আসসালামু সবাই কেমন আছেন? আমি আশাবাদী সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি। আশাকরি আজকের এই টিউন সবার উপকারে আসবে। তাহলে চলুন আর দেরি না করে মূল টিউনে চলে যাই।
আপনারা হয়ত অনেকেই জানেন যে ফেসবুকে কোন কিছু টিউন করতে গেলে নতুন একটি অপশন শো হয় Al Label On, এটি কিন্তু ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হয়েছে। এই আপডেটের ফলে আমরা কি কি সুবিধা পাবো অথবা এটি অন বা অফ থাকলে আমাদের কোন অসুবিধা হবে কি না অথবা পরবর্তীতে টিউন করলে ফেসবুক টিউন ডিলেট করে দিবে কি না, এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের আন্ডারে কোন সমস্যা করবে কি না এই সব কিছু নিয়েই আজকের টিউন। আশাকরি আজকের টিউন সম্পূর্ণ ফলো করলে AI Label Off সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন।
১. প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করে নিতে হবে।
২. তারপর উপরে একটি অপশন দেখতে পাবেন What's On Your Mind? এটার উপরে ট্যাপ করে দিবেন, যেটাতে ক্লিক করে আমরা ফেসবুকে কোন কিছু টিউন করে থাকি।
৩. What’s On Your Mind? এ ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে।
৪. এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে Public, Album, On এই ৩টি অপশন আগে ছিল। এখন নতুন আরেকটি অপশন আপডেট হয়েছে AI Label Off।
৫. আপনি যদি এই AI Label Off এর উপর ট্যাপ করেন তাহলে নিচে দেখতে পাবেন এই AI Label Off এর সম্পূর্ণ Details চলে আসবে।
৬. AI Label Off এর উপরে ক্লিক করলে AI Label Off সম্পর্কে চলে আসবে যে এটার কাজ কি, তার ঠিক ডান পাশে যে অন অফ করার অপশন আছে এটি অন করে দিলে AI Label On হয়ে যাবে আর এটি অফ করে দিলে AI Label Off হয়ে যাবে।
আমি আপনাদের AI Label Off এর কাজ কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আগে তো আমরা ছবি তুলে ফেসবুকে টিউন করতাম। Recently মানুষের AI এর প্রতি এতটা আগ্রহ বেড়েছে যা দেখে ফেসবুক ও হয়ত এই আপডেট নিয়ে এসেছে। আপনি যদি কোন ছবি AI দিয়ে তৈরি করে থাকেন তাহলে আপনারা এই যে AI Label Off এটা অন করে ফেসবুকে টিউন করবেন, কিন্তু আপনি যদি নরমাল ভাবে ছবি তুলে থাকেন তাহলে এটি অন করার কোন প্রয়োজন নেই।
AI এর ছবিগুলোকে ফেসবুক আলাদা করতে চাচ্ছে এবং মানুষ যে ছবি গুলো তুলছে তা ও ফেসবুক আলাদা করতে চাচ্ছে। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যদি কোন ছবি AI দিয়ে তৈরি করে থাকি তাহলে এই অপশনকে অন করে দিব, আর যদি AI দিয়ে তৈরি না করে থাকি তাহলে অন করার কোন প্রয়োজন নেই এটা অফ করা থাকবে। আবার অনেকেই নিজের নরমাল ক্যামেরা দিয়ে তুলা ছবিতে কিছু AI যুক্ত করে থাকেন তাহলে এটি অন না করলে ও চলবে। এই AI Label Off দিয়ে ফেসবুক আসলে কি করতে চাচ্ছে তা এখন পর্যন্ত সম্পূর্ণ ধারণা পাওয়া যায় নি তাই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষার জন্য ফেসবুকের এই নিয়ম মেনে চলা উচিত।
আশাকরি আজকের এই টিউন সবার উপকারে আসবে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে ভালো ও সুস্থ থাকুন সবাই খোদা হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.