মাত্র দুটো সেটিংস অন করলেই আপনার ফেসবুক আইডি কোন হ্যাকার হ্যাক করতে পারবে না

আমাদের একটুখানি অসাবধানতার কারণে মূল্যবান ফেসবুক আইডিটি কিন্তু হারিয়ে বসতে পারি। তবে এর সমাধান অবশ্যই আছে। আর আজ আমি আপনাদেরকে এমন দুটি সেটিং এর কথা বলব যেটা অন করে রাখলে আপনাদের ফেসবুক আইডি কোন হ্যাকার হ্যাক করতে পারবে না।

প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। এবার হোমপেজের ডান পাশে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর স্ক্রল করে নিচের দিকে এসে সেটিংস এন্ড প্রাইভেসি নামের একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন। এবার একটু নিচের দিকে সেটিংস নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করুন। তখন কিছুটা নিচে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড লগইন অপশনটি। এখানে ক্লিক করলে two-factor অথেন্টিকেশন নামের যে অপশনটি পাবেন ক্লিক করুন। এবার তিনটি অপশন দেখতে পাবেন যথাক্রমে অথোরাইজেশন অ্যাপ, টেক্সট মেসেজ এবং সিকিউরিটি KEY।

এবার আপনি যদি অথরাইজেশন অ্যাপ অপশনটি অন করে দেন তবে কেউ যদি আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি হ্যাক করে লগইন করে তবে আপনার এই অ্যাপে একটি মেসেজ আসবে যেখানে বলা হবে আপনি সেই লগইন টি অথরাইজ করবেন কি করবেন না। অর্থাৎ ইয়েস এবং নো অপশন আসবে। তখন আপনি যদি ইয়েস অপশনে ক্লিক করেন তবে হ্যাকার কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে তাই আপনি অবশ্যই তখন নো অপশনে ক্লিক করবেন।

এবার টেস্ট মেসেজ অপশনের কাজ বলি। হ্যাকার যদি আপনার একাউন্টে লগইন করার চেষ্টা করে তখন আপনার সিমে যেটা ফেসবুক একাউন্টে এড আছে সেটাতে একটি এসএমএস আসবে আর যেখানে একটি কোড থাকবে। এই কোডটি যদি আপনি হ্যাকারকে না দেন তবে কখনোই সে আপনার একাউন্টে লগইন করতে পারবে না।

এভাবে এই দুইটা সেটিংস অন করে রাখলে কোন হ্যাকারই আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। তাছাড়া আপনার পাসওয়ার্ডও যেন বের করতে না পারে সেজন্য পাসওয়ার্ডে যথাক্রমে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং প্রতীক চিহ্ন রাখুন।

Level 0

আমি শেখ মোঃ সাইফুল্লাহ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুলনা থেকে শেখ মোঃ সাইফুল্লাহ বলছি । বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি নতুন। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস