আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগে আলোচনা করব কিভাবে ফেসবুক প্রোফাইল বা আইডি থেকে ইনকাম করা যাবে। আমরা সবাই খেয়াল করলে দেখতে পারবেন ফেসবুকে কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন গুলোর মধ্যে একটি হলো ফেসবুক প্রোফাইলের আপডেট। আর ফেসবুক প্রোফাইলের এই আপডেট টা কে বলা হচ্ছে প্রোফাইল প্রফেশনাল মুড। আপনি যদি আপনার প্রোফাইলের প্রফেশনাল মুডটি অন করেন তাহলে আপনি এই প্রফেশনাল মুডের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করার একটি সুযোগ পাবেন।
আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হল আপনার ফেসবুক প্রোফাইল কে প্রফেশনাল প্রোফাইল মুডে কনভার্ট করা। সেজন্য আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই ফেসবুক কর্তৃক একটি নোটিফিকেশন দেওয়া হবে, এটা সবাইকে দেওয়া হচ্ছে না বা সবার আইডিতে এই প্রফেশনাল মুডের অপশন টি আসছে না। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই সবার ফেসবুক আইডিতে এই নোটিফিকেশন টা যাবে। যাদের ফেসবুক আইডিতে নোটিফিকেশন দেয়া হয়েছে শুধু তাদের আইডি কে প্রফেশনাল মুডে পরিবর্তন করা সম্ভব। ফেসবুক আইডিকে প্রফেশনাল মুডে পরিবর্তন করার জন্য আপনার সেটিংস এ গিয়ে প্রফেশনাল মুড অন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর পর যদি আপনার রিকোয়েস্টটি ফেসবুক কর্তৃপক্ষ গ্রহন করে তারপরেই মুলত আপনার আইডি টি সফল ভাবে প্রফেশনাল হবে।
যখন আপনার ফেসবুক আইডিটি একটি প্রফেশনাল আইডি তে পরিণত হবে তখন এটি একটি পেজ এর মত পাবলিকের সামনে শো হবে। অর্থাৎ এখন আমরা যেমন অন্য ফেসবুক পেজ গুলো দেখে থাকি ঠিক তেমনই ভাবে আমাদের পার্সোনাল আইডি গুলো পেজ আকারে দেখাবে। আর প্রফেশনাল মুডে পরিবর্তন হবার পর আপনি রিলস বানিয়ে ইনকাম করতে পারবেন। ইদানিং আপনি ফেসবুকে একটু খেয়াল করলে হয়ত দেখতে পারবেন বেশ কিছু ছোট ভিডিও দেখা যায়, যেগুলো ১ মিনিট বা তার কম সময়ের হয়ে থাকে। এই ভিডিও গুলোকেই মুলত ফেসবুক রিলস ভিডিও বলা হচ্ছে। সাধারনত এমন টাইপের রিলস ভিডিও আমরা টিক টক, ইন্সটাগ্রাম বা ইউটিউবে দেখে থাকি। মূলত ফেসবুকে এসব রিল ভিডিও থেকেই ইনকাম করা যাবে। বলা যেতে পারে যারা টিকটকে বা লাইকিতে ভিডিও বানাতে পছন্দ করেন তাদের জন্য এটা বেশ ভালো একটা সুযোগ। ফেসবুক রিল থেকে আপনি দুই ভাবে আয় করতে পারবেন, একটি হলো রিল বোনাস আর অন্যটি হলো এড সেন্স। কিন্তু বর্তমানে শুধু রিল বোনাস থেকে আয় করার সুযোগ রয়েছে কারন এড সেন্স অপশনটি সব দেশের জন্য এখনো উন্মুক্ত করা হয় নি।
এবার বলব কিভাবে ফেসবুক রিলস থেকে ইনকাম করা যাবে সে বিষয়ে। আপনি জানলে অবাক হবেন ফেসবুক থেকে জানানো হয়েছে শুধুমাত্র ফেসবুক রিলস বানিয়ে প্রতি মাসে প্রায় ৩৫০০০ ইউ এস ডলার আয় করতে পারবেন। রিলস থেকে ইনকামের জন্য আপনাকে ফেসবুক প্রফেশনাল আইডি থেকে বোনাস প্রোগ্রামের জন্য সাইন ইন করতে হবে বা একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। আর সেজন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্তটি হলো আপনার প্রোফাইলে অবশ্যই ৫ টি রিলস ভিডিও থাকতে হবে, দ্বিতীয় শর্ত হলো আপনার দেয়া রিলস ভিডিও থেকে ৬০ দিনে ৬ লক্ষ ভিউ পেতে হবে এবং ৬০০০০ ওয়াচ টাইম থাকতে হবে। যদি আপনার একাউন্টটি এই নিয়ম অনুযায়ী ভিডিও থাকে তাহলে আপনি রিলস বোনাসের আওতায় চলে আসবেন।
অনেকের একটি কমন প্রশ্ন থাকে কিভাবে পেমেন্ট পাব? মুলত ফেসবুক পেজে যেমন ভাবে পেমেন্ট দেওয়া হয়ে থাকে একই ভাবে ফেসবুক প্রফাইলেও পেমেন্ট দেয়া হবে। তারজন্য আপনার ব্যাংক ডিটেইলস সহ ফেসবুক অথোরিটিকে রিকোয়েস্ট পাঠাতে হবে কিন্তু মনে রাখবেন যদি আপনার একাউন্টটি উপরের শর্ত অনুযায়ী এলিজিবল না হয় তাহলে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না।
আশা করছি আজকের আর্টিকেলটি সবার ভালো লাগবে। যারা ফেসবুক আইডি থেকে আয় করতে চান তাদের জন্য ফেসবুক বেশ ভালো একটা সুযোগ করে দিয়েছে। যদিও সবাই এই সুযোগ পাচ্ছেনা তবে ধারনা করা হচ্ছে খুব দ্রুত সবাইকে এই প্রফেশনাল মুড টি এনাবেল করার সুযোগ দেয়া হবে।
আমি রফিক মেহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।