যদি কোনো কারণে আপনার সন্দেহ হয় যে, আপনি যার সাথে কথা বলতেছেন সে আইডিটা ফেক। কিংবা কেউ আপনাকে একটা রেজাল্ট জানাল কিন্তু আপনার তার ঐ রেজাল্টটা নিয়ে সন্দেহ হল, জানতে চান, "রেজাল্টটা ফেক ছিল না রিয়েল"- "ফেসবুক আইডিটা ফেক না রিয়েল"। তাহলে নিচের এই পদ্ধতিটা ফলো করেন।
তাকে নিচের দুটি প্রশ্ন করুন-
১। কত সালে মাধ্যমিক পাশ করেছে?
২। কোন স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে?
এই প্রশ্ন দুটির উত্তর ফেসবুক প্রোফাইলে দেয়া থাকলে, আপনার কাজ আরো সহজ হয়ে গেল!
ধরুন, ঐ ছেলে/মেয়েটা উত্তর করল যে, সে ২০১৪ সালে BERUBARI HIGH SCHOOL থেকে মাধ্যমিক পাশ করেছে এবং আপনি জানেন- তার ফেসবুক প্রোফাইলের আইডি নাম, 'রিয়া'।
এবার আপনাকে একটু কাজ করতে হবে-
১। প্রথমে Google এ সার্চ করেন এভাবে - " EIIN number of Berubari High School" এবং ঐ স্কুলের EIIN Number টা সংগ্রহ করে নিন।
২। এবার, এই লিংকে Result গিয়ে কিছু তথ্য দিয়ে (এসব আপনার জানা আছে) ঐ স্কুলটির ২০১৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের করুন। নিচের স্ক্রিনশর্টটার মত করে সব তথ্য দিন এবং Get Result Button টিতে ক্লিক করেন।
৩। ঐ প্রতিষ্ঠানটির রেজাল্ট কপির পিডিএফ ডাউনলোড করে নিন। যদি আপনি জানেন, সে সায়েন্সের স্টুডেন্ট তাহলে SCIENCE এর রোল গুলি দিয়ে এক এক করে রেজাল্ট চেক করুন এই লিঙ্কে Result। নিচের স্ক্রিনশর্টটার মত করে সব তথ্য দিন এবং Get Result Button টিতে ক্লিক করেন।
আর যদি ঐ ছেলে/মেয়ের গ্রুপ না জানেন তাহলে একটু কষ্ট হবে। এক্ষেত্রে এক এক করে প্রথমে সায়েন্স-তারপর কমার্স-তারপর মানবিক সব গ্রুপের রোল নম্বর দিয়ে রেজাল্ট চেক করুন, এই লিঙ্কে Result
ঐ প্রতিষ্ঠানটির ২০১৪ সালের সায়েন্সের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টঃ 163256[4.44], 163257[4.75], 163258[5.00], 163259[5.00], 163260[5.00], 163261[5.00], 163262[4.94], 163263[4.63], 163264[5.00], 163265[4.63], 163266[4.25] =11
৪। ফাইনাল রাউন্ডঃ 163256, 163257, 163258, 163259, 163260 রোলগুলি দিয়ে ধারাবাহিক ভাবে সবগুলি রোল দিয়ে রেজাল্ট চেক করার পরও 'রিয়া' নামের কোনো মেয়ের রেজাল্ট পেলেন না। তাহলে অবশ্যই আইডিটা ফেক।
কাজ শেষ!
যদি তার রেজাল্ট পেয়ে যান, তাহলে তার সম্পর্কে এখন অনেক তথ্য জেনে গেলেন- এরপর এখান থেকে তাকে অবাক করে কিছু ইনফরমেশন শেয়ার করুন। যেমন, তার বার্থ-ডে কবে বলে দিন, তার বাবার নাম বলে দিতে পারেন। তারপর- সে অবাক হয়ে যাবে! অবশ্যই জিজ্ঞেস করবে, "কেমনে পাইলে এতসব" অথবা তার ঐ রেজাল্টশীট থেকে তাকে কিছু প্রশ্ন করলেই বুঝতে পাবেন তার আইডিটা ফেক কী'না? যেমন, তার বার্থ ডে কবে? বাবার নাম কি?
ভুল উত্তর করলেই বুঝবেন, তার আইডিটা ভূয়া।
ধন্যবাদ। আইডিয়াটা ভাল লাগলে- লাইক, টিউমেন্ট করবেন, শেয়ার করবেন। ভাই, আমরা ভুল-ভাল যাই লিখি একটু উৎসাহ পেলে দারুণ কিছু লিখব- ইনশ-আল্লাহ।
আমি মজনু মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।