আসসালামু আলাইকুম,
প্রযুক্তির কারখানায় আমার এই টিউনে আপনাকে স্বাগতম।
আজকে আমি যে সফটওয়্যার এর কথা বলব এইটা একটা চোর ধরার সফটওয়্যার। অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপ কোন চোর বা ছিনতাইকারী নিয়ে গেলে ঐ কম্পিউটার বা ল্যাপটপে সফটওয়্যারটা ইন্সটল করা থাকলে ছুরি হওয়া কম্পিউটার বা ল্যাপটপ খুব সহজেই আপনি নিয়ন্ত্রন করতে পাররেন, যেমন - লক করতে পাররেন, অ্যালার্ম দিতে পাররেন, চোরের লোকেশান দেখতে পারবেন। এমন কি আপনার হারিয়ে জাওয়া ল্যাপটপে যদি ওয়েব ক্যাম থাকে তাহলে তো আর কোন কথায় নাই , কারন ২০ মিনিট পর পর কম্পিউটার স্কিনশট এবং ঐ চোর বেটার ছবি সহ পোঁছে যাবে আপনার মেইলে। এবং আরো অনেক কিছু......
আপনারা যারা ল্যাপটপ নিয়ে সবসময় বাইরে থাকেন আমার মনে হয় এই সফটওয়্যারটা আপনাদের জন্য বেশি কাজে লাগবে ।
একজন ছিনতাইকারী গাড়ী থেকে ল্যাপটপ চুরি করে নিয়ে যাচ্ছে ।
চলুন এবার মূল কাজে আসি... :
প্রথমে এখানে বা http://preyproject.com থেকে মাত্র ৫.৩৮ MB ফ্রি সফটওয়্যারটি (নীচের ছবি দেখুন) ডাউনলোড করুন।
সফটওয়্যারটি মোটামুটি সব Operating systems এ সাপোর্ট করে এবং ডাউনলোড করা যায়। আমি আমার ল্যাপটপে উইন্ডোজ 7 দিয়ে ইন্সটল ও কাজ করেছি। (নীচের ছবি দেখুন)
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন নীচের নিয়মে।
এই আইকনে ডাবল ক্লিক করে ইন্সটল শুরু করুন।
১) নেক্সট এ ক্লিক করুন। (নিচের ছবি দেখুন)
২ ) I Agree তে ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
৩) নেক্সট এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
৪ ) Install এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
৫) Finish এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
৬) যে window টা আসবে ok দিন (নীচের ছবি দেখুন)
৭) Setup reporting method রেখে নেক্সট এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
৮) Prey+ Control Panel রেখে নেক্সট এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
৯) New user রেখে নেক্সট এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
১০) your name, email address , password, device title , device type এ গুলো পূরন করে Create এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
১১) যে window টা আসবে ok দিন । (নীচের ছবি দেখুন)
১২) যে window টা আসবে ok দিন । (নীচের ছবি দেখুন)
১৩) এবার আপনার মেইল আইডিতে একটা মেইল চলে যাবে Prey Control Panel নামে , ঐ মেইল টা ওপেন করুন এবং লিঙ্কে ক্লিক করুন । (নীচের ছবি দেখুন)
১৪) এখানে আপনার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। (নীচের ছবি দেখুন)
১৫) আপনি টেস্ট করার জন্য Missing (1) টা Yes (1) করে নিছের ছবির মত 2,3,4,5 ON করে দিন এবং save changes এ ক্লিক করুন।
১৬) উপরের ছবির ৬,৭,৮,৯ এ ON করলে কি হবে (নীচের ছবি দেখুন)
১৭) Alarm ON করলে stolen সাউন্ড বাজতে থাকবে।
১৮ ) Alert ON করলে নিছের ছবির মত আসবে। (নীচের ছবি ২টা দেখুন)
১৯) Lock অপশনটি ON করলে নীচের ছবির মত আসবে। এখানে (১৫ নং ছবি দেখুন) যে পাসওয়ার্ড টা দিবেন ঐ পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে (নীচের ছবি দেখুন)
এখানে আমার একটা মজার কাহিনী হইছে , আমি টেস্ট করতে গিয়ে Lock অপশনটি ON করেছি । কিন্ত (১৫ নং ছবি দেখুন) পাসওয়ার্ড টা খেয়াল করিনাই। কিছুক্ষন পরে দেখি আমার কম্পিউটারে নীচের ছবির মত চলে আসছে । এখন আমি আর কম্পিউটার খুলতে পারিনা। পরে অন্য কম্পিউটারে নেট লাগিয়ে Prey এর ওয়েবসাইটে গিয়ে আমার অ্যাকাউন্ট ওপেন করে Unlock pass কি ছিল তা দেখে আমার কম্পিউটার এ পাসওয়ার্ড টা দিলাম অবশেষে কম্পিউটার খুলতে পারলাম। সো আপনারা সবকিছু টাণ্ডা মাথায় করেন।
২০) (১৪ নং এর পরে) এখন আপনার কাছে একটা মেইল যাবে । (নীচের ছবি দেখুন)
২১ ) ১০-৪৫ (আপনি যে টাইম টা সেট করতে চান) মিনিট পরে আপনার কাছে আরেকটা নিছের ছবির মত মেইল আসবে ।আপনি লিঙ্কে ক্লিক করে আপনার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন(১৩ নং ছবি দেখুন) ।(নীচের ছবি দেখুন)
২২) লগইন করার পর New Report এ ক্লিক করুন । (নীচের ছবি দেখুন)
২৩) এখন সম্পূর্ণ Report দেখতে পাবেন। (নীচের ছবি দেখুন)
২৪) একটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলে প্রতি ১০-৪৫ (আপনি যে টাইম টা সেট করে দেন) মিনিট পর পর সবকিছু আপডেট আপনার মেইলে আসবে । অর্থাৎ আপনি prey ওয়েবসাইটে না গিয়ে আপনার মেইলে সম্পূর্ণ Report যদি আনতে চান । সেই জন্য আপনাকে আপনার কম্পিউটার এর স্টার্ট মেনুতে গিয়ে Prey configurator ওপেন করতে হবে । (নীচের ছবি দেখুন)
২৫) এর পরে Setup reporting method রেখে নেক্সট এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
২৬) Prey Standalone রেখে নেক্সট এ ক্লিক করুন। (নীচের ছবি দেখুন)
২৭) সব কিছু টিক রেখে SMTP Username এ আপনার Username টা দিন। SMTP Password এ আপনার Password টা দিয়ে Apply করুন। (নীচের ছবি দেখুন)
২৮) মেইলে যে Report টা আসবে নিছের ছবিতে দেখুন । আমার ল্যাপটপে উইন্ডোজ 7 দিয়ে Gmail এ এই রকম আসছে (নীচের ছবি দেখুন)
যারা এতক্ষন কিছুই বোঝেন নাই আপনাদের সুবিধার জন্য দিলাম ভিডিও টিউটোরিয়াল । কারন আপনি না বোঝে যাবেন কই... আপনাকে বোঝতে তে তো হবেই হবে।
১) ভিডিও টিউটোরিয়াল ১ ( http://vimeo.com/18728980 )
২) ভিডিও টিউটোরিয়াল ২
এখন আপনি চোরের উপর যে কোন অ্যাকশন নিতে পারেন। এবার চোরকে ধরুন মনের মত করে...
অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছি । জানি না কতটুক গুছিয়ে লেখলাম ।
এই সফটওয়্যার সম্পর্কে যে কোন হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
আমার মেইল আইডি ঃ [email protected], [email protected]
ফেসবুকে আমাকে পাবেন এই ঠিকানাই ঃ http://www.facebook.com/farukmrbd
আমি মোঃ ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলার সোশ্যাল নেটওয়ার্কে আপনাকে স্বাগতম - https://mymeetbook.com/
জোস্!!! 😀