হ্যালো বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আশাকরি……
ফেসবুক মার্কেটিং করার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে ফেসবুক Ads Manager সর্ম্পকে। কিছুদিন ধরে বিভিন্ন কারনে এডস এক্যাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে। আজকে আলোচনা করব ফেসবুক এডস এক্যাউন্ট ডিজেবল হওয়ার কারন এবং সমাধান নিয়ে।
বর্তমানে অনলাইন মার্কেটিং করার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক মার্কেটিং।
বেশ কিছুদিন ধরে নানান কারনে ফেসবুক এডস এক্যাউন্ট ডিজেবল হচ্ছে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে ডিজেবল হওয়ার কারন এবং এর সমাধান কী?
ফেসবুক এডস এক্যাউন্ট ডিজেবল হওয়ার কারন
সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ফেসবুক বেশ কিছু আপডেট নিয়ে আসে। যেমন: ক্লাসিক মোড পরিবর্তন করে নিয়ে আসে আপডেট মোড। তখন থেকেই শুরু হতে থাকে এক ঝটিকা পরিচ্ছন্ন অভিযান। বিভিন্ন ফেক আইডি ডিজেবল করে দিচ্ছে অথবা রুলস ব্রেক করলেই হারাতে হচ্ছে আইডি।
যেসকল এড টিউন কপি-পেস্ট করে রান করার চেষ্টা করা হয় তা এপ্রুভ কম হবে, হলেও তার রিচ কম হবে।
অগোছালো টিউন যা মানুষকে আর্কষন করে না সেগুলোর রিচ অনেক কম হয় এবং সেলও কম হবে। ফলে এডের খরচ অনেকগুন বেড়ে যাবে।
ফেসবুকের Ad Policies এবং Community Standards না মেনে এড রান করলে এড এক্যাউন্ট ডিজেবল করা হচ্ছে।
তবে অনেক ক্ষেত্রে ফেসবুকের Ad Policies মেনে চলার পরেও ডিজেবল হচ্ছে ও এড রিজেক্ট হচ্ছে। যেহেতু ফেসবুক রোবটের মাধ্যমে এড রিভিউ করে তাই ১০০% নির্ভুল নয়। সেক্ষেত্রে ফেসবুকের সার্পোট বক্সে কথা বলতে হবে।
ফেসবুক এড রান করার জন্য সবচেয়ে ট্রেন্ডিং বিষয় ছিল কুপন। যদিও কুপন ব্যবহার করলে পেজের পলিসি ভায়োলেট হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়।
ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সবথেকে কমন প্রশ্ন হচ্ছে ৫ ডলারে কতটুকু রিচ পাওয়া যায়। ফেসবুকের এলগোরিদম অনুযায়ী এটা নির্ভর করে টিউনের ডিজাইন এবং কন্টেন্ট এর উপর। কন্টেন্ট যত ভালো হবে রিচ এবং এংগেজ ততো বেশি হবে।
ফেসবুক এডস এক্যাউন্ট ডিজেবল হচ্ছে তাহলে করনীয় কি?
করনীয় হচ্ছে, ফেসবুকের সকল রুলস মেনে ভালো মানের টিউন বুস্ট করা। কুপন ব্যবসায়ীদের থেকে দূরে থেকে রিয়েল ডলার দিয়ে এড রান করুন।
নতুন ব্যক্তিদের দিয়ে এড রান করা থেকে বিরত থাকুন। তারপরেও এড একাউন্ড ডিজেবল হলে আপিল করুন। আশাকরি ১৪ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
আশাকরি কিছু একটি ধারনা পেয়েছেন।
আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।