সুপ্রিয় পাঠকবৃন্দ,
আসসালামু আলাইকুম, আশাকরি আপনারা সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালই আছি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় একটি ফিচার হল ফেস রিকগনিশন সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে কোন ছবি অথবা ভিডিও থেকে ব্যক্তি কে শনাক্ত করে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ছবি অথবা ভিডিওতে থাকা ব্যক্তি কে ট্যাগ করা হয়।
১০ বছর আগে এই ফিচারটি চালু করা হয়েছিল। ইউজাররা কোনও ছবি বা ভিডিও টিউন করলে ছবিতে যে কোনও মুখকে নিজে থেকেই চিহ্নিত করত ফেসবুক। ফলে অনায়াসেই সেই ইউজারকে ট্যাগ করা যেত।
ইউজারদের কাছে ফিচারটি আকর্ষণীয় হলেও সাইবার বিশেষজ্ঞরা এর মন্দ দিকটি তুলে ধরেছেন। এই ফিচারের মাধ্যমে কোনও ইউজারের প্রোফাইলটি খুঁজে পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। ফলে প্রশাসন নানাভাবে একে কাজে লাগাতে পারে। সেই জন্যই এই ফিচারটি নিয়ে একাধিকবার আপত্তি তোলা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এতে অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষা হয় না। ব্যক্তিগত সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই শেষমেশ ফেস রিকগনিশন সিস্টেম অপশনটি বন্ধ করার সিদ্ধান্ত নিল ফেসবুক।
এর ফলে আগামীতে স্বয়ংক্রিয়ভাবে ছবি বা ভিডিওতে ট্যাগিং অপশন আর আসবে না, এটি করা যাবে ম্যানুয়ালি।
নতুন পদক্ষেপ বাস্তবায়নে ১০০ কোটির বেশি মানুষের ‘ফেসিয়াল রিকগনিশন টেমপ্লেট’ মুছে ফেলার ঘোষণাও দিয়েছে ফেসবুক।
জনপ্রিয় প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষা নিয়ে ওঠা গুরুতর উদ্বেগের মধ্যেই এ ঘোষণা দেয়া হলো। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন ও ফেসবুকের ব্লগে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) ফেসবুক কর্তৃপক্ষের নতুন নাম মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি এক ব্লগ টিউনে লিখেছেন, প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ক্রমবর্ধমান সামাজিক উদ্বেগের কারনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, সমাজে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সম্পর্কে অনেকের উদ্বেগ রয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাদেরও এর ব্যবহার নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এই চলমান অনিশ্চয়তার মধ্যে আমরা মনে করছি, ফেসিয়াল রিকগনিশনের ব্যবহারকে সীমাবদ্ধ রাখাই যুক্তিযুক্ত।
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ফেসবুকে কোনো ছবি টিউন করলে সেই ছবিতে থাকা মানুষের চেহারা স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হয়ে যায়। ফেসবুকে টিউন করা পুরাতন ছবিতে মানুষের চেহারা থাকলে তারা প্রযুক্তির মাধ্যমে সেই ডাটা সংগ্রহে রাখতো। পরে ব্যবহারকারীরা কোনো ছবি টিউন দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হয়ে যেতো। যদিও ২০১৯ সালে এটি নিয়ে অনেক সমালোচনা হওয়ার পর তা ম্যানুয়ালি বন্ধ করার ব্যবস্থা নেয় ফেসবুক। তখন কোনো ব্যবহারকারী এটি ব্যবহার না করলে ফিচারটি বন্ধ রাখতে পারতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটা পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে সংস্থাটি।
বন্ধুরা ফেসবুকের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!
আমি মোঃ মোজাহেদুল ইসলাম মিয়া। মাস্টার ইলেকট্রিশিয়ান, হোভার ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি স্পষ্টভাবে নিখুঁত নই, তবে সীমিত সংস্করন।