ফেসবুকে নিজেকে লুকিয়ে রাখবেন কিভাবে! জেনে নিন!

ফেসবুক চ্যাটিং এ নিজেকে লুকিয়ে রাখাঃ

সাধারনত আপনি অনলাইনে থাকলে আপনার ফ্রেন্ড  লিস্ট এর সবাই আপনাকে দেখতে পারবে। কিন্তু আপনি চাইলেই  নিদিষ্ট কিছু ফ্রেন্ডস অথবা সবার কাছ থেকেই নিজেকে লুকিয়ে থাকতে পারবেন খুব সহজেই সহজ কিছু সেটিংস এর মাধ্যমে।

০১. ফেসবুকের ডান সাইডের নিচের দিকে সেটিং (gear) আইকনটি সিলেক্ট করুন।
০২. এখন Turn Off Active Status  সিলেক্ট করুন।
ফেসবুক ব্লক খোলার নিয়ম, ফেসবুক টেম্পোরারি ব্লক, ফেসবুকে মেসেজ ব্লক, ফেসবুকে কেউ ব্লক করলে, মেসেঞ্জার ব্লক, ব্লক আইডি খোলার নিয়ম, ফেসবুক ব্লক করার নিয়মফেসবুকে কেউ ব্লক দিলে, ফেসবুক log in, ফেসবুক কি, ফেসবুক আইডি, ফেসবুক ডাউনলোড, ফেসবুক বন্ধ, ফেসবুক অ্যাপস, ফেসবুক লগইন, ফ্রি ফেসবুক ডট কম, ফেসবুক টিপস এন্ড ট্রিকস, ফেসবুক টিপস মোবাইল, ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস, ফেসবুক টিউটোরিয়াল,
০৩. একটি ডায়লগ বক্স আসবে সেখান থেকে আপনার প্রয়োজন মতো সেটিংটি সিলেক্ট করুন। সেটিংগুলো নিচে বর্ননা করা হলোঃ
Turn off active status for only some contacts: আপনার নিদিষ্ট কিছু ফ্রেন্ডদের থেকে লুকাতে এই অপশনটি ব্যবহার করুন।

Turn off active status for all contacts except: আপনার নিদিষ্ট কিছু ফ্রেন্ড বাদে বাকি সবাইকে অনলাইনে দেখানোর জন্য এই অপশনটি ব্যবহার করুন।

Turn off active status for all contacts: অনলাইনে আপনার সব ফেন্ডস্ দের থেকে লুকিয়ে থাকতে এই অপশনটি ব্যবহার করুন।
ফেসবুক ব্লক খোলার নিয়ম, ফেসবুক টেম্পোরারি ব্লক, ফেসবুকে মেসেজ ব্লক, ফেসবুকে কেউ ব্লক করলে, মেসেঞ্জার ব্লক, ব্লক আইডি খোলার নিয়ম, ফেসবুক ব্লক করার নিয়মফেসবুকে কেউ ব্লক দিলে, ফেসবুক log in, ফেসবুক কি, ফেসবুক আইডি, ফেসবুক ডাউনলোড, ফেসবুক বন্ধ, ফেসবুক অ্যাপস, ফেসবুক লগইন, ফ্রি ফেসবুক ডট কম, ফেসবুক টিপস এন্ড ট্রিকস, ফেসবুক টিপস মোবাইল, ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ টিপস, ফেসবুক টিউটোরিয়াল,
০৪. আপনার পছন্দ মত অপশনটি  বাছাই করার পর কনফার্ম করতে Okay সিলেক্ট করুন
০৫. যে কোনও সময় সেটিং পরিবর্তন করতে চাইলে ১ ও দুই নং ধাপ অনুসরন করুন। এক্ষেত্রে Turn Off Active Status এর পরিবর্তে Turn On Active Status অপশন টি সিলেক্ট করুন।
টিউন টি সম্পূর্ণ পড়তে ও ফেইসবুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিসিট করুন Ponditgiri Bangla Tips And Tricks

Level 0

আমি রাকেশ বর্মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস