যখনই কোন সরকার আসে দেশ পরিচালনার জন্য ঠিক তখই বাংলাদেশের সাধারন মানুষকে স্বপ্ন দেখায়। নির্বাচনের আগে বলে এক কথা আর নির্বাচনের পরে করে আরেক। এই নিয়েই আমাদের চলতে হয়। আর প্রতিটি রাজনৈতিক দলের সাথে কোন্দল তো লেগে থাকেই। যাই হোক আজকে আপনাদের দেখাব ২০২০ সালে বাংলাদেশ সম্পর্কে সরকারের ভাবনা।
বরিশালের কীর্তনখোলা নদীর উপরে নাকি এইরকম একটি ব্রীজ নির্মান করা হবে যার নকশাটা আপনারা দেখতেই পাচ্ছেন। যদি এই রকম ব্রীজ নির্মান করা হয় তাহলে এটি বরিশালের গৌরব বাড়াবে বলে আমি মনে করি।
রাজশাহীতে এইরকম একটি দৃষ্টি নন্দন ব্রীজ নির্মানের পরিকল্পনা আছে নাকি বাংলাদেশ সরকারের। কিন্তু কতটা বাস্তবায়িত হয় সেটাই আমাদের দেখার বিষয়।
রাঙামটিতে এইরকম একটি রিসোর্ট নির্মান করার পরিকল্পনা রয়েছে কিন্তু সেখানে কি আদৌ সাধারন মানুষ থাকতে পারবে কিনা আমার সন্দেহ।
এবার আসি ঢাকার দিকে। ঢাকার যানযট মানুষকে যে কতটা ভোগাচ্ছে তা একমাত্র ঢাকাবাসীরাই ভাল জানে। তাদের এই ভোহান্তির কথা চিন্তা করে সরকার ২০২০ সালের মধ্যে একটি পদক্ষেপ হাতে নিয়ে সেটি হল মেট্রোরেইল। দেখা যাক কতদিনে এটি বাস্তবায়িত হয়।
খুলনা বন্দরের পাশেই নাকি একটি চাখধাধানো ব্রীজ নির্মান করা হবে। যার দুই পাশ দিয়ে দুইদিকের গাড়ি চলতে পারবে। দেখার অপেক্ষায় আছি এখন, কবে এইরকম দেশ গড়ে উঠবে।
সর্বশেষ শেষ বাংলঅদেশের জনসংখা বৃদ্ধির চিন্তা মাথায় রেখে হয়ত সমুদ্রের উপরে বা নদীর উপরে একটি জেলা গড়ে তোলার চিন্তা আছে।
এতক্ষন তো অনেক কিছুই পড়লেন আর আমার শেষ মন্তব্য হল নিচের ছবির মত।
এই টিউনটি একইসাথে আমার নিজস্ব সাইটে প্রকাশিত
বর্তমান চিত্র যদি নিচের চিত্রের মত হয় তাহলে ২০২০ সালে বাংলাদেশ হবে আরও ভয়াবহঃ
নিচের ছবিগুলো Esshan ভাই আমাকে সংগ্রহ করে দিয়েছে। তাই তার কষ্টের জন্য তাকে ধন্যবাদ জানাই।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব ভাই,
খুবই ভালো লাগল। অনেক দিন পরে নতুন করে নতুন কিছুর স্বপ্ন দেখালেন! কিন্তু এটা যে শুধু স্বপ্নই !
যাই হোক। ধন্যবাদ।