ফক্সট্যাব – মজিলার আরেকটি জোসস্ নতুন অ্যাডঅন

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

কি করব বলেন? এত সুন্দর সুন্দর অ্যাডঅনগুলো চোখে পরে যে লেখার লোভ সামলাতে পারি না। তাই আরো একবার আরো একটি নতুন অ্যাডঅন এর গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। মজিলা ফায়ারফক্সের নতুন এই অ্যাডঅনটির নাম হল ফক্সট্যাব

1.jpg

আমরা যারা মজিলা ইউজার তারা অনেকে হয়ত মাউস পয়েন্টার এর সাহায্যে অথবা ctrl+ট্যাব নম্বর চেপে এক ট্যাব থেকে আরেক ট্যাবে শিফট করি। আসুন আমরা আমরা একটু টেস্টে পরিবর্তন আনি -

2.jpg

এই অ্যাডঅনের মাধ্যমে আপনি আপনার ট্যাবগুলোকেই আপনার ব্রাউজারের মধ্যেই সার্চ এবং সুইচ করার অপশন পাবেন। এতে মূলত কুইক ট্যাব সুইচিং করতে ভিজুয়্যাল মিডিয়াকে সংযুক্ত করা হয়েছে

এতে যে পাঁচটি লে আউট সংযুক্ত করা হয়েছে -

১. স্ট্যাক - এতে ট্যাবগুলো থ্রিডি তে একটির পেছনে আরেকটি স্ট্যাক করা থাকে।

২. ওয়াল - ট্যাবগুলো একটি টিভি স্টোরের মত একটি ওয়ালে শো করবে।

৩. গ্রিড - ট্যাবগুলো একটি কমন গ্রিড এ অ্যালাইন করা থাকবে।

৪. রো - ট্যাবগুলো এই ফরম্যাটে হরাইজন্টালি অ্যালাইন করা থাকে।

৫. সার্কেল - এইক্ষেত্রে ট্যাবগুলো একটি সার্কুলার থ্রিডি শেপে বিন্যস্ত থাকে।

এই অ্যাডঅনকে অ্যাকটিভ করতে হলে Ctrl + Q চাপুন অথবা ব্রাউজার টুলবারের আইকনে প্রেস করে চালু করে নিন। এক ট্যাব থেকে আরেক ট্যাবে সুইচ করতে আপনি মাউস হুইল অথবা কার্সারের সাহায্যও নিতে পারেন। এখানে প্রথমে আপনাকে একটি ডিফল্ট সাইজে এই ট্যাবগুলোকে ব্রাউজারে শো করবে। আপনি চাইলে তা পরে নিজে থেকে ডিফাইন করে নিতে পারেন। আর পরীক্ষামূলক বলে এটি ইন্সটল করতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

So enjoy Foxtab

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাটাফাটি একটি এডঅন। পুরো চোখধাঁধানো। সরাসরি ডাউনলোড লিংক দিয়ে দিলাম। https://www.techtunes.io/uploads/images/tunimages/2008/09/foxtab-099-fx-win.xpi

ধন্যবাদ এই এডঅন এর জন্য

Level 0

জোসসস একটা অ্যাড-অন, আরো জোসসসসসসসস একটা টিউন, ধন্যবাদ টিনটিন ভাই।

আপনাদের সবাইকে ও ধন্যবাদ

জটিল এডঅনের খোঁজ দিলেন ভাই পুরো রমজানের ধন্যবাদ।

আমি প্রায় 16 থেকে 20 টি ট্যাব খুলে রাখি । এই এক্সটেনশনটি আমার জীবন আরও সহজ করে দিল। গ্রইট টিউন, 5 স্টার।

5 স্টার আমিও দিলাম।

টিনটিন ভাই কী বলে যে ধন্যবাদ দেব ভেবেই পাচ্ছি না, সত্যিই অসাধারণ একটি এ্যাড-অনস। আসলেই জটিল টিউন। 10 স্টার আমার পক্ষ থেকে।

Level 0

টিনটিন bai ata deya ke baba kaj korta hoi ami thik jani na.plz amaka aktu janaban.ok bye.

Level 0

gud

ei addon ta ki google chrome or microsft edge e use kora jabe?