আজকাল ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুসকিল। আর ফেসবুক যে ব্যবহার তার অবশ্যই একটা ফেসবুক পেইজ রয়েছে। আর এই ফেসবুক পেইজে রয়েছে অনেক অজানা সেটিংস। তার মধ্যে একটি হলো ফেসবুক পেইজে প্লেলিস্ট তৈরি করা। আমরা কম বেশি সকল ফেসবুক পেইজ ব্যবহারকারী হয়তোবা জানি না কিভাবে ফেসবুক পেইজে প্লেলিস্ট তৈরি করতে হয়।
ফেসবুক পেইজে প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয় আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন। আজকের আমি আজকে জানাবো কিভাবে আপনারা ফেইসবুক পেইজের ভিডিওগুলোর জন্য বা রিলসের জন্য প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আমরা সবাই জানি ইউটিউব চ্যানেলেও কিন্তু প্লেলিস্টের সিস্টেম রয়েছে। youtube চ্যানেল বা facebook পেইজে আপনি যখন কোন প্লেলিস্ট তৈরি করবেন প্লেলিস্টে একই ধরনের ক্যাটাগরির ভিডিও গুলোকে সিলেক্ট করে রাখলে তখন প্লেলিস্টের কারণে আপনার একটা ভিডিও ভাইরাল হলে সেই প্লেলিস্ট এর অন্যান্য ভিডিওগুলোতে ভিউস বেড়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। ওই ক্যাটাগরির মানুষজন বা ওই ক্যাটাগরির পছন্দ করে এরকম মানুষজন ভিডিওগুলো দেখে। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন যে, প্লেলিস্টের কতেটা গুরুত্ব রয়েছে।
১. তো প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের যেই Meta Business Suit রয়েছে ফেসবুক পেইজের সেইখানে চলে যাব। গুগল ক্রোম এর মাধ্যমে লগইন করে মেটা বিজনেস প্রবেশ করতে পারবেন। অথবা মেয়েটা বিজনেস সুইট এসটির মাধ্যমে প্রবেশ করতে পারবে। গুগল ক্রোম ব্রাউজার এর মাধ্যমে প্রবেশ করার জন্য সার্চ বারে লিখবেন Facebook Page Meta Business Suit. তাহলে আপনার সামনে চলে আসবে। ওয়েবসাইটটিতে ক্লিক করে প্রবেশ করবেন।
২. তারপর Content নামের অপশনটিতে ক্লিক করবেন।
৩. Image আইকনে ক্লিক করে আপনি Collection অপশনটিতে Playlists নামের একটি অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করবেন।
৪. প্লেলিস্ট তৈরি করার জন্য ক্রিয়েট প্লেলিস্ট নামের আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর আপনি যদি রিলসের প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে রিলসের প্লেলিস্ট এ ক্লিক করবেন অথবা আপনি যদি ভিডিও প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে ভিডিও প্লেলিস্টে ক্লিক করবেন।
৫. ক্লিক করার পর টাইটেল এবং ডেসক্রিপশন নামে খালি জায়গা থাকবে। সেখানে আপনার ভিডিও অথবা রিলসের টাইটেল এবং নিচে ডেসক্রিপশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন কবার ইমেজ নামে একটি অপশন আছে। সেখানে আপনি চাইলে একটি কভার ইমেজ দিয়ে দিতে পারেন। এটা পুরোটাই অপশনাল। তবে দিলে ভালো দেখায়। এখন নেক্সট অপশনে ক্লিক করলে আপনার প্লে লিস্টি তৈরি হয়ে যাবে।
একই কাজ আপনি চাইলে কম্পিউটার থেকেও করতে পারবেন। কম্পিউটার থেকে করার জন্য Meta Business Suit এ প্রবেশ করার পর Collection এ গিয়ে Playlist সিলেক্ট করতে হবে। এরপর মোবাইলের মতো করে করতে পারবেন, একই পদ্ধতিত। কম্পিউটারের জন্য কোন আলাদা পদ্ধতি নেই। মোবাইল ফোনে যে পদ্ধতি কম্পিউটার একই পদ্ধতি।
আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক পেজে প্লেলিস্ট তৈরি করতে পারবেন ভিডিও এবং রিলসে এর জন্য। ভিডিও এবং রিলসের জন্য ফেসবুক পেইজে প্লেলিস্ট তৈরি করলে ভিডিওগুলো আকর্ষনীয় হবে এবং দর্শকদের ইন্টারেস্ট বারবে। আপনি যদি একজন ইউটিউবার বা ফেসবুক বা ফ্রিলান্সার হয়ে থাকেন অথবা এখনো একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিলেন্সর হিসেবে হতে চাচ্ছেন তাহলে আপনার অবশ্যই একটি Payoneer account অবশ্যই দরকার। Payoneer account কিভাবে তৈরি করতে হয় তার জন্য ইউটিউবে অনেক ভিডিও পাবেন। সেই ভিডিও গুলো দেখে আপনি করে নিতে পারেন Payoneer account.
আমি আয়শা আক্তার দিপা। প্রথম বর্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।