xVideoServiceThief – ভিডিও ডাউনলোডের সেরা টুল

YouTube, 5min, Metacafe ইত্যাদি অনলাইন ভিডিও শেয়ারিং সাইট গুলোতে আমি বেশির ভাগ সময়ই পরে থাকি। আর কোন ভিডিও মনে ধরলেই আমি ডাইনলোড করে ফেলি। এসব অনলাইন ভিডিও শেয়ারিং সাইট গুলো থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমি ফায়ারফক্সের ডাউনলোড হেলপার এক্সটেনশনটি ব্যবহার করি। কিন্তু এটা সব কাজের কাজী না। যেমন: একসাথে অনেক গুলো ভিডিও ডাউনলোড করা যায় না, রিজিউম করা যায়না।

আজকে ভিডিও ডাউনলোড করার পুরো মাখন একটি ওপেন সোর্স টুল পেয়ে গেলাম যার নাম xVideoServiceThief। xVideoServiceThief দিয়ে প্রায় ৫০ এর উপরে যে কোন অনলাইন ভিডিও শেয়ারিং সাইট থেকে ধপাধপ ভিডিও নামিয়ে ফেলা যায়।

 

শুধু মাত্র ব্রাউজার থেকে URL টি কপি পেস্ট বা URL টেনে এনে ছেড়ে দিলেই হল।

আমার কাছে সবচেয়ে দারুন লেগেছ যে এটি FLV ফরমেট থেকে AVI, MPEG1, MPEG2, WMV, MP4, 3GP, MP3 ফরমেটে নিজে নিজেই কনভার্ট করতে পারে।

এর ইন্টাফেসটি খুবই চমৎকার আর ইউজার ফ্রেন্ডলি যেটা আমাকে আরও বেশী আকৃষ্ট করেছে। আর এটা দিয়ে যত খুশি ভিডি ডাউনলোড, রিজিউম (যেসব সাইট রিজিউম সাপোর্ট করে। Youtube করে না), ডিটিল করা যায়। কয়টি ভিডিও, কত স্পিডে ডাউনলোড হচ্ছে  ইত্যাদি তথ্য এটি এর স্ট্যাটাস বারে দেখাতে থাকে। এটি যেহেতু এখনও আলফা ভার্সনে আছে তাই বাগ থাকাটা স্বভাবিক। তবে আমি আর পছন্দের সাইট গুলো থেকে ভিডিও ডাউনলোড করতে গিয়ে এ পর্যন্ত কোন বাগ পায়নি।

এক কথায় xVideoServiceThief অনলাইন ভিডিও শেয়ারিং সাইট গুলো থেকে ভিডিও ডাউনলোড করার একটি সেরা টুল। আমি এখন কোন রকম ঝামেলা ছাড়াই ধুমাইয়া ভিডিও নামাইতে পারি। আমি এখন এটার পূর্ণ ভার্সন রিলিজের দিন গোনছি।

xVideoServiceThief ডাউনলোড করুন এখান থেকে

Level 0

আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার।

Level 0

আগে ডাউনলোড করে নেই, তারপর ফাইনাল শোকরান ( এর বাংলা হল ধন্যবাদ) টা দিমু।

পুরা মাখন.. সত্যিই অর্পন ভাই।

জিনিশটা মনে হই ভাল কিন্ত আমি এখনো পারি নাই।

বেংগলী গুরু থেকে কিভাবে মুভি ডাউনলোড করবো জানাবেন কি?

Level 0

Pl. tell me how to add video or how I find out URL.

Level 0

Pl. tell me how to add video or how I find out URL.

Level 0

ফালতু

Level 0

ভাই এইটার পোর্টেবল ভার্সন টা হবে কী?

একমত একমত কাতার ভাইয়ের সাথে একমত

Level 0

আগে ডাউন লোড করে দেখি তারপর না হয় মন্তব্য………….। আর হ্যাঁ টেকটিউনস পরিবারে আমি এক নতুন সদস্য।

Level 0

জটিল সফটওয়্যার ভাই। এতো সহজ ভাবে ভিডিও ডাউনলোড করা যায়।
আপনাকে অসংখ ধন্যবাদ।
আমি এটার পোর্টেবল ভার্সন ইউজ করছি। যদি কারো দরকার হয় তবে সরাসরি ডাউনলোড করে নিন এই লিংক থেকে
http://rapidshare.com/files/214847270/Portable_xVideoServiceThief_v1.8.2_alpha_www.softarchive.net.exe

ফালতু সফটওয়্যার ভাই, অতএব টিউস্‌টাও ফালতু সময় নস্ট। আমি সাইট থাকে ভিডিও টিউটরিয়্যাল সংগ্রহ করি যেখানে ভিডিওর
URL সবসময় থাকে না। ভিডিও পেজে থাকলেই তা অটোমেটিক ডাউনলোড করতে দেয় এমন সফটওয়্যার downloaler helper Firefox add-ons‌।

downloaler helper ডাউনলোড করুন
https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006

Level 0

@ সাইদ
কিন্তু আমরা যারা Firefox ইউজ করি না তাদের জন্য কি ব্যবস্থা ?

ড্রইরেক্ট ডাউনলোড করুন এই লিংক থেকে ——- xVideoServiceThief 1.4 Alpha
http://www.soft82.com/get/download/linux/xvideoservicethief/

অনেক চেষ্টা করেছি। অনেক লিংক খুঁজলাম। শুধু ব্যর্থ হইলাম। কোন লাভ হলো না। কিন্তু 2 ঘন্টা বাউজার করে 40 টাকা আমার লজ হয়ে গেল।

সাইফৃল ভাই আমি কুমিল্লার আমাকে মেইল করেন [email protected]

Level 0

এই কাজ করতে কোন এড অনের প্রয়োজন নেই নিচের সাইটিতে অনন্ত ১ডজন সাইট পাবেন সরাসরি ভিডিও ডাউন লোড করুন অনলাইনেই

http://infobd.tk/index/0-31

এই ইআর এল টা ইউজ করে দেখেন এখানে ইউটিউব থেকে শুরু করে সবধরণের ভিডিও শেয়াররিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। যেমুন ফেসবুক, মাইস্পেস ভিডিও, ইয়াহু ভিডি, গুগল ভিডিও, ডেউলি মোসন আরো আনেক

Hmm.. this is great one

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো #রেজিস্ট্রেশন_ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে #আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম #ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…