আর্টওয়েভার – ফটোশপের সত্যিকার অল্টারনেটিভ

আমাদের দেশে যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের বিরাট একটা অংশ এখনও অন্ধকারে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমার ধারনা। এরা যখন নতুন কম্পিউটার কিনে তখন দোকান থেকে কম্পিউটার অ্যাসেম্বলি করানোর পর বুটিং এর সাথে কিছু সফটওয়্যারও দিয়ে দিতে বলে দেকানীকে। দোকানীও কিছু লাইসেন্স কি ছাড়া সফটওয়্যার লোড করে দেয়। এর মধ্যে কয়েকটি আবার ফ্রিওয়্যারও না। এমনই একটি জিনিস যা অনেকের কম্পিউটারে দিয়ে দেয়া হচ্ছে তাহল আডোবির ফটোশপ

জয়তু ফ্রিওয়্যার, ওপেন সোর্স জিন্দাবাদ। টেকটিউনসের আর দশটি টিউনার বন্ধুর মত আমারও একটি পছন্দের টার্ম হচ্ছে ওপেন সোর্স ফ্রিওয়্যার। আসলে শুধু টিউনার বন্ধুরা না সমগ্র টেকি ওয়ার্ল্ডই এখন ফ্রিওয়্যারের দেওনা হয়ে পরেছে। হওয়াটাই স্বাভাবিক কারন দ্রুতগতিতে হচ্ছে এইসবের উন্নয়নের কাজ এবং কোনটাই একেবারে ফেলে দেয়ার মত নয়।

আমাদের অনেকেরই পছন্দের একটি ইমেজ এডিটিং টুল হল ফটোশপ। কিন্তু এটি মোটেও ফ্রি নয়। যারা হাই লেভেলের কাজ করে থাকেন তারা না হয় গাটের টাকা খরচ করেই টুলটি কিনে নিবেন কিন্তু যারা সখের বশে টুকিটাকি করে তার জন্যে টাকা দিয়ে এই টুলটি কিনে নেয়াটা ভূতের ব্যাগারই হবে বটে (আমি সাধারন কম্পিউটার ব্যবহারকারীদের কথা বলছি। কারন টেকিরা বিনামূল্যে CS3 ব্যহারের টেকনিক ও জানেন বলে আমার ধারনা)। তাই সেই সমস্ত নন প্রফেশনাল ভাইদের জন্যে একটি আদর্শ ফটোশপ অল্টারনেটিভকে তুলে ধরব। হ্যা, আর্টওয়েভার হচ্ছে এমনই একটি টুল যার মাধ্যমে সত্যিকার অর্থেই ফটোশপকে রিপ্লেস করা সম্ভব হবে।

ফটোশপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে যাতে করে তাদের রিপ্লেসিং এর সময় কোন সমস্যা না হয় তাই এর ইন্টারফেসটি ফটোশপের আদলেই তৈরী করা হয়েছে। তাছাড়া অনেক মেন্যু ব্যবহারের ক্ষেত্রেও সাদৃশ্য রাখা হয়েছে যেমন - লেয়ার ম্যানেজমেন্ট এবং আপার টুলবারগুলোর ব্যহার এবং এর ফিচার রেজ্ঞকে আরো প্রশস্ত করা হয়েছে।

artweaver-thumb.png

এর বেস্ট ফিচারগুলোকে একনজরে তুলে ধরার চেষ্টা করলাম -

১. চক, ক্যারকোল এবং পেন্সিলেরমত বিভিন্ন ডিজিটাল ব্রাশকে সাপোর্ট করে।

২. নতুন নতুন ব্রাশ তৈরী এবং ডিফল্ট ব্রাশকে কাস্টমাইজ এবং অ্যাডজাষ্ট করার আরো নিত্যনতুন এনভাইরোমেন্ট রেডি করা হয়েছ।

৩. গ্রাডিয়েন্ট, ক্রপ, ফিল এবং সিলেক্শনের মত স্ট্যান্ডার্ড  টুলগুলো তো থাকছেই।

artweaverfilters-thumb.png

৪. বেশিরভাগ কমন ফাইল ফরম্যাটকেই সাপোর্ট করে। যেমন  - BMP, GIF, JPEG, PCX, TGA, TIFF, PNG, and PSD (নো লেয়ার সাপোর্ট), AWD (আর্টওয়েভার) ইত্যাদি।

৫. ট্রান্সপারেন্সি এবং লেয়ার সাপোর্ট

layers-thumb.png

৬. শার্পেন, ব্লার, এমবোস এবং মোজাইক এর মত ইফেক্ট ফিল্টারও অ্যাড করা হয়েছে এতে।

৭. এডিটেবল টেক্সট লেয়ার

৮. রিয়ালিস্টিক ফিলিং এর জন্যে পেন ট্যাবলেট সাপোর্ট।

৯. লাষ্ট এডিটিং কে আনডু / রিডু করার জন্যে হিসটরী অপশন সংযুক্ত করা হয়েছে।

আর একটি মজার ব্যাপার হচ্ছে এটি এমন একটি টুল যা থার্ডপার্টি ডেভলপারদের তৈরী প্লাগইন দিয়ে এক্সটেন্ট করাও সম্ভব। তাই কেউ যদি মনে করে যে কোন একটি ফাংশন অনুপুস্থিত সে চাইলে সেই প্লাগইন লিখে তা আবার ম্যানুয়্যালী ইন্সটল করে নিতে পারেন। তাছাড়াও আপনি চাইলে আর্টওয়েভারের কারেন্ট প্লাগইন প্যাকটি ডাউনলোড ও করে নিতে পারেন।

টিউনটি শেষ করব আরো একটি মজার নিউজ দিয়ে। সেটি হল এর একটি পোর্টেবল ভার্সনও রয়েছে সেটি চাইরে আপনি আপনার পেন ড্রাইভ থেকে রান করে ব্যবহার করতে পারবেন।

বিঃদ্রঃ - যারা উচুমানের কাজ করে থাকেন তাদের কোন কিছুতেই ফটোশপকে রিপ্লেস করার প্রশ্ন আশাকরি টুলটি আপনাদের কাজে আসবে।

ট্রাই আর্টওয়েভার

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মত ননপ্রফেশনালদের জন্যই এটা বেস্ট। তবে প্রফেশনাল অনেক কাজ ও করা যায়।

হুম ….. সেটাই তো ব্যাপার

হুমম ভাল..

ইফতার হইছে ভাই?

দারুন।

Level 0

জটিল একটা সফটওয়্যার নন প্রফেশনালদের জন্য

Level New

টিনটিন ভাই আমার আশা আপনার 100 টিউনটা এতই জটিল হবে যেন আমি খুশিতে লাফ দিয়েদেই………..

ভাল খুব ভাল লাগে।

Level 0

দারুন!!!!