গুগল ম্যাপ এর মাধ্যমে আপনার নিকটস্থ ফেসবুক বন্ধুদের খুঁজে বের করুন খুব সহজেই

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো আজও হাজির হয়েছি ফেসবুকের দারুন একটি ফিচার নিয়ে। আজকে আপনারা দেখবেন কিভাবে আপনার ফেসবুকের নিকটস্থ বন্ধুদের গুগল ম্যাপে খুঁজে বের করবেন।

আপনারা অনেক সময় অনেক জায়গায় ভ্রমণ কিংবা প্রয়োজনে গিয়ে থাকেন। তবে সেসব জায়গায় গিয়ে যদি আপনাদের কোন সমস্যা বা ঝামেলায় পড়তে হয় তবে ব্যাপারটি কেমন হয়। সেই সাথে সেই এলাকায় যদি আপনার পরিচিত কোনো আত্নীয় না থাকে তবে আপনার কিছু করার থাকবে না। কিন্তু সে সমস্যার সমাধান যদি আপনার ফেসবুক বন্ধুদের দিয়ে হয়, তাহলে ব্যাপারটি কেমন হয়? নিশ্চয় বিষয়টি অনেক চমৎকার হবে। তবে প্রশ্ন হলো আপনি কিভাবে আপনার নিকটস্থ ফেসবুক বন্ধুদের খুঁজে বের করবেন?

আপনাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টে হাজার হাজার বন্ধু থাকে। তবে সেসব হাজার হাজার বন্ধুর ভিরে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার নিকটস্থ ফেসবুক বন্ধুদের খুঁজে বের করবেন। তবে চলুন, কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আপনি এটি কিভাবে করবেন।

১. এ জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপটিতে। তারপর অ্যাপ থেকে উপরের মেন্যু বারে ক্লিক করতে হবে।

facebook menu bar

২. এবার আপনি এখানে কিছু সেটিং দেখতে পাচ্ছেন। নিচের ছবির মতো আপনি এখানে পাবেন 'Nearby Friend' নামে একটি লেখা। আপনি এটি কিছুটা উপরে অথবা নিচে পেয়ে যেতে পারেন। তবে আপনি এটি খুঁজে নিয়ে এখানে ক্লিক করুন।

facebook nearby friend

৩. 'Nearby Friend' সেটিং এ চলে আসলে আপনার লোকেশন পারমিশন চাইবে, আপনি এখানে Allow করে দিন।

facebook location permission

৪. এবার আপনি আপনার কাছের বন্ধুদের তালিকা দেখতে পাবেন। এখানে আপনি গুগল ম্যাপে লোকেশন দেখার মতোই বন্ধুদের তালিকা গুলো দেখতে পাবেন। প্রত্যেকটি বন্ধুদের নামের নিচে তাদের অবস্থান সম্বন্ধে দেখতে পাবেন। এছাড়া আপনার এখান থেকে গাড়িতে করে তার বাসায় যেতে কত সময় লাগবে সেটিও দেখতে পাবেন।

facebook nearby friend

৫. এবার আপনি যদি ম্যাপের মাধ্যমে সেই কাছের বন্ধুদের দেখতে চান তবে বন্ধুদের তালিকা গুলোকে নিচের দিকে সোয়াইপ করুন। এবার গুগল ম্যাপে আপনাদের বন্ধুদের প্রোফাইল পিকচার গুলো সব প্রদর্শন করবে। আপনি নিচে যেরকম দেখতে পাচ্ছেন।

facebook nearby friend map

৬. এইবার আপনি যদি আপনার অবস্থান থেকে সেই কাছের বন্ধুদের সাথে কথা বলতে চান, তবে ম্যাপ থেকে সেই বন্ধুর প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। তাহলেই সে বন্ধুটির প্রোফাইল আপনার সামনে প্রদর্শিত হবে। এবার আপনি চাইলে তার সাথে যেকোনো মাধ্যমে কথা বলতে পারেন।

maps friend cantact

তবে এ পদ্ধতিতে আপনি আপনার বন্ধুর সঠিক লোকেশন খুঁজে পাবেন না। কেননা ফেসবুক প্রোফাইল সেটআপ করার সময় সবাই সঠিক তথ্য দেয় না। যে কারণে আপনারা বন্ধুর বাসার সঠিক অ্যাড্রেস খুঁজে পাবেন না। আপনি যদি আপনার সেই বন্ধুর সঠিক এড্রেস পেতে চান তবে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। তবুও আপনি যদি বিপদে পড়েন তবে এ পদ্ধতিতে আপনার কাছের ফেসবুক বন্ধুদের খুঁজে পেতে পারেন।

তো বন্ধুরা এই ছিল ফেসবুকের নিকটস্থ বন্ধুদের খুঁজে পাওয়ার উপায়। টিউনটি কেমন হয়েছে তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। ‌ তবে দেখা হচ্ছে পরবর্তীতে আরো নতুন কোনো টিউন নিয়ে ইনশাআল্লাহ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ!অসাধারণ ট্রিকস! ধন্যবাদ।