কি চান নাকি আপনার ব্রাউজিং অভিজ্ঞতা পালটে দিতে? আপনি কি এখনও অন্য ব্রাউজার নিয়ে পড়ে আছেন? তাহলে এই টিউন পড়ে আজই সিদ্ধান্ত নিন এখনই মজিলা ব্যবহার করবেন নাকি অন্য ব্রাউজার ব্যবহার করে পিছনে পড়ে থাকবেন!
আমি মজিলার যে বিষয়গুলো জানাব তা কয়েকটা ভাগে ভাগ করেছি।
মজিলা জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হলো এর অফুরন্ত এড-অন্স। এড-অন গুলার জন্য অন্য ব্রাউজার এর ধারে কাছেও আসতে পারছে না। যদিও অনেকে ভিন্ন মত পোষন করে থাকে। শত বিতর্কের মাঝেও আমার কাছে মজিলাই সেরা। শুধু মাত্র এড-অনই নয় মজিলার বিভিন্ন ফিচার এখনো আমাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে বাধ্য করছে। যদিও আমি সব জনপ্রিয় ব্রাউজার ব্যবহার করে থাকি।
Allow থেকে ডাউনলোড হওয়ার পর InsTall এ ক্লিক করে এড করুন।
ওয়েব সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করার জন্য এই অসাধারন এড-অন। যা আপনার ব্রাউজিং স্পিড বাড়াবে।
এনিমেটেড লাইভ আবহাওয়া আপডেট। যা কিনা রোদ বৃষ্টির সত্যি আপডেট দিবে!
ওয়েব পেজের যে কোন লিখা মাউস দিয়ে সিলেক্ট করে দিন। ব্যস অটো তা কপি হয়ে যাবে। কষ্ট করে copy তে ক্লিক করতে হবে না।
এটা যে কোন সাইট অটো লোড হবে অর্থাৎ যে কোন সাইটের Next বাটন ক্লিক না করেও পরের পেজ গুলা শো করবে।
যা আপনার ব্রাউজিং গতি বাড়াবে।
অনেক সাইটেই অপ্রয়োজনীয় ফ্ল্যাশ এনিমেশন থাকে যা স্পিড অনেক কমিয়ে দেয়। এটা তা ব্লক করে দিবে। তবে আপনার প্রয়োজনীয় ফ্ল্যাশ ক্লিক করে দেখতে পারবেন।
আমাদের প্রিয় একটি ডাউনলোড ম্যানেজার হলো IDM। অনেক ক্ষেত্রে অনেক সাইট থেকে IDM থেকে ডাউনলোড না হয়ে মজিলা থেকে ডাউনলোড শুরু হয়। ঐসব সাইট থেকে IDM দিয়ে ডাউনলোড করতে এ আড-অন।
এটা দিয়ে ক্রিকেটের লাইভ স্কোর আপডেট জানা যায়।
এটি খুব প্রয়োজনীয় সার্চের জন্য। আপনি গুগলে সার্চের সময় সাইটগুলোর প্রিভিউ দেখে নিতে পারবেন।
এটা দিয়ে জানতে পারবেন আপনি কতক্ষন ব্রাউজিং করেছেন মজিলা দিয়ে।
আপনি খুব সহজেই এটার মাধ্যমে বাংলা বানান ঠিক আছে কিনা তা চেক করে নিতে পারবেন।
ফেসবুকে ফটো দেখার জন্য চমৎকার একটা এড-অনস 😉
ফেসবুকে ছবি দেখার জন্য একটু ঝামেলা করতে হয়। ছবিতে ক্লিক করে তারপর দেখতে হয়। 🙁 জুম করার সিস্টেম থাকলে কেমন হয়?
যদি এমন হয় ছবিতে কার্সর নিলে অটোমেটিক বড় হয়ে যাবে!
হ্যা এটা করা যাবে খুব সহজেই। এর জন্য তেমন কিছু করতে হবে না।এটা ব্যবহার করলেই হবে। 😀
ফেসবুক এর বর্তমান বিরক্তিকর চ্যাটবার দূর করে আগের চ্যাটবার ফিরিয়ে আনতে পারবেন।
সাইটের সার্ভার লোকেশন জানতে পারবেন।
অনেক সময় লিঙ্ক সংক্ষেপ করতে হয় তখন এটা কাজে লাগবে।
বিরক্তিকর গুগল ফলাফল থেকে টুইটার ফলাফল Removes করা।
এটা দিয়ে যে কোন ছবি জুম করা যাবে।
অনেক সময় অপ্রয়োজনীয় সাইটে মেইল আইডি দিতে হয়। তাই টেম্পরারি মেইল আইডি দিলে স্পামিং এর ভয় থাকে না। এটা তখন কাজে লাগবে।
মজিলাকে বিভিন্ন রুপে রাঙ্গিয়ে দিতে পারে এটা।
বিশেষ করে লিমিটেড ইউজারদের জন্য অনেক উপকারী। ব্যান্ডউইথ বাচাতে এটা অনেক উপকারী। খুব সহজেই Java, Javascript, Flash, Silverlight, Images ডিজেবল করে রাখতে পারবেন।
আপনার মনের মতো বুকমার্ক সাজিয়ে রাখতে পারবেন। 😀
ডাউনলোড সাইটগুলো থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন।
অনুজীবের এই পোস্ট পড়তে পারেন। নেট না থাকলেও আমি ব্লগ পড়তে পারি ( একটি এ্যাড অন এবং আমার ব্লগ পড়া)
এটা নিয়ে আমার টিউন দেখুন। বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা
এটা যে কত দরকারি তা এমনিতেই বিভিন্ন টিউনে দেখতে পারবেন।
আমি যা ব্যবহার করি মোটামুটি সব এখানে দিলাম। আর হ্যা ভবিষ্যতে নতুন এড-অন্স পেলে আপডেট করে দিব। তাই কিছুদিন পর এসে এসে চেক করে যাবেন। 😉
মজিলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার তেমন সুযোগ নেই। নিরাপত্তার দুইটি ট্রিক্স জানুন।
আমরা যারা ব্রাউজ করি তাদের জন্য বলছি, আপনারা কি জানেন ব্রাউজ করার পরে আপনার এমন কিছু জিনিষ থেকে যাচ্ছে যা থেকে আপনার গোপনীয়তা নষ্ট হচ্ছে? এর থেকে আপনার অনেক কিছুই ট্রেস করা সম্ভব। আপনি ব্রাউজ করার পর browsing history, cookies এবং data সেভ হয়ে থাকছে যা আপনার নিরাপত্তার জন্য ক্ষতিকারক হতে পারে। আর এসব থেকে মুক্তি দিতে আছে মজিলা। যারা মজিলা ব্যবহার করেন তারা এ সুবিধাটা ভোগ করতে পারবেন। আপনি মজিলার Private Browsing mode এনাবল করে দিয়ে যদি ব্রাউজিং করেন তখন আপনাকে ট্রেস করার মত কোন কিছুই থাকবে না কারন পিছনের সব ডেটা মুছে যাবে।
যেভাবে করবেনঃ
প্রথমে মজিলার সর্বশেষ ভার্শন ইন্সটল করে নিন।
Tools menu ওপেন করুন।
Start Private Browsing এ ক্লিক করুন। অথবা Shift + Control + P চাপুন।
এরপর কনফার্ম করুন।
ব্যস হয়ে গেল। এখন যত খুশী ব্রাউজ করুন কিছুই কেউ খুজে পাবে না।
আর এটা বন্ধ করতে একইভাবে Tools menu>End Private Browsing।
ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখা কতটা ভয়ংকর হতে পারে তা আমার আগের অনেক পোস্টেই বলেছি। সোজা কথা ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড এক তুড়িতেই হাতিয়ে নেয়া সম্ভব!
তাহলে উপায়? হ্যা উপায় আছে। উপায় হলো মজিলা ফায়ার ফক্স ব্যবহার করা। মজিলাতে আপনি যদি মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে কোন ভয় ছাড়াই পাসওয়ার্ড সেভ রাখতে পারেন।:) কিভাবে মাস্টার পাসওয়ার্ড দিবেন?
“Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!:)
মজিলা হবে আরও গতি সম্পন্ন যদি নিচের টিপস গুলি পালন করেন।
প্রথমে মজিলা ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন : about:config তারপর এন্টার দিন ।
একটি সতর্ক বার্তা আসবে । I`l be careful, I promise ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসলে সেখানে নিচের লাইনগুলো বের করুন।
network.http.pipelining network
http.proxy.pipelining network
http.pipelining.maxrequests
তারপর নিচের চিত্র অনুযায়ী সেট করুন ।
Set "network.http.pipelining" to "true"
Set "network.http.proxy.pipelining" to "true"
Set "network.http.pipelining.maxrequests" তে 30 বা 8
এসব set করতে ঐ গুলার উপর ডাবল ক্লিক করুন।
এখন আবার এ লিখাটি বের করুন
network.dns.disableIPv6
এবার এটি true করে দিন।
তারপর উইন্ডো এর যে কোন জায়গায় মাউস এর রাইট ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু 0 দিন।
একইভাবে New > Boolean সিলেক্ট করে content.notify.ontimer নাম দিন । এবং True সিলেক্ট করুন।
আবার New > Boolean সিলেক্ট করে content.interrupt.parsing নাম দিন । এবং True সিলেক্ট করে কাজ শেষ করুন ।
New > Integer খালি বক্সে content.notify.interval টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।
আবার, New > Integer খালি বক্সে content.max.tokenizing টাইপ করে OK করুন । অতপর 2250000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।
New > Integer খালি বক্সে content.notify.backoffcount টাইপ করে OK করুন । অতপর 5 সেট করে OK করে বেরিয়ে আসুন ।
আবার,New > Integer খালি বক্সে content.switch.threshold টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে দিন।
অনেক কিছুইতো এতক্ষন ধরে করলেন।(মনে হয় 😛 ) কিন্তু নতুন করে যখন অপারেটিং সিস্টেম সেটআপ দিবেন তখন কি হবে? হ্যা সে জন্য আছে সু ব্যবস্থা। অর্থাৎ একবার করলেই সেটা বেকআপ নিয়ে সারা জীবন ব্যবহার করতে পারবেন। ব্যবহার করুন MozBackup।
ব্যবহার বিস্তারিত জানতে দেখতে পারেন এই টিউন। উইন্ডোজ রি-ইন্সটল করলেও ফায়ারফক্স থাকবে আগেরই মত
অনেক সময় নিয়ে টিউনটা করলাম।
আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
চমৎকার একটা পোস্ট যোবায়ের 🙂 প্রায় সবি জানা ছিল। তবে বরাবরের মতো ই আপনার উপস্থাপনা টিউন টা কে বিশেষ মাত্রা দিয়েছে। আসলে আমাকে অনেক গুলো ব্রাউজার ই ব্যবহার করতে হয়। তবে সব চেয়ে সাচ্ছন্দবোধ করি এই মজিলা ইউজ করে। ধন্যবাদ