কিভাবে ফেসবুক হ্যাক করা যায়?

বাগ-বাউন্টি প্রোগ্রামের বদৌলতে ফেসবুকে টেকনিক্যাল প্রবলেম একদম নেই বললেই চলে। তাই বলা যায় ফেসবুক সিস্টেমের দুর্বলতা ব্যবহার করে হ্যাক করার কোনো উপায় নেই।

সিস্টেমকে ফাঁকি দেয়ার যখন কোনো উপায় থাকেনা, তখন আপনার হাতে একটাই উপায় বাকি থাকে— টার্গেটকে বোকা বানানো।

আর বোকা বানানোর সবচেয়ে ক্লাসিক পদ্ধতি হলো Phishing attack. এই পদ্ধতিতে আপনার নিজের কোনো একটা সাইট থাকবে যাতে আপনি পুরোপুরি ফেসবুকের মতো দেখতে একটা লগইন পেজ ডিজাইন করবেন, তারপর ভিক্টিমকে কোনো অজুহাতে ঐ সাইটের লিংক দিয়ে লগইন করতে বলবেন, সে লগইন করলেই আপনার কাছে লগইন ইনফো চলে আসবে। বুঝতেই পারছেন, একদম কাঁচা পাবলিক না হলে এরকম ফাঁদে কেউই পা দিবেনা।

ফিশিং অ্যাটাক সফল করার জন্য অনেক চতুরতা অবলম্বন করতে হয়। তাই অভিজ্ঞ ব্যক্তিরাই কেবল এইরকম অ্যাটাকে সফল হয়।

কোরা পলিসি অনুযায়ী আমি ক্ষতিকর বা বেআইনি কোনো তথ্য শেয়ার করতে পারবোনা, আর এমনিতেও শেয়ার করার কোনো ইচ্ছা আমার নেই… তবে এতটুকু বলি যে কিছু স্ক্রিপ্ট আছে যা ভিকটিম এর কনসোলে রান করাতে পারলেই তার অ্যাকাউন্টে অ্যাক্সেস পাওয়া সম্ভব। কিভাবে আপনি ভিক্টিমের কনসোলে ঐ স্ক্রিপ্ট রান করাবেন সেটা আপনার মাথা ব্যাথা, হ্যাক করতে গেলে খালি টেকনিক্যাল জ্ঞানই যথেষ্ট নয়, মানুষকে ম্যানিপুলেট করতে জানতে হয়।

তৃতীয় একটি উপায় হলো, ভিক্টিমের ফোন নাম্বারে অ্যাক্সেস করা। এর জন্য বাড়তি হার্ডওয়্যার ডিভাইসের প্রয়োজন পড়বে এবং আপনাকে ভিক্টিমের আশেপাশে থাকতে হবে। Again, পলিসি রক্ষার্থে কোনো ডিটেইলস বলছিনা।

এগুলোর বাইরে আপনি যদি মজা করে রুমমেটের (একই ওয়াইফাইতে কানেক্টেড) অ্যাকাউন্ট হ্যাক করতে চান তাহলে কালি লিনাক্সে পেনেট্রেশন টেস্টিং শিখুন। হ্যাক ছাড়াও আরও অনেকরকম মজা উড়ানো যায়, যেমন আমি আমার আগের রুমে এমন সিস্টেম করেছিলাম যে কেউ (কিছু নির্দিষ্ট) পর্ণ সাইট ব্রাউজ করলে অটোমেটিক একটা ফেইক আর্টিকেলে রিডাইরেক্ট হতো যার শিরোনাম ছিলো— “Back off dude,  Pornography takes away your potency” 😛

আমাদের আইসিটি সেক্টর পর্ণ সাইট ব্লক করার পাশাপাশি আমার ট্রিকটা ফলো করলে আরও বেশি সুফল পেতো মনে হয়!

অফটপিকে চলে গেলাম… যাই হোক, আপনার উত্তরতো দিয়েই দিয়েছি, পারবেননা। একটা rule of thumb হলো যে, যাদের প্রশ্ন করতে হয় “কিভাবে হ্যাক করবো?” তাদের দ্বারা কখনো হ্যাক করা সম্ভব হয়না। এর জন্য নিজ প্রচেষ্টায় রিসার্চ করে জ্ঞান লাভ করতে হয়।

আর যারা সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করতে চায়, ৯৯% ক্ষেত্রেই তাদের উদ্দেশ্য হয় অনৈতিক। কারো উপর প্রতিশোধ নিতে চাইলে সামনাসামনি কনফ্রন্ট করুন। গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড এর উপর সন্দেহ থাকলে সরাসরি তার ফোন থেকে চেক করুন, অনলাইনে এসে হ্যাক করার ধান্ধা করে লাভ নেই। সত্যি বলছি।

যদি আপনার মনে কোন প্রশ্ন জন্ম নেয় তাহলে লাইভ রিপোর্ট বিডি দিয়ে যেকোন প্রশ্ন করতে পারেন.

Level 3

আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

allylook profile link : https://allylook.com/roton


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস