ফেসবুকের বন্ধুদের সাথে চ্যাট করুন যেকোন জাভা সাপোর্ট মোবাইল দিয়েই !!!!

ফেসবুক ব্রাউজ করার জন্য অনেক ব্রাউজার আছে কিন্তু সেগুলা দিয়ে চ্যাট করা প্রায় অসম্ভব ! কিন্তু আজকে আমি আপনাদেরকে জটিলললললল সফট্ওয়ার উপহার দেব । যার মাধ্যমে আপনি আপনার JAVA (প্রতিটি সামবিয়ান মোবাইলই জাভা সাপোর্ট করে) মোবাইল দিয়েই ফেসবুকের বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন 😀 । কি খুশিতে নাচতে ইচ্ছা করছে, তাই না? জাভা মোবাইলের জন্য এত সুন্দর পাওয়ারফুল সফট্ওয়ার !!! হ্যা আমার প্রথমে খুশিতে নাচতে ইচ্ছা করছিল 🙂 কিন্তু আব্বু সামনে ছিল 😡 তাই নাচতে পারিনি 🙁 ।

তাহলে প্রথমেই ডাউনলোড করে নিন নিচের লিংকটিকে ক্লিক করে ঃ

http://www.mediafire.com/download.php?qalg2w2f3j7j321

ব্যবহার করবেন যেভাবেঃ

সর্বপ্রথম কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করুন। তারপর নিচের স্কিনশর্ট এর মত প্রথমে আপনার একাউন্ট সেটিং এ যান।

এবার একটু নিচে গেলেই Account Security নামে একটি অপশন পাবেন। এবার "Send me an email" ও "Send me a text message" অপশন দুইটিতে যদি টিক দেওয়া থাকে তাহলে টিকচিহ্নি গুলি উঠিয়ে দিন। (ব্রিদ্রঃ কারও কারও এ্যাকাউন্টে এই অপশগুলি নাও থাকতে পারে, তবে যদি না থাকে তাহলে কোন সমস্যা নেই)। আর যদি না বুঝেন তাহলে নিচের স্কিনশর্টটিকে অনুসরণ করুন

এবার আপনি আপনার এ্যকাউন্ট থেকে লগআউট করতে পারেন। না করলেও সমস্যা নাই।

এবার আসা যাক সফট্ওয়ারটিতেঃ

মোবাইলে ইন্সটল শেষে সফট্ওয়ারটি চালু করুন।

লগিন স্কিনে আপনার ফেসবুক Username এবং Password দিন। তার "LOGIN" এ ক্লিক করুন।

এখন কিছুক্ষণের মধ্যেই আপনি লগিন হবেন---

এবার দেখুন আপনার বন্ধুরা যারা অনলাইনে আছেন তাদের লিষ্ট (নিচের মত)-

এবার যার সাথে চ্যাট করবেন তার নামে ছোট্ট একটা ক্লিক মারুন। তাহলেই আপনার বন্ধুর সাথে চ্যাটিং শুরু হয়ে যাবে। যেমন আমি অলরেডি লাকি ভাইয়ার সাথে চ্যাটিং শুরু করে দিয়েছি - 🙂 ----

এছাড়াও আপনি চ্যাটিং করার সময় মেনুতে ক্লিক করলে নিচের মত কয়েকটি অপশন পাবেন 🙂 ।

আর মেইন মেনুতে নিচের অপশনগুলি পাবেন--

********************************************************************

এই টিউনটি আজকে আমি আমার হৃদয়ের টুকরা জানের জান প্রাণের প্রাণ "আবিদ সরকার" (আমার ভাগিনা) এর জন্য উৎসর্গ করলাম।

আজ ওর জন্মদিন ! আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। 🙂 ।

*******************************************************************************

আমার সবগুলো টিউন দেখার জন্য উপরে "আমার টিউনার পাতা" তে ক্লিক করেন।

ফেসবুকে আমিঃ http://facebook.com/crazzzzzzyboy

*******************************************************************************

ও হ্যা আমি কিন্তু সম্মেলনে আসছি 🙂 । দোয়া করবেন যেন ভালভাবে পৌছাই। আর যদি কারও মোবাইল বিষয়ক কোন সমস্যা থাকে তাহলে  ওইদিন আমি সবার সমস্যার সমাধান করে দিব। (ইনশাআল্লাহ) 🙂 🙂

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi eto screen shot kamne nilen? Lekha ta josh ! Tobe ami age mig33 dia fb frnd der loge chat kortam. Ekhon dekhai ”failure to retrive login information etc… Ki korbo bolen to vi !

    https://www.techtunes.io/mobileo/tune-id/43138/
    উপরে লিংকে গেলে পাবেন কিভাবে স্কিনশর্ট নেওয়া যায়।
    আর আপনার সমস্যার জন্য সবচেয়ে উপরের মানে সর্বপ্রথম যে কথাটি বলা হয়েছে সেটি পড়ে দেখুন।

জটিল ম্যান…
কিন্তু কাহিনি হলো আমার নকিয়া x3 তে কি এটা কাজ করবে ??? যদিও ওটা জাভা সাপর্টেড … 🙁

    কোন কাহিনী নাই। আমি Nokia 2700 Classic এ ট্রাই করেছি। এবং তাতে সফলভাবে চ্যাটিংও করেছি।
    আর আপনার X3 তে হবে না !! তা কি হয় ?
    চেষ্টা করে দেখেন। হবে ইনশাআল্লাহ।

    যেকোনো nokia গ্রাহক store.ovi.com এ registration করে আপনার মোবাইলের মডেল সেট করুন। অথবা মোবাইল থেকে store.ovi.mobi তে যান। এবার facebook chat লিখে সার্চ দিন। যদি সাপোর্ট করে তাহলে পেয়ে যাবেন। এখানে unsupported software দেখায় না।

    হুমম,
    অতিরিক্ত একজন ঠিকই বলেছেন।

আপনার দেয়া ৮০%(আনুমানিক) সফটই আমি ব্যবহার করতে পারি নাই। এটা পারব কিনা বলেন(৫১৩০ তে)। যদি পারি তাহলে ১০০ টা ধন্যবাদ। না পারলে ৫০ টা। 😉

    আমার দেওয়া ৮০% সফট্ওয়ারই সামবিয়ান 3rd এবং 5th ইডিশন এর জন্য। তাই এগুলা আপনার সেটে ইন্সটল হয় না।
    তবে এই সফট্ওয়ারটা আশাকরি ১০০% খাটবে। কারণ আমি নোকিয়া ২৭০০ ক্লাসিক এ পরীক্ষা করে দেখেছি।

চায়না java supported সেট গুলাতে IM software like Nimbuzz,MIG 33, Ebuddy, এই সব সফটওয়্যার চালাতে গিয়ে ব্যর্থ হয়েছি। চায়না সেট গুলাতে চলবে এমন কোন ফেসবুক চ্যাট সফটওয়্যার শেয়ার করলে খুসি হব।

    বিদেশী সেট i mean চায়না java supported সেট এ ভালভাবেই চলে। কোন চিন্তা নাই। আমি cellone qt300 দিয়ে চালাইছি।

    চায়না সেটেও কাজ করবে তবে সবগুলাতে কাজ করবে না। যেমন আমার চায়না সেটটাতেই কাজ হয়না। সাপোর্ট করে কিন্তু লগিন করতে পারিন। 🙁

Level 2

সাইফুল ভাই ভাগিনা সুপার দেখতে ! ভাগিনাকে আমার খুব ভাললেগেছে………….

অনেক সুন্দর হইছে ভাই, গতকাল রাতেই কমেন্ট করতে চাইছিলাম কিন্তু সম্ভবত কমেন্ট বন্ধ করা ছিল। বুঝিনা আপনারা এত কষ্ট করে বিভিন্ন কিছু আমাদের কে জানান কষ্ট করে শেয়ার করেন, কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠিত টিউনার আছে যারা কমেন্ট মডারেশন করে রাখে। ধন্যবাদ জানানোর সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করেন কেন আমাদের

    ধন্যবাদ। আসলে গতকাল রাতে টিউনটি আমি নিজে পোষ্ট করতে পারছিলাম না। পরে মডারেটর ভাইয়ার সাথে যোগাযোগ করছিলাম। তখন তিনিই পোষ্ট করে দিছেন। পোষ্ট হওয়া ১ ঘণ্টা পর্যন্ত কমেন্টস বন্ধ করা ছিল। পরে আমি আবার আপডেট করে দিছি।

জটিল

Level 2

সাইফুল ভাই মোবাইলে এক্স এল, ওয়ার্ড পড়ার সফ্ট…. দিলে খুব উপকার হতো..

Level 2

আমার সেটটি Symphony x-110 দিলে খুব উপকার… যদি থাকে..

    আমাকে অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, Symphony x-110 মডেলের সেটের জন্য এক্স এল, ওয়ার্ড পড়ার জন্য কোন সফ্ট পাওয়া যায় না। 🙁

    ধন্যবাদ।

    Level 2

    Symphony x-110 কিন্তু জাভা সাপোর্ট করে………..

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঝাক্কাস টিউন সাইফুল… চরম। মোবাইল থেকে স্ক্রিন শট কেমনে নিলা?

    ধন্যবাদ ডিজে……। আমি যেই মোবাইল দিয়ে স্কিনশর্ট নিয়েছি সেটি Symbian 5th Edition এর Nokia 5530।
    নোকিয়ার 3rd বা 5th ইডিশনের সেট থেকে স্কিনশর্ট নেওয়ার জন্য https://www.techtunes.io/mobileo/tune-id/43138/ দেখতে পার।

সাইফুল ভাই, এপ্লিকেশানটা দারুন। তবে সমস্যায় পড়েছি। আমার মোবাইল ‘Symphony X110’ যা জাভা সাপোর্ট করে। লগইন হচ্ছে না। প্লিজ এই সেটের জন্য ভালো কোন চ্যাট এপ্লিকেশান দিন যা ইয়াহু, ফেইসবুকে চ্যাট করা যাবে।

    আপনার ‘Symphony X110′ জাভা সাপোর্ট করে ঠিকআছে। কিন্তু কিছু কিছু চায়না মোবাইল আছে যেগুলোতে সফট্ওয়ারটি সাপোর্ট করবে কিন্তু লগইন হবে না। যেমন আমার চায়না সেটটাতেই (Symphony T55) আজ পর্যন্ত লগইন করতে পারিনাই। তবে এখনকার যেগুলা সেট সেমফোনী বের করছে সেগুলে ইনশাআল্লাহ কাজ হবে।

    ধন্যবাদ রিপ্লাই দেবার জন্য। আমি ট্রাই করেছি আমার সেটে লগইন হয় না। এখন কোন বিকল্প ব্যবস্থা জানা থাকলে বইলেন। আমি তো ট্রাই করছিই। Mig33 আছে যাতে ইয়াহু লগইন হয় কিন্তু ফেইসবুক হয় না। আর মাঝে মাঝে কানেকশান বন্ধ হয়ে যায়।

Level 0

vai amar grameen Q100 mobile to kaz kore na! jodi onno kono poddhotite kora jay Pls janaben……….

Level 0

boj lam no amae . amak bojanen pz