প্রথমে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এর মাঝেও যারা খারাপ বা অসুস্থ আছেন তাদের জন্য রইলো শুভ কামনা যাতে খুব তারা খুব দ্রুত ভালো হয়ে স্বাভাবিক অবস্থায় আমাদের মাঝে আসতে পারেন। পড়াশুনার খুব চাপ বিধায় ইদানিং টিউন করার সময় হয়ে উঠছে না তবুও চরম ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আপনাদের কাছে ফিরে আসলাম ছোট খাটো একটা টিউন নিয়ে।
এর মাঝে বলে রাখা ভালো রিসেন্টলি হয়ে যাওয়া মিট আপে আমার আসার খুব ইচ্ছা ছিলো বাট নেক্সট দিন ভার্সিটির একটা ইম্পরট্যান্ট এক্সাম ছিলো বিধায় আর আসা হইনি। বাট যারা যারা উপস্থিত ছিলো তাদের সবাইকে খুব মিস করেছি।
আর কয়েকটা মিনিট, তারপরই এসে যাবে সেই মাহেন্দ্রক্ষণ, ২০১২ যাই হোক হাটি হাটি পা পা করে আমাদের জীবন থেকে আরো একটা বছর চলে গেলো। জীবনে যোগ হতে যাচ্ছে আরো একটি বসন্ত। গত বছরে আমরা যেমন পেয়েছি অনেক কিছু তেমনি হারিয়েছিও অনেক কিছু। হয়েছে নানা উত্থান পতন। দেখতে দেখতে আমাদের সবার প্রিয় টেকটিউনস ও পার করে ফেলেছে আরো একটি বছর। হয়েছে অসংখ্য টিউন, সাথে যুক্ত হয়েছে অনেক অনেক ভিজিটর এবং নবীন টিউনার। আজ তাদের কথাই বলতে এসেছি।
আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো ২০১১ সালের টেকটিউনস কে। পুরো এক বছরের ঘটনাবলী একটা টিউনের মাধ্যমে তুলে ধরা সম্ভব না হলেও বছরের একটা প্রতিচ্ছবি অবশ্যই তুলে ধরা যায়। কতটুকু পারবো জানি না কারন আমি মনে করি আমি নিজে একজন ভালো টিউনার না এবং আমার চেয়ে ভালো ভালো অনেক টিউনার এই প্রিয় টেকটিউনসে আছে। তবুও তাদের কয়েকজনের অনুরোধে এই ফ্লাশব্যাক টিউন করার সাহসটা নিচ্ছি। তবে আমি আমার সাধ্যমত চেস্টা করবো টেকটিউনসের টেকি "২০১১" সালটিকে আপনাদের মনের মত করে আপনাদের কাছে তুলে ধরতে। একটি কথা বলে না রাখলেই নয় যে টিউনটি করতে আমাকে সর্বাত্বক সাহায্য করেছে সাইফুল (সাইফুল ইসলাম) এবং হাসান (হাসান যোবায়ের) ।
Alexa কি তা হয়তো নতুন করে বলে দিতে হবে না। তারপরেও যারা জানেন না তাদের জন্য বলছি, Alexa হলো বিভিন্ন ওয়েব সাইটের তথ্য নিয়ে গবেষণাকারী একটি ওয়েব সাইট। অর্থাৎ একটা ওয়েব সাইট কত টা জনপ্রিয় এবং তার ট্রাফিক রাঙ্কিং কি, ইত্যাদি জানা যায় Alexa এর মাধ্যমে। ১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর এলেক্সা খুব দ্রুতই ওয়েব সাইটের ট্রাফিক রাঙ্কিং-এর জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ট্রাফিক রাঙ্কিং সেবা। এটি ওয়েব সাইটের ট্রাফিকের হিসাব রাখে এবং সংগৃহীত উপাত্তের ওপর ভিত্তি করে সংখ্যাগত একটি রাঙ্কিং করে।
যেখানে গত বছর ছিলো, Traffic Rank in BD তে ছিলো 30 নাম্বার সিরিয়ালে আর Alexa Traffic Rank তে অর্থাৎ সারা ওয়ার্ল্ডে ছিলো 13,148 নাম্বারে।
এই একবছরে নিঃসন্দেহে আমাদের প্রিয় সাইটের জন্য এটি একটি উল্লেখ জনক অগ্রগতি।
বছরের সকল টিউনের হিসাব এক টিউনের মাধ্যমে পেশ করা সম্ভব নয় তবে ২০১০ সালের তুলনায় ২০১১ সালে টিউন খুব বেশি হয়েছে। এবং কোয়ালিটি টিউনের সংখ্যাও বেড়েছে। দেখা যাচ্ছে এখন অনেকই টিউনিং এর প্রতি ঝুঁকছে। গুটি কয়েক টিউনের কথা বাদ দিলে ম্যাক্সিমাম টিউনই কম বেশি মানসম্মত। তবুও এত টিউনের মাঝে অনেক হাই কোয়ালিটি টিউন হয়েছে যেগুলোর অনেক গুলোর কথাই আমার এই মুহুর্তে মনে নাই। তবুও কয়েকজনের হেল্প নিয়ে কিছু অসাধারন টিউন আপনাদের কাছে তুলে ধরছি। তবে বলে রাখা ভালো যে আমার এই সিলেকশন কিন্তু র্যাংকিং জাতীয় কিছু নয়, জাস্ট ভালো এবং কিছু কোয়ালিটি টিউন কয়েজনের সাথে আলোচনা করে এই লিস্টে স্থান দিয়েছি। অনেক ভালো টিউন হয়তো আমাদের চোখ এড়িয়ে গিয়েছে। স্প্যামার রাও কিন্তু বসে নাই। তবে আগের তুলনায় স্প্যাম টিউনের সংখ্যা কমে গিয়েছে। মডারেটরদের এজন্য একটা বিশেষ ধন্যবাদ দিতেই হয়। তো যারা মিস করেছেন তারা দ্রুত চেক আউট করে নিন অসাধারন টিউন গুলো। আর যারা পুর্বেই টিউন গুলো সম্পর্কে অবগত তারা করে নিন মধুর স্মৃতি রোমন্থন।
নিচের টিউনগুলির অনেক গুলোই নির্বাচিত হয়নি তবে কতিপয় সেরা টিউনার তাদের মেধা দিয়ে সুন্দরভাবে এই টিউনগুলি উপস্থাপন করেছেন এবং সুন্দরভাবে টিউনগুলিকে ফুটিয়ে তুলেছেন।
টিউনটি আমার দৃষ্টিতে দেখা বছরের সর্বশ্রেষ্ঠ টিউন। টিউনটি করেছেন নবীন টিউনার অনুপ। একজন নবীন টিউনার বাট টিউনটি পিছনে ফেলে দিয়েছে অনেক বাঘা বাঘা টিউনকে। একেবারে ফাটিয়ে দিয়েছেন। মুলত প্রেম ভালোবাসার পোস্টমর্টেম। আপনারা যারা ভালোবাসা প্রেম পীরিতিতে ইনভল্ভ আছেন তাদের খুব কাজে লাগবে। যারা না আছেন তারাও দেখতে পারেন, পরে কাজে দিবে। 😀 😀 😀
এর পরেই আছে জনপ্রিয় টিউনার এনসি দাশের এই বিখ্যাত টিউনটি। অনেকে অনেকটা বিতর্কিত মনে করতে পারেন। আবার অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। বাট মনোযোগ দিয়ে একটু পড়ুন, হারিয়ে যাবেন। অসাধারন একটি ক্রিয়েশন। তার আরো দুটি মাস্টারপিস টিউন আছে টিউনগুলো হলো,
১. সময় পরিভ্রমণ ও টাইম মেশিন!!!
এর পরেই রাখবো দিহান ভাইয়ের এই টিউনটি। মহাকাশ সম্পর্কে আমাদের অনেকের জানার আগ্রহ আছে। বাট অনেকের কাছেই এটি অনেক জটিল বিষয় মনে হয়। টিউনার এখানে মহাকাশের কিছু অদ্ভুত কিন্তু আশ্চর্যজনক ঘটনা নিয়ে সাজিয়েছেন। সত্যি অসাধারন একটা টিউন।
টিউনটি করেছেন। আরেক জনপ্রিয় টিউনার "কলকাতা"। উনি সম্ভবত ওপার বাংলার। বাট টিউন গুলো করেন জোশ। তার বেশকিছু টিউন নির্বাচিত হয়েছে এবং প্রত্যেক্টা টিউনই হাই কোয়ালিটি এবং অনেক তথ্য এবং ছবি দিয়ে ভরা। এছাড়া টিউন গুলোও অনেক গুছানো। তবে অনেকদিন তাকে দেখা যাচ্ছে না। আশা করি খুব দ্রুতই উনি ফিরে আসবেন। তার আরো কিছু জনপ্রিয় টিউন আছে যেমন,
১. আমি কিং র্যামেসিস বলছি…চলুন আমার সঙ্গে _ভ্যালি অফ কিংস ঘুরে আসি…
২. আমি কুফু বলছি…চলুন আমার সঙ্গে..কি ভাবে পিরামিড তৈরী করলাম দেখে আসি..
৩. আমি মমতাজ বলছি…. চলুন আমার সঙ্গে তাজমহল দেখে আসি…
৪. আমি সেন্ট ভ্যালেনটাইন বলছি….আসুন কিভাবে ১৪ফেব্রুয়ারি ভ্যালেটাইন ডে (বিশ্ব ভালোবাসা দিবস)হলো তা জেনে নিন…
এক কথায় অসাধারন সব মাস্টারপিস টিউন।
আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় অনেক প্রকার সফটওয়্যার ইন্সটল করে ব্যবহার করে থাকি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এত সফটওয়্যার ইন্সটল করার পর আপনার পিসির কি অবস্থা হয়?? সবাই হয়ত জানেন, তারপরও বলি, পিসি স্লো হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল বেশী বেশী সফটওয়্যার ইন্সটল করা। সেই জন্যই টিউনার হিমু নিয়ে এসেছে সমাধান, এখানেই পাবেন সেই আলাদিনের দৈত্য থুক্কু সফটওয়্যার যেটি সব সফটওয়্যারকেই বানাতে পারে পোর্টেবল ভার্সন যেগুলো দিয়ে আপনি বাচাতে পারবেন আপনার মুল্যবান র্যামের জায়গা।
আহমরি কোন টিউন নয় বাট এই টিউনটি সবার জন্যই উপকারী, জীবনের কোন না কোন সময় কাজে লাগবে। অত্যান্ত দরকারি টিউনটি করেছেন টিউনার মোহিত। আমি মনে করি প্রসেস গুলো সবার সংগ্রহে রাখা উচিত।
টিউনটি করেছেন আরেক জনপ্রিয় টিউনার জাকির। তার করা টিউন গুলোর মাঝে এটি অন্যতম সেরা টিউন। বর্ননা করা হয়েছে ভবিষ্যৎ চিকিৎসা পদ্ধতী সম্পর্কে। অসম্ভব ভালো একটি টিউন, একবার হলেও পরে দেখতে পারেন। টিউনারের এই টিউনটিও দেখতে পারেন।
টিউনটি করেছেন আরেক নবীন টিউনার জাহিদ, আমার দেখা আরেকটি সেরা টিউন। এই টিউনে অত্যান্ত সহজ ভাবে বর্ননা করা হয়েছে যে কিভাবে পৃথিবীর বায়ুমন্ডল আমাদের মহাজাগতিক ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করছে। সৃস্টিকর্তার এক অপুর্ব নিদর্শন।
৯ম,
যারা ইন্টারনেটে সঠিক পথে আয় করতে চান তাদের জন্যই মুলত এই টিউন। যে কেউই টিউনটি দেখে স্টার্ট করতে পারেন। এখানে পাবেন প্রাথমিক কিছু সঠিক দিক নির্দেশনা। টিউনটি করেছে জনপ্রিয় টপ টিউনার আরিফ। সংগ্রহে রাখতে পারেন। আরিফ অনেক ভালো মাপের টিউনার। অনেক গুলো কোয়ালিটি টিউনের মালিক। এছাড়া পার্টটাইম সে ডিজে শো করে। সেও হাই কোয়ালিটির ডিজে। এছাড়া আরিফ টিটিকে খুব ভালোবাসে। টিটির কেউ যদি বিয়ে বাড়ি, গায়ে হলুদ বা আদার পার্পোস কোন পার্টিতে ডিজে শো করতে চান বসকে খালি একবার ফোন দিবেন। এক্কেবারে বিনে পয়সায় ডিজে করে, পার্টি মাতিয়ে দিয়ে আসবে (মেয়েরা সাবধান!!!!) । হেঃ হেঃ 😀 🙂
এছাড়া আরিফের এই ফাটাফাটি টিউনটিও দেখতে পারেন,
আরেকটি তুমুল জনপ্রিয় টিউন, করেছেন আরেক নবীন টিউনার ফারুক। এবার ল্যাপটপ চোর ধরতে পারবেন খুব সহজেই। একটু ঢু মেরেই আসুন না।
টিউনটি করেছেন আমার প্রিয় টিউনার প্রবাসী ভাই। উনি মুলত সফটওয়্যার নিয়ে টিউন করেন। তবুও তার এই প্রতিবেদনমুলক এবং সচেতনতা মুলক টিউনটি আপনার হৃদয় একটু হলেও ছুঁয়ে যাবে। কিছুক্ষনের জন্য হলেও একটু অন্যভাবে চিন্তা করবেন।
টিউনটি করেছেন নেট মাস্টার। টেকটিউনসের খুব ভালো মাপের একজন টিউনার। টিউনটি মুলত একটি ট্রিক্স। আপনারা যারা কালার প্রিন্টার ইউজ করেন তাদের জন্য কালির সুপার ডুপার সল্যুশন। যদি টিউনটি আগে মিস করে থাকেন, তবে এখন কোন ভাবেই মিস করিয়েন না।
একটি সচেতনতা মুলক টিউন। তবে কোন্ড ড্রিঙ্কস প্রেমীদের জন্য দুঃসংবাদ। সবাই একবার করে দেখে রাখতে পারেন যে আমাদের শরীরে আমরা নিজের অজান্তেই কি বিষ ডুকাচ্ছি। টিউনটি করেছেন একজন নবীন টিউনার অর্জুন।
ব্রাউজিং এর জন্য আমরা ম্যাক্সিমাম মজিলাই ইউজ করি এবং এটিই হাই স্পীডী। বাজি রেখে বলতে পারি যে মজিলাতে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা একেবারে বদলে দেবে হাসানের এই টিউনটি। দ্রুত চেক আউট করে নিন। হাসানের আরো দুটি ভালোলাগার টিউন হচ্ছে,
১. এবার আপনার ওয়েবক্যামকে ব্যবহার করুন সিসি ক্যামেরার কাজে! গোয়েন্দাগিরির শুরু এখানেই!
২.মাত্র এক ক্লিকেই আপনার ছবিতে দিন হাজারো ইফেক্ট!!! কোন রকম এডিটিং ছাড়াই!!
আমার করা এই টিউনটি অনেকের কাছে ভালো লেগেছিলো। যারা মিস করেছেন দেখতে পারেন। এছাড়া ফায়ার আর্মস নিয়ে কিছু আলোচিত এবং বিতর্কিত সিরিজ টিউন আছে, যারা মিস করেছেন দেখতে পারেন।
একটু প্রাইমারি লেভেলের সচেতনতা মুলক টিউন। ভাইরাস, ম্যালওয়্যার সম্পর্কে সচেতনতা। নতুনদের খুব কাজে লাগবে। টিউন করেছেন টিউনার আলফা। এই টিউনারের আরো একটি সুন্দর টিউন আছে,
১. ওয়্যারলেস নেটওয়ার্ক কিভাবে কাজ করে?
সিম্বিয়ান মোবাইল আমরা এখন অনেকই ইউজ করি। মোটামুটি তুমুল জনপ্রিয় এই মোবাইলের অপারেটিং সিস্টেম। তো চলুন জেনে নিই এর জন্ম এবং খুটিনাটি। টিউন করেছেন নবীন টিউনার শ্যাম।
কিছু মজার অপটিকাল ইলিউশনের সাথে পরিচিত হোন। টিউনটি করেছেন জনপ্রিয় টিউনার অদৃশ্য।
দেখে নিন কিছু মজার কিছু ইলিউশনস এর সাথে।
ফেসবুক চ্যাট পাগলদের জন্য এই টিউন। করেছেন জনপ্রিয় মোবাইলীয় টপ টিউনার সাইফুল ইসলাম। দেখে নিন এবং দ্রুত ডাউনলোড করে নিন। অনেক খুজে পেলাম গরীবের জাভা সেটের জন্য..........................
ইলেকট্রনিক্স জিনিশ পাতী নিয়ে যাদের নাড়াচারা করার অভ্যাস তারা টিউন দুটি দেখতে পারেন। অত্যান্ত সহজ ভাবে বানিয়ে ফেলুন একটি ট্রানজিষ্টর চেকার এবং একটি সাদামাটা প্রোজেক্টর। টিউন দুটি করেছেন যথাক্রমে টিউনার শরিফ এবং টিউনার মারুফ।
তো এই ছিলো বছরের সেরা টিউন গুলোর কালেকশন। আগেই বলে রাখি, আরো ভালো কিছু টিউন সিলেক্ট করা যেতো বাট স্বল্প সময়ের কারনে তা সম্ভব হয়নি।
----------------------------------------------------------------------------------------------------------------------
বরাবরের মত এবার আসি বছরের ২-১টি সেরা ঘটনা গুলোর বর্ননায়।
২৩জুন ২০১১, টেকটিউনস প্রবেশ করলো ক্লাউড ভুবনে। যুক্ত হয়েছে নতুন অনেক ফিচার এবং মোটামুটি অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। প্রথম দিকে কিছু সমস্যা হলেও ইদানিং স্মুথ ভাবে ব্লগিং করা যাচ্ছে। এর পর একে একে যুক্ত হয়েছে "টেকটিউনস ডেস্ক" এবং "টেকটিউনস স্বজিপ্র" দুটি এক্সট্রা ফিচার। যেগুলো টিটিকে করেছে আরো শক্তিশালী এবং সহজ।
এই বছরের আরো একটি উল্লেখ করার মত ঘটনা হল মোট ৩টি মিট আপ যার দুইটিতে আমি উপস্থিত ছিলাম। এই মিট আপ গুলোতে অস্থির মজা হয়েছে। প্রথম মিট আপটা হয়েছিলো রমনায় ৪ফেব্রুয়ারী ২০১১, খোলা আকাশের নিচে টোটাল অন্যরকম মজা। ২য় মিটআপটি হয় ৯ এপ্রিল ২০১১ হাতিরপুল এলাকার "শর্মা কেবাশিশ হাউসে" এখানে শুধু টপ টিউনাররা অংশ নিয়েছিলো। ৩য় টি ২৩শে ডিসেম্বর ঢাকার , ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলায়। এছাড়াও মিট আপ গুলোতে টিউনার এবং ভিউয়ার এর মিলন মেলা ঘটে এবং টেকটিউনস এর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয়। এছাড়াও ব্যক্তিগত সম্পর্কের ব্যপক উন্নতি ঘটে। যারা মিস করেছেন তারা দেখতে পারেন,
১ম মিট আপ ৪ ফেব্রুয়ারী ২০১১......................
২য় অফিসিয়াল মিটআপ ৯ এপ্রিল (টপটিউনার কনক্লেভ).................................
ছবি সহ বিস্তারিত দেখুন। স্মৃতি রোমন্থন করে নিন।
বছরের যে খবরটি সকল টেক প্রেমীদের নাড়া দিয়েছে সেটি হল, বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস এর মৃত্যু। এটা নিয়ে দেখতে পারেন এই টিউনটি ।
এ বছরই টেকটিউনসে চালু হয় টিউন্টারভিউ। বিশিষ্ট কিছু টেকি ব্যক্তিত্বের ইন্টারভিউ। পর্বগুলো মুলত পরিচালনা করে থাকেন টিউন্টারভিউ হোস্ট আরিফ নিজামী ভাই। এ পর্যন্ত ৩ জন জনপ্রিয় ব্যক্তিত্যের টিউন্টারভিউ নেওয়া হয়েছে, এরা হলেন ১.অরিল্ড ক্লকারহগ, প্রতিষ্ঠাতা, সামহোয়্যার ইন লিমিটেড। ২. হাসিন হায়দার, হেড অফ আইডিয়াস এবং প্রতিষ্ঠাতা, Leevio। ৩. অমি আজাদ, ডেভেলপার ইভানজেলিস্ট, মাইক্রোসফট বাংলাদেশ। এছাড়া ২০১২তে থাকছে চমক!! জনপ্রিয় সব টেকি ব্যক্তিত্বের টিউন্টারভিউ দেখতে টেকটিউনসের সাথে থাকুন।
এই ছিল বছরের কিছু আলোচিত ঘটনা।
২০১১ সালে যেমন আমরা পেয়েছি বেশ কিছু নতুন টিউনার তেমনি পুরানো অনেক পপুলার টিউনার ছিলেন নিরব। প্রথম সারির টিউনারদের কাছ থেকে আশানুরুপ টিউন পাওয়া যায়নি। এই বছর টিটিতে অনেক গুলো টিউনার এড হয়েছে। অনেক নতুন কোয়ালিটি টিউনার চলে এসেছে টপ টিউনার লিস্টে। আমি কয়েক জনের কাছ থেকে একটা কথা প্রায়ই শুনে থাকি যে তারা নাকি আর টিটিতে লেখার পরিবেশ পান না। তাদের জন্য একটা কথাই বলতে চাই যে ভালো লেখার জন্য কোন পরিবেশ লাগেনা। হ্যাঁ মানলাম পরিবেশ খারাপ তবে আমরা সবাই যদি এই এক কথা বলি তবে টিটির এই পরিবেশটা চেঞ্জ করবে কারা??? টিটির সুবিধা যেমন আমরা ইউজ করি তেমনি সমস্যা গুলোও আমাদের সবাইকে দেখতে হবে। এবং পরিবেশ টাকে আমাদেরই চেঞ্জ করতে হবে। তবে মাঝে মাঝে টিটির খারাপ অবস্থা দেখে যদিও আমি নিজেই অধৈর্য হয়ে যাই তবুও এই কথাটাই বলছি। কারো ব্যক্তিগত প্রবলেম থাকতেই পারে তবে লেখালেখাটাও কন্টিনিউ করা উচিত।
যাই হোক বছরের আলোচিত কিছু টিউনারের কথা এখানে আলোচনা করবো,
প্রথমেই প্রবাসী ভাই এর কথায় আসি। আমার প্রিয় এবং সফটওয়্যার এর জাহাজ, এই টিউনার গত বছরের মত এই বছরও ছিলেন পুরো ফর্মে। আমাদের একে একে টিউন উপহার দিতে দিতে উঠে গিয়েছেন টপ ৩ টিউনার লিস্টে। প্রথম পেজের অন্যান্য টপ টিউনাররা যখন হাত গুটিয়ে বসে তখন প্রবাসী ভাই সবাইকে বুঝিয়ে দিচ্ছেন, সারাদিন চরম ব্যস্ত থেকে, রেগুলার কঠোর পরিশ্রম করার পরও কিভাবে মানসম্মত টিউন করতে হয়। আমি জানি দৈনন্দিন ব্যস্ততার কারনে টিউনের জন্য এক্সট্রা সময় বের করা কতটা কঠিন। তবুও প্রবাসী ভাই এই কঠিন কাজটাই অত্যান্ত সহজ ভাবে করে আসছেন। আমি মনে করি আমাদের সবার তার এই এইমটা কে ফলো করা উচিত।
-------------------------------------------------
হাসান মিয়া, ও হাসান মিয়া, ওই মিয়া, শুন নি??? ফেসবুকে চ্যাট করার সময় আমি এটা বলে তাকে সবসময় নক করি। হাসান যোবায়ের, আমার লাইফে দেখা আরেক চরম চিজ। ২০১১সালটা ছিলো তার জন্য ফাটাফাটি, ভাই এই বছরই ইন্টার পাছ দিসে। বাট রেজাল্টটা কিন্তু এখনো জানা হলোনা!!!!!! জানতে খুব মুঞ্চায়। একমত হলে হাত তুলেন, দরকার হলে রেজাল্ট জানার জন্য টেকটিউনসে টিউন ধর্মঘট ডাকা হবে। যাই হোক এই বছর এক্সট্রা অরিডিনারি সব টিউন পেয়েছি ভাই এর কাছ থেকে। বরাবরের মত তার পরিবহন ব্যবসা ছিলো জমজমাট। বিনা পইসায় ভ্রমন করার জন্য বিনা বাক্যে যাত্রাবাড়ীর "আল ফাতাহ" পরিবহনে উঠে যাবেন। বিশ্বস্ত গোপন সুত্রে খবর পেয়েছি, ইদানিং নাকি ভাইয়ের যৌবনের পালে প্রেমের হাওয়া লেগেছে। সবাই ওয়েট করতে থাকেন। ভাই এর বিয়ের বিস্তারিত টিউনটা কিন্তু আমিই করবো।
-------------------------------------------------
ইও ইও বেবি, জিগি জিগি জ্যাগ, হ্যাঁ ডিজে ভাই এর কথাই বলছি। ডিজে আরিফ। টিটির মডারেটর এবং টপ টিউনার। বেশ কিছু মিক্সড কোয়ালিটি টিউন আমরা পেয়েছি তার কাছ থেকে। বিশেষ কিছু বলার নাই, আগেই বলা হয়েছে টেকটিউনসের ফ্রী সার্ভিস পার্টি ডিজে। অর্ডার করুন এক্ষণই।
-------------------------------------------------
ছেলেটা খালি বড়(এডাল্ট) হতে চায়!!!!!! যাদের সাথে ফেসবুকে ছেলেটার কানেকশন আছে তারাই বুঝতে পারছেন। ইয়েস সাইফুল ইসলাম। এঞ্জেল মডু এবং মোবাইলীয় এবং টপ টিউনার। গত বছরের দেওয়া কথা সাইফুল রেখেছে। এবছর চরম চরম সব মোবাইলীয় এবং মিক্সড কোয়ালিটির কিছু টিউন উপহার দিয়েছে আমাদের। তার মডারেশন কিন্তু খুব জোরদার। সেজন্যই ১মাসে বড়লোক হওয়ার টিউন গুলা এখন খুব কম দেখা যায়।
-------------------------------------------------
জাকির ভাই এর কথা আর না ই বললাম, ২০১১সালে সদা হাস্য এই মানুষটি ছিলো ফর্মের তুঙ্গে। তবে কেন জানি তার উপস্থিতি একটু কম চোখে পরছে। হয়তো কোন ব্যক্তিগত সমস্যার কারনে। যাই হোক ২০১২ সালে ঠিক সেম ফর্মটা ধরে রাখার প্রতিশ্রুতি চাই।
-------------------------------------------------
* "swordfish", সবাই তাকে মাহাবুব ভাই হিসাবেই চিনে। খুব পরিচিত একটি নাম। টেকটিউনসের লাস্ট মিটআপ টা তার উদ্যোগেই হয়েছিলো। তার প্রিমিয়াম অ্যাকাউন্ট এর টিউন আর টিউটোরিয়াল গুলো বেশ কার্যকরি। তবে তার কাছে নতুন বছরে নতুন কিছু চাই।
-------------------------------------------------
* মিঠু ভাই, আমি তাকে মিকি মিঠু নামেই চিনি, টেকটিউনসে তার অগ্রযাত্রার রথ অব্যাহত রেখেছেন। তিনি পিএইচপি আর ফটশপের বস। তবে তার টিউনগুলি থেকে একটু একটু শেখার চেস্টা করছি। এছাড়াও বেশ কিছু ভালো ভালো টিউন আমরা তার কাছ থেকে উপহার পেয়েছি।
-------------------------------------------------
তার সম্পর্কে আর নতুন করে এক্সট্রা কিছু বলার দরকার নাই। তিনি টপ টিউনার দিহান ভাই। বেশ কিছু কোয়ালিটি টিউন করে আলোচনায় এসেছেন। আশা করি ২০১২ সালেও এর থেকে অনেক বেশি কোয়ালিটি টিউন আমরা তার কাছ থেকে পাবো। তার প্রোফাইল থেকে তার টিউন গুলো একবার দেখে আসুন। "টিউনার তোমার নাম কি?, টিউনে পরিচয়" এর চেয়ে বেশি কিছু আর বলার নাই।
-------------------------------------------------
বেশ মজার মানুষ, মজা করতে ভালোবাসেন। মজার মজার কমেন্ট করে সবাইকে মাতিয়ে রাখেন। তিনি আমাদের সবার প্রিয় মাখন লাল। কিন্তু তার করা টিউন গুলো কিন্তু অসাধারন। সাইন্স ফিকশন টাও খারাপ লিখেন না। তবে মাস দুয়েক ধরে তার তেমন সরব উপস্থিতি দেখছি না। আশা করি খুব দ্রুতই তিনি ফিরে আসবেন, এবং নতুন ২০১২ সালটিকে মাতোয়ারা করে রাখবেন।
-------------------------------------------------
আমার দেখা বছরের আরেক জন কোয়ালিটি টিউনার, মিনহাজুল হক শাওন। তার টিউন গুলো দেখলে বুঝা যায় কেমন মাপের টিউনার তিনি। তার হার্ডওয়্যারের টিউন গুলা দেখলে যে কারোর মাথা খারাপ হয়ে যাবে। ইদানিং তাকে আর টিউনিং এ দেখা যাচ্ছে না। আমি অনুরোধ করবো তাকে আবার টিউনিং এ ফিরে আসতে।
-------------------------------------------------
আরেকজন কোয়ালিটি টিউনার হচ্ছেন নেট মাস্টার ভাই। ২০১১ তে অনেক গুলো মিক্সড এবং কোয়ালিটি টিউন উনি উপহার দিয়েছেন। আমার টিউনে ওনার নাম দেখে অনেকে অবাক হতে পারেন। হ্যাঁ তার সাথে একটা বিষয় নিয়ে ব্যক্তিগত ঝগড়া হয়েছিলো। সেটা মিটে আমাদের মাঝে একটা খুব ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে। আমি তো ঠিক করেছি এখন থেকে রংপুর গেলে উনার বাসায়ই উঠবো। কি, সমস্যা আছে মাস্টার ভাই??
-------------------------------------------------
আরেক জন নবীন টিউনার "নিওফাইটের রাজ্যে"। টিউন গুলো দেখলে কিন্তু তাকে মোটেও নবীন মনে হয় না। অসম্ভব ভালো কোয়ালিটির টিউন করে সে। গত সেমিস্টারে আমার ম্যাথে ইন্টিগ্রেশন ছিলো। তার ইন্টিগ্রেশন এর টিউন পরে গত সেমিস্টারে ম্যাথ এ+ পেয়েছি। এজন্য তাকে একটা এক্সট্রা থেঙ্কু দিতেই হয়।
-------------------------------------------------
সময় এবং স্থানের কথা চিন্তা করে সবার কথা বিস্তারিত বলা সম্ভব নয়, কোয়ালিটি টিউনার লিস্টে এছাড়াও আছেন, তন্ময় ,সাব্বির আলম, সাবিহা, রাসেল রনি, আমিনুল ইসলাম, মুকুট ভাই, সব্যসাচি দত্ত, এনসি দাস সহ আরো অনেক টিউনার। এনারা সবাই খুব ভালো মাপের টিউন করে।
খুজে খুজে আরো কিছু টিউনারের নাম এবং সবার নামে একটু একটু করে লেখার খুব ইচ্ছা ছিলো বাট এই টিউনটি করার জন্য আমি খুব খুব কম সময় পেয়েছি। তাই যাদের নাম আসেনি বা যাদের নামে বিস্তারিত লেখার সুযোগ পাইনি তারা আমাকে প্লীজ মাফ করবেন এবং মাইন্ড করবেন না। ভবিষ্যতে অবশ্যই বিস্তারিত কিছু করার চেস্টা করবো।
তবে এ বছর আমাদের হতাশ করেছেন সজীব দা, টিনটিন ভাই, হাসিব ভাই, আলমাস, রনি ভাই, রোমেল ভাই, বাঁধন ভাই, নাবিল আমিন ভাই সহ আরো বেশ কিছু টপ টিউনার। তারা আমাদের প্রত্যাশা পুরনে অনেকটাই ব্যর্থ। তবে এটা অন্তত আশা করা যায় যে ২০১২ সালে তাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি থাকবে।
বরাবরের মত আতাউর ভাই এর কথা না বললেই নয়। একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী হিসাবে সারাটা বছর আমাদের খুব কাছাকাছি ছিলেন এবং বরাবরের মতই সবাইকে উৎসাহ দিয়ে গিয়েছেন। আশা করি নতুন ২০১২ সালেও তিনি আমাদের খুব কাছে থেকে উৎসাহ দিয়ে যাবেন। নতুন বছরে আমরা তার সুস্বাস্থ ও মঙ্গল কামনা করি।
-------------------------------------------------
আজ এখানেই শেষ করছি।
টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইও ইও বেবি, জিগি জিগি জ্যাগ 😛
অসাধারণ টিউন। গোল্ড A+