ফেসবুক কুপন দেওয়ার পদ্ধতি এবং কিভাবে নিবেন। ….
২, ৩ মাসের পুরানো ফেসবুক আইডি। আগে পেজ খোলা ছিলো এমন আইডি ব্যবহার না করা(যদিও এটি সব সময় প্রযোজ্য নয়, কিন্তু অনেক সময় এ সকল আইডি পাওয়া যায় না। আগে কখনো প্রোমোট করা হয়েছে এমন আইডি ব্যবহার না করা। ফ্রেশ এডস ম্যানেজার থাকা।
এগুলো একটু খেয়াল রাখলেই হবে ফেসবুক এডস কুপন পাবার ক্ষেত্রে, তাহলে এবার কিভাবে পাবেন এই কুপন তা আজকের এই নিবন্ধিত ব্লগ টি দেখলে বুঝে যাবেন।
প্রথমেই এই কুপন পেতে একটি ফেসবুক পুরানো আইডি দরকার হবে আপনার।
এর পর যে আইডি তে আপনি কুপন নিতে চান সেই আইডি তে লগিন করুন পাসওয়ার্ড মেইল লিখে।
এবার আইডি তে লগিন করার পর প্রথমে আপনাকে একটি পেজ খোলার প্রয়োজন পরবে।
বিশেষ দ্রষ্টব্যঃ এই কাজ টি করতে হলে আপনাকে পিসি ব্রাউজার বা ডেক্সটপ মুডের সাহায্য নিয়ে করতে হবে তাই যদি আপনি মোবাইলের মাধ্যমে কাজ টি করতে চান তাহলে ক্রম বা পুফিন ব্রাউজার এর সাহায্য নিতে পারেন।
১। এখন লগিন করা আইডি তে Create লেখা অপশন এ ক্লিক করে এক টি পেইজ ওপেন করতে হবে।
২। এখান থেকে পেজে ক্লিক করে একটি পেজ ওপেন করতে যেকোন একটি পছন্দ করে পেজ খুলুন যেকোন নামে।
Get Started এ ক্লিক করে নতুন একটি পেজ খুলে নিন। আমি এখানে ২য় অপশন টি পছন্দ করে একটি পেজ ওপেন করেছি।
৩। আমি এখানে একটি পেজ খুলে নিয়েছি, আপনি একটি পেজ ওপেন করে নিন এবং পেজে এবার কয়েকটি ছবি আপ্লোড করতে হবে যদিও আমি ২ টি ছবি আপ্লোড করেছি।
৪। ছবি আপ্লোড করা হয়ে গেলে আপনার ব্রাউজার কে রিফ্রেশ করে নিন।
তাহলে আপনার আপ্লোড করা ছবি গুলি আপনার টিউনের সামনে চলে আসবে তারাতারি।
এর পর যে টিউন গুলি আপ্লোড করবেন সে গুলির মধ্যে Boost Post এ ক্লিক করে দিন।
৫। বুষ্টে ক্লিক করার পর আপনি টিউন বুষ্ট করার অপশন পেয়ে যাবেন এবং সেখান থেকে নিচে স্ক্রল করুন।
স্ক্রলিং করার পর আপনি যদি দেখতে পান ‘Bangladeshi Taka’ কারেন্সী লেখা আছে তাহলে তা চেঞ্জ করে US Dollar করে নিন এবং বুষ্টে ক্লিক করুন।
৬। বুষ্টে ক্লিক করার পরে আরেকটি অপশন পাবেন পেমেন্ট এড করার জন্য। তবে আমরা কোন পেমেন্ট এড করবো না এখানে।
এখান থেকে পেমেন্ট State এর জায়গা ‘Bangladesh’ থাকলে সেটি পালটে ‘United States’ পছন্দ করে নিতে হবে।
এবং কোন পেমেন্ট এড না করে Cencle এ ক্লিক করতে হবে।
৭। আমরা আমাদের কাজের প্রায় শেষের দিকে চলে এসেছি এবার এখান থেকে নিচের ছবিটির মত করে আমাদের Url কে কেটে http://www.facebook.com এ সরাসরি চলে আসবো।
এখানে URL এর বাকি অংশ কেটে সরাসরি হোমপেজে চলে যাবেন। ব্যাস আপনার কাজ শেষ।
এভাবে সব কিছু ঠিক ঠাক মত করে কাজ করে বের হয়ে যাবেন আপনার আইডী থেকে, এবং ৭ থেকে ৮ দিনের মধ্যেই আপনিফেসবুক এড কুপন পেয়ে যাবেন, হতে পারে সেটি ৫ ডলার বা ৪০০ ডলার পর্যন্ত। বিস্তারিত: Tarbo Tune
আমি নাছিম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।