কিভাবে ফেসবুক আইডি ডিজেবলের হাত থেকে রক্ষা করবেন

বর্তমানে ফেসবুক আইডি ডিজেবল একটি বড় আকার ধারণ করেছে। আসলে নিজের শখের ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেলে, যে কতটা কষ্টের হয় সেটা যাদের হয় শুধু তারাই নিজেরাই বুঝতে পারে। ধরুন আপনার একটি পছন্দের আইডির বয়স ৫ বছর। এতে আপনার অনেক স্মৃতি বিজড়িত মুহূর্ত রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এখন হঠাৎ করে আপনার কোন একটি ভুলের কারণে আইডিটা নষ্ট বা ডিজেবল হয়ে গেল। আসলে তখন আপনার এতটা খারাপ লাগবে যে সেটা বলার মত নয়। তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনার আইডি টিকে ডিজেবল হওয়ার হাত থেকে রক্ষা করবেন।

মূলত বর্তমান সময়ে ফেসবুক তাদের Terms & Policy এবং Community Guidelines পরিবর্তন করেছে এবং নতুন নতুন রোলস যুক্ত হয়েছে। যার কারণে আমাদের আইডিতে প্রতিটি পদক্ষেপে গুনাগুনে চলতে হবে। তো আমি কিছু নিয়মাবলী শিখিয়ে দিচ্ছি যেগুলা ফলো করলে আশা করি ভবিষ্যতে আপনার আইডি ডিজেবল হাত থেকে রক্ষা করতে পারবেন।

১. আপনার আইডিতে কমপক্ষে আপনার নিজের পাঁচটি ছবি রাখার চেষ্টা করবেন।

২. আপনার আইডিতে কোনো স্প্যামিং করবেন না।

৩. স্পামিং বলতে আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের টিউন দেখে থাকি এবং তাদের টিউন অনুযায়ী আমরা অযথাই অকারণেই একই টিউমেন্ট বা ফালতু টিউমেন্ট অনেকগুলো করে থাকি। যা প্রায় ৫০-৬০ বা তারও অধিক। একটি টিউনে এই এতগুলো টিউমেন্ট মূলত স্প্যামিংয়ের মধ্যে পড়ে। এই ধরনের কাজগুলো করলে আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইনস এর বাইরে চলে যাবে এবং আপনার আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মধ্যে অনেককেই এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়। আমিও ইতিমধ্যে এই স্ট্রাইক খেয়েছি।

৩. আপনি আপনার আইডির দিয়ে ১৮+ বা সেক্সুয়াল কিছু লেনদেন বা আদান-প্রদান করবেন না। বর্তমানে ফেসবুক আইডি ডিজেবল এটি বড় একটি মূল কারণ। এটা আসলে অনেকেই না জেনে করে থাকেন এবং কিছু বোঝার আগেই তাদের পছন্দের আইডি ডিজেবল হয়ে যায়।

৪. আপনার নিজের প্রোফাইল সম্পন্ন ডিটেলস বজায় রাখার চেষ্টা করবেন। আপনি কোথায় থাকেন, কি করেন, কোথায় পড়াশোনা করেন, ইত্যাদি।

৫.ফেসবুকে কোন অবাঞ্ছিত টিউন বা ছবি দিবেন না, যেটা আসলে তাদের কমিউনিটি গাইডলাইন সে বাইরে যায়।

৬. আপনার আইডি দিয়ে একদিনে কোনো লিংক ৫ বারের অধিক শেয়ার করবেন না এবং স্পামিং করবেন না।

৭. কোনো সময়ই VPN ব্যবহার করে ফেসবুকে যাবেন না। এটাও একটা বড় কারণ।

৮. আসলে আপনাদের কে আইডি চালানোর ক্ষেত্রে নিজেকেই সচেতনতা অবলম্বন করতে থাকতে হবে।

আশা করা যায় উপরের পদক্ষেপগুলি লক্ষ করলে আপনার পছন্দের আইডিটি ডিজেবল হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ।

আমাদের সাইটটি ভিজিট করার অনুরোধ রইল। এখানে সব রকমের টিপস নিয়ে আলোচনা করা হয়।

-

Ready2Reading.Com

Level 1

আমি রাগীব হাসান আবিদ। , Student বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Nothing is impossible, Just you have to Believe. -Ragib Hasan Abid


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস