ফেসবুক অ্যাপ এর উপরের গ্রুপ, ভিডিও এবং পেজ বারগুলো হাইড বা ডিলিট করবেন যেভাবে

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন। বর্তমানে আমরা কিন্তু সকলেই প্রতিদিন ফেসবুক ব্যবহার করে থাকি। আর এজন্য আমরা অধিকাংশই ব্যবহার করে থাকি ফেসবুক অ্যাপ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাপ এর উপরের শর্টকাট বার রিমুভ বা ডিলিট করবেন।

ফেসবুক অ্যাপ থেকে উপরের শর্টকাট বার রিমুভ করার মাধ্যমে আপনার অ্যাপটি হয়ে উঠতে পারে অন্য সব ব্যবহারকারীর চাইতে আলাদা। এছাড়া আপনার যদি কোন একটি শর্টকার্ট বাটন ভালো না লাগে তবে আপনি এখান থেকে রিমুভ বা হাইড করে নিতে পারেন। তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সেটি কিভাবে করবেন।

১. এ জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপ এ লগইন করতে হবে। এবার আপনি আপনার ফেসবুক অ্যাপ এর ওপরে লক্ষ্য করুন। আপনি এখানে দেখতে পাচ্ছেন home, groups, videos, notifications এবং menu বাটন। আজকে মূলত আমি আপনাদেরকে এসব বাটন hide করার প্রক্রিয়া দেখাবো।

২. এজন্য আপনাকে উপরের মেনুবারে ক্লিক করে setting এ চলে যেতে হবে।

৩. এবার আপনি কিছুটা নিচে চলে আসলে এখানে পেয়ে যাবেন 'Shortcut Bar' সেটিং। আপনি এটির উপর ক্লিক করুন।

৪. এবার আপনাকে শর্টকাট বারগুলো হাইড করার নিচের মত এরকম সেটিং এ নিয়ে আসবে। আপনি এখানে তিনটি বিষয়ে hide করার অপশন পাবেন। সেগুলো হলো, groups, watch এবং pages। এগুলো দ্বিতীয় ইমেজের মত আপনার অ্যাপের ওপরে প্রদর্শিত হয়। আপনি এখান থেকে হোম বাটন এবং নোটিফিকেশন বাটন hide করতে পারবেন না। শুধুমাত্র এ তিনটি বিষয়ই এখান থেকে হাইড করে রাখতে পারবেন।

৫. এইবার আপনি যে অপশনটি এখান থেকে হাইড করবেন সেটি বন্ধ করে দিন। উদাহরণস্বরূপ আমি groups এবং watch বা videos এ দুইটি সেটিং বন্ধ করে দিচ্ছি।

৬. এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক অ্যাপ থেকে এ দুইটি বার হাইড হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনিও করতে পারেন।

৭. আপনি যদি আবার সে গুলো ফিরিয়ে আনতে চান তবে আপনি ওই সেটিং এ গিয়ে এ দুইটি অপশন চালু করে দিন। তবেই আবার এই অপশন গুলো আপনার অ্যাপে প্রদর্শিত হবে।

উল্লেখ্য যে, আপনি পুনরায় এ সেটিং গুলো যদি চালু করে দেন, তবে অ্যাপে ফিরে আসার পর এগুলো দেখতে পাবেন না। এজন্য আপনাকে অ্যাপটি কেটে দিয়ে আবার পুনরায় অ্যাপে প্রবেশ করতে হবে।

বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের ইচ্ছা মত যেকোনো বার হাইড কিংবা যোগ করতে পারেন। আপনার যদি ফেসবুক অ্যাপ এর কোন Bar ভালো না লাগে তবে আপনি এ সেটিং থেকে ঘুরে আসতে পারেন।

তো বন্ধুরা এই ছিল Facebook Bar Hide সম্পর্কে আজকের টিউন। আশা করছি এই টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত টেকটিউনস এর সঙ্গেই থাকুন।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের স্ক্রিনসট এর উপরে ও নিচের অংশ কাটা পড়েছে।

করনীয়:

টিউনের সকল স্ক্রিনসট ঠিক করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।