যেদিন থেকে PTC কে Kick দিয়েছি সেদিন থেকেই Web development, SEO, SMM, CMS, Blogging, 3D Design শিখতে পেরেছি আর শিখে চলেছি.

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

প্রথমেই বলে রাখি টাইটেলে Kick দেয়া টা ঠিক করিনি, কারন আমি খুব ভাল করেই জানি PTC করে অনেকেই ক্যারিয়ার গড়ার সপ্ন দেখে চলেছেন, হয়তো এটাও ভাবতে পারেন এত কষ্ট করে রাত দিন কাজ করার চেয়ে এডস এ ক্লিক করা কতই না সোজা.

আপনার সপ্ন আর আমার হিসেব?

হয়তো এভাবেও হিসেব করে বসে আছেন যে প্রতিদিন ২-৩ ডলার যদি আসে তাহলে মাসে ৬০-৯০ ডলার আসে তাহলে মন্দ কি মোবাইল খরচ সহ, মেস ভাড়াটা অনায়েসে চলে আসে.

আবার রেফারাল বোনাস এর হিসেব টাও নিশ্চয় বাদ দেননি ৩ ডলার এর সাথে এবার আরো ২ ডলার যোগ করার সপ্ন অনায়েসে দেখতেই পারেন তাহলে মাসে এবার ১৫০ ডলার, কি হিসেব মিলতেছে তো নাকি?

নাহ এবার আর আপনি কেন ক্লিক করবেন, এর পরের হিসেব কিন্তু আরো পাকাপোক্ত নিজেই একটা PTC এর সাইট বানিয়ে ফেলবেন, নাকি বলেন? সপ্ন দেখেন শত শত ক্লিকার তুমুল গতিতে ক্লিক করে চলেছে আর আপনার ব্যলান্স এ যোগ হচ্ছে সেন্ট এর পর সেন্ট আর ডলার। আপনি ডলার এর গন্ধ মাখা সুখের ঢেকুর তুলবেন!

PTC নিয়ে আমার যা সপ্ন ছিল (!)

হাঃ আমারও একটা ছোট সপ্ন ছিল তবে সেটা ৬০-৯০ এর বেশির ঘরে নয়, ভেবছিলাম ৩-৪ মাস কাজ করলেই তো অনায়েসে ২০০ ডলার পাওয়া যেতে পারে তাই আর সাথে আমার নিজের ৮০০০-১০, ০০০ টাকা নিয়ে তাই একটা প্লান করলাম সেটা হল বাবা-মা কে নিয়ে কক্সবাজার ঘুরে আশাকরি(!)

ওদিকে একাউন্টের বাতি জ্বলতেই আছে আর বাড়তেই থাকল. আমি তো মহা খুশি(!) তাই আরো বেশি ক্লিক মারার সাইট খুজতে থাকলাম, আর সাথে সাথেই জয়েন করে ক্লিক মারতে থাকলাম,

এরপর Blogger.com এর কল্যানে একটা ব্লগও বানিয়ে ফেললাম, খুব সুন্দর করে রেফারাল লিঙ্ক গুলো সাজিয়ে দিলাম, আর ভাবতে থাকলাম, এবার আমার কক্স-বাজার ট্যুর টেকায় কে? অনেকে(ক্লিক পার্টি) অবশ্য ব্লগটা দেখে বাহবাও দিল.

এভাবেই দুই-আড়াই মাস কেটে যায় আমার বুক ভরা সপ্ন আর পরিশ্রম করে.

আমি আকাশ থেকে পড়লাম আর সপ্ন চুরমার (!)

এরপর এলার্টপে তে একাউন্ট খুললাম, টাকা উইথড্রো করার জন্যে অধীর হয়ে পড়েছিলাম.এবং উইথড্রো দিলাম

your account has been suspended,

your withdraw limit is 3$

your have already requested for withdraw

your money has been sent (বাস্তবে কোন টাকাই আসেনি)

Sorry you have create multiple account from your pc.

you are not permitted to withdraw please upgrade account.

অতঃপর মাত্র ৩ ডলার পেলাম একটা সাইট থেকে.আমি আমার হিসেব মেলাতে পারছিলাম না।

এরপর হতাশা এবং Google মামার সাহায্য (!)

কক্সবাজার তো দুরের কথা ক্যাম্পাসের পুকুর পারেও যেতে ভয় লাগছিল.বুঝতে পারলাম আমি হতাশ হয়ে পরেছিলাম.

তবে আমিও থামার পাত্র নয় এরপর একে একে নালিশ করতে থাকলাম আমার Google মামার কাছে আর সার্চ মারতে থাকলাম

"PTC review"

"scam report PTC"

"is PTC scam"

আমি চমকে গেলাম (!) বিভন্ন ফোরাম আর ব্লগের রিভিঊ পড়ে, বুঝতে পারলাম আমি কার পিছনে ঘুরেছি এতদিন, আরো বেশি খারপ লাগল এমন কি আমার থেকেও কারো কারো বাজে অবস্থার কথা পড়ে.আল্লাহ কে অসীম ধন্যবাদ দিলাম যে খুব বেশি ক্ষতি হয়ে যায় নি.

এক Kick মেরে মাথা থেকে PTC এর চিন্তা মাথা থেকে বের করে দিলাম

এরপর আপনি বলেন দেখি এই সব বাটপাড়, ধান্দাবাজ, চিটার দের সাথে থাকা যায়.তাই আমি যা করার তাই করলাম একটা সুপার লাত্তি মেরে মাথা থেকে বের করে দিলাম এইসব পেইড টু ক্লিকান ব্যবসা

একে একে কাজ শিখতে থাকলাম Google মামার সাহায্য নিয়ে.যখন যেটা মাথায় আসত সাথে সাথে Google মামা কে প্রশ্ন করে ঠিকই বের করে ফেলতাম. বিভিন্ন গ্রুপে জনয়েন করলাম, প্রশ্ন করলাম, উত্তর পেলাম, আমিও উত্তর দিলাম, অনেক কিছু বুঝতে থাকলাম, আমি আনন্দিত হলাম.

কি কি শিখলাম আপনাদের কাছ থেকে?

একে একে বিভিন্ন বিষয়ে পড়া শুরু করলাম। যখনেই কোন টিউন পেতাম ফ্রিল্যান্স বিষয়ে সাথে সাথে পরে ফেলতাম। এর পর HTML, CSS, PHP, Mysql, SEO, SMM, Blogging, Link Building, 3D design, Joomla,  WordPress, CMS, আরো বিভিন্ন বিষয়ে কিছুটা হলেও শিখতে পারলাম। আর শিখে চলেছি.কারন সপ্ন একটাই ভাল কিছু করা.

কি বলতে চাইছি এবার নিশ্চয় বুঝতে পারছেন?

না আপনাকে জ্ঞান দেবার নুন্যতম সাহস আমার নাই, শুধু বলে রাখি ভাল মন্দ সব জায়গায় আছে. বেছে নেবার দায়িত্ব আপনার আর আপনাকে সাহায্য করতে পারেন শুধু আপনি। আপনার সপ্ন গুলো আপনিই বাস্তব রুপ দিতে পারেন শুধু মাত্র একটু পরিশ্রম আর ধৈর্য ধরে শিখে যান. কাজে লাগবেই আপনার শিক্ষা.

Level 0

আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লিখেছেন, চালিয়ে যান।

    Level 0

    @তাহের চৌধুরী (সুমন): অসীম ধন্যবাদ….

      @Nur Hasan: thanks vai.akhon desha amon hoea gasa ja ,onekai internet a dollar ora hat dilam ar dhorlam.ptc to bollan,ami bolbo fake id toiri kora facebook like account etc.asob kora taka ascha kintu jara asob korsa tara to temon kichu sikhchana fola jokhon asob kaj thakbena tokhon tara ki korba?sobar ucit kaj sikha dhoirjo rakha dollar amader pisona douraba….

Level 0

go ahead

আপনার সাথে একমত,
আমার অনেক দোস্ত আমাকে দিন রাত জ্বালাতন করে Dolancer/Skylancer এই সব এ জয়েন করার জন্য, কি নাকি অফার চলছে !! কিন্তু আমি কাজ শেখায় ব্যাস্ত, কাজ শিখে ওয়েব ডেভেলপ এর কাজ করতে পারলে করব নাহলে হাত পা গুটিয়ে বসে থাকব, তাও PTC এর মধ্যে নাই………

    Level 0

    @কমপুটার পোকা: অনেক ধন্যবাদ…আপনার বন্ধুটাকে এই পোস্টার লিঙ্ক টা শেয়ার করে দিন…

ভাই ঠিক আপনার মতো অবস্থাই আমি আজ থেকে ৮ মাস আগে ছিলাম । প্রচুর পি টি সি সাইট এর লিঙ্ক এ ভরে গিয়েছিলো আমার ব্রাউজার । একদিন বুঝে গেলাম আমি মরিচিকার পিছনে ছুটতেসি । লাত্তি মেরে বের করে দিলাম আমার পি সি থেকে । আমি এখন শান্তিতে নিঃশ্বাস নেই । আর নতুন কিছু করার চেষ্টা করি । যদিও কিছু টা প্রতিবন্ধকতা আছে , তারপরও চেষ্টায় আছি । এবং চেষ্টায় থাকবো 😀 😀

Level 0

aare! ami to 1 soptaho aage ptc te kaj kora suru korsi! prothome dekhsilam 1cent per click…pore dhuika dehi .1 cent per click r 1cent hoilo premiumder jonno! amar hisabtao kome gesilo. kintu eigula j dhanfa baaj eita jantam na… last e takai dey nay!!
koyek din aage captcha suru korsilam…prothom dinei .5$ !
amio odesk/freelancer e kaj korte cai arame anf kisu kaj pario…kintu somossa hoilo ami ekhon student and samne xm…r oi sob boro boro site e kaj sesh kore taka paite onek somoy-doirjo lage. apatoto tai captcha’r jonno try kortesi jeno pocket money ta ase. pore uni te uthle acha moto kaj kora jabe.

btw vaiya tomar otto gula kaj sikhte koto bosor lagse?

    Level 0

    @rakeen: captcha আর কাজেও কোন মজা নাই…আপনি বরং লেখাপড়ার পাশাপাশি কাজ গুলো শিখে রাখতে পারেন…পরে যখন পরীক্ষার পর সময় পাবেন…মাঠে নেমে যাবেন…শিখার জন্যে কত সময় লাগছে বলছেন ঃ আপনি যদি টানা ৬ মাস নেটের পেছনে সময় দেন তাহলে আশা করি মিডিয়াম লেভেল কাভার করতে পারবেন….

Level 0

kubvolo
vi e ami akta poplam poresi
আমি windows 7 use করি।
2 টি user account use করি।
আমার সমস্যা হলো standard user আমার file delete করতে পারে।
now কী করলে standard user আমার file delete করতে পারবে না।
আমি qubee net use করি but standard user থেকে use করা যায় না ।
please any person help me

জ্ঞানিরা অন্যের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয়! হা হা হা হা হা হা হা হা।

ধন্যবাদ , শেয়ার করার জন্য…………….

Sudhu comment debar jonno login korlam. Apni Applied math e poren, basa Rangpur. Apnar mone ase ami apnake amr fb theke remove korecilam. Sudhu ei PTC er karone. Apnar sathe ek prokar bitorko hoyecilo PTC niye. Ami apnake mana korecilam but apni onek jukti dekhiyecilen. Jai hok sesh porjonto bujhte prerecen etai onek. Thanks erokom ekta tune korar jonno. Valo hoyece.

    Level 0

    @Liton-Online.com: আসলে আমি কোন জিনিস এর ভিতর বাহির না দেখা পর্যন্ত লেগে থাকতে পছন্দ করি….. কাউকে না কাউকে তো অভিজ্ঞতা নিতেই হবে তাই না।
    আপনাকেও ধন্যবাদ…

    Level 0

    @Liton-Online.com: তাছাড়া আমি কিন্তু ইচ্ছা করলেই পোস্টটি নাও লিখতে পারতাম…কিন্তু যখন দেখছি অনেকেই একই ভুল করছে তখন আর থামতে পারলাম না….

Level 0

ধন্যবাদ সময়োপযোগী একটি টিউন করার জন্য। 🙂 এরপরত্ত যদি সবার চেতনা ফিরে আসে।

আপনার পোস্টটি টেকটিউনস গ্রুপে শেয়ার করা হল। -এডমিন টেকটিউনস ফেসবুক গ্রুপ

    Level 0

    @swordfish: অসীম ধন্যবাদ…খুব ভাল লাগল…

Level 2

Onk valo laglo apnar post pore. Clicker vider ai post ta pora ucit. Dhonnobad vi. Onk guchiye lekhte parsen.

    Level 0

    @lanju: এটি আমার লাইফের একটা অভিজ্ঞতা…আপনাকেও ধন্যবাদ

Na, apni post ta likhe khub valo koresen. Eta kora uchit cilo.

Level 0

অতি বাস্তব কথা … …

    Level 0

    @Salman vai: বাস্তব কিন্তু তিতা… শেয়ার করেছি তাদের জন্যে যারা একই ভুল করছে….

Level 0

nice post …. Vaia help me… Amar paypal a 4usd ase. Ai taka tulbo kivabe? Mobile or Cash… Please help me. Karo jode paypal ar usd tolar way jana thake, taile bolo. Please

    Level 0

    @md.rudro: Add a Payoneer(www.payoneer.com/) card to your paypal account to get verified

PTC site scam kina bojhar jonno google mama ke “Is (PTC site name) scam?” diye search dilei bojha jabe site er obostha. Sobar jonno ei tips thaklo.

    Level 0

    @Liton-Online.com: আপনাকেও অনেক ধন্যবাদ একটা সুন্দর টিপস দেবার জন্যে

amader elakay egular(PTC) thai nei….
jekhanei egulare pai… amra frnd ra mile THAPRAY dei…
ase keu THAPRA khabe???? awaz dien….

খুব সুন্দর উৎসাহ মূলক একটি টিউন। ভাল লিখেছেন।
আমিও কাজই শিখতেছি 🙂

Level 0

Post ta FB te share korlam. Thankx brother.

    Level 0

    @Eskaybd: Its your responsibility to share real experience to warn your friends…anyways Thanks

      Level 0

      vai apnar lekha ta pora valoo laglo.apni ki amake shahajo korta paren? ami nuton.pls give me ur cell number.or my no. 01675857660
      ur cell number.or just miss call me i shall call back u.my cell no. 01675857660

এরপর কস্কবাজার দুরের কথা ক্যম্পাসের পুকুর পারেও যেতে ভয় পেতাম বুঝেন আমি হতাস ।
হাহা হিহি হো হো হেহে আমি যখন অনলাইনে আয় করার কথা শুনেছি তখন অন লাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি খুঁজতে থাকি তখন আমি পিটিসি সাইট সম্পর্কে জানি পিটিসি সাইট কি জানার জন্য গুগলে সার্চ করি এক সময় জানতে পারি পিটিসি সাইট কি এবং এও জানত পারি নিরানব্বই পার্সেন্টই ভুয়া । তাই আমি সেদিকে পা বাড়ায় নি কাজ শিখছি কাজ শিখে ফ্রিল্যনন্সিং করব । ধন্যবাদ শেয়ার করার জন্য । আমাদের দেশের অনেক মানুষের স্ববাব কুকুরের লেজের মত তাদের বুঝালে কোন লাভ হবেনা । এর প্রমান হচ্ছে স্কাইল্যন্সার ও ডুল্যন্সারের সাইটগুলোর সদস্য দিনপ্রতিদিন বৃদ্ধি পাওয়া এসব সাইট যে ভুয়া তা নেট ঘাটলেই অসংখ্য প্রমান পাওয়া যায় এসব জেনেও কিছু মোটা বুদ্ধির লোক জয়েন দেয় ও প্রতারনার শিকার হচ্ছে ।

কাজের টিউন। ধন্যবাদ

শুভ বুদ্ধি উদয়ের জন্যে অভিনন্দন।
দোয়া রইল, সফল হোন।

Level 0

vai dolancer and adssourcing ar bepare ki bolben ????

thanks

হা হা অনেক মজার করে লিখেছেন।
সবারই বুদ্ধি হয় তবে তা দেরি করে।

vai amra aaki doler manus amio dhora khaour por bad disi

আপনার কথা শুনে ভালো লাগল একেবারে সঠিক কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

Level 0

Ame To Suru Thekae Aegular Birodhi. Photoshop Sikhtase Nijer Procheshtai , Photography Valo Lage Kono Din Kaje Ashte O Pare. Tx Vai Onek Shundor Kotha Bolsen. Vai Oneke Abar J 5Hajar 7Hajar Takar Package Neye Namse Aegula Ke Akto Bolben ?…

vaia apnar email ta diben plzz othoba facebook id?

Level 0

অশেষ ধন্যবাদ,এত সুন্দর একটা টিউন করার জন্য।আমিও কাজ শিখতে আগ্রহী। w3school.com থেকে
html,css শিখছি।অন্য কোন ভালো সাইট থাকলে প্লিজ জানাবেন।

    @mironey:www. webcoachbd.com দেখতে পারেন।

    Level 0

    @mironey: Web Development শিখতে চাইলে lynda.com এর ভিডিও টিঊটোরিয়াল গুলো কালেক্ট করতে পারেন…এক কথায় অসাধারন…

Level 0

ami medical stdnt. Stdy te time dite hoi onek, lekhalekhir ovvas ase ektu adhtu. Amr jonno freelancing a kon kaj ta sobcheye valo hobe? R kaj sikhle konta ektu kom time diye sekha somvob? Plz janaben. R tune ta korar jonno many many thanx…..

Tahole ki ai sob site e vuya??

কয়েকদিন আগে একটা পেজের এডমিনকে দেখলাম মাথায় অনলাইন আয়ের ভুত চাপছে।আর ঠিক আপনার মতই অবস্থা হইছে । নিজের পেজে পিটিসি সাইটের লিংক শেয়ার দিচ্ছে । আবার দেখি ডায়লগ মারে ” পিটিসিতে কাজ করে কেউ বড়লোক হতে পারে না , সাবলম্বি হোন ” । নিজে তো ডুবতেছেই সেই সাথে পেজের মেম্বারদেরো ডুবাচ্ছে । সম্যসা নাই , আপনার মাথা থেকে যেভাবে পিটিসির ভুত নেমেছে তার ক্ষেত্রেও একই অবস্থা হবে।তার পেজের নাম , “ফ্রী ডাউনলোড করুন বাংলা ইবুক এবং আরো অনেক কিছু” । অপেক্ষায় আছি , এরপরে মনে হয় ziddu + adf.ly এর ডাউনলোড লিংক দিয়ে পেজে পোষ্ট দেবে ।

Level 0

apni o amar moto dora kelen. Ekon sudu php, js, python, graphics design and more kaj sikci bibinno site teke r nijer onuman teke. Thanks for ur post.

amio bujhechi,ektu late e

Level 0

vai amaro 1 month gese PTC er pichone

Level 0

vai amar paypal a 10usd up ase… Amar kono bank account nai… Ami 1ta web site a traffic job kore, and oi site thaka taka pai… Shob thaka majar bapar holo, ai site ei hosse life a fast internet job. Ami ar aga kakhono kono site a kaj kore ni. Amar pc nai. Symbian mobile thaka kaj kore, kesu ptc web a reg ase. Bt click korle, every page a internet 1mb up sas hoy… Whatever pls kau amake help karen, paypal ar taka tulbo kivabe? Amar paypal id verifi na….. Help me please.

Level 0

অনেক সুন্দর লিখা… আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি লিখা উপহার দেবার জন্য।

    Level 0

    @mnuworld: ধন্যবাদ উৎসাহিত করার জন্যে…

Level 0

পিটিসি সম্পর্কে একটি সুন্দর ধারনা । এককথায় চমৎকার শিক্ষনীয় ।

    Level 0

    @Mustafa: এটা আমার বাস্তব অভিজ্ঞতা ….কারো কাজে লাগলে খুব খুশি আমার চেয়ে কেঊ হবে না….আপনাকেও অনেক ধন্যবাদ

Level 0

অনেক সুন্দর লিখা… Everyone should resarch before doing something or atleast search in google by typing site name if it is scam or not … Google the best …i try to collect good writings on my site here http://www.maximusit.net/ for freelancing and tips creating a blog site also helps learning everything depends on the person how he want to achieve his resulta

কনগ্রেচুলেশন !
আপ্নের পোস্ট নির্বাচিত হয়েছে !
স্বপ্ন = swpno ( অভ্রতে এভাবে লিখুন)
বানানটি ঠিক করে দিন। দেখতে সুন্দর লাগবে।
————————————————

একবার একটা গ্রুপে এই কমেন্টটি করেছিলাম –

কথা হচ্ছে, একজন মানুষ তার জ্ঞানের পরিপূর্ণ ব্যবহার করবে। সে কম্পিউটারের বিভিন্ন কাজ শিখুক, তারপর ফ্রীল্যান্সিং করুক। এই ধরনের ক্লিকের সাহায্যে সাময়িক সময়ে কিছু টাকা পাওয়া গেলেও একটা পেশাদারিত্ম মনোভাব আসে না। কখনও বলতে পারা যায় না যে হ্যাঁ আমি ঐ কাজটা পারি। অথচ সে যদি জাস্ট ফটোশপ পারে তাহলে অন্তত চাকরি বা কিছু কাজ না পাক অন্তত পাড়ার মোড়ে ছোট খাট একটা দোকান দেয়া যায়। কিন্তু ক্লিক করে আসলে মাউসের ক্ষতি ছাড়া আর কিছু আসে না।

জ্ঞানের পরিপূর্ণ ব্যবহার হোক, কঠোর পরিশ্রম করে একজন মানুষ সফলতার শীর্ষে উঠুক।

    Level 0

    @Mashpy Says: অনেক ধন্যবাদ ….দারুন বলেছেন

md.rudro কে কেও Help কর….. vai Paypal ar taka Alertpay te transfer kore din …. ar jonno apnake akta alert pay account lagbe . and ar jonno Bank account chara taka tulte parben na . and aarekta korte paren oitar taka ta apnar mobile a transfer kore dite parben.

Level 0

PTC তে কাজ করা আর মতিঝিলে বাদাম বেচা একই কথা। তার থেকে অনেক ভাল বুঝে forex করা।

    Level 0

    @sohel: ভাই যারা বাদাম বেচে তাদেরও কিন্তু মান-সম্নান আছে….

Level 0

অনেক ভাল লাগলো আপনার টিউন টি পড়ে এক কথায় অনেক সুন্দর

    Level 0

    @Raihan: জেনে ভাল লাগল….তবে যে উদ্দেশ্যে লেখা সেটা কজে লাগলে আরো ভাল লাগবে…

Level New

খুব ভালো হয়েছে, চালিয়ে যান।

Level 0

Thanks Brother , Nice tune

সঠিক সিদ্ধান্ত নিতে পারায় আপনাকে অভিনন্দন। এটা অনেকেই পারেনা। বিশেষ করে এত বড় ধাক্কা খাওয়ার পর অন্য অনেকেই অনলাইনে আয়ের চিন্তা ছেড়ে দিত।

    Level 0

    @আদনান: হা ঠিক কথাই বলেছেন…..আদনান ভাই…
    আর ধন্যবাদ

পিটিসির একটা নাম আমি দিয়েছি।

পিটিসি হলো “ডিজিটাল ভিক্ষা” !!!!!!!!!!!!!!!!

আমরা বাঙালি, খালি চামে চিকনে টাকা পয়সা আয় করতে আগ্রহী। পরিশ্রম করতে আগ্রহি নই।
জাদের সময়ের কোনো ভেলু নেই ও প্রডাক্টিভ কোনো চিন্তা ন্নেই, তারাই মুলত অনলাইনে এই ডিজিটাল ভিক্ষা করে। পরে অবশ্য বোঝে যে বেহুদাই টাইম কিল করা হল। কত চিটিং যে এ দুনিয়াতে আছে !!!

বাঙালি সোজা আঙ্গুলে ঘি ওঠে না।
কমলাপুরের ভিক্ষুকরাও ডিজিটাল ভিক্ষুকদের চেয়ে ভাল আয় করে। আর কমলাপুরের ভিক্ষুক কারেন্ট বিল বা ইন্টারনেট বিল বা ওয়েব সাইটে জামানত দিতে হয় না। (খালি একটু চাদা দিতে হয় , পুলিশ মামাদের !!)।

আমার আসলে ভুলে যাই যে অনলাইনে আয় করা মানেই গ্লোবাল একটা কম্পিটিশনের মুখোমুখি হওয়া। সে কম্পিটিশনে টিকে থাকার কোয়ালিটি নিজের আছে কিনা তা না যাচাই করেই টাকা আয় করতে নেমে পরি।

যারা এখনও মহা সুখে পিটিসি ক্লিকাইতাছেন , তাদের বলছি, পিটিসির শ্রমটা ফরেক্সে দেন (যদি মনে করেন নিজের মাথায় ঘিলু আছে !)।
ফরেক্সে, হয় বুঝে শুনে বিসনেস করে লং রানে ধনি হোন
অথবা প্রথমে হালকা লসে বের হয়ে যান (যদি না বুঝেন আর কি !!!)

Nur Hasan, ভাইকে আন্তরিক ধ্নন্যবাদ এত সুন্দর , বাস্তব লেখা উপহার দেয়ার জন্য। (খুব ভাল লিখেছেন, তাই শরীরে জ্বর নিয়েও কমেন্ট করেছি )
টিটিকে ধ্নন্যবাদ নন -টেকনিকাল এ লেখাটি সিলেক্ট করার জন্য।

সালাম।

(আর পিটিসি ক্লিকাররা , মাইন্ড খাইয়েন না , সরি !!)

অনেক সুন্দর টিউন, ভাল হয়েছে। জ্ঞানী লোককে বুঝাতে যেমন বেশি কথা বলতে হয় না, তেমনি জ্ঞানীরা কাউ কে কিছু বুঝাতে বেশি কথা বলে না অল্পতেই অনেক বেশি বুঝিয়ে দেয়। আপনার জন্য বিজয়ের মুকুট অপেক্ষা করছে………………. অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

    Level 0

    @বাধঁন: উহহ… দারুন লাগল আপনার কমেন্ট…..দোয়া রাখবেন…

Level 0

ধন্যবাদ খারাপ কে সবাই খারাপই বলে
এটা তার প্রমান

Level 0

আপনার সাথে একমত,

amar kahinitao same. ami o apnar moto same shopno dekhtam.
ptc holo akta Paul jinis. khali khali somoy nosto. akhon amar ssc exam colteche. ami jodi net-a ato somoy nosto na kortam akhon amar exam aroo onek valo hoto.
dhonnobad vai post ta korar jonno.

ভাই আপনি একে বারে আমার মনের কথা বলেছেন। আপনার টিউনটি খুবই ভাল হয়েছে।

    Level 0

    @ইমতিয়াজ: আমার বাস্তব ঘটনাটাই শুধু টিউন আকারে লিখেছি…এবং এটাই জানি যে অনেকেই একই ভুল করছে …তাই এর না লিখে পারলাম না….অনেক ধন্যবাদ

Level 0

ভাই খুব ভালো টিউন করেছেন।কমেন্ট না দিয়ে আর থাকতে পারলাম না ।PTC এর গুস্টি কিলাই techtunes এ PTC এর অনুপ্রেরনামুলক পোস্ট নিষীদ্ধ হোক ।

    Level 0

    হুহঃ PTC এর অনুপ্রেরনামুলক পোস্ট নিষীদ্ধ হোক ।

Level 0

আমি ভীষণ ভাবে প্রোগ্রামিং শিখতে আগ্রহী…নিজের চেষ্টায় অনেক কিছু শিখেছি…….এসব ফালতু জিনিস নিয়ে মাতামাতি তো তারাই করে যারা অন্তসারশূন্য!
যাক সে কথা…..আমি http://www.w3school.org থেকে অনেক কিছু শিখেছি……
বাংলায় সেরকম সংগৃহীত টিউটোরিয়াল এর বাংলা বেশিতে থাকলে দয়া করে জানান…অনেক এখনো যে সেখার বাকি 🙂

Level 0

valo laglo. amar PTC ar proti aktu issa cilo. ajke ai post porar por sob kicu matga theke jhere fellam.
Thanks…………..

    Level 0

    @Azad.RPI: সাবাস আপনার জন্যেই আমার এই টিউনটি লেখা….শুভ কামনা রইল আপনার জন্যে….

Level 0

ভাই আপনি যে যে জিনিসগুলো শিখেছেন তার মধ্যে একটি আমাদের কিভাবে শিখবো এবং কাজে লাগাব টা যদি একটু বলতেন তবে আমরাও আমাদের training শুরু করতে পারতাম।
ধন্যবাদ।

    Level 0

    @বনি: আমি ভাই Google এ সার্চ করতে খুব ভালবাসি আর এই ভালবাসা মুল্য আমি ঠিক ঠিক পাই Google এর কাছ থেকে…যখন যেটা দরকার হয় সেটা ইংলিশ এ সার্চ মারি আর একটু কষ্ট করে খুজতে থাকি…এবং পেয়েও যায়…..তাছাড়া অনেক ফেইসবুক গ্রুপ তো আছেই

আমরা হইলাম হুজুগে বাঙ্গালী। ধন্যবাদ ভাই অনেক ভাল লিখেছেন। যে উপার্জনে শারীরিক বা মেধার শ্রম থাকেনা সে উপার্জনে আল্লাহ্‌র রহমত ও থাকেনা।

    Level 0

    @shahadat hossain: আপনাকেও অনেক ধন্যবাদ ….সুন্দর সুন্দর উপদেশ দিয়ে পোষ্টটিকে আরো শক্তিশালী করার জন্যে

Level 0

Thaks bro share korer jonno ,ami o akon apnar moto success peta si , but akon o success hote pertesina, inshaallah success dora debe samne ai kamonai asi. kiso site banalam kiso freind mila seo kortesi ctg a

    Level 0

    @moiurbd: ভাল চালিয়ে যান…আরো অনেক কিছু শিখে যান…

Level 0

amar ek bondu bolechilo ptc kora ar farmagate a vikkah kora shoman. tobe farmgate er vikkuk ra r o valo pai.

    Level 0

    @vavantor: PTC আর ভিক্ষা দুটাই মেধাশক্তি নষ্ট করে….

পিটিসি নিয়ে বাংলাদেশীদের মত এত বড় স্ক্যাম প্রজেক্ট মনে হয় আর কোন দেশে কখনও হয়নি।

Level 0

Thanks.. Valo laglo vai..

    Level 0

    @Mahmud: জেনে খুশি হলাম….ধন্যবাদ

ভাই, এত ভাল একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের মেধার কি নিদারুণ অপচয় হতে পারে তা এই জঘন্য পিটিসি সাইট গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায়। সবচেয়ে খারাপ লাগে যখন এরা নিজেদের ফ্রিল্যান্সার বলে জাহির করে।

মানুষ সচেতন হোক। মেধার সঠিক ব্যবহার হোক এই কামনা রইল।

    Level 0

    @Shakib Bapy: দারুন বলেছেন…সচেতনতা তৈরী করার জন্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা….

thanks for this useful tunes

    Level 0

    @kalponik: কমেন্টটা আমি ইচ্ছা করলেই ডিলিট করতে পারতাম কিন্তু করলাম না…কারন আপনার জন্যেই রইল ঘৃনা..

Level 0

এইধরনের পোষ্ট শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ..

ei rokom awesome post e comment na kore thakai jay na. PTC is a complete scam. Bangladesh e Dolancer / Skylancer ra “freelancing” title use kore ptc + mlm diya manusher kache sopno bikri korche. Sobai sabdhan..

Level 0

অনেক ধন্যবাদ।
আমি এ কাজে একেবারেই নতুন। ভেবেছিলাম পি.টি.সি-তে কাজ করব। কিন্তু আর না।
বরং ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করব।

    Level 0

    @Nayan: আপনাদের জন্যেই আমার এই বাস্তব ঘটনাটা প্রকাশ করেছি….অনেক ধন্যবাদ…

Level 0

valo lagacha bhiya

    Level 0

    @shosa: অনেক ধন্যবাদ আপু….

Level 0

আসলেই কাজে আসার মতো টিউন-ভাল লাগল-সচেতন করার জন্য টিউনটি অতিব জবুরী

    Level 0

    @AS TUTUL: আপনাদের সহযোগিতার জন্যে অনেক ধন্যবাদ….

ভাই এইটা পরে অনেক কিছু বুজলাম । কিন্তু কোন উপকার হোল কিনা জানি না । শুধু আপনার ক্ষব আর সফলতার বিষয়ে জানলাম । আপনার সফলতার উৎস ও রহস্য রহস্যই থেকে গেল । আমরা মরিছিকাতেই থেকে গালাম । ভাসা ভাসা টুন । যদি আমাদের জানাতেন কোন website গুল আপনার সাথে চিট করছে নাম সহ, তাহলে আমরা তাদের থেকে সাবধান থাকতে পারতাম । আর কোন ওয়েবসাইট আপনার সফলতার রহস্য তাহলে কিছু হলে আমাদের knowledge বৃদ্ধি পেতো । কিন্তু এত লম্বা পোস্ট পরার পর আমি বুজতে পারলাম আপনি শুধু একটু শহানুভুতির জন্য এই পোস্ট করেসেন, কারো উপকারের জন্য নয় । আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এই chit ওয়েবসাইট এর নাম গুল দিতে ভুলতাম না । এখন তো আমার সন্দেহ হয় আপনি কি সত্যিই কোন জায়গায় কাজ করছিলেন !? নাকি মন গড়া কাহিনি সুনালেন । আমি বুঝতে পারছি না এইরকম একটা টুন প্রত্যেক পেজ আর হেডলাইন হোল কেমন করে । ( টুনার ভাইদের বলছি ) এতো টুনার কেও কি একটু ও বুজতে পারল না যে এই টুনের মধ্যে বিশেষ কিছু অর্জনের নাই । আসা করি আপনি আমার ক্ষব বুজতে পারছেন । দয়া করে লিঙ্ক দিয়া টুন করবেন …। বেয়াদবি হলে ক্ষমা চাই । আজ মাথা ঠিক নাই …। Sorry ………………….

    Level 0

    @Hasan Rintu: কে বলেছে যে আমি সফল হয়েছি ? বরং কাজ শিখে চলেছি ….
    আমার ,মতে যারা নতুন ফ্রিল্যান্স করতে আসে তাদের অনেকই PTC কে সহযে টাকা আয়ের উপায় হিসেবে দেখে…কিন্তু তাদের যে ক্ষতি হয়ে যায় সেটা খেয়াল রাখে না………পরে ঠিকই টের পায়….
    আর টিউনটি নিয়ে যদি কোন সন্দেহ থাকে তাহলে আমার সাথে দেখা করেন আমি টিউনটি যে আমার বাস্তব থেকে নেওয়া সেটা বুঝিয়ে দেব(১০০% গ্যারান্টি।)

data entry kono site r khob karo kase ase?

না ভাই । data entry যে পরিমাণ খাটায় আর কি বলবো ! কিন্তু টাকা দেয় । ভাই কাজ করে খান এখানে এক লেখক ভিক্ষার সাথে তুলনা দিসে । আপনার উচিৎ ছিল এই বাপারে কিছু বলা । কাজ করার বদলে টাকা দেয় আমনি আমনি কেও দেয় না । chitter দের কথা অন্য । কিন্তু কেও নেট থেকে টাকা উপার্জন এর সঠিক সাইট এর সন্ধান দিল না ।

    Level 0

    @Hasan Rintu: ভিক্ষা করতে যেমন মেধা লাগে না…সেরকম PTC করতেও মেধা লাগে না….বরং এই দুটি কাজই মেধা নষ্ট করে….সে হিসেবে ভিক্ষার সাথে তুলনা একেবার খারাপ হয়নি আমার মতে….
    আমি PTC করতাম যখন কিছু বুজতাম না আর এটা ছিল দুই-আড়াই বছর আগে কিন্তু তাই বলে এখন যারা একই ভুল করছে তাদেরকে দেখেও কি আমার মুখ বন্ধ করে বসে থাকা উচিত ? আর একারনেই আমার বাস্তব ঘটনাটা সবাইকে জানিয়েছি…..প্লিজ এটাকে বিতর্কিত করবেন না….

লেখককে কি বলে যে ধন্যবাদ দিবো একেবারে মনের কথা লিখেছেন । অসংখ্য ধন্যবাদ। আমি ও পিএইচপি mysql ইত্যাদি শিখছি

    Level 0

    @Akramul Haq: সত্য কথা বলতে আমি ধন্যবাদ পাব বলে পোষ্টটা লিখিনি… যে হারে PTC, MLM ধারীদের গলা শোনা যাচ্ছে তাতে তো আসল কাহিনি টা সবাই কে জানিয়ে দেওয়া দরকার…তাই না ?
    সবার সাথে শেয়ার করলে আরো বেশি খুশি হব…..ভাল থাকবেন

Level 0

ধন্যবাদ অনেক বেশি আপনার টিউন এর জন্য

Level 0

Thanks

Level 0

I want to start my career with SEO link building. I need some guild line-1. Is it ok that for back-link I post comment in different blogspot blog? 2. If a blogspot blog is PR5 in Google ranking and I post a comment in a topic in home page. Is it consider as PR5 link or the topic page rank?

If any other update i need to follow please inform me.

আপনি বড় বড় স্বপ্ন দেখেছেন, কোনো কিছু না জেনেই শুধু ক্লিক করছেন আর দোষ দিচ্ছেন পিটিসি কে। হাস্যকর। পিটিসি থেকে এখোনো আয় করা সম্ভব সেটা বেশি হোক আর কম হোক এবং আপ্নারা অনেক টাকা আয়ের সুযোগ হারাচ্ছি আমাদের বোকামির কারণে।

    Level 0

    @রাহুল খান: ফ্রিল্যান্স সম্পর্কে কতটুকু জানেন সেই প্রশ্ন নাই বা করলাম…যদি এটা সত্যি জেনে থাকেন আমরা অনেক টাকা হারাচ্ছি শুধুমাত্র PTC থেকে তাহলে আমি বলব অন্য যে কাজ গুলো আছে সেগুলো থেকে কত আয় হারাচ্ছি একটু হিসেব করে দেখবেন আশা করি…

    আর আমি PTC এর দোষ দেইনি শুধু বলতে চেয়েছি যে আমি যে ভুল করেছি অন্যরা যেন না করে….

Level 0

অনেক আগে, তখনও এমএলএম কোম্পানির নাম শুনি নাই, চট্টগ্রাম ভিত্তিক একটি সংগঠন (নাম মনে নাই) এমএলএম পদ্ধতিতে বিনাপুজিতে আয়ের ধান্ধা করে। আমার এক বন্ধু সদস্য হয় এবং আমাকে নিয়মাবলী সহ একটি ফরম দেয়। নিয়মাবলী পড়ে আমার সন্দেহ হয়। বিপণনের বাধ্যবাধকতাও অপছন্দ হয়। সেই থেকে আজ পর্যন্ত অসংখ্য জনকে এই ভ্রান্ত, প্রতারণামূলক ব্যবসা থেকে দূরে রাখতে সচেষ্ট আছি। এমএলএম এর কতটি কোম্পানি বন্ধ হয়েছে আর কতজন লোক সর্বস্বান্ত হয়েছে, কেউ কি বলতে পারবেন? কিছু লোক লাভবান হয়েছে, কিন্তু ৫-১০ জন লোক লাভ করবে, আর ৯০-৯৫ জন পুজি হারাবে এমন ব্যবসা কেন করবেন? ইসলামের দৃষ্টিতেও এটি হারাম। কিন্তু আজ দুঃখের সাথে দেখি, পিটিসি (যা কাজই না) এর সাথে এমএলএম এর মিশ্রণ করে প্রতারক চক্র dolancer, skylancer ইত্যাদি নামে ছাত্র, চাকুরীজীবী, গৃহিণী, শিক্ষক সহ শিক্ষিত সমাজে তোলপাড় করছে, মেধাকে করছে বিপথগামী। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা এমএলএম কোম্পানি স্বল্প আয়ুর। আর পিটিসি তো সময় ক্ষেপণ। আপনার শিক্ষা, মেধাকে কাজে লাগান। পিটিসি ও এমএলএম কে প্রত্যাখ্যান করুন। নুর হাসান ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। টেকটিউন কে ধন্যবাদ টিউনটি নির্বাচিত করার জন্য।

    Level 0

    @Mask: আপনাকেও অনেক ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য….

Level 0

প্রতিদিন ফ্রি এ্যাড ক্লিক করে ১.৪৪ ডলার আয় করুন। রেফার করলে ১ ডলার তবে রেফারকারী ৪৭ টা এ্যাড দেখলে সে তখন ১ ডলার পাবে। ১৫ ডলার হলে প্যাপাল একাউন্টে নেওয়া যায়।
বিস্তারিত জানতে এই ওয়েব সাইটে ভিজিট করুনঃ http://scientistaminul.com/?p=67

    Level 0

    @aminul666: । কি আর বলব ? PHP এরাবিয়ান হর্স ঢেঊটিন এর এডভার্টাইসমেন্ট টা নিশ্চয় দেখছেন…..অতি চালাকের পরিনতি কিন্তু কোন কালেও ভাল হয় না….

    Level 0

    @aminul666: আমি আপনাকে ১০০% গ্যরান্টি দিলাম এই বেয়াদবি করার জন্যে আপনাকে অবশ্যই অনুতপ্ত হতেই হবে….

    @aminul666: ইন্টারনেটে এরকম লাখ লাখ ওয়েব সাইট আছে যেইখানে ১।৪৪ ডলার না ১০৪৪ ডলার ও আয় করা যায়। কিন্তু দুখজঙ্খ হলেও সত্য ওইটা আর তুলা যায় না। আপ্নে জেই সাইটের কথা বললেন ওইটাও স্কেম।

খুব ভাল টিউনস, ধন্যবাদ

Level 0

I hate ptc too……………………………

এটাকে বিতর্কিত করার কোন ইচ্ছা আমার নাই । যদি কোন কারনে লেখক কে এটা মনে হয়ে থাকে তাহলে আমি দুক্ষিত । আমার শুধু এতোটুকু জানতে চাই কোন site গুল (ptc site) আপনাকে ঠকিয়েছে ? & bux.to ar বিষয়ে আপনার মন্তব্য কি ?

    Level 0

    @Hasan Rintu: আমি কিন্তু বলিনি যে আমি এক টাকাও পাইনি…কিন্তু সেটা ছিল আমার পরিশ্রমের চেয়ে নগন্য এবং নিশ্চিত থাকতে পারেন যে সেই সময় টুকু অন্য কাজে লাগালে এর চেয়ে ১০ গুন লাভ পাওয়া যেত……

অনেক ভালো লিখেছেন, ptc সাইটে শুধু শুধু সময় নষ্ট। ধন্যবাদ

চরম পোস্ট!

খুব ভাল লেগেছে…….অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে….ধন্যবাদ চালিয়ে যান।

Level 0

thanks for sharing the reality…….

চালিয়ে যান ভাই। অনেক ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাই, আমিও আপনার মত ভুক্তভোগী ।

ভালো লাগলো। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন।

You have written awesome experience. Please don’t forget to give me feedback on my website buysocialmarketing.com

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…