আমি বেশ কিছু দিন আগেই ঘোষণা দিয়েছি যে আমার ধামাকা! চেইন টিউন ‘ফেসবুক Power Hidden ফিচার’ প্রকাশ পেতে যাচ্ছে। আমার এই নতুন চেইন টিউন সিরিজকে আপনারা দারুণ ভাবে স্বাগতম জানিয়েছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।
বর্তমানে ফেসবুক আমাদের জন্য প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। যদিও অনেক ব্যক্তিরা অনেক ভিন্ন ভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে। এগুলোর মধ্যে যেমন, টুইটার, টিক টক এবং ইনস্টাগ্রাম ইত্যাদি। যাইহোক, আমরা হয়তোবা সবাই এসব সোশ্যাল সাইট গুলো সম্পর্কে অবগত। ফেসবুক তাদের কার্যক্রম বা ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য তাদের মোবাইলে অ্যাপস এবং তাদের সাইটে ব্যাপক ফিচার যুক্ত করেছে। এবং সম্ভবত আপনি হয়তোবা এখনো এটি ব্যবহার করছেন।
প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের অংশ হিসেবে আমরা কিন্তু দিনের অনেক সময় ফেসবুকে কাটিয়ে থাকি। আমাদের ফেসবুক ব্যবহার করার অংশ হিসেবে থাকে সারাদিন বিভিন্ন ভিডিও দেখা কিংবা কারো সাথে চ্যাটিং করা। কিন্তু আমরা দিনের বেশিরভাগ সময় ফেসবুকের সময় কাটিয়ে থাকলেও, ফেসবুকের অনেক সেটিং বা ফিচার সম্পর্কে এখনো জানিনা। তো, আপনি কি নিজেকে একজন ফেসবুক এক্সপার্ট বলে মনে করেন?
এমনও হতে পারে যে, এসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর অনেক বিষয় সম্পর্কেই আপনি জানেন, কিন্তু আপনি সম্ভবত সব বিষয়গুলো সম্পর্কে জানেন না। ফেসবুকের এমন এমন কিছু ফিচার রয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন ফেসবুক ব্যবহার করার অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।
তাই, আজকের এই টিউনটিতে আমরা ফেসবুকের এমন কিছু ফিচার নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তোবা আপনি আগে কখনো ব্যবহার করে দেখেননি। তবে, কিছু কিছু ব্যবহারকারী এসব ফিচার গুলোর অধিকাংশই ব্যবহার করে থাকতে পারে। চলুন তবে, ফেসবুকের এরকম কিছু চমৎকার ফিচার দেখে নেয়া যাক।
আজকে শুরু করা যাক 'ফেসবুক Power Hidden ফিচার' চেইন টিউন এর ১ম পর্ব। এই পর্বে আপনাদের পরিচয় করিযে দিব ফেসবুকের সে Inbox Message সম্পর্কে যা আপনি হয়ত জানেন না।
আমরা প্রতিদিন ফেসবুক ব্রাউজিং করার সাথে সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে কোন ব্যক্তির সাথে চ্যাটিং ও করতে পারি। এক্ষেত্রে আমরা ফেসবুকে যেসব ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করি, তাদের সাথে চ্যাটিং করে থাকি এবং সেগুলো ফেসবুক মেসেঞ্জারের লিস্টে দেখা যায়। তবে আপনি যদি কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনি সম্ভবত ফেসবুকের Unread message এর Message requests Folder সম্পর্কে এখনো জানেন না। এই ফোল্ডারে এমন সব ব্যক্তিদের মেসেজগুলো জমা হয়, যাদের সাথে আপনি আগে কখনো চ্যাটিং করেননি এবং তারা আপনার ফ্রেন্ড তালিকাতে ও নেই।
আপনি চাইলে ফেসবুকে কোন একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন না করেও তাকে মেসেজ করতে পারেন। এক্ষেত্রে আপনার পাঠানো সেই মেসেজটি কিন্তু সে সরাসরি ফেসবুক মেসেঞ্জার এর ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেনা। এক্ষেত্রে সেই ব্যক্তিকে আপনার মেসেজটি দেখার জন্য Message requests. ফোল্ডারটি চেক করতে হবে।
একইভাবে ফেসবুক থেকে আপনাকে যদি কোন একজন ব্যক্তি ফ্রেন্ড ছাড়া কোন মেসেজ পাঠিয়ে থাকে, তাহলে সেই মেসেজটি ও আপনার Message requests ফোল্ডারে যুক্ত হবে। এখানে কোন একটি মেসেজ যুক্ত হলে, স্বাভাবিক মেসেজ এর মত আপনি কোন নোটিফিকেশন পাবেন না। তাই, এই মেসেজটি চেক করার জন্য আপনাকে Message Requests অপশনটিতে ভিজিট করতে হবে।
আপনার Unread message মেসেজগুলো চেক করার জন্য যথারীতি ফেসবুক থেকে মেসেঞ্জার আইকনটির উপর ক্লিক করুন এবং তারপর বাম পাশের Three dot অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনি নিচে দেখতে পাবেন Message requests নামের একটি অপশন, এবার আপনি এই অপশনটিতে চলে যান।
এর পরবর্তীতে আপনি একটি পূর্ণাঙ্গ তালিকা পাবেন, যে যেখানে আপনাকে মেসেজ করা ব্যক্তিদের দেখতে পাবেন। এবার আপনি চাইলে সেসব ব্যক্তিদেরকে রিপ্লে করতে পারেন অথবা তাদেরকে ব্লক করে দিতে পারেন। এছাড়াও, এখানে কিছু কিছু ব্যক্তির মেসেজগুলো Spam তালিকাতে ও যুক্ত হতে পারে। আপনি চাইলে সে সব মেসেজগুলো এখান থেকে চেক করতে পারেন। আর আপনি যদি নিজে থেকে কোন একজন ব্যক্তিকে স্প্যাম লিস্টে যুক্ত করে থাকেন, তাহলে সেই ব্যক্তি আপনাকে পরবর্তীতে কোন মেসেজ করলে সেটি Spam list এ যুক্ত হবে এবং আপনি এখান থেকে এসে সেটি দেখতে পাবেন।
যাই হোক, আপনি চাইলে এই মেসেজগুলো আপনার মোবাইলের ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি থেকে ও খুব সহজে ই দেখে নিতে পারেন। এজন্য, আপনার ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করে শুধুমাত্র প্রোফাইল আইকনে ক্লিক করলেই নিচে Message Requests এর অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করে সেসব ব্যক্তিদের রিপ্লে দিতে পারবেন।
আর আপনি যদি ডেক্সটপে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে মেসেঞ্জারে প্রবেশ করে বাম পাশে Requests নামের একটি মেসেজ আইকন দেখতে পাবেন; সেখানে ক্লিক করে ও একই কাজটি করতে পারেন।
আজকের ১ম পর্ব এখানেই শেষ। কেমন লাগছে আমার এই চেইন টিউন? টিউমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আমার টিউন গুলো জোসস বাটনে ক্লিক করে জোসস দিতেও ভুলবেন না। আমার দারুন সব টিউন পেতে টেকটিউনসে ফলো বাটন ক্লিক করে আমাকে ফলো করুন এবং আমাকে টেকটিউনসে ফ্রেন্ড হিসেবে যুক্ত করুন।
দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহাফেজ!
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)