Facebook Page এ দ্রুত লাইক বাড়ানোর উপায় – সিক্রেট ট্রিক্স ২০২০

2020 সালে এসে মার্কেটিং এর ধরন অনেকটাই পরিবর্তন হয়েছে।

এখন সময়ের সাথে আপডেট না থাকতে পারলে অথবা অনলাইনে আপনার ব্যবসার প্রসার ঘটাতে না পারলে আপনার ব্যবসায় সফল হবার সম্ভাবনা খুবই কম!

বর্তমানে ট্রেডিশনাল মার্কেটিং এর চেয়ে ডিজিটাল মার্কেটিং এর দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে;

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সোশ্যাল মিডিয়া এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক,
একটি ফেসবুক পেইজ আপনার মার্কেটিং কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে

তাইতো এখনকার সময়ে ছোট ছোট উদ্যোক্তারা প্রথমে ফেসবুক পেইজের মাধ্যমে তাদের ব্যবসা শুরু করে।

তবে অনেকে আবার নিজের শখের কারণেও ফেসবুক পেজ চালায়!
একটি ফেসবুক পেজ খোলার পর প্রথম সমস্যা হলো “কম লাইক”

পেজে লাইক না থাকলে আপনি যত ভালোই কনটেন্ট তৈরি করুন না কেন আপনার কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাবে না।
পেজের রিচ নাহলে মার্কেটিং তো দূরের কথা!
তাই নতুন অবস্থায় সবার মাথায় একই প্রশ্ন ঘুরে, কিভাবে আমরা পেজের লাইক বাড়াবো? কিভাবে ফ্রিতে ফেসবুক পেজ প্রমোট করবো?

লাইক পাবার দুটি উপায় হচ্ছে
১)পেইড মেথড এবং
২)ফ্রি মেথড

পেইড মেথড : আপনি ফেসবুকে কিছু পরিমাণ টাকা পে করে আপনার ফেসবুক পেজ প্রমোট অথবা বুস্ট করিয়ে নিতে পারেন।
তবে নতুন অবস্থায় অভিজ্ঞতা না থাকলে টাকা খরচ না করাই ভালো!

ফ্রি মেথড : ফেসবুক পেজে ফ্রিতে লাইক পাওয়া একটু সময় সাপেক্ষ :(তবে আজকে যে সকল ট্রিকস শেয়ার করবো তার মাধ্যমে খুব কম সময়ে ফেসবুক পেজে হাজার অ্যাক্টিভ ইউজার দের লাইক নিয়ে আসতে পারবেন অথবা আপনার পেজ ফ্রিতে প্রমোট করতে পারবেন!

Let's come back to the main topic.

5 Effective way to get more likes on Facebook page in 2020:

ফেসবুক পেইজ এ ফ্রিতে লাইক বাড়ানোর জন্য আমাদের ব্যবহার করা কিছু ট্রিকস শেয়ার করলাম।

1) ট্রেন্ডিং টপিক এ ভিডিও তৈরি করা: ফেসবুকে সব সময় কিছু না কিছু ট্রেন্ড চলতে থাকে
এবং মানুষ সবসময় ফানি টাইপের জিনিস দেখলে বেশি রেসপন্স করে 🙂

তাই পেইজে দ্রুত লাইক আনতে হলে ট্রেন্ডিং টপিক এর ভিডিও তৈরি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে।

আমরা এক্সপেরিমেন্ট করার জন্য একটি ভিডিও তৈরি করে কিছু গ্রুপে শেয়ার করেছিলাম এবং রেজাল্ট দেখে নিজেই অবাক হয়ে যাই!

একটা ভিডিও থেকে 200+ পেজ লাইক!

আপনার তৈরি করা ভিডিও ভালো এবং ইউনিক হলে অবশ্যই প্রচুর মানুষ শেয়ার করবে এর ফলে আপনার ভিউজ এবং লাইক অনেক বেড়ে যাবে!

আপনি অন্য পেইজের ভিডিও দেখে ভিডিও তৈরি সম্পর্কে আইডিয়া নিতে পারেন।

বর্তমানে এটি অনেক সহজ এবং কার্যকরী পদ্ধতি!

বোনাস টিপসঃ এসব ভিডিও দেখে খুব সহজে ভিউ পাবেন (Thug life, Nigga এবং সেই সময় প্রচলিত টপিক)

2)ফেইক আইডি দিয়ে প্রমোট: ছেলেরা সবসময় মেয়েদের উপর দুর্বল।

এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার ফেসবুক পেজ টা কে প্রমোট করে নিতে হবে!

এর জন্য আপনার কয়েকটি ফিমেল ফেক আইডি খোলা লাগবে,
এইসব আইডি দিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে গ্রুপে টিউন করলে দেখবেন অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট আশা শুরু হয়ে গেছে (আসল কথা আপনার ফ্রেন্ড বাড়াতে হবে)

আপনার ফেক প্রোফাইলের সব ফ্রেন্ডকে আপনার পেইজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করবেন।

মাঝে মাঝে আপনার প্রোফাইলে আপনার
- পেজের টিউন শেয়ার করবেন
- বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন
- অবশ্যই আপনার পেজের প্রতিটি টিউনে টিউমেন্ট করবেন।

এক্ষেত্রে যত বেশি আইডি খুলতে পারবেন অত দ্রুত পেজে ফ্রী লাইক পাবেন।

3)ফ্রেন্ডের এর মাধ্যমে প্রমোট : ফেসবুকে অবশ্যই আপনার এমন কিছু ফ্রেন্ড আছে যারা আপনার কথায় আপনার পেইজের ভিডিও শেয়ার করতে রাজি হবে।

ফ্রেন্ডদের রাজি করিয়ে ভিডিও শেয়ার করিয়ে নিন।
এভাবেই পেইজে শেয়ার বাড়াতে হবে!

এখন শুধু সময়ের অপেক্ষা ফেসবুক নিজেই আপনাকে বিভিন্ন জায়গায় সাজেস্ট করে দেশ ভাইরাল করে দিবে!

4)নিজের ফেসবুক গ্রুপ খোলা: একটি পেজে লাইক নিয়ে আসতে কত সময় এবং পরিশ্রম করতে হলো তাইনা?

চিন্তা করবেন না এর সমাধান রয়েছে! এবং তার জন্য আপনার একটি নিজের ফেসবুক গ্রুপ থাকা দরকার 😉

প্রথম অবস্থায় একটি ফেসবুক গ্রুপ কে সবসময় একটিভ রাখতে পরিশ্রম করতে হবে।

তবে একবার গ্রুপ একটি হয়ে গেলে আর কোনো পরিশ্রম করতে হবে না ;
এক্ষেত্রে ফেসবুক গ্রুপের একটিভিটি বাড়ানোর জন্য আপনার ফেক আইডি ব্যবহার করতে পারেন।

আপনার নিজস্ব একটি বড় ফেসবুক গ্রুপ থাকলে প্রতিদিনই আপনার পেইজের টিউন আপনার গ্রুপে শেয়ার করতে পারবেন।

আপনার যতগুলো ইচ্ছা পেজকে প্রমোট করতে পারবেন এবং বেশি পরিশ্রম করা লাগবে না।

5) ইচ্ছাশক্তি : সবকিছুর মূলে রয়েছে ইচ্ছাশক্তি। আপনার যদি দৃঢ় ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সফল হতে পারবেন।

আমার এত বকবক শুনে হয়তো আপনার কাছে ব্যাপারটা খুব কঠিন লাগছে!

কিন্তু একবার আয়ত্ত করে নিতে পারলে খুব দ্রুত লাভবান হতে পারবেন।

ফেসবুক পেজে কয়েক হাজার লাইক হয়েছে? আর দেরি কেন? শুরু করে দিন আপনার মার্কেটিং!

মার্কেটিং এর কিছু টিপস খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে।
প্রথম প্রকাশিত হয় এখানে
Happy Learning ❤

Level 1

আমি আল আমিন ইসলাম আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস