ফেসবুকে আপলোডকৃত ছবি বা ভিডিও ব্যাকআপ করার নিয়ম

আমরা অনেক সময় আমাদের ফেসবুক একাউন্টে অনেক ছবি কিংবা ভিডিও আপলোড করে থাকে।

আমাদের আপলোড করা ছবি বা ভিডিও অনলাইনে কোন জায়গায় সংরক্ষণ থাকে না ফলে কোন সময় আপনার ফেসবুক একাউন্টে কোন সমস্যা হলে আপনার সে আপলোড করা ছবি ও ভিডিও সব হারাবে।

ফেসবুক সার্ভার প্রবলেম করণে আপনার আপলোড করা ছবি বা ভিডিও হারিয়ে যেতে পারে। এজন্য আপনার ফেসবুক আপলোড ছবি বা ভিডিও জন্য ব্যাকআপ রাখা প্রয়োজন।

আপনি চাইলে আপনার আপলোড করা ছবি বা ভিডিও একটা ব্যাকআপ আপনার কাছে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আগে এই সিস্টেম ফেসবুকে সম্ভব ছিল না এখন ফেসবুক এই সিস্টেম চালু করেছে।

ফেসবুক ব্যবহারকারী আপলোডকৃত ছবি বা ভিডিও গুগল ফটোস ট্রান্সফার করা টুল পরিক্ষামূলকভাবে চালু করেছে। প্রথমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আফ্রিকাসহ আরো কিছু দেশে এই ফিচার প্রথম চালু করা হয়।

সারা বিশ্বে এখন ফেসবুক এই ফিচার চালু করা হয়েছে। ডেস্কটপ ভার্সন বা মোবাইল ভার্সন প্লাটফর্ম এই ফিচারটি ব্যবহার করা যাবে।

ফেসবুক থেকে গুগল ফটোস ছবি ট্রান্সফার নিয়মঃ

কম্পিউটার বা ওয়েব ভার্সন

কম্পিউটার থেকে গুলো ফটোস ছবি ট্রান্সফার করার জন্য নিচের নিয়ম ফলো করুন

  • ১.প্রথমে ফেসবুক একাউন্টে লগইন করুন
  • ২.লগইন হয়ে গেলে ডান দিকের কর্নার তীর চিহ্ন কিল্ক করে setting প্রবেশ করুন।
  • ৩.তারপর বামদিকে Facebook Information অপশান প্রবেশ করুন।
  • ৪.Transfer a Copy of Your Photos or Videos  এটাই প্রবেশ করুন
  • ৫.তারপর Destination নামে একটি অপশান দেখতে পাবেন সেখান থেকে Google Photos নির্বাচন করুন।
  • ৬.তারপর গুগল একাউন্ট লগইন করে বাকি কাজগুলো সম্পন্ন করুন।

মোবাইল ভার্সনঃ

ফেসবুক অ্যাপ ব্যবহার করে গুগল ফটোস ছবি ট্রান্সফার প্রায় ডেস্কটপ ভার্সনের মতো। মোবাইল দিয়ে গুগল ফটোস ছবি ট্রান্সফার করার জন্য নিচের নিয়ম অনুসরণ করুন

  • ১.ফেসবুক অ্যাপ দিয়ে আপনার একাউন্ট লগইন করুন।
  • ২.লগইন হয়ে গেলে ‘থ্রি ডট‘ মেনুতে কিল্ক করুন তারপর setting প্রবেশ করুন।
  • ৩.নিচের দিকে স্ক্রল করে Facebook Information অপশান প্রবেশ করুন।
  • ৪.Transfer a Copy of Your Photos or Videos  এটাই প্রবেশ করুন
  • ৫.তারপর Destination নামে একটি অপশান দেখতে পাবেন সেখান থেকে Google Photos নির্বাচন করুন।
  • ৬.তারপর গুগল একাউন্ট লগইন করে বাকি কাজগুলো সম্পন্ন করুন।

উল্লেখ যে, আপনার ফেসবুক সকল ছবি বা ভিডিও ট্রান্সাফরা করলে গুগল ফটোস ইমপোর্ট হয়ে যাবে। আপনি চাইলে আলাদাভাবে ছবি নির্বাচন করে গুগল ফটোস ইমপোর্ট করতে পারবেন না একসাথে আপনার সব ছবি ও ভিডিও গুগল ফটোস ইমপোর্ট হবে।

আপনি যদি গুগল ফটোস ছবি ডিলেট করেন তাহলে ফেসবুক থেকে সে ছবি বা ভিডিও ডিলেট হবে না। আপনি কোন ছবি বা ভিডিও ডিলেট করতে চাইলে তাহলে ফেসবুক থেকে ডিলেট করে তা গুগল ফটোস আবার ইমপোর্ট করতে পারবেন।

আপনারা আপনাদের ফেসবুকের আপলোড করা ছবি বা ভিডিও এই ফিচারটির মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ফেসবুক প্ল্যাটফর্মগুলোকে আরো ইউজার ফেন্ডলি করা লক্ষ্যা ফেসবুক এই টুলস টি জন্ম হয়েছে।

ফেসবুকে আপলোডকৃত ছবি বা ভিডিও ব্যাকাআপ নিয়ম আপনারা আটিকেল মাধ্যমে জানতে পারলেন

এমন টিপস ও ট্রিক পেতে ভিজিট করতে পারেন Projukti71.Com  ওয়েবসাইটে

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস