আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ
আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছেন।
বিশ্বব্যাপি ফেসবুক জনপ্রিয় সোসায়াল নেকওয়ার্ক হিসাবে পরিচিতি লাভ করেছে। রাজনীতিবিদ কিংবা বড় বড় সেলিব্রেটিরা এখন টুইটার এবং ইনষ্টোগ্রাম ব্যবহার বেড়েছে। তবুও ফেসবুক তাদের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। বেশ কিছু দিন থেকে শোনা যাচ্ছে যে, ইনষ্টোগ্রাম, হোয়াটঅ্যাপ এবং ম্যাসেঞ্জার একীতভূত হবার।
ফেসবুকে অনেক হিডেন ফিচার গুলো অফিসিয়ালভাবে বন্ধ করা থাকে, কিন্তু আপনি সহজেই কয়েকটি ক্লিক এর মাধ্যমে ফিচারগুলো খুলতে পারবেন।
ফেসবুকে Message Request কোথায় আছে, তা কি আপনি জানেন। অনেক সময় আপনার ফেন্ড ছাড়াও আমাদের ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে অনেকে ম্যাসেজ দেয়। কিন্তু আমরা অনেকে তা খুঁজে পাই না। এই রকম ম্যাসেজ দেখার জন্য ফেসবুকের ম্যাসেঞ্জার আইকন এর উপর ক্লিক করুন। তারপর Inbox এর Recent ট্যাবে ক্লিক করে ম্যাসেজগুলো দেখতে পারেন।
ফেসবুক প্রাপ্ত ও প্রদানকৃত ফেন্ড রিকোয়েস্টগুলোর হিসাব রাখে। আপনি তা সহজেই দেখতে পারেন। এজন্য আপনাকে ফেসবুকের স্কীনের উপরে Friend Requests আইকনে ক্লিক করুন। তারপর See all ক্লিক করুন। এখানে দেখতে পাবেন যাদের কে আপনি ফেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন।
আবার আপনি এই ফিচারে আপনাকে যারা ফেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাও দেখতে পারেন। সেজন্য Friend Requests sent লেখার নিচে View Received Requests ক্লিক করুন। তাহলে আপনি Received Requests গুলো দেখতে পারেন।
আপনি কি জানতে চান, কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনুমতি ছাড়া লগ ইন করেছে কিনা। এজন্য আপনাকে Settings>Security and Login>Where You`re Logged in যেতে হবে। এখানে আপনার ডেক্সটপ, মোবাইল এবং কোন অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় তা দেখতে পারেন। এখানে আপনার Logged in করার লোকেশন, ব্রাউজার এবং ডিভাউস সম্পর্কে তথ্য দিবে। যদি আপনি মনে করে কেউ আপনার অ্যাকাউন্টে ফিসিং করছে, তাহলে আপনি সেই ডিভাইস থেকে অ্যাকাউন্টটি Log out হয়ে নিন। সেজন্য আপনারে সেই ডিভাইস এর পাশে Menu>Log out ক্লিক করুন।
যদি আপনি Public দের সিলেক্ট করে কোন টিউন করেন, তাহলে আপনার ফেন্ডলিষ্টের সবাই তা দেখতে পারে। এই রকম Post কিছু ফেসবুক ফ্রেন্ড এর লিস্টে থাকা ফেন্ডদের (যেমন অফিসের বস) থেকে আড়াল করতে চাইলে আপনি Restrict অপসন টি চালু করতে পারেন। এজন্য আপনাকে আপনার ফ্রেন্ড লিস্টে ঢুকতে হবে। যাকে আপনি Restrict করতে চান সেই Frends Drop-down Menu থেকে সিলেক্ট করুন Add to Another List> Restrict ক্লিক করুন। তখন আপনাকে ম্যাসেজ দিবে আপনার ফেন্ডটি পাবলিক পোষ্টগুলো আর দেখতে পাবে না। ব্যস হয়ে গেল।
ফেসবুকের News Feed গুলো খুব তারাতারি আপডেট নেয়। ফেসবুকের অলদারিগমই হচ্ছে এটা। এজন্য আপনার পছন্দের টিউন/লিংক/ভিডিও খুব তারাতারি News Feed হতে হারিয়ে যায়। সেই টিউন/লিংক/ভিডিও পরে দেখার জন্য আপনি সেভ করে রাখতে পারেন।
সেজন্য আপনাকে টিউন/লিংক/ভিডিও এর Ellipsis Menu(নির্ধারিত টিউনের সবার উপরে ডানপাশে(.)ক্লিক করুন। দেখুন Save অপসন পাবেন।
আপনার পোষ্টটি পরে দেখার জন্য প্রস্তুত। আপনি Settings অপসনে গিয়ে Save post অপসন পাবেন। মোবাইলে আপনি Hamburger Menu থেকে সেভ অপসন পাবেন।
আপনি কি আপনার সমস্ত ফেসবুকিং কার্যক্রম এর কপি ডাউনলোড করতে চান। আমি বলছি আপনার সমস্ত কিছু টিউন, ইমেজ, ভিডিও, ম্যাসেজ সব কিছুই আপনি ডাউনলোড করতে পারেন। এজন্য আপনাকে Settings>Your Facebook Information> Click Download Your Information যেতে হবে। তারপর ইনষ্টাকশনগেুলো ফলো করুন।
মানুষ মরণশীল। প্রতেক কেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জনাব মার্ক সাহেব ব্যপারটি খেয়াল রেখেছেন। এজন্য আপনাকে ফেসবুকের Legacy Contact ম্যানেজ করতে হবে। আপনি যাকে উত্তরাধিকারী করে যাবেন, তিনি আপনার ফেসবুকের প্রোফাইল এর জন্য পিন টিউন করতে পারবেন, নতুন ফেন্ড রিকোয়েস্ট রেসপন্স করতে পারবেন, আপনার ফেসবুক প্রোফাইল পিকচার ও কভার ফটো আপডেট করতে পারবেন, ফেসবুক ডাটা ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে Settings>General>Materialization Settings>Edit গিয়ে পছন্দমত ব্যক্তিকে সিলেক্ট করুন।
এখন প্রায়ই ফেসবুক হ্যাকিং হচ্ছে। এজন্য আগে থেকে সর্তক হওয়া ভালো। এখানে আপনি তিনটি সিকিউরিটির বিষয়ে উল্লেখ করবোঃ
এজন্য Settings>Security and Login এ যেতে হবে।
ফেসবুক আপনার পছন্দ, অপছন্দ গুলো সংরক্ষণ করে অলগাদিম এর মাধ্যমে আমাদের পছন্দগুলো আমাদের সামনে উপস্থাপন করেন। এভাবে ফেসবুক আপনার পছন্দের উপর বিবেচনা করে বিভিন্ন অ্যাড আপনার জন্য আপনার নিউজফিডে দেয়। আপনার এসব অ্যাড পছন্দ না হলে তা বাতিল করতে পারেন। এজন্য আপনাকে Settings>Ads>Your Interests> আপনি সহজেই বাতিল চিহ্নে ক্লিক করতে পারেন।
বিভিন্ন ওয়েবসাইটে আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিলে লগইন করে থাকেন। তা কখনোও লগআউট হন না। এখানে আপনি এই রকম ওয়েবসাইট হতে লগ আউট হতে পারেন। এজন্য Settings>Apps & Websites এ গিয়ে ওয়েবসাইট থেকে লগআউট হন।
আপনার News Feed টি আপনার ফেসবুকের প্রত্তিছবি। সুতরাং এটি আপনি পরিষ্কার রাখতে ভালবাসেন। এজন্য আপনাকে ক্লিক করতে হবে Ellipsis Menu>News Feed>সবার উপরে বাম পাশে ড্রপ-ড্রাউন মেনু থেকে সিলেক্ট করুন> Edit Preferences। পপ আপ মেনু থেকে সিলেক্ট করুন কার পোস্টগুলো আপনি আগে দেখতে চান সেজন্য Prioritize who to see first এবং ব্যক্তি বাছাই করুন। এছাড়াও আপনি পেজও সিলেক্ট করতে পারেন।
কিছু লোকের টিউন আপনি কম দেখতে চাইলে এই অপসনে আপনি তার পোস্টগুলো আপনার নিজউ ফিডে কম আনেতে পারেন।
যখন আপনি ফেসবুক ম্যাসেঞ্জার আ্যপ ওপেন করেন, তখন আপনি ছোট পেপার ক্লিপ আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার মোবাইলে বা কম্পিউটারের কোন ফাইল আপনার বন্ধুকে পাঠাতে পারেন।
লক্ষনিয়ঃ কোন অপরিচিত জনের পাঠানো ফাইলটি ডাউনলোড কিংবা খোলার ব্যাপারে সর্তক থাকবেন।
আপনি কি একবার মোবাইল নিলে আর রাখতে মন চায় না। আপনি ফেসবুকে আপনার ব্যয়কৃত সময়ও দেখতে পারেন এবং সময় নির্ধারন করতে পারেন। এজন্য আপনাকে More Menu>Settings & Privacy> Your Time on Facebook যেতে হবে।
এখানে আপনি একটি বার দেখতে পাবেন, যেটি গত এক সপ্তাহে আপনি কত মিনিট আপনি ফেসবুকে ব্যয় করেছেন, তা দেখতে পারেন। এই মোবাইল অ্যাপে আপনি ফেসবুকে প্রতিদিনের ব্যয়িত সময়ও নির্ধারণ করে দিতে পারেন।
কোন ভিডিও আসলে অটোমেটিক প্লে হয়ে যায়। তা আপনি বন্ধ করতে পারেন। সেজন্য Settings>Media & Contracts> Autoplay তারপর টার্ন অফ করুন, ব্যস হয়ে গেল।
আজকাল প্রায়ই শোনা যায় কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কোন ব্যক্তি অনেকের কাছে টাকা নিচ্ছে। সুতরাং অনেক হ্যাকার ভাইয়েরা আছে আপনার আমার মত দুর্বল ফেসবুক অ্যাকাউন্ট এর দিকে যাতে কোন ইস্যুর মাধ্যমে ফেসবুকটি হ্যাক করে নিতে পারে। সুতরাং সিকিউরিটির ব্যাপারে সর্তক হন
কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানান। ইনশাআল্লাহ উত্তর দেয়ার চেষ্টা করবো।
ভিডিও দেখুন, এই রকম আরো ভিডিও পেতে আমার চ্যালেটটি স্যাবস্কাইব করুন।
কষ্ট করে টিউন টি পড়ার জন্য অসংখ্যা ধন্যবাদ। পরবর্তীতে আবারো কোন নতুন টিউন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ।
আমি মোঃ নূরুল ইসলাম জুয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।