ফেসবুক লাইক কিনতে চান? ফেসবুকের পেজ লাইক কিনলে কোন ঝুকি আছে?

আছছালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। ইদানিং দেখছি প্রায় প্রতি ফেসবুক ইউজারই নিজের পেজ ও খুলতেছেন। কেউ নিজের বিজসনস গ্রো করার জন্য আবার কেউ নিজের ফ্যান ফলোয়ার বাড়িয়ে সমাজে নিজেকে আলাদা প্রমান করার জন্য।

যাই হোক আমি যতদুর জানি ফেসবুক পেল এর লাইক সত্তিই কেনা যায়। আমার নিজেরে ও পেজ এ আমি কিনেছিলাম কোন প্রবলেম হয়নি। আসলে পেজে যদি আগে থেকে কয়েক হাজার লাইক না থাকে কেমন যেন বিস্বাষ থাকে না পেজটির প্রতি। যদি দেখা যাচ্ছে আগে থেকে কয়েক হাজার লাই বিদ্যমান তখন ১ টা আস্থা আসে পেজরে প্রতি নাহলে ক্যাম্পীইন করা লাগে যা ব্যায়বহুল। আর এটাতে নিশ্চয়তা থাকে না যে আমি আমার কাঙ্খিত লাইক বা ফলোয়ার পেজে পাব কিনা?

আমিও এই ধারনার বসবর্তী হয়ে এখান থেকে আমার ফেসবুক পেজের লাইক ও এখঅন থেকে আমার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার খরিদ করেছিলাম। এনার সার্ভিস ভাল যতদুর যানি। এই ব্যক্তি দারাজেও সেল করেন।

আপনাদেরও সাজেস্ট করলাম ওনার পেজের নামটি। কথা বলে দেখতে পারেন যদি প্রয়োজন হয়।

আপনি ফেসবুকে 🎓 👉 (smm prozsaif) 🎓🎓 লিখে সার্স করুন পেজ পাবেন (মাইকের লোগো আছে) ওখানে ইনবক্সে কথা বইলেন।

 

Level 1

আমি মো আলিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস