বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম…
আমার লেখাটি শুরু করার আগে কয়েকটি অনুপ্রেরনামুলক কথা দিয়ে শরু করছি….
আমাদের এই পোষ্টটি যদি আপনাদের কারো ভালো লাগে অথবা একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ নিচে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের গুগল প্লে-স্টোরের অ্যাগুলোকের একবার হলেও ইন্সটল করে একটা রেটিং প্রদান করুন। সকল অগ্রিম ধন্যবাদ….
ডাউনলোড এবং ইন্সটল প্লে-স্টোর অ্যাপ্স নিচের ছবির উপর ক্লিক করুন:
Link: https://play.google.com/store/apps/dev?id=7198951423247387085
ডাউনলোড করে নিন বিপিএল 2019-2020 লাইভ স্কোর অ্যাপ্স নিচের লিংকের উপর ক্লিক করুন:
Link: http://www.mediafire.com/file/fv910m9cgiyy1qa/ipl_2020_live_score_update.apk/file
সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল নিচের ছবির উপর ক্লিক করুন:
Link: https://www.youtube.com/channel/UCFt73Ez9ct7Olz_8nlZFWZQ
অ্যাকাউন্ট সুরক্ষা ও নিরাপত্তা জোরদারে ফেসবুক এনেছে ‘প্রোফাইল লকিং’ ফিচার। এ কারণে অনেক সময় লক প্রোফাইল থেকে রিকোয়েস্ট আসলে বিরক্তি লাগে। এ অবস্থায় সহজ চার পদ্ধতিতে লক প্রোফাইল দেখতে পারেন আপনি। এতে অ্যাকাউন্ট যাচাই করেই বন্ধু তালিকায় যোগ করার সিদ্ধান্ত নিতে পারবেন-
পদ্ধতি-১: ফেসবুক ইউআরএল পরিবর্তন করে
ধরুন আপনি Tushardeb নামের একজনের প্রোফাইল দেখতে চান। কিন্তু তার প্রোফাইল লক করা। এ অবস্থায় আপনি ইউআরএল পরিবর্তন করে তার প্রোফাইলে ঢুকতে পারেন। এ জন্য প্রথমেই আপনার ব্রাউজারে ফেসবুকের ইউআরএল টাইপ করুন- http://facebook.com। এরপর একটা স্লেশ (/) দিন। তারপর Tushardeb লিখুন। তাহলে পুরো ইউআরএলটি এমন দেখাবে- http://facebook.com/Tushardeb
এবার এন্টার চাপুন এবং প্রোফাইল দেখুন। এই পদ্ধতি সবচেয়ে সহজ, তবে সব প্রোফাইলের ক্ষেত্রে এটা কাজ করেনা। যদি না করে তাহলে অন্য পদ্ধতিতে চেষ্টা করুন।
পদ্ধতি-২: ইনবক্সে মেসেজ পাঠিয়ে
যার প্রোফাইল দেখতে চাইছেন, তাকে একটি মেসেজ পাঠান। যা ইচ্ছে তা’ই লিখে পাঠাতে পারেন। তবে এমন কিছু লিখুন, যা পড়ে সে আপনাকে রিপ্লাই দিতে বাধ্য হয়। যদি মেসেজের উত্তর আসে, তাহলে আপনি অনায়াসেই তার প্রোপাইলে ঢুকতে পারবেন।
পদ্ধতি-৩: পিকচার মেট ব্যবহার করুন
গুগল ক্রোমের একটি প্রি এক্সটেনশন হচ্ছে পিকচারমেট। এটি ব্যবহার করে আপনি কারো ফ্রেন্ড হওয়া ছাড়াই লক করা যেকোনো ফেসবুক প্রোফাইল ঘুরে আসতে পারবেন। এক্ষেত্রে নিচের স্টেপগুলো অনুসরণ করুন-
১. পিকচার মেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সেখান থেকে গুগলক্রোমের এক্সটেনশটি ইনস্টল করে নিন।
২. ব্রাউজার রিস্টার্ট দিন অর্থাৎ ক্লোজ করে আবার ওপেন করুন।
৩. এবার ফেসবুকে যান।
৪. এবার যার প্রোফাইলে দেখতে চান, তার নাম লিখে সার্চ দিন। ওপেন হবে।
পদ্ধতি-৪: প্রাইভেট প্রোফাইল ভিউয়ার ব্যবহার করুন
প্রাইভেট প্রোফাইল ভিউয়ার ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার জন্যে আপনাকে সাইনআপ করতে হবে না অর্থাৎ এখানে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। এমনকি কোনো টুল বা সফটওয়্যারও ডাউনলোড করতে হবে না। যেভাবে ইউজ করবেন-
১. ভিজিট করুন প্রাইভেট প্রোফাইল ভিউয়ার এর অফিসিয়াল ওয়েবসাইট।
২. হোম পেজের Start Now লেখাটিতে ক্লিক করুন অথবা মেন্যুবার থাকা Tool এ ক্লিক করুন। এটি আপনাকে স্ক্রল করে নিচে নিয়ে যাবে যেখানে আপনি নিচের ছবির মতো একটি ঘর দেখতে পাবেন।
৩. উপরের ছবির মত ঘরটিতে যার প্রোফাইল দেখতে চান তার আইডি লিংক দিয়ে নিচের Submit form বাটনে ক্লিক করুন। টুলটি আপনাকে কাঙ্খিত ফেসবুক আইডিতে নিয়ে যাবে।
এভাবে আপনি খুব সহজেই কারো লক করা প্রোফাইলে ঢুকতে পারেন। তবে কারো লক প্রোফাইলে একান্ত প্রয়োজন ছাড়া দেখার চেষ্টা না করাই ভালো। এটি হতে পারে অনৈতিকও।
*
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে।
পোস্টটি, ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে করে আরো নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে পারি। সকলে ভালো থাকবেন
#ধন্যবাদ
আমি মিঠুন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am Mithun. I am student of degree in National University and work as a computer operator in a Insurance company. I want to be a freelancer.