আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন? আমি নিশ্চিত আপনারা সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা আপনাদের আরেকটু ভালো রাখার জন্য চলে এসেছি আপনাদের সামনে মজার একটি টপিক নিয়ে। চলুন জেনে নেই টপিক কোন বিষয় নিয়ে।
বন্ধুরা আপনার হাতে নিশ্চয় কোন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে।
আর আমি নিশ্চিত আপনার হাতে যদি কোন অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে তাহলে আপনি ফেসবুক ব্যবহার করেন।
আজকাল অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর সে ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষ পৃথিবীতে অনেক কম দেখা যায়। এখন কথা হলো ফেসবুকের মেসেঞ্জারে আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ড অনেকের সাথে কথা বলে থাকি। কিন্তু আমরা অনেক সময় একটা বিপদে পড়ে যাই, বুঝতে পারিনা আমরা যার সাথে চ্যাট করছি সে মেয়ে নাকি কোন ছেলে মানুষ। অনেক সময় দেখা যায় প্রোফাইলে যদি একটা মেয়ের ছবি থাকে, এবং নামটা যদি কোন মেয়ের নামে থাকে তাহলে আবেগে প্রেমে পড়ে যান। আর আপনি চ্যাট করার জন্য চেষ্টা করেন। আবার অনেক সময় প্রোফাইলে সুদর্শন কোন যুবকের ছবি থাকে এবং আপনি তার সাথে চ্যাট করার চেষ্টা করেন। আর এই জন্য আজকের টিউন খুব স্পেশাল। হতে পারে আজকের এই টিউনের জন্য আপনার জীবন রক্ষা হতে পারে।
বন্ধুরা চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
প্রথমে আমি বলব মেসেঞ্জার, WhatsApp, ইমু প্রসেস কিন্তু একি।
তবে WhatsApp ইমু থেকে একটু আলাদা আর নাম্বার ছাড়া এড হওয়া যায়না, মেসেঞ্জার তার থেকে ভিন্ন শুধু ফেসবুকে এড হলেই আপনি যেকোনো মানুষের সাথে মেসেঞ্জারে কথা বলতে পারবেন। বন্ধুরা এখন কথা হলো আপনি ফেসবুকে মিষ্টি একটি মেয়ের ছবি দেখে বা সুদর্শন একটি যুবকের ছবি দেখে আবেগে চ্যাট করতে চাচ্ছেন। বন্ধুরা কিন্তু চ্যাট করার সময় আমরা একটা বিপদে পড়ে যাই। আমরা সঠিক বুঝতে পারি না আসলে আমরা মেয়ের সাথে চ্যাট করছি নাকি কোন ছেলের সাথে। আপনাকে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, কারো সাথে বন্ধুত্ব করার আগে চিনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনাকে শুধু ছবি আর ভয়েস দিলেই যে সঠিক চিনে নিবেন তা কিন্তু না। বর্তমানে এই বড় সমস্যা শুধু মেসেঞ্জারে না ইমু সহ WhatsApp এ ও হচ্ছে। আপনি শুধু সুন্দর একটি মেয়ের ছবি দেখে চ্যাট করেন ও বলেন ভয়েস দেন ভয়েস দিলে নিশ্চিত হবো আপনি ছেলে নাকি মেয়ে। কিন্তু বন্ধুরা এখন ভয়েস কিনা ও যায়। ভয়েস কিনা যায় টাকার মাধ্যমে, আপনি যেই ভয়েস চাইবেন সেই ভয়েস টাকার বিনিময়ে পাবেন। আপনাকে ভয়েস দিয়ে বলতে পারে আপনি বিশ্বাস করছেন না কেন যে আমি মেয়ে। বন্ধুরা এই রকম ধোকায় আপনি পড়বেন না। এখন আপনি বলতে পারেন এই এটাকে চিনার মতো কি কোন সফটওয়্যার নেই। আমি বলব না এরকম কোন সফটওয়্যার নেই। আপনি বুঝতে পারেন একমাত্র ভিডিও কলের মাধ্যমে।
বন্ধুরা এই ছিলো আজকের মতো, সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ থাকুন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই টিউন দেখার ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনের কন্টেন্ট এ বানান ভুল করা হয়েছে।
ভুল বানান গুলো: বেছে যেতে পারে, ভয়েছ, চেলে
এরকম আরও অনেক বানান ভুল রয়েছে।
করণীয়:
টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।
অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।