আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ। সবাই কেমন আছেন।
২০১৯ সাল তো Dark Mode এর সাল। সবকিছু্তেই Dark Mode চাই। আমরা অধিকাংশ মানুষই মোবাইলে ফেসবুক ব্যবহার করি। ফেসবুকের সাদা ক্রিন চোখকে ক্ষতি করে এবং মোবাইলের ব্যাটারি খরচও বেশি হয়। Mi 6 Pro মোবাইল ব্যবহার করি। এটিতে অধিকাংশ সেটিংস ই ডার্ক মোড রূপান্তরিত করতে পেরেছি। আজ আমি দেখাব কিভাবে ফেসবুক কে কিভাবে Dark Mode রূপান্তরিত করতে পারবেন। ফেসবুকে ডার্ক মোডটি আসতে অনেক সময় লাগছে, তবে অবশেষে এটি আসতে শুরু করেছে।
আপনি ডেস্কটপে ফেসবুক দেখার সময় আপনাকে Google Chrome ব্রাউজারে এটি প্রয়োগ করতে পারবেন। কিন্তু আজ আমি মোবাইলে ব্যবহার করার পদ্ধতি দেখাবো। সেদিন খুব বেশি দূরে নয়, অফিশিয়ালি ভাবে ফেসবুক Dark Mode সবার কাছে পৌঁছে যাবে। অপেক্ষায় থাকুন।
প্রথমে আপনার কাছে Chrome এর সর্বশেষতম সংস্করণ রয়েছে তা নিশ্চিত হোন।
এজন্য মোবাইলে Chrome ব্রাউজার গিয়ে সবার উপরে ডানদিকে 3 dot এ চাপ দিন। তারপর settings এ যান, তারপর about Chrome এ যান। নিশ্চিত হয়ে নিন আপনার Chrome browser টি বর্তমান আপডেট রয়েছে।
আমার মোবাইলে Chrome browser টি বর্তমানে 77.0.3865.116 তে আপডেট রয়েছে। আপনাদের যদি কারো 78 ভার্সন থাকে, তাহলে কষ্ট করে সেটিংস পরিবর্তন করতে হবে না। আর যদি 78 ভার্সন না পান, তাহলে Google Chrome কে Dark Mode এ রূপান্তরিত করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
Google Chrome এ গিয়ে সার্চ বারে লিখুন
chrome://flags/
Search flags এ লিখুন Dark Mode।
তিনটি অপশন পাবেন।
তিনটি অপশন ই Default করা রয়েছে।
নিচ থেকে প্রথমে
Security interstitials dark mode টি Enabled করে দিন।
তারপর Relaunch Now এ ক্লিক করুন।
এরপর Android Chrome UI dark mode টি একই পদ্ধতিতে Enabled করে দিন ও Relaunch Now এ ক্লিক করুন।
সবশেষে Android web contents dark mode টি একই পদ্ধতিতে Enabled করে ও Relaunch Now এ ক্লিক করুন।
দেখুন আপনার Google Chrome browser টি Dark Mode এ রূপান্তরিত হয়ে গেছে।
পরীক্ষা করার জন্য 3 ডটে গিয়ে সেটিংস অপশনে যান, দেখুন এবার Theme অপশনটি দেখা যাচ্ছে।
এইবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে Dark Mode এ দেখার জন্য ব্রাউজার টি প্রস্তুত হয়েছে।
এখন আপনাকে আর কিছুই করতে হবে না। শুধুমাত্র ফেসবুক একাউন্ট টি তে Login করুন, দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডার্ক মোড এ রূপান্তরিত হয়ে গেছে।
বুঝতে সমস্যা মনে হলে ভিডিও দেখবেন
সবাই ভালো থাকবেন। কোন সমস্যা হলে টিউমেন্ট করুন। ইনশাআল্লাহ উত্তর দেয়ার চেষ্টা করবো।
আমি মোঃ নূরুল ইসলাম জুয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।