প্রথমেই বলে রাখি টাইটেলে Kick দেয়া টা ঠিক করিনি, কারন আমি খুব ভাল করেই জানি PTC করে অনেকেই ক্যারিয়ার গড়ার সপ্ন দেখে চলেছেন, হয়তো এটাও ভাবতে পারেন এত কষ্ট করে রাত দিন কাজ করার চেয়ে এডস এ ক্লিক করা কতই না সোজা.
হয়তো এভাবেও হিসেব করে বসে আছেন যে প্রতিদিন ২-৩ ডলার যদি আসে তাহলে মাসে ৬০-৯০ ডলার আসে তাহলে মন্দ কি মোবাইল খরচ সহ, মেস ভাড়াটা অনায়েসে চলে আসে.
আবার রেফারাল বোনাস এর হিসেব টাও নিশ্চয় বাদ দেননি ৩ ডলার এর সাথে এবার আরো ২ ডলার যোগ করার সপ্ন অনায়েসে দেখতেই পারেন তাহলে মাসে এবার ১৫০ ডলার, কি হিসেব মিলতেছে তো নাকি?
নাহ এবার আর আপনি কেন ক্লিক করবেন, এর পরের হিসেব কিন্তু আরো পাকাপোক্ত নিজেই একটা PTC এর সাইট বানিয়ে ফেলবেন, নাকি বলেন? সপ্ন দেখেন শত শত ক্লিকার তুমুল গতিতে ক্লিক করে চলেছে আর আপনার ব্যলান্স এ যোগ হচ্ছে সেন্ট এর পর সেন্ট আর ডলার। আপনি ডলার এর গন্ধ মাখা সুখের ঢেকুর তুলবেন!
হাঃ আমারও একটা ছোট সপ্ন ছিল তবে সেটা ৬০-৯০ এর বেশির ঘরে নয়, ভেবছিলাম ৩-৪ মাস কাজ করলেই তো অনায়েসে ২০০ ডলার পাওয়া যেতে পারে তাই আর সাথে আমার নিজের ৮০০০-১০, ০০০ টাকা নিয়ে তাই একটা প্লান করলাম সেটা হল বাবা-মা কে নিয়ে কক্সবাজার ঘুরে আশাকরি(!)
ওদিকে একাউন্টের বাতি জ্বলতেই আছে আর বাড়তেই থাকল. আমি তো মহা খুশি(!) তাই আরো বেশি ক্লিক মারার সাইট খুজতে থাকলাম, আর সাথে সাথেই জয়েন করে ক্লিক মারতে থাকলাম,
এরপর Blogger.com এর কল্যানে একটা ব্লগও বানিয়ে ফেললাম, খুব সুন্দর করে রেফারাল লিঙ্ক গুলো সাজিয়ে দিলাম, আর ভাবতে থাকলাম, এবার আমার কক্স-বাজার ট্যুর টেকায় কে? অনেকে(ক্লিক পার্টি) অবশ্য ব্লগটা দেখে বাহবাও দিল.
এভাবেই দুই-আড়াই মাস কেটে যায় আমার বুক ভরা সপ্ন আর পরিশ্রম করে.
এরপর এলার্টপে তে একাউন্ট খুললাম, টাকা উইথড্রো করার জন্যে অধীর হয়ে পড়েছিলাম.এবং উইথড্রো দিলাম
your account has been suspended,
your withdraw limit is 3$
your have already requested for withdraw
your money has been sent (বাস্তবে কোন টাকাই আসেনি)
Sorry you have create multiple account from your pc.
you are not permitted to withdraw please upgrade account.
অতঃপর মাত্র ৩ ডলার পেলাম একটা সাইট থেকে.আমি আমার হিসেব মেলাতে পারছিলাম না।
কক্সবাজার তো দুরের কথা ক্যাম্পাসের পুকুর পারেও যেতে ভয় লাগছিল.বুঝতে পারলাম আমি হতাশ হয়ে পরেছিলাম.
তবে আমিও থামার পাত্র নয় এরপর একে একে নালিশ করতে থাকলাম আমার Google মামার কাছে আর সার্চ মারতে থাকলাম
"PTC review"
"scam report PTC"
"is PTC scam"
আমি চমকে গেলাম (!) বিভন্ন ফোরাম আর ব্লগের রিভিঊ পড়ে, বুঝতে পারলাম আমি কার পিছনে ঘুরেছি এতদিন, আরো বেশি খারপ লাগল এমন কি আমার থেকেও কারো কারো বাজে অবস্থার কথা পড়ে.আল্লাহ কে অসীম ধন্যবাদ দিলাম যে খুব বেশি ক্ষতি হয়ে যায় নি.
এরপর আপনি বলেন দেখি এই সব বাটপাড়, ধান্দাবাজ, চিটার দের সাথে থাকা যায়.তাই আমি যা করার তাই করলাম একটা সুপার লাত্তি মেরে মাথা থেকে বের করে দিলাম এইসব পেইড টু ক্লিকান ব্যবসা
একে একে কাজ শিখতে থাকলাম Google মামার সাহায্য নিয়ে.যখন যেটা মাথায় আসত সাথে সাথে Google মামা কে প্রশ্ন করে ঠিকই বের করে ফেলতাম. বিভিন্ন গ্রুপে জনয়েন করলাম, প্রশ্ন করলাম, উত্তর পেলাম, আমিও উত্তর দিলাম, অনেক কিছু বুঝতে থাকলাম, আমি আনন্দিত হলাম.
একে একে বিভিন্ন বিষয়ে পড়া শুরু করলাম। যখনেই কোন টিউন পেতাম ফ্রিল্যান্স বিষয়ে সাথে সাথে পরে ফেলতাম। এর পর HTML, CSS, PHP, Mysql, SEO, SMM, Blogging, Link Building, 3D design, Joomla, WordPress, CMS, আরো বিভিন্ন বিষয়ে কিছুটা হলেও শিখতে পারলাম। আর শিখে চলেছি.কারন সপ্ন একটাই ভাল কিছু করা.
না আপনাকে জ্ঞান দেবার নুন্যতম সাহস আমার নাই, শুধু বলে রাখি ভাল মন্দ সব জায়গায় আছে. বেছে নেবার দায়িত্ব আপনার আর আপনাকে সাহায্য করতে পারেন শুধু আপনি। আপনার সপ্ন গুলো আপনিই বাস্তব রুপ দিতে পারেন শুধু মাত্র একটু পরিশ্রম আর ধৈর্য ধরে শিখে যান. কাজে লাগবেই আপনার শিক্ষা.
আমি Nur Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখে যাচ্ছি যা খুসি ভাল লাগে.... তাই ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/hasanrang05
কয়েকদিন আগে একটা পেজের এডমিনকে দেখলাম মাথায় অনলাইন আয়ের ভুত চাপছে।আর ঠিক আপনার মতই অবস্থা হইছে । নিজের পেজে পিটিসি সাইটের লিংক শেয়ার দিচ্ছে । আবার দেখি ডায়লগ মারে ” পিটিসিতে কাজ করে কেউ বড়লোক হতে পারে না , সাবলম্বি হোন ” । নিজে তো ডুবতেছেই সেই সাথে পেজের মেম্বারদেরো ডুবাচ্ছে । সম্যসা নাই , আপনার মাথা থেকে যেভাবে পিটিসির ভুত নেমেছে তার ক্ষেত্রেও একই অবস্থা হবে।তার পেজের নাম , “ফ্রী ডাউনলোড করুন বাংলা ইবুক এবং আরো অনেক কিছু” । অপেক্ষায় আছি , এরপরে মনে হয় ziddu + adf.ly এর ডাউনলোড লিংক দিয়ে পেজে পোষ্ট দেবে ।
অনেক ভালো লিখেছেন, চালিয়ে যান।