Delete হয়ে যাওয়া ফেসবুক গ্রুপ কে পুনরায় ফিরিয়ে আনবেন যেভাবে

Level 4
ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ

আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। কারণ টেকটিউনসের সাথে থাকলে সবাই ভালো থাকে। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম আমার আরও একটি নতুন টিউন। আজকের টিউনের টাইটেল এবং থাম্বনেল খেই হয়তো বুঝে গেছেন আজকের টিউনটি কি সম্পর্ক হতে চলেছে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক গ্রুপ আবার ফিরে আনবেন। আপনারা অনেকে এরকম আছেন যে আপনাদের নিজস্ব ফেসবুক গ্রুপ রয়েছে এবং কোন কারণে সিটি ডিজেবল হয়ে গেছে কিংবা ফেসবুক গ্রুপ থেকে ডিলিট করে দিয়েছে এখন আপনি কিভাবে আপনার ওই গ্রুপটি ফিরিয়ে আনবেন তখন তার সমাধান পেতে হলে আপনাকে আমারে পুরোটাই পড়তে হবে অবশ্য উপকৃত হবেন। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না চলুন শুরু করা যাক।

আপনাদের ফেসবুক গ্রুপ ডিলেট হয়ে গেছে এর কারণ আপনার হয়তো ফেসবুকের নিয়ম নীতি ভঙ্গ করেছেন কিংবা আপনার ফেসবুক গ্রুপ টি অনেকদিন পরে থেকে অকেজো হয়ে গেছে এবং পরবর্তীতে ফেসবুক আপনার এই গ্রুপটিকে ডিলিট করে দিয়েছে। এখন আপনার ওই গ্রুপে অনেক মেম্বার রয়েছে কিংবা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সেগুলো কে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গ্রুপ থেকে ফিরিয়ে আনার প্রয়োজন হবে। এর জন্য আমি আজকে এই টিউন টি করছি। এটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপ  পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। এর জন্য আমার নিজের প্রক্রিয়া গুলো ভালো করে বসে থাকুন।

ফেসবুক গ্রুপ কে ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়া

১. প্রথমত আপনি এই লিংকে ক্লিক করেন।

২. তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজ থেকে আপনি ফেসবুক কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনি ওই লিংকে ক্লিক করার পর যে পেজটি পাবেন সেখানে আপনি কিছু ইনফরমেশন যোগ করবেন। যেমন ধরুন আপনার গ্রুপের নাম কি ছিল প্রথমত সেটি লিখবেন।

৩. তারপরের বক্সে লিখবেন আপনার গ্রুপের ইউ আর এল অর্থাৎ আপনার গ্রুপের লিংক।

৪. তারপরের বক্সে আপনি ফেসবুকের কাছে আপনার আবেদনটি লিখবেন। তবে এই আবেদনটি আপনাকে লিখতে হবে ইংরেজিতে। যদি না পারেন তাহলে অবশ্যই নিচের উদাহরণ টুকু দেখেন। যদি তাও না পারেন তাহলে এটি কবে করে সেখানে বসিয়ে দিন এবং প্রয়োজনমতো এডিটিং করে নিন।

For example:

"Dear Facebook,
My Facebook group has been deleted. When I logged in to Facebook I got the notification.

I want to clearly ensure that my group didn’t violate any terms of Facebook And in terms of supporting terrorism(reason for the group has been deleted) I ensure that we didn’t post anything related terrorism.

Please fix the bug/loophole as soon as possible and recover my group back to me.

Thanks, Your Name Hereʼʼ

৫. আপনার গ্রুপ ওপেন করার সময় আপনি কোন লেখা টি দেখতে পাচ্ছেন সেটের একটি স্ক্রিনশট নিয়ে তারপর এর বক্সে দিয়ে দিবেন।

৬. তারপর এই সব কিছু করা হয়ে গেলে আপনি সেন্ড বাটনে ক্লিক করে সেটি সেন্ড করে দেবেন।

এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। ফেসবুক কর্তৃপক্ষ তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার আবেদনটি রিভিউ করে আপনাকে তার ফলাফল দিয়ে দেবে।

তো বন্ধুরা এই ছিল আজকের টিউন। যদি পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে টিউমেন্ট করবেন। আমি আমার ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।

Level 4

আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নির্দেশনা [০১]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলের ইমেজটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর ইমেজ যোগ করা হয়েছে।

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি কোন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ হতে পারবেনা। অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া যাবে না। ইমেজের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট ছাড়া যেকোনো ডার্ক অথবা গ্রেডিয়েন্ট আছে এমন ইমেজ হতে পারবে কিন্তু কোনোভাবেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর কোন ইমেজ দিয়ে টেমপ্লেটে যোগ করা যাবে না।

করণীয়:

সংশোধন করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

নির্দেশনা [০২]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজ হিসেবে, (গুগল ইমেইজে সার্চ করে) কপিরাইটেড ইমেইজ যোগ করা হয়েছে। টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজ হিসেবে কোন ধরনের কপিরাইটেড ইমেইজ যোগ করা যায় না।

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলের ইমেজ, ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, গাইডলাইনে উল্লেখিত সোর্স থেকে সংগ্রহ করা, কপিরাইটেড মুক্ত, টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় হতে হয়।

করণীয়:

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলের ইমেজ, ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, গাইডলাইনে উল্লেখিত সোর্স থেকে সংগ্রহ করে, কপিরাইটেড মুক্ত, টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় ইমেইজ যোগ করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আপনারা আমাকে যে টেমপ্লেটটা অ্যাসাইন করেছিলেন সেটি তো আবার বাদ হয়ে গেছে অর্থাৎ আমি সেটাতে আর ঢুকতে পারছি না তাহলে কিভাবে আমি আবার ঠিক করব

    আপডেট করেছি আবার রিভিউ করেন

নির্দেশনা [০৩]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজটি টিউনের সাথে মানানসই/আকর্ষণীয় হয়নি।

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি টিউনের সাথে অবশ্যই প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় হতে হয়।

করণীয়:

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলে, টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় ইমেইজ যোগ করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

নির্দেশনা [০৪]

প্রিয় টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:
টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজ হিসেবে, (গুগল ইমেইজে সার্চ করে) কপিরাইটেড ইমেইজ যোগ করা হয়েছে। টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজ হিসেবে কোন ধরনের কপিরাইটেড ইমেইজ যোগ করা যায় না।

আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলের ইমেজ, ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, গাইডলাইনে উল্লেখিত সোর্স থেকে সংগ্রহ করা, কপিরাইটেড মুক্ত, টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় হতে হয়।

করণীয়:
আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলের ইমেজ, ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, গাইডলাইনে উল্লেখিত সোর্স থেকে সংগ্রহ করে, কপিরাইটেড মুক্ত, টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় ইমেইজ যোগ করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।