আসসালামুয়ালাইকুম।
আশাকরি সকলেই ভাল আছেন। এর আগে আমার পঞ্চম টিউনে আমি আপনাদের বলেছি Get Started এর ওয়েলকাম টেক্সট কাষ্টোমাইজ করতে হয় চ্যাট বটে। যারা আমার এই টিউন এ প্রথম তাদের কে অনুরোধ করব আমার পূর্বের সকল টিউন গুলো পড়ার জন্য তাহলে আপনার এই টিউনটি বুঝতে সুবিধা হবে।
তো চলুন শুরু করা যাক বাট তার আগে আরেক বার জেনে নেই বাংলা চ্যাট বট ডট কম কি?
বাংলা চ্যাট বট ডট কম হল বাংলাদেশ এর প্রথম কমপ্লিট চ্যাটবট সার্ভিস যা বাংলাদেশ থেকেই সার্ভিস দেয়া হয় এবং সম্পুর্ন বাংলায় চ্যাট বট বানানো যায়। আপনি নিজে নিজেই আপনার পেইজের জন্য চ্যাট বট বানিয়ে নিতে পারবেন। আপনার কোন প্রকার কোডিং স্কিল থাকার দরকার নাই। খুব সহজ সরল ভাবে আপনি নিজেই চ্যাট বট বানাতে পারবেন। বাংলা চ্যাট বট আপনার পেইজের ইনবক্সে ভিজিটরের উত্তর দিতে পারে, পেইজের যেকোন প্রশ্নের উত্তর দিতে পারে, একাধিক ফেসবুক গ্রুপ ও পেইজে Post করতে পারে। বিভিন্য সোশ্যাল সাইটে Post করতে পারে। এমনকি সকল কে সেন্ড মেসেজ করতে পারবেন। শুধু তাইনা আপনি ইনবক্সেই ইকমার্স সার্ভিস দিতে পারবে মানে ইনবক্সেই আপনার পোডাক্ট সেল করতে পারেন। আপনি আপনার পেইজের জন্য বেসিক একটি চ্যাট বট বানানোর জন্য এখনি এই লিংকে ক্লিক করুন।
আজ এই টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ট্রি ভিউ অপশন ব্যবহার করে আপনি একটা চ্যাট বট বানাবেন আপনার ফেসবুক পেইজের জন্য। কিন্তু আপনি যদি আমার এই টিউন প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে আমার আগের পোষ্টগুলো দেখে আসতে হবে তাহলে আপনি এই পোষ্টটি বুঝতে পারবেন।
ট্রি ভিউ খুব অ্যাডভান্স অপশন চ্যাটবট বানানোর জন্য। মুলত ট্রি ভিউ এর মাধ্যমে আমরা বুজতে পারব যে একজন ভিজিটর কে আমি কোন টিউন ব্যাক থেকে কোন টিউন ব্যাক মেসেজে নিযে যাচ্ছি।
তো চলুন শুরু করা যাক
যারা বাংলা চ্যাট বট ডট কমে রেজিশট্রেশন করেন নি তারা আগে এই লিংকে গিয়ে রেজিশট্রেশন করে নিন।
তারপর লগিন করে এই লিংকে গিয়ে চ্যাটি বট সেটিংস এ যান
তারপর নিচের ছবির মত আপনার বট সেটিং এ গিয়ে ডান পাশের অপশন এ ক্লিক করে মেসেঞ্জার ট্রি ভিউ অপশন এ ক্লিক করুন।
মেসেঞ্জার ট্রি ভিউ অপশন এ ক্লিক করলে নিচের পিকচার এর মত অপশন আসবে। এখানে মুলত একটা বট বানানো আছে, আপনি যখন প্রথম বার এই অপশন এ যাবেন তখন শুধু মাত্র গেট স্টার্টেড ও নো ম্যাচ অপশন আসবে। আপনি গেট স্টার্টেড অপশন থেকে শুরু করেন।
পুরো প্রক্রিয়াটি নিচের ভিডিওতে করে দেখানো হয়েছে।
আজ এই পর্যন্ত আগামী টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে কিভাবে চ্যাট বটে কল বাটন যুক্ত করবেন।
আপনার যেকোন প্রশ্ন থাকলে আমাকে মন্তব্যের ঘড়ে জিজ্ঞাসা করুন আমি চেষ্টা করব উত্তর দিতে।
চ্যাট বটের বিভিন্য ফিচার ও আপডেট জানতে ব্যাংলা চ্যাট বটের ফেসবুক পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।
ইউটিউবে বাংলা চ্যাট বটের অন্যান্য টিউটোরিয়াল দেখতে বাংলা চ্যাট বটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ।
-
আসসালামুয়ালাইকুম।
সন্ধ্যা ৭.১৫ মিনিট
০৪/০৪/২০২০
রাজশাহী, বাংলাদেশ
আমি হাসান তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ পোস্টটি করার জন্য,অনেক উপকার হলো।many many thanks
new mobile price here