বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। আমাদের মধ্যে সবাই কিন্তু কম বেশি ফেসবুক ব্যবহার করি। ফেসবুকে গেলে আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপণ চলে আসে। যেগুলোর মধ্যে কোনটি আমাদের দরকার হয় আবার কোনটির দরকার হয় না। তবে এসব বিজ্ঞাপণের মধ্যে সব বিজ্ঞাপণ কিন্তু অপ্রয়োজনীয় নয়।
ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো থেকে আয় করার প্রধান উৎস হচ্ছে বিজ্ঞাপণ। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার প্রচারণার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপণ দিয়ে থাকে। আর সে প্ল্যাটফর্ম গুলো ব্যবহারকারী অনুযায়ী তাদের পছন্দের বিজ্ঞাপনগুলো প্রদর্শন করে। যে কারণে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য ওয়েবসাইটে আমরা আমাদের প্রয়োজনীয় বিজ্ঞাপনগুলি দেখতে পাই।
তবে আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন অনেকে বিজ্ঞাপণ আমাদের হোমপেজে চলে আসে। এসবের মধ্যে কোন বিজ্ঞাপণ আমাদের অপ্রয়োজনীয় হয়। তখন আমরা সেই বিজ্ঞাপনটি কিছুক্ষণ দেখে আবার ফেসবুক ব্রাউজ করতে থাকি। তবে হঠাৎ করেই যদি আপনার মনে হয় যে, সেই বিজ্ঞাপনটি আপনার পরবর্তীতে প্রয়োজন হবে বা এখনি আপনার দরকার তবে আপনি কি করবেন? তখন আপনি স্বভাবতই ব্রাউজারের ওপরের দিকে সেই বিজ্ঞাপনটি খোঁজার জন্য যাবেন। কিন্তু দেখা গেল আপনার ব্রাউজারটি সেসময় রিফ্রেশ নিয়ে নতুন বিজ্ঞাপনগুলো চলে এসেছে। আপনার দেখা সেই বিজ্ঞাপনটি আর হোমপেজে নেই।
তবে আপনার চিন্তার কোন কারণ নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি ফেসবুক ব্রাউজ করার সময় যেসব বিজ্ঞাপণে একটিভ ছিলেন সেগুলো কিভাবে পরবর্তীতে দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আপনি এটি কিভাবে করবেন?
আপনি যেসব বিজ্ঞাপণে একটিভ ছিলেন সেগুলো দেখানোর আগে আপনাকে বলে নেই কোন বিজ্ঞাপনগুলো আপনার অ্যাকটিভিটিতে সেভ হয়ে থাকবে। উদাহরণস্বরূপ, আপনি নিচে একটি ফেসবুকের বিজ্ঞাপণ দেখতে পাচ্ছেন। আপনি যদি এই বিজ্ঞাপণের 'See More' এ ক্লিক করার মাধ্যমে তাদের শর্তগুলো বিস্তারিত পড়েন তবে এটি হবে আপনার ওই বিজ্ঞাপণের অ্যাক্টিভিটি। এছাড়া আপনি যদি নিচের 'Apply Now' যদি ক্লিক করেন সেটিও হবে আপনার অ্যাক্টিভিটি।
১. আপনি যদি বিজ্ঞাপনটি এখান থেকে সেভ করে রাখতে চান, তবে নিচে দেখানো পদ্ধতির মতো উপরের থ্রি ডট এ ক্লিক করুন। যদিও আমি এ পদ্ধতি দেখানোর জন্য আজকের টিউনটি করিনি। কেননা আপনারা সবাই গুরুত্বপূর্ণ ভিডিও কিংবা এড সেভ করে রাখতে পারেন। তবুও যারা এটি পারেননা তাদের জন্য উপকারে আসবে।
গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনটিকে আজীবনের জন্য সেভ করার জন্য আপনি নিচের পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। সর্বশেষ অ্যাড অ্যাক্টিভিটি জানার জন্য আপনি আরো নিচে বিস্তারিত আলোচনা দেখতে পাবেন।
২. বিজ্ঞাপনটিকে সংরক্ষণ করার জন্য আপনি উপরে দেখতে পাবেন Save post নামে একটি লেখা। আপনি সেটির উপর ক্লিক করুন। তারপর এখানে আপনার পূর্ববর্তী কালেকশন গুলো দেখাবে। আপনি যদি নতুন ক্যাটাগরিতে এটি যুক্ত করতে চান তবে উপরের 'New Collection' লেখার উপর ক্লিক করুন।
৩. তারপর আপনি ঠিক এরকম দেখতে পাবেন। উপরে থাকবে 'Collection name'। আপনি এখানে যে নামে প্লে লিস্ট বানাতে চাচ্ছেন সেটা দিয়ে দিন। তারপর নিচে Friend অথবা Only me যেকোনো একটি দিয়ে দিন। আমি এখানে 'Only me' দিয়ে দিচ্ছি। যেটি দেওয়ার ফলে আমার সেভ করা এড গুলো আমার কোন বন্ধু দেখতে পাবে না।
৪. তারপর নিচের 'Create' লেখাতে ক্লিক করে সে ক্যাটাগরি টি সেভ করুন।
এবার আপনার অ্যাড যোগ করার কাজ শেষ। এখন পরবর্তীতে বিজ্ঞাপণ সংরক্ষণ করার জন্য Ad ক্যাটাগরিতে সেভ করে রাখতে পারেন।
অ্যাড অ্যাক্টিভিটি গুলো দেখার জন্য আপনাকে অবশ্যই সেই অ্যাড টিতে ক্লিক করতে হবে। আপনি যদি ফেসবুকে কোনো বিজ্ঞাপণ দেখে সেটি পড়েন, তবেই সে বিজ্ঞাপনটি আপনার 'এড অ্যাকটিভিটি' তে সেভ হয়ে থাকবে। যেটি আপনি নিচে দেখানো পদ্ধতির মাধ্যমে পরবর্তীতে দেখতে পারবেন।
১. এজন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ফেসবুক অফিশিয়াল অ্যাপটিতে। তারপর উপরের মেন্যুবারে ক্লিক করলে আপনি নিচে দেখতে পাবেন 'See More' লেখা। আপনি এখানে ক্লিক করুন।
২. তারপর আপনি এখানেই পেয়ে যাবেন 'Recent Ad Activity'। এবার আপনি এখানে চলে যান।
৩. এবার আপনার সামনে সর্বশেষ অ্যাড অ্যাক্টিভিটি গুলো চলে আসবে। আপনার ক্লিক করা সবগুলো অ্যাড ই আপনি এখানে পেয়ে যাবেন।
তারপর আপনি চাইলে আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপনটিকে এখান থেকে বেছে নিতে পারেন।
৪. এইবার আপনি যদি চান যে আপনি যে সব অ্যাডগুলো প্লে লিস্ট বা collection এ সেভ করে রেখেছেন সেগুলো সমস্ত একসঙ্গে দেখবেন, আপনি চাইলে এটি ও করতে পারেন। এজন্য এখানেই উপরে ডান পাশে দেখতে পাবেন, 'Saved' বলে লেখা। আপনি এখানে ক্লিক করার মাধ্যমে এ যাবৎ কালের সমস্ত সেভ করা অ্যাড গুলো দেখতে পাবেন। আপনাকে বিজ্ঞাপণ খোঁজার জন্য আর Collection চেক করতে হবে না।
৫. উল্লেখ্য যে আপনি একবার যদি ফেসবুক অ্যাপ থেকে মেনুবার এ ক্লিক করে 'See More' থেকে 'Recent Ad Activity' যান, তবে পরবর্তীতে আপনাকে আর See More থেকে Recent Ad Activity তে যেতে হবেনা। আপনি উপরের মেনুবারে ক্লিক করলেই নিচে দেখতে পাবেন Recent Ad Activity। যেখানে ক্লিক করার মাধ্যমে আপনি পরবর্তিতে সর্বশেষে বিজ্ঞাপণের অ্যাক্টিভিটি গুলো দেখতে পাবেন।
বন্ধুরা তবে এই ছিল ফেইসবুক বিজ্ঞাপণের অ্যাক্টিভিটি নিয়ে আজকের টিউন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)