইন্ডিয়ার বড় ওয়েব ডেভেলপিং প্রাইভেট কোম্পানি।বাংলাদেশের সাথে যৌথভাবে ব্যাবসা করি।আমাদের ফ্রিল্যান্সিং সাইট দেখুন-
http://multiworker.com
আমাদের ফোরাম পড়ুন-
http://forum.multiworker.com
অফার কমপ্লিট করে আয় করতে ফ্রিতে জয়েন করুন-
http://ptc.multiworker.com

আমাদের সাথে থাকুন-আমাদের কে বেড়ে উঠতে সহযোগিতা করুন।তাহলেই হয়ত এম.এল.এম প্রতারনায় নিশ্বেষ হয়ে যাওয়া মানুষের উপকারে সামান্য উপকারে আসতে পারবো।

    @multiworker: ভাই এখন বাঙালী সহজে কাউকে বিশ্বাস করে না। জার্নি পথে পাশের সিটের মিষ্টি কথার লোকটিই সর্বস্ব নিয়ে চলে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ!!!

ভাই,বেশ করিয়া তো আপনারা বলিয়া গেলেন এম.এম.এম এর প্রতারনার কথা।কিন্তু বাংগালীদের বোকা বানানোর চেয়ে সহজ কোন কাজ পৃথিবীতে আছে বলিয়া আমার জানা নেই।যেহেতু আমি নিজেও বাংগালী তাই নিজেদের সপ্মর্কে এর থেকে ভালো মন্তব্য আর কিছু করিতে পারিনাই।আরও খারাপ উদাহরন দিতে পারিতাম ।যাহা হউক,আমাদের ফ্রিতে কেউ কিছু দিতে চাইলে আগে আমরা নিতাম।কিন্তু আমরা এখন ফ্রিতে খাইনা।আমরা এম.এল.এম করিয়া টাই পরি।ডিজিটাল প্রতারকের খপ্পরে পড়ে সর্বসান্ত হই।দরকার আছে এ সবের।তা না হলে আমাদের শিক্ষা হবেনা।
আমি ফ্রিল্যান্সিং করি, এম এল এম না।তাই আপনাকে রাতারাতি কোটিপতি বানাতে পারবো না।যদি ইচ্ছে হয় আমার সাইটে জয়েন করে কাজ করতে পারেন।কোন আপগ্রেড নেই, জয়েন একদম ফ্রি,১০% ফ্রি রেফারাল আনিং।এখানে কাজ করলে প্রতি মাসে সবোর্চ্চ ২৫ ডলার আয় করতে পারবেন।টাকা পাবেন শুধুমাএ এলার্টপে,পেপাল,ই-গোল্ড,এবং বি-ক্যাশ সার্ভিসে।কাজ করলে- টাকা পাবার গ্যারান্টি থাকলো।আমরা ডুল্যান্সার,স্কাইল্যান্সার না।হাওয়া হবার সম্ভাবনা নেই।আমরা ইন্ডিয়ার বড় ওয়েব ডেভেলপিং প্রাইভেট কোম্পানি।বাংলাদেশের সাথে যৌথভাবে ব্যাবসা করি।আমাদের ফ্রিল্যান্সিং সাইট দেখুন-
http://multiworker.com
আমাদের ফোরাম পড়ুন-
http://forum.multiworker.com
অফার কমপ্লিট করে আয় করতে ফ্রিতে জয়েন করুন-
http://ptc.multiworker.com

আমাদের সাথে থাকুন-আমাদের কে বেড়ে উঠতে সহযোগিতা করুন।তাহলেই হয়ত এম.এল.এম প্রতারনায় নিশ্বেষ হয়ে যাওয়া মানুষের উপকারে সামান্য উপকারে আসতে পারবো

    @multiworker: ভাই এখন বাঙালী সহজে কাউকে বিশ্বাস করে না। জার্নি পথে পাশের সিটের মিষ্টি কথার লোকটিই সর্বস্ব নিয়ে চলে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ!!!

আসিফ ভাই চাইলে আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই । কারন আমি ডাইরেক্ট সেলিং পছন্দ করি ।হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারব অথবা কিছু তথ্য শেয়ার করার সুযোগ পাব । আপনি এই ব্যাপারে আপনার মতামত জানালে খুব-ই খুশি হব ।

অনেকদিন বাদে্ খুব সুন্দর একটা টিউন পড়লাম।

আসলে আমরা নিজেরাই ঠকবার জন্য তৈরী হয়ে বসে থাকি । অপরকে দোষ দিয়ে লাভ নেই।

অনেক ধন্যবাদ আসিফ । ভালো থাকবেন ।

    @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আপনার ভাললেগেছে জেনে।
    রবীন্দ্রনাথের সবুজের অভিজান কাব্যের লাইন আপনার জন্য-
    ওরে সবুজ ওরে অবুঝ ওরে আমার কাঁচা…………………………….
    এমএলএম প্রতারনার এই জমানা কবিগুরু দেখলে লিখতেন-
    ওরে সবুজ ওরে অবুঝ ওরে আমার কাঁচা। তোরা এমএলএম থেকে আপন প্রাণ বাঁচা!!!!

Level 0

আমার নিজের থিকা আমার ফ্রেন্ড এর প্রতি কষ্ট লাগতেছে বেশি। বেচারার হালাল রুজির ৬৮০০ টাকা হুদাই খায়া ফালায়ছে ওই ই-লিঙ্কস ! নিজেরে অপরাধি লাগতেছে কারন ওরে তো আমিই নিয়া ওই ই-লিঙ্কস এ ঢুকাইছি। তখন রে ভাই দুই চোখ দিয়া খালি টেকা আর টেকা স্বপ্নে দেখতাম !! ফাজিল কম্পানিগুলারে বন্ধ করেনা ক্যান ? শালার সরকার ট্যাক্স এর পাগল। কত মানুষ যে প্রতারিত হইতেছে এইটা দেখার দরকার নাই ওই আবুল মাল এর। হালা হুদাই অর্থমন্ত্রী হইছে। কুনু কামের না। বেক্কল আর লোভী।

    @শান: মতামতের জন্য ধন্যবাদ। আমরা আমাদের অতিলোভ কন্ট্রোল করলে অন্য কারও দোষ দেয়ার প্রয়োজন হবে না। ধন্যবাদ!!!

Level 0

Verify your payza account instantly from here http://www.cheapvcc.biz

Level 0

আসিফ ভাই সুন্দর একটা যুক্তি উপস্থাপনের জন্য আপনাকে অনেক ধন্নবাদ।
কম্মেন্ট গুলো পড়ে দেখলাম এখানে অনেকেই বিভিন্ন রেফারেল লিঙ্ক দিয়ে এম এল এম কে শক্ত ভাবে বোঝানোর জোর চেষ্টা চালাচ্ছেন। তাদের প্রতি আমার প্রশ্ন আপনি যে লিঙ্কগুলো আর ইউটিউব ভিডিও এর কথা বলছেন এগুলো কারা পোস্ট করতেছে বা কারা ভিডিও আপলোড দিচ্ছে? আপনার আমার মত যারা এম এল এম ভক্ত তারাই। সো যুক্তি দিয়ে আসুন অহেতুক লিঙ্ক -ফিং দিয়ে নয়।

Level 0

ধন্যবাদ দিয়ে ছোট করব না । শুধু বলব “অসাধারন”