বানিয়ে নিন একটি প্রজেক্টর! কিঞ্চিত মজা পাবেন!

বিসমিল্লাহির রহমানির রহিম

সিনেমাহলে নিশ্চয়ই গেছেন। আর তা না গেলেও বর্তমানে কোথাও না কোথাও অবশ্যই প্রজেক্টর নামক বস্তুটি দেখেছেন। প্রজেক্টরের কাজ মুলত ইনপুটকে তীব্র আলোকমালায় রুপান্তরিত করে নিক্ষেপ করা। সেই আলোকমালা যখন কোন অবজেক্টে বাধা পায় তখন আমরা সেখানে আমাদের ইনপুটকৃত ইমেজটির প্রতিফলন দেখতে পাই।

প্রজেক্টর যেমন ইমেজকে বহুগুনে বর্ধিত করে তেমনি এর মুল্যও আমাদের বতমান বাজারে বহুগুনে বর্ধিত। মানসম্মত একটি প্রজেক্টর বগলদাবা করতে হলে আপনাকে গুনতে হবে কমকরে হলেও পঞ্চাশ হাজার টাকা। তাই বলে কি আমরা বড়পর্দায় কোন কিছু দেখার স্বাদ পেতে পারিনা? অবশ্যই। যদিও ব্যাপারটি অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তবুও চেষ্টা করে দেখতে দোষ কি?

যা যা লাগবে-

১। একটি ব্যাডমিন্টন এর কর্কের খালি প্যাকেট।

২। ভালো মানের একটি ম্যাগনিফাইং গ্লাস।

৩। সাদা পর্দা (সাদা ওয়াল বা সাদা আর্ট পেপার টাঙ্গিয়ে নিন)

৪। একটি মাল্টিমিডিয়া মোবাইল সেট। (স্ক্রীন যত বড়, উজ্জল এবং বেশি রেজুলেশন হবে ছবি ততই স্পষ্ট হবে)

কাজের ধাপ-

১। প্রথমে কর্কের বক্সটি নিচের ছবির মতো করে কাটুন। তার আগে আপনার মোবাইলটির প্রস্থ মেপে নিন। এবং সেই অনুযায়ী কাটতে পারলে ভালো।

২। ম্যাগনিফাইং গ্লাসটা এই ভাবে বক্সের মাথায় সেট করুন। ম্যাগনিফাইং গ্লাস যত বড় এবং উন্নত হবে আপনার ছবি তত ভালো হবে।

৩। এবার আপনার পছন্দের একটি গান মোবাইলে চালু করে সেটাকে ফুলস্ক্রীন করুন। তার আগে যদি আপনার সেটে ডিসপ্লে লাইট এডজাষ্ট করা যায় তবে সেটাকে যথা সম্ভব উজ্জল করে নিন।

৪। এখন ছবিতে দেখানো মতো মোবাইলটি বক্সের মধ্যে সেট করুন।

৫। সাদা পর্দা তৈরি করেছেনতো? নাহলে সেটার ব্যবস্থা করুন।

৬। আপনাকে আর আলোতে রাখা সম্ভব নয়। ঘরের দরজা জানালা লাগিয়ে লাইট অফ করে ঘরকে একেবারে ঘুটঘুটে অন্ধকার করে ফেলুন।

৭। এবার রাইফেল স্টাইলে আপনার যন্ত্রপাতি সাদা পর্দার দিকে তাক করুন। আপনার মোবাইলে যে মুভি চলছে তার উল্টো প্রতিবিম্ব পর্দায় দেখতে পাবেন।

৮। যদি ঝাপসা আসে তবে মোবাইলটি লেন্স থেকে কাছে দুরে করে এডজাষ্ট করে নিন।

এবার উপভোগ করুন ঘোলের থুড়ি প্রজেক্টরের স্বাদ।

* আমি আমার ল্যাপটপ দিয়ে এই দুষ্কর্ম সাধনের অপচেষ্টা করেছিলাম কিন্তু ম্যাগনিফাইং গ্লাস ছোট হওয়ায় সেটা সফলতার মুখ দর্শন করেনি। তবে ছোট পর্দা করে গান বা টিভি চালিয়ে ছাদের দিকে তাক করে চিতপটাং হয়ে শুয়ে মাঝে মাঝে উপভোগ করি।

* চেষ্টায় আছি মোবাইলের স্ক্রীনে অস্ত্রপচার করে সেটার পিছনে লাইট লাগিয়ে কোনভাবে জোরাল ফ্লাশ করা যায় কিনা। কিন্তু সামনে পরীক্ষা। গবেষনার পিছনে সময় দেয়া যাচ্ছেনা। সফল হলে আপনাদের সাথে শেয়ার করবো।

* আবারোও বলছি ম্যাগনিফাইং গ্লাস এবং আপনার মোবাইলের ডিসপ্লে যত উন্নত হবে রেজাল্ট ততই ভালো পাবেন।

* এত ঝামেলা না করতে চাইলে অপেক্ষায় থাকুন কখন ইন্ডিয়ার Spice ফোনটি আমাদের বাজারে আসে। বিশ্বকাপ চলাকালীন সবাই নিশ্চয়ই দেখেছেন ফোনটার অ্যাড। আমিও ওই অপেক্ষাতেই আছি।

Level 0

আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোই আছি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই না কয় টিউনার।
উস্তাদ জটিল জিনিস…
ট্যাগ গুলা ভাল…..

    হুমম। ভালো লাগলেই ভালো।

ভালো প্রচেষ্ঠা ‍‌। আপনাকে অনেক ধন্যবাদ। চেষ্ঠা করবো।

    চেষ্ঠা করতে থাকুন।আপনাকেও ধন্যবাদ।

অনেক দিন পর…………..
আপনাকে বাংলা নববর্ষর প্রাক শুভেচ্ছা……………..
সুন্দর টিউন………চলুন আমি আপনি……এবং আরোও সবাই ফিরে যাই বাইস্কোপের সময়ে ……..time মেসিনের মাধ্যমে….
ধন্যবাদ……….

    হুমমম…………………… অনেকদিন পর……………………… ব্যস্ততা পিছু ছাড়ছেনা…………….
    আপনাকেও শুভেচ্ছা সেই সাথে আমাদের দেশে দাওয়াত।

What an Idea Sir ji. Apner example bhalo lagno.Spice mobile er jonno wait korte se. Thanks.

    স্পা্ইস মোবাইলের অপেক্ষায় আমিও আছি। ধন্যবাদ।

      Level 2

      @মারুফ: অপেক্ষার দরকার নাই বাজারে চায়না স্পিরিন্ট মোবাইল আছে প্রজেক্টর সহ৤

চমৎকার জটিল টিউন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

চরম হইসে

ভাইজান,জটিল টিউন করছেন….মোবাইলের operation জলদি সুরু করেন……

    দেখা যাক কতদুর হয়। ধন্যবাদ।

Level 0

কঠিনজ্ টিউন ভাইজান। টেরাই কইরে দেখবাম

দারুণ ব্যাপার…

Level 0

mobile এর lcd এর পিছনে বাত্তি লাগায়া লাভ নাই। এই আলো সেই আলো না।

    এইটা আমি ভালোভাবেই জানি। আমিও সেই আলোই দেয়ার চেষ্টা করব।

ঘোড়ার ডিম, প্রজেক্টর, হাতির শিং 😛
সুন্দর চেষ্টা, ধন্যবাদ। 🙂

অসাধারন !

Level 0

মেগগাইভার।।।।।।।।।

Level New

চরম অসাধারন !

Level 0

এতদিন কই ছিলেন ? PC’র Drawer এর ঐ Tune এর পর ফাটাফাটি আরেক জিনিস দিলেন । Good, Very Good.

    আপনাদের মাঝেই আছি। তবে কিছুটা ব্যাস্ত।

আপনার বুদ্ধি দেখে হাসতে হাসতে শেষ। 😀 😛
এত বুদ্ধি নিয়া ঘুমান কেমনে? 😛 😉 😆

    😛 হাসতে হাসতে একেবারেই শেষ হলে চলবে কেমনে? 😛
    পরীক্ষার কি অবস্থা?

hahaha…..darun tune 😉 maja maja amon mojar kiso tune amar khub valo laga 😀 thanks bro

    ভালো লাগার জন্য ধন্যবাদ।

bhai apna k e khujtese bangladesh

Level 0

superb…….awsome……great….আর কত বোলবো>?চালিএ জান

    যা বলেছেন তাতেই যথেষ্ট। বাকীগুলো সামনের টিউনের জন্য রাখুন। 😛

Level 0

http://symphony-mobile.com/store/419

লিঙ্ক টা চেক করুন……spice mobile কেন কিনবেন? কিছু দিন অপেক্ষা করুন……symphony ই porjector mobile আনছে…।

আমার ম্যাগনিফাইং গ্লাস আছে, মালটিমিডিয়া মোবাইলও আছে, এখন দোকান থেকে একটা প্যাকেট আনতে হবে।

    প্যাকেটের কোন বাধ্যবাধকতা নাই। সাইডের আলোটা আড়াল করা গেলেই হবে।

Level 0

ট্যােগ যোগ করুন- দুধের স্বাদ ঘোলে মেটানো। জোক্সি টিীন….

পছন্দ হয়েছে ।
ধন্যবাদ ।

    আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। আপনি আমার পছন্দের একজন টিউনার। কারন আপনার টিউনগুলো থেকে আনকমন কিছু ব্যাপার শিখতে পেরেছি।

nice amar to sob ache.kalke must be try korvo.thanks

    রাত্রে ট্রাই করাই ভালো। ধন্যবাদ।

Level 0

জটিল টিউন। ট্রাই করে দেখি 🙂

চেষ্ঠাতো আর কম করেন নি! শেষ ফলাফলের অপেক্ষায়। ভাল থাকুন।

হে হে হে…… ভাই আমার আর লেখার কোন অপেক্ষাই রাখে না। যা লেখার তা সবাই লেইখা ফালাইছে। কাজে লাগাইয়া দেখি।

ল্যাপটপে ব্যবহার করে কেন চিতপটাং হয়ে দেখতে হবে । স্কীন টাই উল্টিয়ে দিন।:lol: ডেস্কটপে গিয়ে Ctrl + Alt + ArrowKey(Down) আবার সোজা করতে UP
😀 😀 😀 😀

    আমি সাধারনত খেলাগুলো ছাদে দেখতেই পছন্দ করি। যার কারনে ল্যাপটপকে চিৎ করে শুইয়ে নিজেও ……………………..
    আশা করি বুঝতে পেরেছেন।

ভাইরে আমার মোবাইল এর স্ক্রীন এতো বড় যে এইটারে কর্ক এর প্যাকেটের ভিতরে ঢুকামু কেমনে বুঝতাছি না……আমি Nokia 5233 ব্যবহার করতেছি…এইটার স্ক্রীন রেজুলেশন অনেক হাই…এইটারে কেমনে কর্ক এর প্যাকেটের ভিতরে ঢুকামু আমারে একটা বুদ্ধি দেন…

    কর্কের প্যাকেটেই ঢোকাতে হবে এমন কোন কথা নাই। মোটা কাগজ দিয়ে বা কার্টন দিয়ে বক্স বানিয়ে নিন।

    আপনি মোটা আর্ট পেপার দিয়ে একটি কর্ক বানিয়ে নিননা। 🙂

    ? ! ? ! ? ! ? !
    সম্ভবত হতে পারে। কিন্তু ব্যাটের একটা বাড়ি খেলেই চল্লিশ টুকরা হবে।

জটিল জিনিস…

একটা দর্পন অন্তরর্ভুক্ত করা গেলে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যেত ।

টেকটিউন – এ এমনি টিউন দরকার যা আমাদেরকে ভাবতে শেখাবে….

মারুফ ভাই অনেক ধন্যবাদ একটা সৃজনশীল টিউন করার জন্য…………

    হাঁ কিন্তু প্লানটা অনেকের জন্য কঠিন হয়ে যেত। আর এখন সবাই চোখ বন্ধ করে এটা করতে পারবে।
    আপনি আর টিউন করছেন না………………………………..
    আমরা অপেক্ষায় আছি……………………………………………

কমেন্ট না করলে অপমান্স হবে টিউনের 🙂 অছাম হইছে ।
আসলে টিটি তে এধরনের পোস্ট দেখলে ভাল লাগে।

জটিল দেখালেন দেশি । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

আমি আর কি বলব। আমার থেকে শতগুন বড় ফাজিল আপনি। চালিয়ে যান। 😉

    যাক। স্বীকৃতির মুখ দেখলাম অবশেষে। 😛

Makun bhai kento valo kothai bolce.fajil ortho kento geani.bhai ekkan srestesil tune korecen.ptc bigganponer vere apnar moto tuner rai tt ke bachia rekece,deace pran.apnader jonno aj tt teke ace,apnader jonnoe tt aj alexa ranking a bangladesh a 19no a aste perece.apnader jonno onek doua roelo

    কমেন্টের জন্য ধন্যবাদ।

ভাই অনেক মজা পাইছি আপনার পোষ্ট পড়ে।
Spice Popcorn M9000 projector mobile বাংলাদেশে আসলে এটা নিয়ে বিস্তারিত পোষ্ট করবেন, অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ

    পোষ্ট পড়েই এত মজা! নাজানি কত মজা পাবেন এটা বানাতে পারলে।
    😛

আমি বানাতে বসে গেলাম 🙂
দেখি বানাতে পারি কি না..
টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂 🙂

    নাহ বানানো সম্ভব নয়। খুব ভালো মানের ম্যাগনিফাইং কাচ, উজ্জ্বল ডিসপ্লের পর্দা ও ঘর অন্ধকার নিয়েও ছবি ধরতে পারিনি। এর কারণটা ববুঝতে পেরেছি।
    আসলে তীব্র আলোর খুদ্র বিন্দুর ছবিতে আতসী কাচের ভেতর দিয়ে পাঠালে বড় হতে পারে।
    তবে মোবাইলের স্ক্রিণযত বড়, সেটা আতসী কাচের মধ্যদিয়ে বিবর্ধন করে ছবি ফুটিয়ে তুলতে এক 100 ওয়াট বাতির মত আলো দিতে হবে।

    বাস্তবে এমন কিছু তৈরী অসস্ভব।

    বলেন কি? আমিতো প্রতিদিনই ব্যবহার করে আসছি। কোন সমস্যায় পড়িনি। শুধু আলোটাই যা একটু কম। ঘর পুরোপুরি অন্ধকার না হলে দেখা যায়না।

WOW!!!!!!!!!!! what a tune……….

ট্রাই করতে হবে দেখি…. 😀

Level 0

বাহ আপনার মাথা তো দারুন, ঘুমান কিভাবে ? 🙂 আগে এই পোস্ট পাইলে তো এত টাকা খরচ করে চীন থেকে প্রজেক্টর আনতাম না…..

    ভাইজান আমার মাথা দারুন সেটা আপনাকে কে বলল? সেখানেতো পিওর জৈব সার লোড করা আছে।
    আর চীন থেকে প্রজেক্টর আনিয়েছেন সেটা যদি কাজে না লাগে তবে সেটা ডাস্টবিনে ফেলে দিন (আমাদের মিসকল দিয়ে 😀 )।
    তবে আমি যেটা দেখিয়েছি সেটাকে সেন্টমার্টিন বনাম বাড়ীর পুকুরঘাট বলা যায়।

Level 0

হাহা….. আপনার কথা পছন্দ হইছে।

হ্যাব্বি তো!!

Try korlam E65 e, tobe magnifierta choto hoyate ektu somossa hocche. Valo maner magnifier er dam koto?

    চশমার দোকানে খোজ করুন। বললে তারা বানিয়ে দিবে।

আসাধারন। বানাতেই হবে,
বানাবনা? এত অস্চর্যজনক কিছু না বানালে চলবে!

    তাতো বটেই।
    তবে ভাইয়া পরীক্ষার রেজাল্টটাও কিন্তু আশ্চর্যজনক ভালো হওয়া চাই।

ইন্ডিয়ার Spice ফোনটি নিয়ে সবাই টানা টানি না করে Symphony তো বাংলাদেশেই পাওয়া যাচ্ছে সেটা কেন নিচ্ছেন না?

Level New

হেডিংয়ের ছবি দেখে মনে করেছিলাম নতুন কিছু। সামুতে বছর দুয়েক আগে এরকম পোস্ট দেখেছিলাম। যাই হোক আপনি কষ্ট করে নিজে তৈরী করে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ

😀

মোবাইল ফোন রাখার উপরের ফাকা অংশ কে কালো কাপড় দিয়ে ঢেকে দিলে কম রেজুলেশন এও কোন সমস্যা হবে না। পরীক্ষিত। অনেক ধন্যবাদ।

Level 0

মারুফ ভাই আপনাকে ম্যাকগাইভার উপাধি দেওয়া হল। ধন্যবাদ।

হুম….বানাইছি । বাসায় কর্কের পাকেট আর ম্যাগনিফাইন গ্লাস ছিল । টিউন পড়ে মজা লাগছিল তাই বানাইতে বইছিলাম । আপনি তো কইছিলেন কিঞ্চিত মজা পামু । আমি কিন্তু বহুত মজা পাইতেছি । ধইন্ন্যা ধইন্ন্যা বহু ধইন্ন্যা ।

Level 0

ভাই জটিল হয়েছে. . . . . . . অসাধারন মেধা আপনার . . . . . . . . . . .এটা কাজে লাগিয়ে আর কিছু আবিস্কার করা যায় কিনা দেখুন, নজর রাখছি আপনার টিউনে, নতুন কিছু পাওয়ার প্রত্যাশায়।

অসাধারণ মেধানির্ভর পোস্ট।

Wall-e মুভি তে দেখেছিলাম }|অনেক ভালো হইছে |
🙂

very very nice. anok din por loging korlam ar apner tune comments korlam. na kore j parlam na tar karone korlam.

ধন্যবাদ . আবার হাসবেন

Level 0

মারাত্মক পোস্ট করসেন তো !! আমার অফিস এর জন্য ৬৯০০০ টাকা খরচ কইরা প্রোজেক্টর কিন্ন্যা তো ভুল করলাম দেখা যায় !!

Level 2

চিরা মুরি দই বনধু তুমি কই ।আরছি পেপছি লেমন তুমি আছ কেমন।দয়েল কুয়ল ময়না দেখা কেন হয়না।লাল নিল কাল তুমার টেকটিউন খুব ভাল।ধন্যবাদ। FROM SINGAPORE

অসাধারণ পোস্ট । ভাল লাগল ।

Level 0

Kothin !!! ato sundor akta genis amader akdom free dayar jono donobad………!

ধন্যবাদ দিতে ১ বছর ৩ মাস পর লগ ইন হওয়া! ……জটিল

Level 0

ভাই , আপনি একটা জিনিস , 😀 অনেক ধন্যবাদ

ফাটাফাটি , বাঙালীর মগজ বলে কথা

ভাই আপনেতো সফল টিউনার । আপনার টিউনের বাহবা দিব বলে comment করার জায়গায় আসতে আসতে মাউসের হুইল গুরাইতে গুরাইতে আঙ্গুল ব্যাথা হইয়া গেছে। ————————–অসাধারন !

জব্বর হ্যাব্বি=হবি (শখ-BanglaLink মডেল এর মতোই)। অ————–নে————-ক———– ধন্যবাদ।

ভালই দিলেন!! আরও পাব আশা করি। ধন্যবাদ।

চোঙা জোগাড় করে ট্রাই করে দেখি 🙂

ওয়াও বস জটিল

Level 0

জটিল…।।

nice…..

চরম জিনিস দিলেন ভাই…… ভাল থাকবেন।

দারুন হইছে ,…।।

Level 0

vai pordai to alo ase kintu sobi ase na. ki korbo?

Level 0

Really Awesome tune… Creative thought… liked it

Level 0

Maruf bhai, আপনাকে Spice এর জন্য wait করতে হবে না, বাজারে Symphony Projector mobile আছে, ৮০০০-৯০০০ টাকায় কিনা যায়। Thanks

Level 0

vai apnar dea torika onek agei ami
vebohar korecilam but sopol vabe dekthe arini
ami o apnar moto “Spice” mobile er oekkay aci

apni jeta shere korlen ta obossoi amader bondder ke ektu hole o sadh dithe parbe

thnk u………………..মারুফ vai

আমনে ফাটাইয়ালচইন ভাই,