কিভাবে বুঝবেন আপনার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে কিনা, আর হলেই বা কিভাবে রিকভারি করবেন

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।

আজ আমি আপনাদের দেখাবো যে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন এবং যদি হ্যাক হয়ে থাকেন এটা কিভাবে রিকভারি করবেন এই টপিক নিয়েই আজ কথা বলব।

অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় অন্যের ফোন এবং নেট ল্যাপটপে ফেসবুক লগইন করে থাকি,
কিন্তু পরবর্তীতে আমরা সেটা লগ আউট করতে ভুলে যাই,
আর সে ফায়দায় তারা নেয়, অনেক সময় ফ্রেন্ড দের মোবাইলে আমরা ব্রাউজারে গিয়ে আমাদের ফেসবুক আইডি লগইন করি প্রয়োজন শেষে আমরা লগ আউট কিন্তু করে দেই কিন্তু কিছু কিছু ব্রাউজার রয়েছে যেখানে অটোমেটিক্যালি পাসওয়ার্ডটা সেভ করে রাখে। পরবর্তীতে তারা তাদের ব্রাউজার history থেকে চেক করলে কিন্তু তারা লগইন করতে পারবে পাসওয়ার্ড চাই তো আজ আমি দেখাবো যে অন্যের ফোনে আপনি লগইন করবেন তখন আপনি যদি করে দেন বাসে জেলা আপনার পাসওয়ার্ডটা জেনে যায় সে কিন্তু লগইন করতে পারবে।

তাহলে চলুন দেখিয়ে দেই যে কিভাবে আপনার ফেসবুক আইডি হ্যাক হল কি এটা কিভাবে চেক করবেন আর কার কার মোবাইলের লগইন করা আছে এটা কিভাবে দেখবেন এবং আপনি তার ফোন ধরা ছাড়াই আপনি কিভাবে লগ আউট করে দিবেন।

Note:
ওরা অবশ্যই এ পোস্টটি ইগনোর করবেন, আপনার ফেসবুক যদি অন্য কেউ ইউজ করে বা অন্য কারো মোবাইলে লগইন করা থাকে কিন্তু আপনি কিছুই জানতে পারলেন না সে ক্ষেত্রে আপনি এই টপি এর সাহায্যে রিকভারি করতে পারবেন।

তবে আপনাকে ফেসবুক টা ওপেন করতে হবে এরপর ডট আইকনে ক্লিক করে সেটিংস যেতে হবে।

 

 

 

এরপর একটু নিচে স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসার পর দেখতে পারবেন সিকিউরিটি অ্যাড লগ ইন একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।

সিকিউরিটি এন্ড লগ ইন এ ক্লিক করার পর তোদের একটি পেজ ওপেন হবে সেখানে দেখতে পারবেন।
সেখানে দেখতে পারবেন, Where you're logged in?
পাশে see all নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।

 

তারপর দেখতে পারবেন লিস্ট চলে এসেছে, কালকা ডিভাইসে লগইন করা রয়েছে এবং কোন ডিভাইস থেকে কতক্ষণ আগে একটিভ ছিল এই ফেসবুক আইডি এবং কোন ব্রাউজারে লগইন করা রয়েছে সেটাও দেখতে পারবেন।

এখন কথা হল আপনি তো খুঁজে বের করলেন যে কার কার মোবাইলে আপনার এটা লগইন করা হয়েছে কিন্তু এখন কিভাবে আপনি এটা রিকভারি করবেন যেন সে আর ইউজ করতে না পারে আর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না। সাধারণত পাসওয়ার্ড চেঞ্জ করলেই লগইন করা থাকলে লগ আউট হয়ে যায় কিন্তু আজকে আমি দেখাবো যে আপনি আপনার ফোন দিয়ে তাদের ফোন থেকে লগ আউট করে দিবেন যাদের ফোনে আইডি লগইন করা রয়েছে।

 

 

এর জন্য আপনাকে স্ক্রোল করে নিচে আসতে হবে এর পর দেখতে পারবেন logout of all session এইখানে ক্লিক করলেই আপনার আইডির পাসওয়ার্ড চাইবে সেটা দিলেই সবার ফোন থেকেই logout হবে।

টিউন টি কেমন লাগলো অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আল্লাহ হাফেজ

Level 0

আমি রঞ্জু মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

নতুন কিছু পড়ুন নতুন কিছু দেখুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস