ফেসবুক চ্যাট বট এখন হাতের ময়লা [পর্ব-০৪] :: Post ব্যাক টেমপ্লেট কি? কেন?

ফেসবুক চ্যাট বট এখন হাতের ময়লা

আসসালামুয়ালাইকুম।

আশাকরি সকলেই ভাল আছেন। এর আগে আমার তৃতীয় টিউনে আমি আপনাদের বলেছি পার্সিস্টেন্ট মেনু কি? কেন? এবং কিভাবে যুক্ত করতে হয় চ্যাট বটে। যারা আমার এই টিউন এ প্রথম তাদের কে অনুরোধ করব আমার পূর্বের সকল টিউন গুলে পরার জন্য তাহলে আপনার এই টিউনটি বুঝতে সুবিধা হবে।

তো চলুন শুরু করা যাক বাট তার আগে আরেক বার জেনে নেই বাংলা চ্যাট বট ডট কম কি?

বাংলা চ্যাট বট ডট কম

বাংলা চ্যাট বট ডট কম হল বাংলাদেশ এর প্রথম কমপ্লিট চ্যাটবট সার্ভিস যা বাংলাদেশ থেকেই সার্ভিস দেয়া হয় এবং সম্পুর্ন বাংলায় চ্যাট বট বানানো যায়। আপনি নিজে নিজেই আপনার পেইজের জন্য চ্যাট বট বানিয়ে নিতে পারবেন। আপনার কণ প্রকার কোডিং স্কিল থাকার দরকার নাই। খুব সহজ সরল ভাবে আপনি নিজেই চ্যাট বট বানাতে পারবেন। বাংলা চ্যাট বট আপনার পেইজের ইনবক্সে ভিজিটরের উত্তর দিতে পারে, পেইজের যেকোন টিউনের টিউমেন্টের রিপ্লাই দিত এপারে, একাধিক ফেসবুক গ্রুপ ও পেইজে Post করতে পারে। বিভিন্য সোশ্যাল সাইটে Post করতে পারে। এমনকি সকল কে সেন্ড মেসেজ করতে পারবেন সকল ইউজার কে। শুধু তাইনা আপনি ইনবক্সেই ইকমার্স সার্ভিস দিতে পারবে মানে ইনবক্সেই আপনার পোডাক্ট সেল করতে পারেন। আপনি আপনার পেইজের জন্য বেসিক একটি চ্যাট বট বানানোর জন্য এখনি এই লিংকে ক্লিক করুন।

Post ব্যাক টেমপ্লেট

এখন আমি আপনাকে এই টিউনে আলোচনা করব বাংলা চ্যাট বটের Post ব্যাক টেমপ্লেট সম্পর্কে। মুলত চ্যাট বট যেই টেক্সট বা ইমেজ বা  ভিডিও ভিজিটর কে পাঠানো হয় হয় ইনবক্সে, বা কোন প্রশ্নের উত্তর দেয়া হয় সেটার প্রতিটাকে এক একটা Post টেমপ্লেট বলা হয়ে থাকে। আমি নিচের আলোচনা করব কয়েক  ধরনের Post টেমপ্লেট সম্পর্কে।

  • ১। টেক্সট টেমপ্লেটঃ এই টেমপ্লেট এ শুধু মাত্র আপনি টেক্সট যুকত করতে পারবেন।
  • ২। ইমেজ টেমলেটঃ এই টেমলেট শুধু মাত্র ইমেজ আপলোড করার জন্য ব্যবহার করা হয়।
  • ৩। টেক্সট ইউথ কুইক রিপ্লাইঃ এই টেমপ্লেট ব্যবহার করা হয় টেক্সট এর নিচে একটা বাটন যুক্ত করার জন্য। একসাথে ৯ টা পর্যন্ত বাটন যুক্ট করে ৯ টা টেমপ্লেট যুক্ত করা যায়।
  • ৪। টেক্সট ইউথ বাটন:  এই টেমপ্লেট মুলত টেক্সট এর নিচে অন্য Postব্যাক টেমপ্লেট এর বাটন যুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই টেমপ্লেটে মুলত ৩ টি বাটন যুক্ত করার যায়
  • ৫। অডিওঃঅডিও টেমপ্লেট এর মাধ্যমে আপনি ভিজিটর কে কোন অডিও ফাইল সেন্ড করতে পারেন এবং তা ইনবক্সেই প্লে হবে।
  • ৬। ভিডিওঃভিডিও টেমপ্লেট এর মাধ্যমে আপনি ভিজিটর কে কোন ভিডিও ফাইল সেন্ড করতে পারেন এবং তা ইনবক্সেই প্লে হবে।
  • ৭। ফাইলঃ ফাইল টেমপ্লেট এর মাধ্যমে আপনি ভিজিটর কে কোন  ফাইল সেন্ড করতে পারেন এবং তা ইনবক্স থেকে ডাউনলোড করতে পারবে। যেমন পিডিএফ, ডক ফাইল পিপিটি ইত্যাদি।
  • ৮. ক্যারোজাল টেমপ্লেটঃ এই টেমপ্লেট এর মাধ্যমে আপনি ক্যারোজাল টেমপ্লেট বানাতে পারবেন।

আপনি আমার আলোচনা নিচের ভিডিওটা দেখলে সম্পুর্ন বুজতে পারবেন।

আজ এই পর্যন্ত আগামী টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে এই টেমপ্লেট কিভাবে ব্যবহার করে একটা মেইন মেনু বানাবেন।

আপনার যেকোন প্রশ্ন থাকলে আমাকে মন্তব্যের ঘড়ে জিজ্ঞাসা করুন আমি চেষ্টা করব উত্তর দিতে।

-

চ্যাট বটের বিভিন্য ফিচার ও আপডেট জানতে ব্যাংলা চ্যাট বটের ফেসবুক পেইজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।

ইউটিউবে বাংলা চ্যাট বটের অন্যান্য টিউটোরিয়াল দেখতে বাংলা চ্যাট বটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

ধন্যবাদ।

-

আসসালামুয়ালাইকুম।

রাত ২.৪৬ মিনিট

০২/০৩/২০২০

রাজশাহী, বাংলাদেশ

Level 3

আমি হাসান তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস