ফেসবুক পেইজে ইনকাম সম্পর্কে সঠিক তথ্য

বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালোই আছেন। তো আজকের টিউনে আমি আবার অনলাইনে টাকা ইনকামের আরো একটি  গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো। আজকে আমি আলোচনা করবো ফেসবুক দিয়ে ইনকামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।

ফেসবুক সম্পর্কে জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া প্রায়ই অসম্ভব। আপনারা তো জানেন ফেসবুক বর্তমানে পৃথিবীতে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। পৃথিবীতে প্রায় ১৮৬ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে।

বর্তমানে ছোট বড় প্রায় সকলেরই ফেসবুক অ্যাকাউন্ট থাকে। কিন্তু বর্তমানে ইউটিউবের মতো ফেসবুক দিয়েও টাকা ইনকাম করা যায়। অনেকে হয়তো ভাবছেন ফেসবুক দিয়ে আবার কিভাবে ইনকাম করা যায়।

আসলে ইউটিউবে যেমন একটি চ‌্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে ইনকাম করতে হয়। ঠিক তেমনি ভাবে ফেসবুকে পেইজ তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তবে ইউটিউবে যেমন কিছু নিয়ম-কানুন মেনে কাজ করতে হয়। ফেসবুকেও ঠিক তেমনটাই।

১. ফেসবুক থেকে ইনকাম করার মাধ্যম:-

ফেসবুকে সাধারণত দুই ভাবে ইনকাম করা যায়। একটি হলো ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে। আর অন্যটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রোডাক্ট সেল করে। এছাড়া আপনার যদি কোনো ছোট-খাট ব্যাবসা থাকে সেটিকেও এই পেইজের মাধ্যমে প্রচার করতে পারবেন।

যেহেতু ফেসবুক যোগাযোগের খুবই বড় একটি মাধ্যম। তাই এখানে প্রোডাক্ট সেল বা ভিডিও আপলোড করলে সেটি দ্রুত মানুষের কাছে পৌঁছায়। তবে ফেসবুক যোগাযোগের খুবই বড় মাধ্যম হওয়ায় এখানে প্রতিযোগিতাও খুব বেশি। তাই এখানে সফলতা অর্জন করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।

২. ফেসবুক পেইজ তৈরি:-

ফেসবুকে আপনি যেভাবেই ইনকাম করুন না কেন। এখানে সর্বপ্রথম আপনাকে একটি পেইজ তৈরি করতে হবে। ইউটিউবে যেভাবে একটি চ্যানেল তৈরি করেন ঠিক একই ভাবে ফেসবুকে পেইজ তৈরি করতে হবে।

প্রথমে পেইজের নাম দিতে হবে। এরপর একটি লোগো এবং একটি ব্যানার দিতে হবে। একটি সুন্দর ডেস্ক্রিপশন দিতে হবে। ফেসবুক পেইজটি অবশ্যই এসইও করতে হবে। নাহলে আপনার ফেসবুক পেইজটি ফেসবুকের সার্চ লিস্টে আগে আসবে না।

৩. পেইজে ভিডিও আপলোড করে ইনকাম করা:-

আপনি যদি ফেসবুকে ইউটিউব এর মাধ্যমে ইনকাম করতে চান। তাহলে পেইজে ভিডিও আপলোড করতে হবে। আপনি ফেসবুক পেইজটি যে বিষয়ের ওপর তৈরি করেছেন সেই বিষয়ের ভিডিও আপলোড করতে হবে।

ভিডিওতে একটি আকর্ষণীয় থাম্বনেইল দিতে হবে। এছাড়া একটি ডেস্ক্রিপশন এবং আকর্ষণীয় একটি টাইটেল দিতে হবে। কিন্তু টাইটেল দেওয়ার আগে সেটি ভালো করে রিসার্চ করতে হবে।

৪. পেইজের জন্য অ্যাডস্যান্স অ্যাপ্লাই:-

ইউটিউব এর মতো ফেসবুকেও ইনকাম হয় অ্যাডের মাধ্যমে। তাই আপনাকে আপনার পেইজের জন্য গুগল অ্যাডস্যান্সের কাছে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এর আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো :

  • ফেসবুক পেইজে ১০, ০০০ ফলোয়ার থাকতে হবে।

  • ৬০ দিনে ৬, ০০, ০০০ মিনিট ওয়াচ টাইম হতে হবে।

  • প্রতিটি ভিডিও সর্বনিম্ন ৩ মিনিটের হতে হবে।

  • পেইজে ৫ টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে।

  • ফেসবুক স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে হবে।

  • ফেসবুক কপিরাইট পলিসি মেনে চলতে হবে।

এসব শর্ত পূরণ হলে আপনি অ্যাডস্যান্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাডস্যান্স অ্যাপ্রুভ হলে আপনার ভিডিওতে অ্যাড দেখানো হবে এবং আপনার ইনকাম শুরু হবে।

৫. পেইজে অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রোডাক্ট সেল করা:-

একটি ফেসবুক পেইজে যেমন আপনি ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তেমনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন। এখানে আপনি নিজের অথবা অন্যের যেকোনো প্রোডাক্ট সেল করতে পারেন।

এর জন্য আপনাকে এখানে যে জিনিসটি বিক্রি করবেন তার সম্পর্কে কিছু তথ্য এবং একটি ছবি দিতে হবে। আপনার সাথে যোগাযোগের জন্য আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখতে পারেন। এভাবে ফেসবুক এর মাধ্যমে আপনি যেকোনো প্রোডাক্ট সেল করেও ইনকাম করতে পারেন।

শেষ কথা:-

টিউনটি পড়ে হয়তো আপনি ফেসবুক দিয়ে ইনকাম সম্পর্কে কিছু হলেও জানতে পেরেছেন। আশাকরি এতে আপনার কিছু উপহার হয়েছে। টিউনে একটি জোসস করুন এবং টিউনটি কেমন লাগলো টিউনমেন্ট করুন। এর ফলে আরো ভালো টিউন করতে উত্সাহ পাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

Level 2

আমি সৌরভ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস