ফ্রিল্যান্সিং এর টাইটেল লাগিয়ে আর কত প্রতারনা করবেন !!!

টিউন বিভাগ নির্বাচিত
প্রকাশিত
জোসস করেছেন

মনে পরে না আপনাদের সেই দিনের কথা গুলো - মূল কথায় আসিঃ

আসলে এমনিতেই আমাদের দেশে ইন্টারনেট ইউজার তুলনা মূলক কম আর যারাই নেট ইউজ করছে তাঁরা শুরুটা করছে ফেসবুক/মেসেঞ্জারে সময় দিয়ে। হঠাৎ যখন শুনেছে যে ইন্টারনেটে টাকা আয় করা যায়, আর যাচাই বাছাই না করেই কিছু লোকের অপপ্রচারণায় নেমে পড়ছে পিটিসি কিংবা এমএলএম এর মতো 'হায় হায়' কোম্পানিতে। আমাদের দেশের মানুষ বোকা কিনা জানিনা তবে তারা ঠকেও শেখে না ! কত কোম্পানী এল গেল, টাকার লোভে তাদের পাতা ফাঁদে পা দিল মানুষ। শেষে সর্বশান্ত হয়ে তবে সবার জ্ঞান ফেরে। একটা সময় ছিল যখন বিদেশী (বিশেষত ভারতীয়) কিছু কোম্পানী ও তাদের এদেশীয় এজেন্টরা প্রচার শুরু করল সারা বিশ্বে বছরে লক্ষ লক্ষ প্রোগ্রামার প্রয়োজন। হতাশ বেকার যুবকদের তারা টার্গেট করল। হাজার হাজার টাকার বিনিময়ে তাদের ওখানে ইনভেস্ট করলো লক্ষ তরুন তরুনী। কিন্তু বেকারত্বের সুযোগ নিয়ে বেকার যুবকদের কোটি কোটি টাকা নিয়ে তারা সরে পড়ল। কোথায় আজ সাইটটক ? আর তাদের এমএলএম বিজিনেস ?

শুরু হওয়া ফ্রিল্যান্সিং বিপ্লব এবং দেশের বর্তমান পরিস্থিতিঃ

কয়েক বছর যাবৎ বাংলাদেশে শুরু হয়েছে অনলাইন ফ্রিল্যান্সিং বিপ্লব, কাজ জানা কর্মঠ ছেলেরা এই ক্ষেত্রকে করে তুলেছে সম্ভাবনাময়। আর এর পিছনে লেগে পরেছে ঠিক ঐ ধরনের কিছু সার্থন্যেশি মহল যারা হাতিয়ে নিতে চায় সাধারনের সর্বোস্য - এবারো টার্গেট বেকার যুব সম্প্রদায়। সবাই কাজ না শিখে টাকা আয় করতে চায়, কোম্পানীগুলোও সেই স্বপ্ন দেখায়। কিন্তু ব্যাপারটা যদি এত সহজ হত তবে কেউ বেকার থাকত না। অনলাইনে প্রচুর ফ্রিল্যানসি কাজ আছে, কিন্তু সেটা অনেক পরিশ্রম করে, প্রতিযোগীতা করে পেতে হয়। http://www.odesk.com/ , http://www.freelancer.com/ , http://www.vworker.com/ , http://www.elance.com/ এমন আরো অনেক সুপ্রতিষ্ঠিত অনলাইন মার্কেটপ্লেস আছে যেখানে কাজ পাওয়া যায় এবং প্রায় সবখানেই ফ্রি মেম্বারশীপ পাওয়া যায়।বেকারত্বের সুযোগ নিয়ে ডুল্যান্সার বা স্কাইল্যান্সারের মতো ওয়েবসাইট আমাদের দেশের সহজ সরল মানুষের মেধা গুলোকে পঙ্গু করে দিচ্ছে। ইন্টারনেট সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় সময়টাকে উপযুক্ত ব্যবহার না করে কিছু এমএলএম আর পিটিসি সাইটের পিছনে নিজেদের মননশীলতা বিকিয়ে দিচ্ছে তরুণরা।

হায়রে প্রতারক ফেকল্যান্সার পিটিসি আর মলম করেই ফ্রিল্যান্সার !

অথচ আমাদের দেশের কিছু কুলংগার দেশের বেকারদের বেকারত্বের এই সুযোগ নিয়ে আবার কোটি কোটি টাকা তুলে নিতে চাচ্ছে। এবারে প্রত্যক্ষভাবে সজোরে সামনে নিয়ে এসেছে http://www.dolancer.com/ বা http://skylancer.com নামের সাইটগুলোকে, উঠে পরে লেগেছে এর প্রচারাভিযানে। কয়েকটা পত্রিকাতে দেখলাম ডুল্যান্সার টাকা দিয়ে রিভিঊ ছেপে সেরা ফ্রিল্যান্সিং সাইট বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই সাইটটি নিজেদের গাঁয়ে ফ্রিল্যান্সিং টাইটেল লাগিয়ে ছেলেপেলেদের ভুলপথে পরিচালিত করতে চাইছে। এদের অফিসের সামনে নেই এদের কোন ব্যানার বা সাইনবোর্ড। তাদের সাইটের হোম পেজে তারা দাবী করছে যে “The world’s largest outsourcing & Website leasing marketplace !” হা হা... আরে আগে একটু হেসে নিন... কেননা কে ঘোষণা করলো তাদের তারা সবচেয়ে বড় মার্কেটপ্লেস, নিয়া আসো ঐ শালার ব্যাটারে একটু কিলাই। তাদের সাইটের দাবী তারা নাকি ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অথচ এই সাইটের ডোমেইন কেনা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০১১ । হালনাগাদ করা হয়েছে গত ২৭ সেপ্টেম্বর তারিখে ।

এবার সাইটের ডিজাইন এর দিকে একটু খেয়াল করুন। একটা আন্তর্জাতিক মানের প্রফেশনাল সাইটের ডিজাইন কখনই কি এমন হয় ? তাদের সাইটের নীচে লেখা আছে powered By: Seochat । Seochat এর মত একটা সাইট হবে এদের পৃষ্ঠপোষক এটা কি আদৌ ভাবা যায়

এখনি প্রয়োজন সতর্কতা, কর্মমুখী কিছু শিখুনঃ

এসব সাইট আমাদের মেধাগুলোকে অলস করে দিচ্ছে। নিজে কিছু করার ব্যাপারে অনুৎসাহিত করছে এবং প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। সামান্য কিছু টাকার নেশায় অনেকে মূল্যবান সময় নষ্ট করছে কিন্তু কিছুই শিখছে না। ইন্টারনেট একটা বিশাল প্লাটফর্ম যেখানে কিছু করে দেখানোর অনেক অনেক সুযোগ রয়েছে। যদি টাকা ইনকাম ই যদি সব হয়ে থাকে তবে 'পতিতা দিয়ে ব্যবসা করেও বা ভিক্ষা করেও টাকা পাওয়া যায়। এবং অনেকে করেও। কিন্তু সবাই ভিক্ষা কিংবা পতিতা ব্যবসা কেন করে না ? আসলে দরকার সঠিক গাইড লাইন। নতুনরা অনলাইন জগতের বিভিন্ন ক্ষেত্রগুলোতে নিজেদের ভালো অবস্থান তখনি তৈরি করতে পারবে যখন তাঁরা ভালো গাইডলাইন আর ভালো শিক্ষা পাবে, এ জন্য আমি বলবো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে। ক্লিক করেই টাকা ইনকাম করা যায় এমন ধারনা পাল্টাতে হবে, কর্মমুখী কিছু শিখুন যা ভবিষ্যতে অনেক অনেক কাজে আসবে।

আমি বলবো যাদের সত্যিকারেই ফ্রিল্যান্সিং কিংবা ব্লগিং করছে এবং অভিজ্ঞ তাদের শরণাপন্ন হোন, কিংবা কোন সুনাম ধন্য আইটি ফার্ম বা আউটসোর্সিং প্রতিষ্ঠান এর মাধ্যমে ওয়েব ডিজাইন-ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা অন্য কোন অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি হাতে কলমে শিখে নিন।

পদে পদে মানুষের উল্টা পাল্টা কথা শুনবেন তাই বলে কি চুপ করে থাকবেন ?

সতর্ক করুন আপনার ভাইকে, আপনার বোনকে, প্রতিবেশীকে, বন্ধুকে। যে এই সমস্ত সাইটের সদস্য হওয়ার বাজে প্রস্তাব নিয়ে আসবে তাকে বর্জন করুন। আমাদের মেধা গুলোকে এভাবে ঝরে পড়তে দিয়েন না। আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম। প্লিজ সবাই সোচ্চার হোন, আপনার পাশের একটা ছেলেও যেন আর প্রতারিত না হয়, সময় অপচয় করে নিজের মেধাটাকে বিকিয়ে না দেয় ! লেখাটির লিংক শেয়ার করে দিন ফেসবুক ও অন্য সবখানে। পদে পদে হুমকি আর মানুষের উল্টা পাল্টা কথা আপনাকে শুনতে হবে তাই বলে কি পিছিয়ে আর চুপ করে থাকবেন ? না এমন টা কখনোই কাম্য নয়। আপনার উপযুক্ত যুক্তি গুলো দিয়ে হলেও তাদের কিছু বলুন...

ক্লিক করা এমএলএম বেসড ফেকল্যান্সার সাইটের এর ল্যান্সারদের বলছি...

ভাই ইনকাম করতে পারলে অসুবিধা নাই, করেন আপনারা। বাঙালি জাতির হুস একটু পড়েই হয়। কিন্তু কথা হচ্ছে নিজেকে ফ্রিল্যান্সার ভাইবা ভুল করিয়েন না। ক্লিক করবেন করেই কি ফ্রিল্যান্সার হয়ে গেছেন ! আর অরিজিনাল ফ্রিল্যান্সাররা সারা জীবন খাইটাও না হয় না। আপনাদের কাছে আমার খুব সহজ কিছু প্রশ্ন… ভাই আপনাদের কি মনে হয় না আপনার মেধাটাকে ঐ সাইটগুলো অলস করে দিয়ে কিছু শেখার বা নিজে কিছু করার ব্যাপারে অনুতসাহিত করছে ? আমাদের নিজেদের প্রডাক্টীভিটি কমিয়ে দিচ্ছে ? তবে শুনেন সামান্য কিছু টাকার নেশায় আমরা আমাদের মুল্যবান সময় নষ্ট করে কিছু ই শিখছি না, কিন্তু কর্মমুখি কিছু জানা থাকলে এর চেয়েও বেশি ইনকাম করা সহজ ত। ভাই শেষে একটা কথা বলেতেই হয় “ ঘুমন্ত মানুষ জাগানো যায় কিন্তু ঘুমের ভান করে থাকা মানুষকে জাগানো যায় না”।

বিদ্রঃ  এই লেখাটা পূর্বে অনালাইন সাপোর্ট এর বাংলা আর্নট্রিক্স ব্লগে প্রকাশিত।

লেখাটাতে কিছু লাইন আছে যা নামহীন এক লেখকের ফেসবুক এ পাওয়া স্ট্যাটাস থেকে নেওয়া হয়েছে।

যাদের কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয় অনলাইন সাপোর্ট, টেকপ্রিয় এবং আল আমীন কবিরকে।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যতদিন পর্যন্ত আমরা সচেতন না হব ততদিন পর্যন্ত এরা টোপ ফেলেই যাব।তাই নিজে জানার পাশাপাশি অন্যদেরও জানাতে হবে।খুবেই সচেতনতামুলক একটি লেখা।লেখাটি নির্বাচিত করার অনুরোধ রইল।

    @নিশাচর নাইম: নতুনরা অনলাইন জগতের বিভিন্ন ক্ষেত্রগুলোতে নিজেদের ভালো অবস্থান তখনি তৈরি করতে পারবে যখন তাঁরা ভালো গাইডলাইন আর ভালো শিক্ষা পাবে, এ জন্য আমি বলবো যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে। ক্লিক করেই টাকা ইনকাম করা যায় এমন ধারনা পাল্টাতে হবে,…অনেক অনেক ধন্যবাদ নাইম ভাই মন্তব্যের জন্য। আমার পক্ষ থেকেওঁ লেখাটিকে নির্বাচিত করার অনুরোধ রইল কারন এতে সচেতনাতা বৃদ্ধি পাবে।

      @তাহের চৌধুরী (সুমন): গতকাল সকালে ঘুম থেকে উঠার আগেই আমার এক বন্ধুর ফোন।ঘুম ঘুম চোখে বললাম কি হয়েছে……ওর কথা শুনে অবাক হয়ে গেলাম।ওকে ডোলেন্সার এর ভুত এ পাইসে।ওর আরেক ফ্রেন্ড নাকি ২মাসেই ২৫০০০টাকা পেয়েছে।আমি ওকে বললাম যে সে যদি পায় তবে পাক,কিন্তু তুই জয়েন করিস না।করলে এবং ধরা খেলে আমার দোষ দিতে পারবিনা।অনেকক্ষন বুঝিয়ে ওকে শান্ত করলাম।আর আমার আরেক ফ্রেন্ড একাই ৪০০ জন কে এই লাইন এ এনেছে।কত বুঝালাম।উলটা আমাকেই জ্ঞান দেয়।বুঝেন এবার অবস্থা

      @মুকুট: কি আর বলবো ভাই এখন শুধু একটা কথাই মনে পড়ছে “ ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু ঘুমের ভান করে থাকা মানুষকে জাগানো যায় না”। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Level 0

ভাইজান , varsity’র স্টুডেন্ট-রাই কিন্তু বেশি যোগ দিচ্ছে …..

    @Salman vai: প্রথমেই বলেছি “টার্গেট বেকার যুব সম্প্রদায়” সেটা varsity’র স্টুডেন্ট বা কামলা বইলা কোন কথা নাই।

bhai g.design shekhar jonno valo protisthan konta janale khushi hotam.

    @MD.MEHEDI HASAN TUSHER: আপনি যদি ব্যাক্তিগত ভাবে এক্সপার্ট কারো কাছে শিখতে পারেন সেটাই সবচেয়ে ভালো মাধ্যম বলে মনে করি। আর নেট থেকেই শিখা যায়, কারন এখানে অনেক রিসোর্স আছে শুধু আপনাকে খুঁজে বের করতে হবে আর এখন ত অনেক বাংলা টেক ব্লগ আছে সেখান থেকেই বাংলায় শিখতে পারবেন। আর প্রতিষ্ঠানের ব্যাপারে বলবো যাচাই বাছাই করে নিতে (আর আপনি কোথায় থাকেন জানি না আর তাই আপনার নিকটস্থ ভালো প্রতিষ্ঠান সম্পর্কে বলতেও পারছিনা)

    @MD.MEHEDI HASAN TUSHER: আপনার নিজের ইচ্ছা আর ইন্টারনেটের থেকে ভালো কোন প্রতিষ্ঠান নাই।

এই পোস্ট পড়ার পর মনে হয় do lancer কর্তৃপক্ষ completed projects এর সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। হা হা হা

শিক্ষীত মানুষ এখন আর নেই।যদি থাকতো তাহলে প্রতারনা মূলক কাজগুলোতে আমদের মত বাংলাদেশী মানুষের সাথে করত না।এদের ঠেকানো একদম সহজ।নিজেকে সচেতন রাখা।ধন্যবাদ টিউনের জন্য।

    @নির্জন আলো BD: হুম কথা ঠিক আছে তবে নিজেকে সচেতন রাখার পাশাপাশি নিজে একজন দেশের সচেতন নাগরিক হিসাবে অন্যকেও সচেতন বা সতর্ক করতে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

sumon vai great tune

Valo lekhesen..

Level 0

ভাই ভাল লাগল,
তবে ভাই, আমি ওডেস্কে কাজ করছি ১ মাস হল, কিন্তু কোন কোন ফ্রেন্ডদের কাছে যদি বলি ও-ডেস্কে কাজ করি, ওরা সবাই মনে করে আমি টাকা দিয়ে কাজ করি, ডুলেন্সার (বালের লেন্সারের) এর মত ।

আমাদের দেশের ডিজুস পুলাপান , জারা খালি পেচবুক নিয়া পরে থাকে তাদের নিয়েই এগিয়ে চলছে ডুলেন্সার,

অনেক ভাল লাগল

    @tar3k: “” আমাদের দেশের ডিজুস পুলাপান , জারা খালি পেচবুক নিয়া পরে থাকে তাদের নিয়েই এগিয়ে চলছে ডুলেন্সার “” অনেক ভাল বলেছেন কিঞ্চিৎ মজাও পাইলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

পোস্টটি স্টিকি করা হোক….

অনেক সুন্দর টিউন !

Level 0

valo tune, vai ami oDesk a freelance kori kintu kew ke bolle dore nay dolancer(shit)

    @SumOn: আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম। প্লিজ সবাই সোচ্চার হোন, আপনার পাশের একটা ছেলেও যেন আর প্রতারিত না হয়, সময় অপচয় করে নিজের মেধাটাকে বিকিয়ে না দেয় ! লেখাটির লিংক শেয়ার করে দিন ফেসবুক ও অন্য সবখানে।

টাকাতো বাতাসে উড়ে না যে হাত বাড়ালেই ধরা সম্ভব। টাকা রোজগার করতে হলে শ্রম ও মেধা লাগবে।

আসলে এটা আমাদের জাতিগত সমস্যা, আমরা সহজে ধনী হতে চাই। আর গুতা খেতে খেতে আমাদের হুশ হয় না। জিজিএন, ডেস্টিনি, স্পীক এশিয়া, ইউনিপে আরও কত কি? এবং এভাবেই চলবে। যারা বেকুব, লোভী তারাতো মরবে সাথে কিছু নিরপরাধ লোকও ডুববে।

সর্বাপরি আপনার পোস্টের জন্য ধন্যবাদ।

Level 0

campus theke bus e asar tym sobai deki do lance sky lancer nie kotha bolse. .jokon bash khabe tokon bujbe

    @Raihan: সবাইকে যার যার নিজের অবস্থান থেকে চেষ্টা করতে হবে তবে হয়তো বেশ কিছু লোককে বাশ খাওয়া থেকে রক্ষা করতে পারবো। আর কেউ যদি না ঘুমিয়েও ঘুম এ আছে সেই ভান করে তবে ত কিছু বলার নাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সচেতনতা মুলক টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ, এই প্রতারকদের হাত থেকে সবাইকে রক্ষাকরার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং অন্য বাংলা ব্লগগুলোতেও এই পোষ্ট দিতে হবে। এই টিউনটি নির্বাচিত করার জোর দাবি জানাচ্ছি।

    @শহিদুল: অনেক ধন্যবাদ শহিদুল ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। দেখা যাক টিউনটি নির্বাচিত করার ব্যাপাআরে কতৃপক্ষ কি বলে।

ভাই ডলান্সার কি খালি বাংলাদেশে ??? ওদের ফেসবুক পেজ এ গিয়া দেখি খালি বাংলাদেশি নিউজ পেপার এর লিংক ! আর বাঙালির ভির 🙁 আমি সব পোস্ট এ এই পোস্ট এর লিংক মাইরা দিছি 😛 এটা নিয়ে একটু জোড় ভাবে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে !

এটা কোন বাংলাদেশি এর কাজ !! নাইলে সে বাংলা ভাষা বোঝে কিভাবে ?? তাদের ফেসবুক পেজ টা একটু ঘুরে আসুন আর দেখুন… আশা করি মাথায় ঢুকবে !!

অনেক ধন্যবাদ ভাই।

ভাইরে, আমি এই কথাগুলোর সাথে একমত। http://www.somewhereinblog.net/blog/VoOt_Rakib007/29511464। এই পোস্টটা যখন আমি টিটিতে দিয়েছিলাম তখন এক দালাল এসে কুরুচিপূর্ণ কমেন্ট করে টিউনটা বাতিল করছে!! আপনি সামুতে পড়লেই বুঝবেন এর এমডি কত বড় বাটপার!!

Level 0

ধন্যবাদ আপনাকে । এমন ইতিবাচক এবং দরকারী লেখাটা দরকার ছিল।

সকালে মোবাইল থেকেই পড়েছিলাম।
খুব সুন্দর জনসচেতনতামূলক, প্রতিবাদমূলক ও দিকনির্দেশনামূলক মিশ্রিত একটি টিউন।

অনেক ধন্যবাদ 🙂

    @সাইফুল ইসলাম: কঠিন উপমা দিছো সাইফুল। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। টিউনটাকে যদিও পারো স্টিকি করার ব্যাবস্থা করো, পাবলিকের কামেই আইবো, আর ঐডা ত তেরতেরাইয়া নিচে নাইমা জাইতাছে… শত হইলেও জনসচেতনতামূলক, প্রতিবাদমূলক ও দিকনির্দেশনামূলক মিশ্রিত একটি টিউন 😀

শিক্ষা ! মূলক লেখা ধন্যবাদ।
কিন্তু Dolancer গ্রুপের কারো কমেন্ট দেখছি না কেন?

Level 0

“পিটিসি আর মলম” ভালই বলেছেন। টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে, আমাদের হুশ যে হবে কবে সেটাই দেখার বিষয়।

thanks a lot sumon bhai. ami khilgaon thaki. porobortite g.design related aaro kotha bolbo, mail korle reply korben please.

জটিল লিখেছেন।
ফেসবুক এ শেয়ার দিলাম।

হেহ হেহ … আর কিছু কইলাম না। 😉

মজা পাইলাম

Level 0

আমার এক বন্ধুর ভাষায় ” ঢাকা শহর এখন click এর উপরে ভাসতাসে ” ধন্যবাদ এই বিষয়ে টিউনের জন্য।

    @mehedi416: আপনার বন্ধু খারাপ বলে নাই, তবে শুধু ঢাকা না ভাই সারা দেশ। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ডুলেন্সার এর কথা বললে মানুষ আড় চোখে তাকাই আবার তারা দাবি করে ফ্রিল্যান্সার হিসেবে। তাই বলা বাদ দিয়েছি। আমি কোন টাকা ইনকাম করিনা কিন্তু কাজ শেখার চেষ্টা করছি। এটা দেখে কত লোক হাসাহাসি করে………………………….. হায়রে বাঙালি সারা জীবন আমরা সস্তাজিনিসের পেছনে ঘুরে ঘুরে আজ ………………………………………………..

ধন্যবাদ আপনাকে বস

Level 0

তাহের ভাই আপনাকে ধন্যবাদ এই পোস্টি করার জন্য। আমি এক জন Dolancer user। এবং আমি নিয়মিত টাকা পাচ্ছি। তাই আমার Dolancer কে নিয়ে কনো সন্দেহ নাই বরং Dolancer কে ধন্যবাদ যে তারা বেকার দের কিছু হলেও বেকারত্ব হ্রাসে সাহায্য করছে। ” নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো ” যা টাকা ইনভেস্ট মানুষ করছে তার থেকে কয়েক গুন বেশি টাকা মানুষ উঠাতে পারছে এবং আয় করছে। ডেস্টেনি যখন তাদের কার্যক্রম শুরু করে তখন এই রকম অনেক লিখা লিখি অনেক কথা হয়েছে আজকে ডেস্টেনি ১০ বছর পার করেছে এখন কোম্পানিটি ভাগে নায়। কিন্তু এই সব লিখা লিখি তে ডেস্টেনি্র একটা লাভ হয়েছে ফ্রি ফ্রি মার্কেটিং যা এখন আপনারা Dolancer জন্য করছেন এই জন্য আপনাদের আবারো ধন্যবাদ। বিনা পয়সায় Dolancer এর জন্য মার্কেটিং করে দেবার জন্য। আপনারা যত পারেন আর এর বিরুদ্ধে লিখবেন এবং তা যেন হয় নিয়মিত। ধন্যবাদ
Dolancer উপর কিছু প্রতিবেদন এর লিঙ্ক
http://new.ittefaq.com.bd/news/view/72433/2012-01-29/13

http://sangbad.com.bd/?view=details&type=gold&data=Study&archiev=yes&arch_date=04-02-2012&pub_no=971&menu_id=28&news_type_id=1&val=91713

http://www.dailynayadiganta.com/details/26668

    Level 0

    @mmasuz: আজকের দিনে পত্রিকায় সংবাদ ছাপা হত্তয়া মানে ১০০% সঠিক নয়। রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে সর্বরোগের চিকিৎসা করা হয়। আবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। তাই বলে কী পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে সেটি ১০০% সত্য সঠিক। পত্রপত্রিকায় যা ছাপায় তা অন্ধভাবে অনুসরণ করলে সাড়ে বারোটা বাজতে সময় লাগবে না। দৈনিক সকালের খবর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট আইটি সম্পাদক ভুল স্বীকার করেছেন। দৈনিক কালের কন্ঠের আল-আমিন ভাই এই ডুল্যান্সারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিধায় সেখানে কোন সংবাদ প্রকাশিত হয়নি। পরিচিত কেউ থাকলে কিংবা ভুল বুঝিয়ে সংবাদ ছাপানো যায়। পারলে কালের কন্ঠে ডুল্যান্সারের সংবাদ কিংবা রিভিউ ছাপেন দেখি 😉 অযথা তর্ক বির্তক করে সময় নষ্ট করে লাভ নেই। আপনি ডুল্যান্সার করেন। আকাশে চাদ উঠলে সব জায়গা থেকেই দেখা যাবে। 🙂 -এডমিন টেকটিউনস ফেসবুক অফিসিয়াল গ্রুপ

    @mmasuz: আমিই আমার লেখায় কোথাও সন্দেহ প্রকাশ করি নাই যে তিনারা টাকা দেয় না।

    “ডুল্যান্সারকে ধন্যবাদ যে তারা কিছুটা হলেও বেকারত্ব হ্রাসে সাহায্য করছে” হা হা হা… না হেসে পারলাম না ভাই। এভাবে বেকারত্ব হ্রাস শুধু মাত্র সাময়িক ভাবে ই হ্রাস পাবে যা কোন স্থায়ী সমাধান নয়। কারন মনে রাখবেন কাউকে মাস ধরে খাওয়ানের চেয়ে মাস ধরা শিখিয়ে দেওয়া ১০০% যোক্তিক, কেননা আপনাকে আজকে একজন মাস ধরে খাওয়ালো, কিন্তু মাছ শেষ হয়ে গেলে কি করবেন ? আবার তার পিছনে ছুটোছুটি করবে 😛 !!! এর চেয়ে কি ভালো হয়না কষ্ট করে মাছ ধরা শিখে ফেলা, যা আজীবন নিজে মাছ ধরে খেতে সহায়ক হবে ??? আর আপনি হয়তো জানেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। 😀

    টাকা দিলে সব মূর্খ ব্যাটাই রিভিউ ছেপে দিবে যার ইতিহাস আমাদের দেশে নতুন নয়। আর এসব মুর্খ রিপোর্টারদের ব্যাপারেও অনেক ভালো জানা শুনা আছে আমার। আরেকটা কথা ফ্রি ফ্রি প্রচার করে দিচ্ছি কিনা সেটা সময় ই দেখতে পারবেন ইনশাআল্লাহ। ডেস্টেনি ত আর নিজেদের কে ফ্রিল্যান্সার বলে দাবি করছে না ! আপনারা কেন করছেন ? প্রজেক্ট লেখা দেখালেই কি ফ্রিল্যান্সিং সাইট হয়ে যায় ! কেন আপনার কি স্পিক এশিয়া, ইউনিপে টু ইউ এবং সাইটটক এদের কথা মনে নাই ?

    আমি আপনার সাথে তর্কে যেতে চাইনা, আপনি আপনার বুঝ নিয়ে থাকেন। দোয়া করি হাজার হাজার টাকা কামান।

      @mmasuz ভাই কে,
      বহুত যৌক্তিক মলম 🙂 আশা করছি উনার সু-বুদ্ধি উদয় হবে ।

      ধন্যবাদ @ সুমন ভাই

Level 0

ওহ আরেকটা বিষয় আমি কাজ শিখি আবার ফাও ফাও এখন টাকাও গুনি। কারন Dolancer Invest করা টাকা আমার অনেক আগেই উঠে গেছে। এখন এই টাকা দিয়ে বিভিন্ন Course করে কিছু শিখার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। এবং আমি আপনাদের আর একটা কথারও জবাব দেবনা আপনারা যা মন চায় লিখেন মনে যদি চায় গালিও দিয়েন 😀

    @mmasuz: শুনে ভালো লাগলো যে আপনি কাজ শিখছেন এটাই কাম্য, আর আমার লেখায় আমি কোথাও বলিনাই যে এরা টাকা দেয় না… তবে ভাই একটা কথা কি জানেন ওটার মধ্যে পরে না থেকে কাজ শিক্ষা উত্তম আর কেন উত্তম আমি আগেই পোস্টে বলেছি।

Level 0

আমার বাসায় একটা কাজের বুয়া আবশ্যক যে কিনা দুই বেলা পিটিসিতে ক্লিক করতে পারবে। ল্যাপটপ এবং নেট কানেকশন ফ্রি দেত্তয়া হবে। আয়ের ৫০% তাকে দেত্তয়া হবে। কেউ রাজী আছে? থাকলে জানায়েন।
🙂 সম্ভাব্য বিজ্ঞাপন কপিরাইট আমাদের। কী সামনে ডেসটিনির মত পরিবারের ছানাপোনা সবাই ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে। অপেক্ষায় সবাই

তাহের চৌধুরী (সুমন) ভাই,অনেক কাজের একটা টিউন করছেন। খুব ভাল লাগল।

    @Monir Hossain: আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম।

সচেতনমূলক টিউন ধন্যবাদ।

    @মাহফুজ আনাম (শান্ত): লেখাটির লিংক শেয়ার করে দিন ফেসবুক ও অন্য সবখানে। আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম।

Level 0

ভাইরে ডু ল্যান্সার এজেন্ট দের গাল খেতে খেতে লাইফ শেষ

    @ebookbd: লেখাটির লিংক শেয়ার করে দিন ফেসবুক ও অন্য সবখানে। পদে পদে হুমকি আর মানুষের উল্টা পাল্টা কথা আপনাকে শুনতে হবে তাই বলে কি পিছিয়ে আর চুপ করে থাকবেন ? না এমন টা কখনোই কাম্য নয়। আপনার উপযুক্ত যুক্তি গুলো দিয়ে হলেও তাদের কিছু বলুন…

@তাহের চৌধুরী (সুমন) আপনাকে অসংখ্য ধন্যবাদ । ফ্রিল্যান্সিং করি এটা বলতে আজকাল লজ্জাবোধ করি যা এক সময় গর্ব করে বলতাম । ফ্রিল্যান্সিং করি একথা শুনলেই পাবলিক মন্তব্য করে ডুল্যান্স্যার নাকি ? 😛 :

ডুল্যান্সারের ব্যাপারে আমি এভাবে বলি- “ডুল্যান্সার না করে গুলিস্তান অথবা ফার্মগেট বসে ভিক্ষা করা হাজার গুন ভালো । ইনভেষ্ট, নেট বিল, বিদুৎ বিল, কম্পিউটার কিছুই লাগবে না । ইনকামও ডুল্যান্স্যারের চাইতে বেশী হবে ।”

Level 0

খুব ভাল টিউন। এ বিষয়ে নিয়মিত লেখার অনুরোধ করছি।

Level 0

bro ame kaj korta ci plz help me plz……………..

Level 0

নির্বাচিত টিউন হত্তয়া অভিনন্দন সুমন ভাই।

Level 0

মানুষের অন্তর চক্ষু খুলে দেন ,সব ঠিক হয়ে যাবে……………..।

দারুন টিউন অনেক মন্তব্য পড়েছে। এ নিয়ে আমার টিটিতে একটা টিউন ছিল “**************ক্লিকের ধুম” অনেক জন হয়তপড়েছেন। প্রতিবাদ করার জন্য অনেকে আওয়াজ দিয়েছেন আমার সাথে। আপনার টিউনটির কথা বেশ চমকপ্রদ তবে বলি কি? ফ্রিল্যান্সার মানে বলতে আমি বাংলাঅনুবাদ পেয়েছি- ফ্রিল্যান্সার। তবে্আমি সাধারন ভাবঅর্থ যা বুঝি ফ্রিল্যান্সার মানে- যে কোন প্রতিষ্ঠানে স্বাধীন ভাবে কাজ করা, যে কাজটিতে মাসিক বেতন নির্ধারণ সাধারণত থাকে না কাজের গুরুত্ব/মান অনুযায়ী দর দেয়া থাকে সেখানে বিড করে ভাল রেটে কাজ করা হয় উভয়ে সম্মতি ক্রমে। অর্থ দাড়ালো এখানে কর্মচারী একজন মালিক অসংখ, চাকুরীর বিপরীত তাইনা। এখানে যে কোন ধরনের কাজই আপনি করার যোগ্যতা থাকলে বিড করে বায়ার সম্মত হলে করতে পারেন যে প্রতিষ্ঠান আপনার মিডিয়া হবে সে কিছু টাকা কমিশন আপনার কাছ থেকে নেবে, দেশের সরকার প্রশাসন, অর্থ প্রদানকারি প্রতিষ্ঠানও কিছু টাকা কমিশন বাবদ কর্তন করবেন। আমি জানিনা টিউনার ভাই আমার এ ধরনের সংগা মেনে নেবেন কিনা। আপনি যে সকল প্রতিষ্ঠানের রেফারেন্স দিয়েছেন তারা সবাই মেটামুটি এধরনের কাজ করিয়ে থাকেন।

পিটিসি- এটা কিধরনের কাজ? আমরা প্রতিনিয়ত টেলিভিষন দেখি, অনেক সুন্দর সুন্দর কোট বা বাক্য মন ছুয়ে যায় তার মধ্যে আমার কানে ভাসছে একটা কোট “তোমাকে দিয়ে কিছু হবেনা, জীবনে এমন কথা শোনে নাই তেমন সৌভাগ্যবান ব্যক্তি পাওয়া যায় না।” অসাধারণ একটা কোটেশন। আসলে আমাকে দিয়ে কিছু হবেনা এটা আমি নিজেও বুঝ হয়তো তাই আমার খুব ভাল লেগেছে। এখানে আমার ভাল লাগার কথা ঐ নির্দিষ্ট কোম্পানী জানে না। কিন্তু আমি কোন পিটিসি সাইটের মাধ্যমে এই কথা ভাল লাগলে লাইক দিয়ে বা ক্লিক করে সাড়া দিলে ঐ কোম্পানী অবশ্যই জানতে পারবে। কোম্পানী খুশি হয়ে আমার পিছনে টাকা খরচ করবে, মধ্য সত্ত্বের মাধ্যমে। তাহলে আমরা অন্তত এটা বুঝি যে পিটিসি বলে কিছু থাকার সম্ভাবনা আছে। আদি ও বর্তমান সময় একটা বিষয় স্পষ্ট যে পৃথিবীতে প্রায় সব ক্ষেত্রেই প্রতিটি দান প্রতিদান চায়। আমি বিজ্ঞাপন দেখে কিছু পেলে মন্দ হয়না তাইনা। অর্থ দাড়ালো পিটিসি সাইট থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। অনেকে টাকা তুলেছেন বিদেশী পিটিসি সাইট থেকে তারা আমার ছেয়ে ভাল বুঝাতে পারবেন এই বিষয়টি।

ক্যাপচা এন্ট্রির কাজ যারা রাত জেগে করেন। অল্প বিস্তর আয় করেছেন এর মাধ্যমে টিটিতে এমন অনেক সদস্য আছেন আমি জানি, আমাদের দেশে পিটিসি সাইটে কাজ করলেই মানুষ খারাপ ভাবছে আজ এই টিউনটিতে স্পষ্ট প্রমান হয়েছে বলে আমার মনে হয়। আমি আমার টিউনেও বলেলিছলাম মেধাবীদের জায়গা এটা নয়। একজন সুশিক্ষিত মানুষ দিন মজুরীর কাজ করলে আমারা বাকা চোখে তাকাবোই এতে সন্দেহ নাই কেননা আমরা আর কিছু না পারলে সমালচনা করতে খুব ভাল পরি যার জন্যই আমরা দ্রুত সফল হতে পারি জাতি হিসাবে। আমাদের কাজ সমালোচনার মাধ্যমে দারুন ভাবে মুল্যায়িত হয়। আমি কি করছি তার চেয়ে আমাদের ভাবনা আমার প্রতিবেশী কি করছে এটাতেই।

আমাদের দেশে বেকারত্বর হার বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, কর্মসংস্থান পৌছেছে শুন্যের কোঠায়, ঘর পরিবার প্রিয়জন সব ছেড়ে বিদেশে রোজগারের জন্য গিয়েও সেখানে নিজেদের নিরাপত্তা পাওয়া কঠিন হয়ে উঠছে দিন দিন। প্রতিনিয়ত হুমকীর মুখে পড়ছে জন জীবন সুস্থ্ মানসিক বিকাশ এখন স্বপ্ন মাত্র। পরবর্তী প্রজন্মকে ভাল কিছু উপহার দেয়া দুরসাধ্য হয়ে উঠেছে প্রতিনিয়ত। দ্রব্য মুল্য উর্দ্ধগতি, জন জীবন হয়ে উঠেছে দুর্বিষহ, নির্ধারিত সত পথে আয়ের সুযোগ না থাকায় মানুষ যে ভাবে পারছে শুধু আয়ের কথা ভাবছে তাতে কার কি ক্ষতি হবে সে বিষয় ভাবার খুব কম লোকেরই সময় আছে। তবু স্বপ্ন দেখতে মানা নেই কেননা স্বপ্নর মধ্যেই বাচে মানুষ। আমাদের দেশের শাসক ও শোষিতের মধ্যে দারুন ব্যবধান, শাসক শ্রেনীর মানুষগুলো প্রতিনিয়ত প্রতিটি সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু অবধী শোষন করে তার জীবনের সুখ, স্বাচ্ছন্দও সাধারণ জীবনকে। সাধারণ মানুষ, তার জীবন, অর্থ, সামাজিকতা, পেশা, বৃত্তি সকল স্তরেই রাজনীতির স্বীকার হয়। আমাদের দারিদ্র, ক্ষুধা, অসহায়ত্বকে পুজি করে চলে সংসদ এখানে জীবনের মৌলিক চাহিদা মেটাতে আমরা অক্ষম কিন্তু বড় বাবুদের মারসিডিজ, ফেরারীর আথবা আরও উন্নত টায়ারে পিসছে আমাদের মস্তক, শরীর, জীবন। আমাদের কাদতেও মানা।

আজ পিটিসি সাইটের বিরুদ্ধে আপনি সচেতনতা তৈরী করছেন। এর নজরদারীর জন্য আমরা সরকারকে ট্যাক্স দেই, বিলাস বহুল জীবন যাপন করে আমলাগণ আমাদের কষ্টার্জিত টাকাগুলি তারা ধুলায়, অথবা বাতাসে উড়ায় কেউবা দেশে না রেখে বিদেশে বিলাসবহুল হোটেল, ইন্ডষ্ট্রি তৌরী করে। আমি আপনি কাজের অভাবে ভুভুক্ষা হয়ে পড়ে থাকি রাস্তার পাশে।

আমি ডুল্যান্সার বা কোন সাইটের পক্ষে বলছি না। আমাদের সচেতন হতে হবে এতে কোন সন্দেহ নেই যারা আমাদের মানুষ না ভেবে পন্য ভাবে তাদের নাকের ডগায় এমন অনেক কম্পানীই ট্যাক্স দিয়ে আমাদের কষ্টার্জিত টাকায় আরাম আয়েশ করে। ভাই যাদের দায়িত্ব তারা বিষয়টি ভাবলে আমি আপনি প্রতারিত হওয়ার কথা চিন্তাও করতাম না।

    @monirsikder: খুব ভালো বলেছেন আপনার কথা অনেক যুক্তি আছে। এভাবে ভাবলে ত আসলে হবে না দেশের নাগরিক হিসাবে ওদের পাশাপাশি আমাদের ও ত একটা দ্বায়িত্ব আছে তাই না ! যাক ভালো লাগলো অনেক কষ্ট করে মন্তব্য দিয়েছেন। ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ।

আমার একাউন্টিং এর টিচার এখানে কয়েক মাস ধরে কাজ করতেছে এবং সে যে তাঁর লাভের টাকা উঠিয়েছে তা সহ আমাকে ব্যাংকের প্রুব দেখিয়েছে। তাই নাও আমি টুটালি কনফিজ এই ব্যপারে। আমি এখন এর খারাপ দিক দেখেছি আবার ভালো দিকও দেখেছি। তাই আমি কিছুই বলতে চাই না 🙁

    Level 0

    @তনিমা হামিদ (নিশু): নিশু আপু আমি নিজে বর্তমানে ত্তডেস্কে কাজ করছি ৩০০ ডলারের। এটি আমার প্রথম আয় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। যারা পিটিসি ক্লিক করে তাদের ভবিষ্যত কী? মানছি ডুল্যান্সার টাকা দেয় কিন্তু ক্লিক করাই কী ফ্রিল্যান্সিং?

    @Tanveer Ahmed: @তনিমা হামিদ (নিশু): ভাই ইনকাম করতে পারলে অসুবিধা নাই, করেন আপনারা। বাঙালি জাতির হুস একটু পড়েই হয়। কিন্তু কথা হচ্ছে নিজেকে ফ্রিল্যান্সার ভাইবা ভুল করিয়েন না। ক্লিক করবেন করেই কি ফ্রিল্যান্সার হয়ে গেছেন ! আর অরিজিনাল ফ্রিল্যান্সাররা সারা জীবন খাইটাও না হয় না। আপনাদের কাছে আমার খুব সহজ কিছু প্রশ্ন… ভাই আপনাদের কি মনে হয় না আপনার মেধাটাকে ঐ সাইটগুলো অলস করে দিয়ে কিছু শেখার বা নিজে কিছু করার ব্যাপারে অনুতসাহিত করছে ? আমাদের নিজেদের প্রডাক্টীভিটি কমিয়ে দিচ্ছে ? তবে শুনেন সামান্য কিছু টাকার নেশায় আমরা আমাদের মুল্যবান সময় নষ্ট করে কিছু ই শিখছি না, কিন্তু কর্মমুখি কিছু জানা থাকলে এর চেয়েও বেশি ইনকাম করা সহজ ত। ভাই শেষে একটা কথা বলেতেই হয় “ ঘুমন্ত মানুষ জাগানো যায় কিন্তু ঘুমের ভান করে থাকা মানুষকে জাগানো যায় না”।

Level 0

Take a look at this!!!
TT te dolancer biruddhe osadharon ei tune ar techtunes a e dolancer er ad???

http://trevuz.tk/dolancer-ad-on-techtunes.jpg

darun likhechen vai. er biruddhe sobar socchar howa dorkar.

Level 2

asole sotti bolte upnar ai lekha pore-o one-k ai-kaj korbe..karon amader deser manusder valo buddi dile dorena…but kharap ta doreiiiii jemon “tonima hamid” jeta bollo….ata asole..ai doroner kisu dalal tara ichcha kore rakhe…..r tara sadaronoto teacher ba aktu valo level ar hoi……r ki bolbo

    @bdmain: আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম।

atho lekha lekhi tar por o ke bondho hossa. apner lekha ta pora jeno sobar suvo budhi udho hoy. Dhonnobad sundor akta tune korar jonno!!!

    @শফিক: প্লিজ সবাই সোচ্চার হোন, আপনার পাশের একটা ছেলেও যেন আর প্রতারিত না হয়, সময় অপচয় করে নিজের মেধাটাকে বিকিয়ে না দেয় !

allah oi bolod vaigulan k mnnush koru amin

    @basharul alam sunny: ভাই শেষে একটা কথা বলেতেই হয় “ ঘুমন্ত মানুষ জাগানো যায় কিন্তু ঘুমের ভান করে থাকা মানুষকে জাগানো যায় না”।

vaia sottie atogula lakha porar por apneka r dhonnobad na deya partace na abr pase pase apnek hater kase paile j ki krbo taow bujta prtace na. . vaia apne apner lakhar last a Dolancer j taka dai ta thike sekar krcen or bevinno joner comment ar reply apne ai vabe decen j “Dolancer j manush ar taka dai sata apne kkhno bolen nai” ar re vai bolben ken karon chorer mon j police police. Jak vaia am basi kesu blbo na khali aitae blbo jara Dolancer a invest kore ta sa invest ar taka tule fale r sai take deyai abar dolance a account khole tarmane koi er tela koi vaja. R vai apnedr sottie am dhonnobad na deya partace na cz Dolancer ar bena poisai marketing sottie obiswasho. akhonker jomanai pani khaitaow tk lage sa jaigai marketing taow abr kno companyr jonno sottie unbelievable. Vaia apne j blcen dolancer manush ar medhar kno dam dai na k blce apne jkhn kno website lease nebar tkhn medha ki batase urbe r apne tkhn kaj korben, na hase akhn sottie vai r partace na hahahaha. . Jak amr ai post dakhe onk ar mone hote pare am hoito ba dolancer ar kno dalal asole am amn kesui am am ekjon user r ai dolancer deyai amr porasunar khoroch r amr baki khoroch chole. . Thanks to all, amr kotahi kaow kosto paile am dukkheto. .

    @Tanveer Ahmed: Dolancer j manush ar taka dai na sata apne kkhno bolen nai

    @Tanveer Ahmed: “আরেকটা কথা ফ্রি ফ্রি প্রচার করে দিচ্ছি কিনা সেটা সময় ই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে বেকারত্ব হ্রাস শুধু মাত্র সাময়িক ভাবে ই হ্রাস পাবে যা কোন স্থায়ী সমাধান নয়। কারন মনে রাখবেন কাউকে মাস ধরে খাওয়ানের চেয়ে মাস ধরা শিখিয়ে দেওয়া ১০০% যোক্তিক, কেননা আপনাকে আজকে একজন মাস ধরে খাওয়ালো, কিন্তু মাছ শেষ হয়ে গেলে কি করবেন ? আবার তার পিছনে ছুটোছুটি করবে 😛 !!! এর চেয়ে কি ভালো হয়না কষ্ট করে মাছ ধরা শিখে ফেলা, যা আজীবন নিজে মাছ ধরে খেতে সহায়ক হবে ??? আর আপনি হয়তো জানেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। 😀

Level 0

নির্বাচিত টিউন কী ভাবে অপাঠ্য সেটিই বোধগম্য নয়।

মন্তব্য করার পূর্বে অবশ্যই নীতিমালা অনুসরণ করবেন। মডারেটর সোর্ডফিশ

Level 0

চমৎকার টিউন।

    @asraf: আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম। প্লিজ সবাই সোচ্চার হোন, আপনার পাশের একটা ছেলেও যেন আর প্রতারিত না হয়, সময় অপচয় করে নিজের মেধাটাকে বিকিয়ে না দেয় !

Level 0

সুমন ভাই আমার অনেক আগেই কমেন্টস করা উচিত ছিলো কিন্তু পারি নাই টিটিতে আসতে তবে শেয়ার করেছি টিউনটি,

আজকে এক ডুলান্সার প্রেমীর সাথে আমার আলোচনা হয়,তার মতে আপনার টিউনটি পালতু,কেননা সে ৩০ হাজার টা ইনভেস্ট করে ৫০ হাজার টাকা আয় করেছে,সে ভালো ফ্রিল্যান্সার, কিন্তু তাকে আমি ফ্রিল্যান্সিং কাকে বলে প্রশ্ন করার পর সে আর কোন উত্তর দিতে পারে নি।

এই হল দেশের অবস্থা, ডুল্যান্সার এর ভক্তরা ওই সাইটর এডমিন কে ২য় মহাত্বা গান্ধিজি মনে করে,তাই তার সম্পর্কে কোন আওয়াজ দিলেই কামড়ে ধরে।

তবে সে আমার সামনে আসলে আমি তারে উল্টাইয়া লট্কাইয়া গজানির বাড়ি দিতাম,

যাই হোক আপনার এই সমসাময়িক টিউনে আমি ব্যাক্তিগত ভাবে খুবই আনন্দিত ।

সময় পেলেই লিখবেন ।

ওই মন্তব্যকারীর উপর গজব পড়ুক,লেখাটি অনেক ভালো লেগেছে বিশেষ করে হায়রে প্রতারক ডুল্যান্সার পিটিসি আর মলম করেই ফ্রিল্যান্সার !

এই কলামটি

    @Cx Rana: ধন্যবাদ রানা ভাই আপনার মন্তব্যের জন্য। আসলে এটা এখন একটা ভাইরাসের রুপ নিয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রয়ই এদের পতন হবে বলে আশা করা যায়। মানুষ সচেতন হতে শুরু করেছে। আবারও ধন্যবাদ ভালো থাকবেন। 🙂

Level 0

২.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।

আপনাকে সর্তক করে দেত্তয়া হল। আপনি বোধহয় টিউনটি পুরোপুরি ভাবে পড়েননি। শেষের দুই লাইন ভালো মত পড়ে দেখবেন। আর টিউনটি 6 February, 2012 প্রকাশিত হয়েছে। সেহেতু পড়া স্বাভাবিক অন্য কোন সাইটে। আর বিষয়বস্তু যদি কোন প্রকারের বানোয়াট তথ্য থাকতো তা হলে কোন ভাবেই নির্বাচিত হত্তয়ার যোগ্যতা অর্জন করতো না। তাই কোন মন্তব্য করার পূর্বে অবশ্যই নীতিমালার কথা মনে রাখবেন। -মডারেটর সোর্ডফিশ

Level 0

Joto sob faltu sector,manush k thokie babsa kora e akhon taka income er sob ceye valo kaj.r eta tara valovabe e kore jacce.tai sabdhan….

    @Diamond93: আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম।

এখন সময় হয়েছে বাঙ্গালীর ঘুম থেকে জেগে উঠার, গর্জে উঠার…………… অসাধারন লেখা। আমার মনে হয়ে টিউনটির একটি করে কপি প্রিন্ট করে প্রতিটি সাইবার ক্যাফেতে নোটিশ হিসেবে টাঙ্গানো দরকার।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Level 0

আমি শুনেছিলাম যে হ্যাকার নাকি দেশের জন্য অনেক মায়া। তারা ভারতের সাথে সাইবার যুদ্ধে জয় হয়েছে। এসব কথা এইজন্য বলা হলো যে, অন লাইনে আয় সম্পর্কে যে প্রতারনার সাইট গুলি রয়েছে সেগুলিকে হ্যাক করতে পারে না।

    @aktar01745: খাঁটি একখান কথা কইছেন ভাইজান। তবে আমাদেরও নিজ নিজ অবস্থান থেকে মানুষকে বুঝাতে হবে এদের ব্যাপারে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন

একটা জিনিস আমি বুঝলাম না এই ডুল্যান্সার ব্যটারা টাকা টা দেয় কোথা থেকে, যেমন রহিম সাহেব ডুল্যান্সার হহতে 700 হাজার টাকার একটি একাউন্ট কিনে আজ পর্যন্ত 14000 হাজার টাকা পাইছে আমি নিজে তার সাক্ষী । টাকা কি ডুল্যান্সার ব্যটাদের কাছে গাছের পাতা।

    @মারুফ হাসান: আপনি জেনে ব্যাথিত হবেন যে তিনাদের টাকার সোর্স খুব শীঘ্রয়ই ফুরিয়ে আসছে, আমি শুনেছে অনেক দিন ধরে অনেকে ই টাকা পাচ্ছেন না। ধরেন তাদের মেম্বার এখন ১০০০০০ লাখ সেই হিসাবে তাদের মেম্বার কে প্রতিদিন ১০০০০০ লাখ ডলার পে করতে হবে, আর তারা ত এই পিটিসি’র কাজ আনছে অন্যান্য সাইট গুলো থেকে। ১০০০০০ লাখ ডলারের কাজ প্রতিদিন পাওয়া কি আদৌ সম্ভব বলে আপনাদের মনে হয় ! আর এক্ষেত্রে কি কোন প্রতিযোগিতা ই নেই ! দৈনিক ১০০০০০ লাখ ডলারের কাজ পাওয়া এবং পাশাপাশি দেওয়া চারটি খানি কথা না ! সো সেদিন আর দূরে নেই যখন তাদের ভাগতে হবে 😀

ভাইজান (তাহের চৌধুরী (সুমন) আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি তথ্যবহুল টিউন করার জন্য। আপনার জন্য এক কেজি ভালবাসা আর ডুল্যান্সার এর পক্ষ থেকে ১০০০০০০০০ ক্লিক …… 🙂

    @shahadat hossain: ধন্যবাদ সাহাদাত ভাই আপনার সুন্দর মতামতের জন্য। আপনার ১ কেজি ভালো বাসা নিতে পারলাম তবে ডুল্যান্সার এর পক্ষ থেকে ১০০০০০০০০ ক্লিক নিতে পারলাম না বলে দুঃখিত 😀

সুমন ভাই শুধু ডুলান্সার না আর ও আর ও আসে ।
আমার ভাইয়া ল্যান্সটেক এ ৫০.হাজার টাকার বাঁশ খাইশে। 🙁
আখন আমারে কয় আমি আর পিতিসি করমু না। 🙂
হা হা হা

    @basharul alam sunny: আসুন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, পথহীনদের সতঁর্ক করি কারন এরা তঁ অবুঝ জানে না কোনটা সঠিক কোন টা ভুল আর কোনটা লাইফ চেঞ্জ করে দিতে সক্ষম। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। 😛

Level 0

ক্লিক করেই টাকা পাওয়া যায় ব্যাপারটা কেমন হাস্য কর লাগে আমার কাছে । ধন্যবাদ সুমন ভাই ।

খুব কাজের টিউন । ধন্যবাদ সুমন ভাই । আমি গ্রাফিক্স এ ফটোশপ, আর ইলাষ্ট্রেটর এর কাজ জানি । এক্সপার্ট নই । ইলেন্সে ভেরিফাইড একাউন্ট আছে । আপনি বল্লেন কোন দক্ষ্য ইনস্টিটিউট অথবা পারসন এর সাথে থেকে শিখলে ভালো হয় । এরকম কোনো প্রতিষ্ঠান বা ব্যাক্তির কোনো ঠিকানা কি দিতে পারবেন…যারা সত্যি কিছু শিখায় । আমার ডিজাইনের হাত খারাপ না । একজনের সাথে থেকে শিখতে পারলে ভালো হতো । ধন্যবাদ ।

    @তানভীর সজীব: ভাইয়া আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার কাজ শেখার প্রতি আগ্রহ দেখে ভালো লাগলো। আপনি কোর্স করার ব্যপারে DevsTeam Institute এর সাথে কন্টাক্ট করতে পারেন এরা আপনাকে অনেক ভালো সাপোর্ট দিতে পারবে বলে আমার বিশ্বাস। এরা Advanced Search Eugine Optimization, Certified Professional Blogger, Certified Affiliate Marketer, English for Blogger & Copywriter, Certified Web & Graphics Designer, Certified WordPress Developer, Certified Joomla Developer, Web Development এবং Freelancing through SEO সহ আরও অনেক কোর্স করাচ্ছে। এদের রেফার করছি এই কারনে যে এরা অনেক ভালো গাইড লাইন দিচ্ছে নতুন ছেলেপেলেদের। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অসাধারণ। আমার আর কিছু বলার নেই। বিশেষ করে আমদের মত তরুণদের জন্য যারা freelancing এ আগ্রহী।

ধন্যবাদ, আমার কাছেও ডোলেন্সার থেকে প্রস্তাব এসেছিল ফিরিয়ে দিয়েছি । তবে তারপর বুঝতে পেরেছি ফিরিয়ে দিয়ে ভাল করেছি

অনেক ধন্যবাদ সুমন ভাই । আমি যোগাযোগ করছি । ভালো থাকবেন ।

আপনার কি কম্পিউটার আছে? আপনার কি নিজস্ব ইন্টারনেট কানেককশন আছে? আপনি কি দৈনিক ১ ঘন্টা সময় দিয়ে প্রচুর অর্থের মালিক হতে চান? আপনি কি ফ্রিল্যাঞ্চার হতে চান? তাহলে দেরী না করে এক্ষুণি ক্লিক করুন নিচের লিংকে। শুধুমাত্র আজকের জন্য কোন রেজিস্ট্রেশন ফি নেই। ৭০০০ টাকায় ৭০০০০ টাকা পাবার সুযোগ। লিংক:

http://www.ফাউল-একটা-সাইট.com/ref=রেফারেল

হেহে, কিরাম হইসে? 😀

চমৎকার এক পিস লেখা পড়লাম রে ভাই। আশা করি বাঙালিরা আরো সচেতন হবে 🙂 টেকটিউনসকেও ধন্যবাদ লেখাটি নির্বাচিত করার জন্য।

ভাই ঢেকি স্বঁর্গে গেলেও ধান বানে। আমার কথা বুঝতে পেরেছেন।

ভাই আপনার লেখাটা সুন্দর হয়েছে। তবে গোছালো ভাবে লিখতে পারলে আরও ভাল লাগত। আপনি জানেন কি ? আপনার লেখাটা কারা মনোযোগ দিয়ে পড়েছে? অবশ্যই যারা পিটিসি করে না বা করবে না তারাই পড়েছে! কিন্তু যারা পিটিসি করে বা করবে এমন টি ঠিক করেছে, তারা কিন্তু পড়বে না বা আপনার লেখাটা তাদের ছোখে পড়বে না। শ্যামলি পলিটেকনিক থেকে আমার কাছে পূরো একটি টিম এসেছিল অনলাইন আর্নিং বিষয়ে আলোচনা করতে। ওদের ধারনা ছিল এলেই বুঝি টাকা ইনকাম করা যাবে। তাও আবার গুগল এডসেন্সে! পিটিসি আর এডসেন্স এই দুটোর মধ্যে পার্থক্য দেবার পরে ওরা উধাও… যারা বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাই পিটিসি বা এমএলএমে জড়িয়ে পড়ছে। পিটিসি যারা করে তাদের নিয়ে একটা লেখা লিখেছিলাম একটা গুগল গ্রুপে। যাদের আগ্রহ আছে তারা পড়ে নিবেন… এবং ভিক্ষুক আর পিটিসি যারা করে তাদের মধ্যে কি কি মিল আছে দেখে নিন…

    @Captain Aslam: “তবে গোছালো ভাবে লিখতে পারলে আরও ভাল লাগত” ধন্যবাদ সরাসরি বলার জন্য। আমি চেষ্টা করবো আরও আরও ভালো করে গুছিয়ে লিখতে। ধন্যবাদ আপ্নার মতামতের জন্য। ভালো থাকবেন 😛

Level 0

ভাই, কত জন যে আপনার কথা বুঝবে কে জানে। উলটা আপনাকে জ্ঞ্যান দিতে আসবে যে আপনি ভুল পথে পরিচালিত করছেন। আপনাকে বঝাবে যে ডুল্যান্স্যার এ একাউন্ট করলে কত বেনিফিট, কারন এটাই বাঙ্গালী জাতী। পদে বাশ খেয়েও আবার বাশ নিতে চায়। আমার অনেক ফ্রেন্ড আমাকে ওই ডুল্যান্স্যার এ যোগ দিতে বলেছে, আমি করি ওডেস্ক এ কাজ, তাই সত্য জিনিস্টা ভাল্ভাবেই বুঝি। ধন্যবাদ সুন্দর টিউনতা করার জন্যে

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে। ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd
.
এপটি ডাউনলোড করে দয়াকরে একটি হলেও এড পোস্ট করুন। অনেক খুশি হব। আগাম ধন্যবাদ…

@muradbd7: আপনার সাইট ঘুরে আসলাম সত্যি কথা বলতে কি তেমন ভালো লাগে নাই 😀