ফেইসবুক অ্যাডের ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনার প্রশ্নটি এখানে না থাকলে অথবা উত্তরটি আপনার কাছে অস্পষ্ট মনে হলে নির্দিধায় টিউমেন্ট করে জানান। আমরা আপনার যথা সময়ে আপনার টিউমেন্টের উত্তর দেওয়ার চেস্টা করবো। চলুন মূল আলোচনায় যাওয়া যাক.
#ফেইসবুকে অ্যাড জিনিসটি কি?
ফেইসবুক ব্যবহারের সময় যে বিজ্ঞাপনগুলো দেখা যায়, যেগুলোর সাথে sponsored শব্দটি লেখা থাকে সেগুলো-কেই বলছি ফেসবুক অ্যাড। পেইজ প্রমোশন করা হয়েছে এরকম একটি অ্যাড নিচে দেয়া হলো।
এই অ্যাডের উপরের ডান কোনায় পেইজটির প্রোফাইল পিকচার, পাশে পেইজের নাম দেখা যাচ্ছে, ঠিক তার নীচে ট্যাগলাইন/স্লোগান বা অ্যাডের কথা রয়েছে। তারপরে অ্যাডের ইমেজ যার নীচে ডান দিকে লাইক বাটন রয়েছে। সবার সুবিধার্থে এখানে ফেইসবুকের অফিসিয়াল গাইড দেয়া হলো (টাচ করুন)
অফিসিয়াল গাইড
ফেইসবুকে অ্যাড দিতে সর্বনিন্ম কত টাকা লাগে?
ফেইসবুকের সর্বনিন্ম বাজেট দৈনিক এক ডলার (USD $1) তবে আমাদের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করতে হলে এই বাজেটের পরিমান কিছুটা আলাদা হবে।
প্রথমবার:- নতুন বা পরীক্ষামুলকঅ্যাডের জন্য আপনাকে কমপক্ষে $১৫টাকা খরচ করতে হবে। আমরা $১৫ খরচ করে তিনদিন একটি অ্যাড চালান। যদি ফলাফল ভাল আসে তাহলে প্রয়জন বেদে এই খরচের পরিমান একটু বাড়ান।
বাজেটের অনুপাতে অ্যাডের ফলাফল হয়ে থাকে। দৈনিক ৫ ডলার খরচ করলে যতগুলো ক্লিক পড়বে (বা যতবার দেখানো হবে) ৫০ ডলার খরচ করলে ফলাফল তার দশগুন বেশী হবে। আপনার সুবিধার্থে এখানে একটি ধারনা দেয়া আছে নীচের বাজেট আইডিয়ায় টাচ করুন:
বাজেট আইডিয়া
*এর চাইতেও কম বাজেটে ফেইসবুক অ্যাড গ্রহন করে। কিন্তু এর চাইতে কম বাজেটের অ্যাড থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না। আপনার বাজেট $৩০ ডলারের কম হলে বা দৈনিক $১০ ডলারের কম হলে অ্যাড থেকে ভাল ফলাফল আসা না করা ভালো।
# যদি নিজে নিজে অ্যাড দিতে হলে কি কি প্রয়জন?
#আপনার একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে
# আপনার টাকা পরিশোধের জন্যে লাগবে একটি ইন্টারন্যাশনাল কার্ড বা USD পেমেন্ট অপশন। সেই ক্ষেত্রে অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড এই সুবিধাটি দিয়ে থাকে। সেই জন্য আপনাকে ব্যাংকের কাস্টমার কেয়ারে কথা বলতে ডলারে এন্দ্রস্মেন্ট করিয়ে নিতে হবে।
#যাদের ক্রেডিট কার্ড নাই তারা এক্সিম ব্যাংক থেকে অ্যাকুয়া কার্ড করে নিতে পারেন। সেই ক্ষেত্রেও আপনাকে কার্ড এ ডলার এন্দ্রুস্মেন্ট করিয়ে নিতে হবে।
#ফেইসবুকে কি নিজে অ্যাড দিবো, না কোন এজেন্সির কাছে গেলে ভালো?
অ্যাড মানে শুধু ডলার খরচ নয়; এটি সৃজনশীলতা, অভিজ্ঞতা ও আরো কিছু জিনিসের সমন্বয়। টেকনিক্যালি আপনার একটি পেমেন্ট ম্যাথড হলেই অ্যাড দিতে পারবেন। ফেইসবুক সব একাউন্টের সাথেই অ্যাড তৈরী ও পাবলিশ করার ব্যাবস্থা করে দিয়েছে, অনেকে সেটা ব্যবহার করে ক্যাম্পেইন চালাচ্ছে। কোন এজেন্সির সাহায্য তিন কারনে প্রযোজন হতে পারে:-
১) অভিজ্ঞতা: পেশাদার আর অনভিজ্ঞ কাজের পার্থক্য অনেক। এজেন্সি অনেক ধরনের ব্যাবসার হাজারো অ্যাড দিয়ে আশাকরি আমাদের প্রতিটি কাস্টমার তার বিনিযোগের সর্বোচ্চ ফল পায়।
২) পেমেন্ট চ্যানেল: ফেইসবুককে পেমেন্ট করার ব্যাবস্থা করাটা অনেক ঝামেলার ব্যাপার। ব্যাংকে অনেক ফরমালিটি। দেশের বাইরের কারো সাহায্য নিয়মিত চাওয়াও অস্বস্তিকর। এ কারনেও অনেকে পুরো ব্যাপারটি এজেন্সির হাতে দিয়ে একটি ওয়ান স্টপ সার্ভিস চায়।
৩) ক্রিয়েটিভ কন্টেন্ট: এজেন্সিগুলো সাধারনত অ্যাডের কন্টেন্ট তৈরী করে দেয়। এ জন্য সাধারনত আলাদা পেমেন্ট নেয়া হয়। কমপক্ষে ৩০ ডলারের অ্যাড হলে আমরা অ্যাডের কন্টেন্ট ফ্রি তৈরী করে দেই।
#আমার অ্যাডটি কতবার দেখানো হবে?
এটি ফেইসবুকের নিজস্ব কিছু নিয়মে নির্ধারিত হয় (বাজেট, অ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী অ্যাডের পরিমান ও বাজেট ইত্যাদী)। প্রতি ক্লিকের হিসেবে ৫০০০ টাকা বাজেটে মোটামুটি ৭০০-৩০০০ টি ক্লিক হতে পারে। প্রতি ১ হাজারবার দেখানোর হিসেবে অ্যাডটি ১ থেকে ২ লক্ষবার দেখানো হবে।
আমি ২০০ ডলারের অ্যাড দিতে চাই। আমি ভাবছি ৩ দিনের জন্য দেব। এখন এই অ্যাড ৩ দিনের জন্য না দিয়ে যদি ১০ দিনের জন্য যদি দেই তাহলে কি কিছু বেশী ক্লিক/লাইক পাব?
পত্রিকার বিজ্ঞাপণ যেমন বেশীদিন চালালে বেশী মানুষ দেখবে, ফেইসবুকের বিজ্ঞাপণ ঠিক তেমনটি নয়। আপনার বাজেট অনুযায়ী এটি দেখানো হবে। বাজেট ঠিক রেখে দিনের সংখ্যা বাড়িয়ে দিলে, প্রতিদিনের দেখানোর হার কমে আসবে। আপনার ২০০ ডলার ৩ দিনে যদি ২০০০০ ক্লিক এনে দেয় তাহলে ১০ দিনেও ২০০০০ -ক্লিকই এনে দিবে। অ্যাডের সময় বাড়ালে প্রতি দিনের পাফরমেন্স এবং খরচ কম বা বেশী হওয়া ছাড়া অন্য কোন সুবিধা নেই। আপনি মোট যত টাকা খরচ করছেন, সে অনুযায়ী ফলাফল হবে। অ্যাড কম দিন চলুক বা বেশী, মোট ফলাফল একই থাকবে।
ফেইসবুকের অ্যাড দেখানোর ফর্মুলা:
অ্যাড পারফরর্মেন্স = (বাজেট/সময়) X কোয়ালিটি স্কোর অর্থাৎ
বাজেট বাড়ালে পারফরর্মেন্স বাড়বে (সময় ও কোয়ালিটি একই হলে)
সময় বাড়ালে পারফরর্মেন্স কমবে (বাজেট ও কোয়ালিটি একই হলে)
কোয়ালিটি বেড়ে গেলে পারফরর্মেন্স বাড়বে (বাজেট ও সময় একই হলে)
সবচেয়ে কম খরচে অর্থাৎ $30 ডলারের অ্যাডে একটা পেইজে আনুমানিক কত জন ফ্যান হতে পারে?
আসলে কতজন ফ্যান হবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। যদি শুধু বাংলাদেশ টার্গেট করা হয়, তাহলে প্রতিটা ক্লিকের জন্য আনুমানিক খরচ হবে 1.5 সেন্ট থেকে 12 সেন্ট পর্যন্ত)অর্থাৎ 250 থেকে 2000+ ভিজিটর আপনার পেইজ ঘুরে আসবে। যেসব ভিজিটরের আপনার পেইজ ভালো লাগবে, তারাই লাইক দিয়ে ফ্যান হবে। যার ভালো লাগবে না, সে হয়তো ‘লাইক’ করবে না।
আমার দেয়া টাকা কিভাবে ফেইসবুক খরচ করবে?
অ্যাড তৈরীর সময় দুইটি অপশন দেয়া হয়। যেখান থেকে আপনার সুবিধামতো বিলিং অপশন বেছে নিতে পারেন। :- (১) ক্লিকের হিসেব (CPC): যখন কোন ফেইসবুক ব্যবহারকারী আপনার অ্যাডটি দেখে অ্যাডটিতে ক্লিক করবে, তখন ফেইসবুক চার্জ করবে। (বাংলাদেশের জন্য প্রতি ক্লিকের খরচ সাধারনত $.03-$.50 (২) ইম্প্রেশনের হিসেব (CPM): প্রতি ১০০০ বার দেখানোর জন্য। (বাংলাদেশের জন্য প্রতি ১০০০ বার দেখানোর খরচ সাধারনত $.01-$.35)
অ্যাডটি কতদিন চলবে?
এটি আসলে আপনার সিদ্ধান্ত। আপনি আপনার বাজেটের ডলার আপনার সুবিধামতো দিনে খরচ করতে পারেন। ফেইসবুকের স্মার্ট অ্যালগরিদম ওই বাজেটকে ওই সময়ের মধ্যেই খরচ করতে চেষ্টা করে। যেমন $50 বাজেট আপনি ১ দিন, ২ দিন, ৫ দিন ইত্যাদী মেয়াদে খরচ করতে পারেন। ওই সময়ের মধ্যে ফেইসবুক বাজেট খরচ করতে না পারলে বাড়তি টাকা থেকে গেলে আমি রিফান্ড করে দেই।
কতজন আমার পেইজে অ্যাডের মাধ্যমে এসেছে তার সঠিক সংখ্যা কি জানা যায়?
হ্যাঁ জানা যায়। এটা ফেইসবুক রিপোর্টে থাকে।
আচ্ছা, আমার কোন টিউনের নীচে বুস্ট বাটনে ক্লিক করলে একটা লিস্ট দেখা যায়। যেখানে কত টাকার অ্যাড দিলে কত reach বা like হবে তার একটা ধারনা দেয়া থাকে। এটি কি সঠিক?
সাধারনত একটা রেঞ্জ দেয়া থাকে যেমন ৫০০ টাকায় 36000 থেকে 95000 reach. আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে রেঞ্জটির ছোট ভ্যালুর ৭০% ধরা হলে কাছাকাছি রেজাল্ট হয়। যেমন এই উদাহরনে ক্ষেত্রে আমাদের ধারনা থাকবে যে 36000 এর 70% = 25k এর মতো reach পেতে পারি। ফেইসবুকের বাড়িয়ে বলাটা তার নিজের অ্যাডভার্টাইজমেন্টের একটি অংশ।
আজ এখানেই সমাপ্ত করলাম। প্রিয় পাঠক আমার টিউন যদি আপানাদের ভালো লেগে থাকে অথবা উপকারে এসে থাকে তাহলে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ফোল দিয়ে অ্যাক্টিভ থাকুন। পরবর্তীতে ফাইসবুকে কিভাবে বুস্ট করবেন তা নিয়ে আলোচনা করার চেস্টা করব।
"ধন্যবাদ "
আমি আহমেদ ফয়সাল। Developer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।