দূর থেকে লগআউট করুন অন্যের পিসি বা মোবাইলে লগইন করা আপনার ফেসবুক আইডি

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

মনে করুন, আপনি কোন সাইবার ক্যাফেতে বা অন্যের কম্পিউটারে আপনার ফেসবুক আইডি লগইন করে কাজ করছেন। হঠ্যাৎ করে বিদ্যুৎ চলে গেল। আপনি আপনার ফেসবুক আইডিকে লগআউট দিতে পারেন নাই। অথবা আপনি বিদ্যুৎ থাকলেও লগআউট করতে ভুলে গেছেন। বাড়িতে আসার পর মনে পড়লো যে আপনার ফেসবুক আইডি লগ আউট করতে ভুলে গেছেন। তখন কি করবেন? আবার ঐ কম্পিউটটারে যাওয়াও সম্ভব না। কিন্তু ওখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগআউট না করলে আপনার যে কোন ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। প্রয়োজন এই মুহুর্ত্যেই ঐ কম্পিউটার থেকে আপনার ফেসবুক আইডিটি লগআউট করা। আজকের টিউনে এই বিষয়েই কথা হবে। বলবো কিভাবে ঐ কম্পিউটারে না গিয়েই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে আপনার ফেসবুক আইডিটিকে লগআউট দিবেন। নিচের ভিডিওতে এই কাজটি করে দেখানো হয়েছে। দেখলেই বুঝতে পারবেন। এখন দরকার না হলেও দেখে রাখুন। নিশ্চই কোন সময় কাজে আসবে।

নিচের ভিডিওটি দেখুন।

https://www.youtube.com/watch?v=87YGS9AUsJI

ফেসবুক সুরক্ষিত রাখতে চালু করুন টু স্টেপ ভেরিফিকেসনঃ https://www.youtube.com/watch?v=o4fnYOiPlgY

স্মার্টফোনের নিরাপত্তা বিষয়ক ১০ টিপসঃ https://www.youtube.com/watch?v=SYM6aiPyzJ8

 

ধন্যবাদ।

Level 3

আমি মোঃ রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার, গ্রাফিক্স, ওয়েব, এ্যাপস ডিজাইনার ও ডেভলপার, লেখক,অভিনেতা ও পরিচালক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস