বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। প্রতিদিন ফেসবুক ব্যবহারের সময় আপনাদের অনেক ফলোয়ার এবং বন্ধু তৈরি হয়। আবার কোন সময় এসব ফলোয়ার এবং বন্ধুদের ভালো নাও লাগতে পারে। এজন্য তাদের ফলোয়ার তালিকা থেকে একসঙ্গে ডিলিট করার প্রয়োজন পড়ে। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একসঙ্গে অনেকগুলো ফলোয়ার এবং বন্ধুকে আপনার ফলোয়ার তালিকা থেকে ডিলিট করবেন।
ফেসবুকের ফলোয়ার লিস্ট থেকে ডিলিট করার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপটিতে।
১. এবার ফেসবুক সেটিং থেকে Security and Login এ।
২. এবার নিচে চলে আসার পর দেখতে পাবেন "If you think account was hacked" আপনি এখানে ক্লিক করুন। উল্লেখ্য যে, এখানে hacked লেখা দেখে ভয়ের কিছু নেই। আপনি এখানে নিশ্চিন্তে ক্লিক করতে পারেন।
৩. এরপর এখানে থেকে যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। আমি নিচের " I don't see the right option on this list" সিলেক্ট করলাম। এবার নিচের Continue এ ক্লিক করুন।
৪. এবার "Get Started" এ ক্লিক করুন। তারপর কিছুক্ষণ লোডিং হবে এবং আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে।
৫. এরপর এখানে দেখতে পাবেন "Friends & Followers" এখানে ক্লিক করুন।
৬. এবার আপনাকে আপনার ফলোয়ার ডিলিট করার পেজে নিয়ে আসবে। এখন আপনি যাদেরকে ডিলিট করতে চাচ্ছেন, তাদেরকে টিক চিহ্ন দিয়ে দিন। এবং নিচের "Remove" বাটনে ক্লিক করুন। আমি যেহেতু একজনকে রিমুভ করবো সেজন্য একটিতে টিক দিয়ে রিমুভ বাটনে প্রেস করেছি। সেজন্য আমার "1 friend deleted" দেখাচ্ছে। আপনি যতগুলো ফলোয়ার এবং ফ্রেন্ডকে ডিলিট করতে চান সেটি আপনি করতে পারেন।
উল্লেখ্য যে, এখানে আপনি আপনার সমস্ত ফলোয়ারদের পেয়ে যাবেন এবং এখান থেকে রিমুভ করতে পারবেন। তবে আপনি এখানে আপনার সমস্ত বন্ধুদের নাও পেতে পারেন। আপনি যদি আপনার কোনো বন্ধুকে ডিলিট করতে বন্ধু তালিকা থেকে, তাহলে আপনাকে একেকটি ডিলিট করতে হবে।
১. বন্ধুদের ডিলিট করার জন্য আপনাকে আবার আপনার প্রোফাইলে চলে আসতে হবে। তারপর আপনার বন্ধু তালিকায় চলে যেতে হবে। এবার আপনি যে বন্ধুকে ত্যাগ করবেন তার প্রোফাইলে চলে যেতে হবে।
২. এবার ফ্রেন্ড আইকনে ক্লিক করে নিচের Unfriend এ ক্লিক করুন। তারপর Confirm করে দিলেই সেই বন্ধুটি আপনার বন্ধু তালিকা থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি একটি একটি করে বন্ধুদের ডিলিট করতে পারবেন। তবে ফলোয়ার ডিলিট করার জন্য আপনি উপরের দেখানো পদ্ধতিতে একসঙ্গে অনেকগুলো ফলোয়ারদের ডিলিট করতে পারবেন আপনার ফলোয়ার তালিকা থেকে।
বন্ধুরা এই ছিল ফেসবুকের ফলোয়ার লিস্ট এবং বন্ধু তালিকা একসঙ্গে ডিলিট করার ছোট্ট একটি টিউন। আশা করছি এই টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে টিউনটিতে অবশ্যই জোসস করবেন। টিউনটির কোনো যায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই টিউনমেন্টে জানাবেন। সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
টিউন শেয়ার করে সাবমিট করা হয়নি। টিউন শেয়ার করে সাবমিট করুন।