বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। ফেসবুকে মোবাইল অ্যাপে কোনো পেজের নাম পরিবর্তন করতে গেলে আপনারা দেখতে পান ফেসবুক পেজটির নাম পরিবর্তন হয়না। এছাড়া আপনারা যারা প্রথমবারের মতো কোনো পেজের নাম পরিবর্তন করবেন আজকের টিউনটি তাদের জন্য।
আপনারা যদি ফেসবুক অ্যাপের মাধ্যমে পেজের নাম পরিবর্তন করতে চান তাহলে নিচের মতো দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি অ্যাপ থেকে পেজটির নাম পরিবর্তন করতে পারবেন না।
এবার চলে আসি আপনি কিভাবে আপনি ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন।
১. এজন্য প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজারে চলে যেতে হবে। এক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। ব্রাউজার থেকে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে।
২. ফেসবুকে আসার পর উপরের মেন্যু বারে ক্লিক করতে হবে।
৩. এরপর pages এ ক্লিক করে যে পেজটির নাম পরিবর্তন করবেন সেটিতে ক্লিক করুন।
৪. এরপর আপনার ফেসবুক পেজে নিয়ে আসবে। আপনি এখানে more এ ক্লিক করে Edit Page এ চলে যান।
৫. এরপর Page info তে ক্লিক করুন।
৬. এবার উপরের Name এ ক্লিক করে edit করার অপশনে চলে যান।
৭. এবার আপনি যে নামটি বর্তমানে দিতে চাচ্ছেন সেটি দিয়ে দিন। ফেসবুক পেজটির নাম যদি আপনি বাংলায় লিখেন তবে বাংলাতেই তৈরি হবে, আর যদি ইংরেজীতে লেখেন তবে ইংরেজীতেই প্রদর্শিত হবে। আপনি আপনার ইচ্ছামত এটি এখানে দিয়ে দিন। এরপর নিচের continue এ ক্লিক করুন।
৮. এরপর আপনাকে নিচের মতো এরকম একটি পেজে নিয়ে আসবে। এবার উপরে দেখতে পাবেন পূর্ববর্তী নাম এবং তার নিচে পাবেন নতুন নাম। আমি যেহেতু কোনো নাম পরিবর্তন করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমার পূর্ববর্তী নাম এবং পরের দুটি নামই একই দেখাচ্ছে।
৯. এরপর নিচের Request change এ ক্লিক করলে আপনার নতুন নামটি পরিবর্তন করার অনুরোধ চলে যাবে।
আপনার ফেসবুক পেজটির নাম তিনদিনের মধ্যে রিভিউ করে নামটি পরিবর্তন করে দেওয়া হবে। আপনি আগামী ৭ দিনের মধ্যে আর নাম পরিবর্তন করার অনুরোধ করতে পারবেন না৷ ফেসবুক পেজের নাম পরিবর্তন হতে যদিও তিনদিন লাগে না, এটি তাৎক্ষণিক পরিবর্তন হয়ে যায়। যদি আপনারটি না হয়, তবে চিন্তার কোনো কারণ নেই। আগামী তিনদিনের মধ্যে পেজটির নাম পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।
বন্ধুরা এই ছিল ফেসবুক পেজের নাম পরিবর্তনের ছোট্ট একটি টিউন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)