ফেসবুক থেকে লাখ টাকা আয় করার উপায়

ফেসবুক থেকে আয় করতে চান।  তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযগ মাধ্যম ফেসবুক।  বর্তমানে তরুন -তরুনীরা ফেসবুক থেকে মাসে লাখ টাকা আয় করছে।  ফেসবুক থেকে আয় করতে হলে আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে। পেজ ছাড়া ফেসবুক থেকে আয় করতে পারবেন না। পেজ তৈরী করে পেজে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার পেজটি মনিটাইজেশন করাতে হবে। মনিটাইজেশন করে এডের মাধ্যমে আপনি আয় করতে পারবেন।  তবে আপনাকে মনিটাইজেশন করার জন্য ফেসবুকের কিছু শর্ত পালন করতে হবে। ফেসবুক পেজটি মনিটাইজেশন করার জন্য আপনার পেজ টি তে ১০হাজার ফলোয়ার থাকতে হবে।  আপনার পেজের ভিডিও গুলোতে ৬লাখ ভিউ ওয়াচটাইম থাকতে হবে এবং কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না। অর্থাৎ অন্যের ভিডিও আপনার পেজে আপলোড করা যাবে না এবং আপনার পেজ ফেসবুকের কোনো নিয়ম ভঙ্গ করতে পারবে না।  আপনার পেজ ফেসবুকের কমিউনিটি গাউডলাইন অমান্য করলে আপনার পেজে পলিসি ইস্যু আসবে৷ পেজে পলিসি ইস্যু থাকলে মনিটাইজেশন করাতে পারবেন না। এই নিয়ম গুলো পালন করলে আপনার পেজ মনিটাইজেশন করাতে পারবেন।

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায়।

নিয়মিত টিউন করতে হবে

পেজে ফলোয়ার বাড়ানোর জন্য নিয়মিত টিউন করতে হবে।  নিয়মিত টিউন করলে ফেসবুক অ্যালগরিদম আপনার পেজটিকে মানুষের কাছে রিচ করাবে। পেজের ফলোয়ার বাড়াতে হলে পেজের রিচ বাড়াতে হবে।  এতে মানুষের কাছে আপনার পেজটি রিচ হলে বেশি ফলোয়ার আসবে।

আকর্ষনীয় কন্টেন্ট টিউন করা

ফেসবুক পেজে এমন টিউন করা যাবে না যেগুলো মানুষ পছন্দ করে না। এমন ভিডিও বা কন্টেন্ট দিতে হবে যেগুলো মানুষের কাছে আকর্ষনীয় লাগে। মানুষ লাইক, টিউমেন্ট, শেয়ার বেশি বেশি করে। এতে আপনার পেজের রিচও বাড়বে।

শেয়ারিং টিউন

ফেসবুকে এমন ভিডিও টিউন করুন যেগুলো মানুষ বেশি ভিউ করে এবং শেয়ার করে। টিউনে শেয়ার বেশি হলে রিচ বাড়ে।  ভাইরাল কন্টেন্ট ভিডিও টিউন করুন৷ এতে ভিডিও ভিউও বেশি হবে এবং শেয়ারও হবে।

ফেসবুক পেজ বুস্ট করা

পেজ বুস্ট করে আপনার পেজে ফলো বাড়াতে পারেন৷ তবে এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে।  ফেসবুক কে টাকা দিয়ে পেজ বুস্ট করাতে হবে। পেজের সবচেয়ে আকর্ষনীয় কন্টেন্ট কে বুস্ট করুন৷ অনেকে তাদের পেজ কে বুস্ট করে জনপ্রিয় করেছে৷

বিভিন্ন গ্রুপ/পেজে শেয়ার করা

বড় বড় পেজ বা গ্রুপে আপনার টিউন গুলো শেয়ার করুন৷ এতে আপনার পেজে রিচ বাড়বে এবং ফলোয়ার বাড়বে।

উপরোক্ত নিয়ম গুলো পালন করলে আপনার পেজে ফলো বাড়বে এবং পেজ মনিটাইজেশন করাতে পারবেন। আপনার পেজ এক বার জনপ্রিয় হয়ে গেলে মাসে লাখ টাকাও ইনকাম করতে পারবেন।  তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, ভালো ভিডিও টিউন করতে হবে৷ পেজ মনিটাইজেশন করা ছাড়াও আপনি পেজ থেকে অনেক ভাবে ইনকাম করতে পারবেন৷  পেজে ব্রান্ডিং কোম্পানির পন্য প্রমোট করে। এটাকে স্পন্সরড বলে। আপনি তাদের কাছে টাকার বিনিময় পন্য প্রমোট করতে পারবেন।

Level 2

আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস