হোম কোয়ারাইন্টাইন টাইম কে কাজে লাগিয়ে হয়ে যান চ্যাটবট এক্সপার্ট

টিউন বিভাগ ফেসবুক
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম।

হোম কোয়ারাইন্টাইন সময় সবার নিশ্চয় বোরিং যাচ্ছে আমার মত। আমি একজন সামান্য উদ্দ্যেগক্তা।

কাজ করি রাজশাহীর আম নিয়ে। আমার পেইজ Rajshahir Aam রাজশাহীর আম. আল্লাহর রহমতে আমের সিজেনে বেশ ভালই বিজনেস হয়। আমার পেইজে আমি প্রথম থেকেই চ্যাট বট ব্যবহার করতাম ২০১৭ সালের শেষের দিক থেকে। বেশ ভালই কাজ করত। নিজেকে তেমন কাজই করতে হতনা। কিন্তু বিদেশি যেই সার্ভিস নিতাম তারা প্রাইস বাড়িয়ে দেবার জন্য আর তাদের চ্যাট বট ব্যবহার করতে পারলাম না কারন আমার ইনবক্সে দুই লাখের বেশি লিড যার বাসিক ব্যায় ১০০০ ডলারের মত।

তারপর নিজেই বড় কয়েকজন ডেভেলপারের সহায়তা নিয়ে কাজ শুরু করলাম চ্যাট বট সার্ভিস নিয়ে। যা বাংলাদেশ এর অন্যতম পুর্নাজ্ঞ চ্যাটবট সার্ভিস যেটা সকলেই ব্যবহার করতে পারবেন কোন প্রকার কোডিং স্কিল ছাড়াই।

আপনি হয়তবা জানেন যে সঠিক সময়ে কাষ্টমারের প্রশ্নের উত্তর না দেবার কারনে আমরা প্রতি নিয়ত অনেক সেল হাত ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু একটা চ্যাট বট আপনার সেই চলে যাওয়া লিড কে করবে কনফার্ম সেল। আর সেই চ্যাট বট সার্ভিস দেবার জন্য পথচলা শুরু বাংলা চ্যাট বট ডট কম এর। চলুন প্রথমে একটু জেনে নেই বাংলা চ্যাট বট আসলে কি?

বাংলা চ্যাট বট ডট কম

বাংলা চ্যাট বট ডট কম হল বাংলাদেশ এর প্রথম কমপ্লিট চ্যাটবট সার্ভিস যা বাংলাদেশ থেকেই সার্ভিস দেয়া হয় এবং সম্পুর্ন বাংলায় চ্যাট বট বানানো যায়। আপনি নিজে নিজেই আপনার পেইজের জন্য চ্যাট বট বানিয়ে নিতে পারবেন। আপনার কোন প্রকার কোডিং স্কিল থাকার দরকার নাই। খুব সহজ সরল ভাবে আপনি নিজেই চ্যাট বট বানাতে পারবেন।

বাংলা চ্যাট বট আপনার পেইজের ইনবক্সে ভিজিটরের উত্তর দিতে পারে, পেইজের যেকোন প্রশ্নের উত্তর দিতে পারে, একাধিক ফেসবুক গ্রুপ ও পেইজে Post করতে পারে। বিভিন্য সোশ্যাল সাইটে Post করতে পারে।

এমনকি সকল কে সেন্ড মেসেজ করতে পারবেন। শুধু তাইনা আপনি ইনবক্সেই ইকমার্স সার্ভিস দিতে পারবে মানে ইনবক্সেই আপনার পোডাক্ট সেল করতে পারেন। আপনি আপনার পেইজের জন্য বেসিক একটি চ্যাট বট বানানোর জন্য এখনি এই লিংকে ক্লিক করুন।

আমাদের এই বাংলাচ্যাট বট যেই যেই কাজ গুলো করতে পারে?

  • ১। পেইজের টিউনের অটো রিপ্লাই,
  • ২। অটো প্রাইভেট রিপ্লাই
  • ৩। ইনবক্স অটোমেশন
  • ৪। বাল্ক মেসেজ সেন্ডিং
  • ৫। ইনবক্সেই ইকমার্স সপ

আরো আরো অনেক কিছু।

আরো জানতে নিচের ভিডিওটি দেখুন।

আপনি ফ্রি ভার্সনে সকল ফিচার ব্যবহার করতে পারবেন যদি আপনার ইনবক্সে ২০০ এর নিচে লিড থাকে। কিন্তু আপনার ইনবক্স অটো রিপ্লাই আনলিমিটেড ইউজারের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন আজীবন। কারো সাহায্য ছাড়াই আমাদের ইউটিউবের ভিডিও দেখে নিজের চ্যাট বট নিজেই বানিয়ে নিতে পারবেন।

ইউটিউব চ্যানেল লিংক 

আমি নিজে যেহেতু একজন উদ্দ্যেক্তা তাই আমি বুঝি যে একটা পেইজ প্রোপার ভাবে মেইন্টেইন করে ভাল সেল জেনারেট করা কতটা কঠিন। আমি চাই আমার সকল উদ্দ্যেক্তা ভাই বোনেরা বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় এই মার্কেটিং টুলস ব্যবহার করে নিজেদের ব্যবহার প্রসার করবে। আমি নিজেও চাই সবাই যেন খুব অল্প টাকায় এই চ্যাটবট সার্ভিস ব্যবহার করতে পারে তারজন্য খুবই অল্প সার্ভিস চার্জ রেখেছি। Techtunes পরিবারের  কেউ টেষ্ট করার জন্য এবং শেখার জন্য চাইলে  আমি পেইড সাবস্ক্রিপশন আমি ১ মাসের জন্য বিনামুল্যে দিব। ১ মাসের জন্য পেইড সাবস্ক্রিপশন নিতে অনুগ্রহ করে সাইটে লগইন করে Support Desk  টিকেট ওপেন করে রিকোয়েষ্ট করলেই আমি একাউন্ট আপডেত করে দিব।

বাংলা চ্যাট বট এ সাইন আপ অরার জন্য এই লিংকে ক্লিক করুন. অ্যাক্টিভিশন মেইল ইনবক্সে না গেলে অবশ্যই স্প্যাম এ দেখুন। আপনি চাইলে ফেসবুক বা জিমেইল দিয়েও সাইন আপ করতে পারেন।

চ্যাট বট নিয়ে আমি নিয়মিত techtunes এ চেইন টিউন করে যাচ্ছি। ইউটিউবের ভিডিও দেখে এবং আমার চেইন টিউন পড়ে নিশ্চই আপনি নিজে নিজেই বট এক্সপার্ট হয়ে যাবেন। আমার বিশ্বাস আপনি আমার ভিডিও ও চেইন টিউন দেখলে আপনাকে কারো কাছে টাকা খরচ করে চ্যাট বট বানানো শিখতে হবেনা।

আরো তথ্য জানতে চাইলে আমাকে মেইল করতে পারেন [email protected] এই অ্যাড্রেসে।

ধন্যবাদ বাসায় থাকুন, নিরাপদের থাকুন।

-

ধন্যবাদ

হাসান তানভীর

রাজশাহী, বাংলাদেশ

সময় সন্ধ্যা ৬.৩.৫ মিনিট

Level 3

আমি হাসান তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস