কীভাবে ফেসবুকের ভিডিও হিস্টোরি দেখবেন?

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। কেউ মেসেজ করার জন্য ব্যবহার করে আবার কেউ শুধুমাত্র ভিডিও দেখার জন্য ব্যবহার করে থাকে আবার দেখা যায় কেউ ভিডিও দেখা কিংবা মেসেজ দুটোই করার জন্য ফেসবুক ব্যবহার করে থাকে। বন্ধুরা আমরা প্রতিদিন ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকি। তবে আপনি কি জানেন ইউটিউব ভিডিও হিস্টোরির মতো ফেসবুকের ভিডিও হিস্টোরি ও দেখা সম্ভব? কিন্তু কীভাবে ফেসবুকের ভিডিও হিস্টোরি দেখবেন?

অনেকেই হয়ত জানেন না কীভাবে ফেসবুকের ভিডিও হিস্টোরি দেখবেন বা দেখতে হয়। আমরা অনেক সময় ভিডিও দেখতে হঠাৎ অন্য কোনো জরুরি কাজ পড়ে যায়। যার কারণে ভিডিও দেখা বাদ দিতে হয়। কাজ শেষ করার পর সেই ভিডিওটি আর দেখার সুযোগ থাকে না। কারণ ফেসবুক অটো রিফ্রেশ হয়ে আপনার দেখা ভিডিওটি হারিয়ে যাবে। তবে আপনি কি জানেন, ফেসবুকের ভিডিও হিস্টোরি দেখা যায়। হয়ত জানেন না। বন্ধুরা এবার আপনি কোনো ভিডিও দেখার পর অর্ধেক করে রেখে গেলে পরে ফিরে এসে খুব সহজেই ভিডিওর বাকি অংশ দেখতে পারবেন।

হ্যাঁ বন্ধুরা, আজকের ট্রিকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফেসবুকের ভিডিও হিস্টোরি দেখবেন। আর কীভাবে ফেসবুকে আপনার দেখা ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পাবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ট্রিক। কীভাবে ফেসবুক ভিডিও হিস্টোরি দেখবেন।

১. কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুকের অফিসিয়াল FaceBook App টি ওপেন করবেন। যদি আপনাদের ফোনে তা না থেকে থাকে তো প্লেস্টোর থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করে নিবেন।

২. এবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট টি ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ-ইন করে নিবেন।

৩. তারপর আপনারা ডান কোণের একদম উপরে থ্রি-ডট মেনুবারে ক্লিক করবেন।

৪. এবার একটু নিচে All Shortcuts থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন।

৫. তারপর উপরে ডানকোনে প্রোফাইলে মতো আইকনে ক্লিক করবেন।

৬. এবার আপনারা এখানে মোট ৪ টি অপশন দেখতে পারবেন। এখানে এই ৪ টি অপশনের মধ্য ২ টি দরকারি অপশন হলো -

  1. FaceBook Save Video Show
  2. FaceBook Video History Show

৭. আপনি আপনারা দরকার বা প্রয়োজন অনুযায়ী অপশন ব্যবহার করতে পারেন। তবে আজকে আমাদের টিউন টপিক অনুযায়ী আমরা আজকে FaceBook Video History Option টি সিলেক্ট করবো।

৮. এবার আপনি এখানে ফেসবুকের যত ভিডিও দেখছেন বা প্লে করছেন তার সম্পূর্ণ একটি লিস্ট দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকেই খুব সহজেই আপনার না দেখা ভিডিও বা অর্ধেক দেখা ভিডিও দেখে নিতে পারবেন।

শেষ কথা

আজকের টিউনে আলোচনা করা বিষয়টি আপনার কাছে হয়ত ছোট্ট একটি ট্রিক মনে হবে৷ তবে এটি ফেসবুকের বেশ কাজের একটি ট্রিক। আমরা অনেক সময় মজার অথবা সুন্দর কোনো ভিডিও ভিডিও দেখতে ধরলে হঠাৎ নেটওয়ার্ক চলে যায় অথবা হঠাৎ কেউ ফোন দিয়ে ফেলে। তার সাথে কথা বলার পর স্বাভাবিকভাবেই অটোমেটিক পেজ রিফ্রেশ হয়ে সেই ভিডিওটি হারিয়ে ফেলি। আমরা অনেকেই সেই ভিডিওর জন্য আপচোশ করে থাকি। ইভেন আমি নিজেও যখন এই ট্রিক জানতাম না তখন অনেক সময় অনেক ভিডিওর জন্য আপচোশ করতাম। আজকের টিউনে আলোচনা করা ট্রিক টি দিয়ে আপনি সকালে কোন ভিডিও অর্ধেক দেখে থাকলে বাকি অর্ধেক আর হারানীর ভয় নাই। এবার থেকে আপনি আপনার ইচ্ছামতো যেকোনো সময় একটু একটু করে সম্পূর্ণ ভিডিও দেখে শেষ করে নিতে পারবেন।

বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই ফেসবুকের দেখা ভিডিও হিস্টোরি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে ফেসবুকের ভিডিও হিস্টোরি দেখবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস