Free Facebook ছবিসহ ব্যবহার করুন কোন প্রকার এমবি ছাড়াই

আশাকরি ভালো আছেন। আমি জাহিদ হাসান আপনাদের মাঝে আবারো ফিরে এলাম। আজ আমি আপনাদের একটি বিষয় শেখাবো যার মাধ্যমে আপনারা ফ্রি তে ছবিসহ ফেসবুক ব্যবহার করতে পারবেন। আমাদের দেশের যে অপারেটর গুলো আছে তারা প্রায় সবাই ই ফ্রি তে ফেসবুক ব্যবহার করার অনুমুতি দিয়ে থাকে। তবে তা ছবিসহ ফ্রি তে ব্যবহার করার জন্য দেয় না। তবে আজ আমি যে ট্রিক শিখিয়ে দিবো তার মাধ্যমে আপনি ফ্রি তে ছবিসহ ফেসবুক ব্যবহার করতে পারবেন। এরজন্য আমাদের দরকার পরবে ফেসবুক লাইট এর। এটা আশাকরি সবার ফোনেই আছে যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

আশাকরি ডাউনলোড করে ফেলেছেন। ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন এবং আপনার ফেসবুক একাউন্ট দিয়ে লগিন করুন।

এই ট্রিকস টি করার সময় আপনার ফোনে এমবি না রাখলেই বেশ ভালো হয়।
যদি আপনার ফোনে এমবি না থাকে তাহলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে এবং স্ক্রিনশট এ এরো আইকনে দেখানো যায়গাতে ক্লিক করতে হবে। যদি এমবি নাও থাকে তাহলে অসুবিধা নেই।

যখন এমবি থাকবে না তখন এই ট্রিকস কাজে লাগাবেন।


দ্র: আমি এখানে বাংলালিংক সিম ব্যবহার করেছি। আপনি অন্য অপরেটর এর সিম ব্যবহার করলে হয়তোবা কাজ না ও করতে পারে।

এবার Turn off modes এ ক্লিক করতে হবে।

আবারো Turn off এ ক্লিক করতে হবে।

এবার কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেয়ার সময় যদি বেশি সময় নেয় তাহলে এপ থেকে বের হয়ে যাবেন এবং এপ টি পুনরায় ওপেন করবেন। এবার যদি Use Facebook for free লেখা আসে তবে তাতে ক্লিক করে দিন।

কি!এখনো ছবি দেখা যাচ্ছে না?তাহলে এবার আপনার নিউজফিড একটু ঘুরে দেখুন। যে ছবিটা আপনি দেখতে চাইছেন সেই ছবির উপর একটি ক্লিক করুন।

 

কি! এবার কি ছবিটা ফ্রি তে দেখা যাচ্ছে?

Free Facebook ছবিসহ এভাবে যদি আপনি ফ্রি তে ছবিসহ ফ্রি ফেসবুক চালাতে পারেন তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। এবং এই ট্রিকস টি শেয়ার করতে পারেন আপনার প্রিয় বন্ধুদের সাথে। তাহলে ভালো, থাকুন সুস্হ থাকুন প্রযুক্তি৭১ সাথে থাকুন। এবং এই করোনা ভাইরাসের সময় বাইরে না বেরিয়ে বাসায় থাকুন, নিরাপদে থাকুন। সবসময় সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভূলবেন না যেনো। ঈদ মোবারক।

এমন টিপস ও ট্রিক পেতে ভিজিট করতে পারেন  Projukti71.Com  ওয়েবসাইটে

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস