অনলাইন গেমিং

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস খেলতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শুধু অবসর কাটানোর জন্য নয়, কিছু কিছু গেমস আছে যা বুদ্ধি-বৃদ্ধির জন্যও খেলা হয়ে থাকে (যেমন সুডোকু বা চেস)। এছাড়াও অবসর কাটাতে বা বিনোদনের জন্যও গেমসের জুড়ি নেই। তবে গেমস মানেই যে হাই কোয়ালিটির গ্র্যান্ড থেফট অটো বা নীড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড, এ কথা ভাবা ভুল। কারণ, ছোট ছোট ফ্ল্যাশ-বেজ্‌ড গেমস আপনাকে দিতে পারে নীড ফর স্পীড বা অন্য যেকোন হাই কোয়ালিটির গেমসের আনন্দ। এছাড়াও হাই কোয়ালিটির গেমস খেলতে হলে আপনাকে আগে সংশ্লিস্ট গেমের সিডি বা ডিভিডি আনতে হবে, তারপর তা কম্পিউটারে ইন্সটল করতে হবে। হার্ডড্রাইভের প্রচুর জায়গা রাক্ষসের মত দখল করবে সেই গেমস। তারপর খেলতে হবে। এছাড়াও আপনার কম্পিউটারের সিস্টেম ঐ গেমসের সিস্টেম রিকোয়্যারমেন্টের সাথে ম্যাচ করে কি না সেটাও দেখতে হবে।
এজাতীয় সব ঝামেলা ছাড়াই শুধু ফ্ল্যাশ প্লেয়ার থাকলেই আপনি অনলাইনে ছোট ছোট হাজার হাজার ফ্ল্যাশভিত্তিক গেমসের আনন্দ উপভোগ করতে পারেন কোনরূপ খরচ ছাড়াই। ইন্টারনেটে সাগরে আপনার বিনোদনের জন্য রয়েছে কয়েক হাজারেরও বেশি ফ্ল্যাশ গেমস যার আনন্দ আপনার হাই কোয়ালিটি গেমের আনন্দকেও ছাড়িয়ে যেতে পারে। এই ফ্ল্যাশ গেমসের জন্য রয়েছে ইন্টারনেটে প্রচুর গেমিং পোর্টাল। এসব পোর্টালের কেউ কেউ আবার আপনাকে অনলাইন গেমিংয়ের পাশাপাশি অফলাইন গেমিংয়ের জন্য কিছু কিছু গেমস আপনার হার্ডড্রাইভে ডাউনলোড করার সুবিধাও দিয়ে থাকে। আসুন জেনে নিই কিছু ফ্রি অনলাইন গেমিং পোর্টালের কথা যেখানে আপনার বিনোদনের জন্য অপেক্ষা করছে কয়েক হাজারেরও বেশি বিভিন্ন ধরনের ফ্ল্যাশ গেমস।

অনলাইন ফ্ল্যাশ গেমস


অনলাইন ফ্ল্যাশ গেমসের রয়েছে পাজল, কার্ড, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, স্কিল, স্পোর্ট, স্ট্রাটেজি ইত্যাদি বিভিন্ন ধরনের কয়েকশ' (কিংবা কয়েক হাজার) গেমসের এক বিশাল সমাহার যেখান থেকে আপনি চাইলেই যেকোন গেমস প্লে করতে পারেন কিংবা ডাউনলোড সেকশন থেকে নির্ধারিত কিছু গেমস ডাউনলোড করে অফলাইনেও খেলতে পারেন। গেমস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


এরকম আরো অসংখ্য গেমস অপেক্ষা করছে আপনার জন্য অনলাইন ফ্ল্যাশ গেমসের পোর্টালে।

জুপ গেমস


Arcade গেমপ্রেমীদের জন্য অসাধারণ একটি পোর্টাল হতে পারে জুপ গেমস। স্পোর্ট, পাজল, রেসিং, কার্ড ইত্যাদি গেমের পাশাপাশি আর্কেড গেমের এক বিশাল পোর্টাল এই জুপ গেমস। মজার ব্যাপার হলো, এই পোর্টালের অধিকাংশ গেমসই মাল্টিপ্লেয়ার গেমস।

vx4

মোটামুটি মানের ফ্ল্যাশ গেমসের জন্য ভিএক্স অনলাইন গেমস পোর্টালে ঢুঁ মেরে দেখতে পারেন। এখানের বিশাল সিলেকশনে রয়েছে স্ট্রাটেজি, অ্যাকশন, আর্কেড, পাজল, শুটিংসহ আরো অনেক গেমস।

মিনিক্লিপ


মিনিক্লিপ হচ্ছে এযাবৎকালের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় গেমিং পোর্টাল যাতে রয়েছে অসাধারণ অসংখ্য ফ্ল্যাশ-গেমস। এর প্রতিটি গেমসই জনপ্রিয় এবং এতে "বোরিং" হয়ে যাবার মত গেমস খুব কমই আছে। এছাড়া মিনিক্লিপই একমাত্র ওয়েবসাইট যেখানে আপনি হোমপেজেই মোটামুটি সব গেমসের একটি লিস্ট পেয়ে যাবেন। আরো সুবিধা হল এই যে, আপনি মিনিক্লিপ থেকে গেমস ডাউনলোড করতে পারবেন আপনার হার্ডড্রাইভের জন্য যা পরবর্তীতে অফলাইনে চালানো যাবে।
মিনিক্লিপ ডাউনলোড সেকশন।

স্টার্ট গেমস

স্টার্ট গেমস হতে পারে আপনার প্রিয় একটি গেমিং পোর্টাল। কয়েক হাজার গেমসের এক বিশাল পোর্টাল এই স্টার্ট গেমস যাতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন গেমস। এছাড়াও স্টার্ট গেমসের সবচাইতে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি দ্রুততম সময়ে ক্যাটাগরি ব্রাউজিং করে আপনার পছন্দের গেমসটি প্লে করতে পারবেন। উল্লেখ্য, সব পোর্টালেই গেমস ক্যাটাগরি থাকলেও, লক্ষ্য করলে দেখবেন, তা লোড হতে অপেক্ষাকৃত বেশি সময় নেয় যা স্টার্ট গেমসের কয়েকগুণ বেশি। ফান গেমস, পাজল গেমস, স্পোর্ট, অ্যাডভেঞ্চার, অ্যাকশন গেমের পাশাপাশি আপনি এখানে জনপ্রিয় আরো বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত ও জনপ্রিয় সাইটের ঠিকানাও পাবেন রিকমেন্ডেড সাইট লিংকস বিভাগে।

Y8

Y8 হচ্ছে মিনিক্লিপের পরে সবচাইতে জনপ্রিয় একটি প্লাটফর্ম যেখানে আপনি বিখ্যাত কিছু ফ্ল্যাশ গেমস প্লে করতে পারেন। স্কুবি ডু'র মত বিখ্যাত কিছু গেমস ও সময় কাটানোর জন্য জনপ্রিয় ডিটেকটিভ গেমসের এক বিশাল সমাহার রয়েছে এই পোর্টালে। ফ্রন্ট পেজের বাম পাশের ক্যাটাগরি থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের ক্যাটাগরি। কয়েক হাজার গেমসের এই সুবিখ্যাত পোর্টালে আপনাকে স্বাগতম!

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু গেম ভালোই লাগলো । তবে GTA এর মজাই আলাদা … আসাধারন গেম ।

Level 0

দারুন, আর কারো কাজে না আসলে আমার জন্য এটা কাজে আসবে।

গেমস এর প্রতি টান টা আগের মত নাই আসলে।

গেমস এ টাইম লস হয় প্রচুর।গেমস এ টাইম লস হয় প্রচুর।

মিনি ক্লিপ থেকে কমান্ডো 2 গেমটা খেল্লাম। মাস্ত মজা..

আমি মিনিক্লিপ ব্যবহার করি প্রায় তিন বৎসর আগে থেকে। মজার একটা সাইট। বোর হবেন না। প্রতিদিন ই তারা নতুন নতুন গেম এড করে। রেজিস্ট্রেশান করে গেম খেলুন, আপনি বাংলাদেশে আপনার রেংকিং কত তা বুঝতে পারবেন।

Level 0

বিদেশী ওয়েবসাইট ছাড়াও আমাদের দেশী কিছু গেমিং পোর্টাল আছে। যেমন-
১।www.2funmail.com
২।http://game.khola-janala.com

Level 0

Thank you for a great article, really enjoyed to read it.
http://www.dr-games.com

Level 0
Level 0

মো. আমিনুল ইসলাম সজীব sutup.