রিডিউস নামে ফেসবুকে নতুন একটি ফিচার এসেছে। এই ফিচারের মাধ্যমে লো কোয়ালিটি ভিডিও, সেনসিটিভ ভিডিও এবং আনঅরিজিনাল এবং প্রবলেমেটিক্ ভিডিও চাইলেই আপনার নিউজ ফিড থেকে বন্ধ করতে পারবেন। মানে সেসব অযাচিত ভিডিও আপনার নিউজ ফিড দূষিত করতে পারবে না।
নিচের ছবিগুলো ফলো করে ধাপে ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। তবে প্রথমেই হয়তো এসব ক্যাটাগরির সব ভিডিও বন্ধ নাও হতে পারে।
এছাড়া এসব ক্যাটাগরির ভিডিওতে অতিমাত্রায় রিঅ্যাক্ট করলে সেসব ভিডিও ফেসবুক এআই শনাক্ত করতে ব্যর্থ হতে পারে। তাই অবশ্যই এই টাইপের পোস্টগুলোকে Cross বাটনে ক্লিক করে ফেসবুকের Algorithm কে বুঝাতে হবে আপনি এগুলোতে interested নন।
2. সেটিং থেকে News Feed (নিউজ ফিড)
3. নিউজফিডে গেলে Reduce (রিডিউস) নামে নতুন একটি অপশন পাওয়া যাবে। এটাতে ক্লিক করলে কয়েকটি ক্যাটাগরি দেখাবে
4. প্রতিটি ক্যাটাগরি আলাদাভাবে ক্লিক করতে হবে।
5. Reduce More ক্লিক করতে হবে। এবং Ok ক্লিক করে বের হতে হবে।
এভাবেই Low-quality, Unoriginal and Sensitive Content আপনার নিউজ ফিড থেকে বন্ধ করতে পারবেন
আমি কাজী মাহবুবুর রহমান। Founder, Tech Help BD, Cumilla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।