আপনার ফেসবুক গ্রুপ বা পেইজ এ মেম্বার বা লাইক নিয়ে নিন খুব সহজেই [২০১৯]

তারপর বলো, টেকটিউনবাসি কি অবস্থা সবার?ভালো ই আসা করা যায়।
আজকে তোমাদের সামনে হাজির হলাম নতুন টিউনের সাথে। হ্যা হতে পারে এটা ছোট  একটা অ্যাপ রিভিউ টিউন। কিন্তু কথায় আছে না, ছোট মরিচে ঝাল বেশি, ঠিক  তেমনি এই ছোট অ্যাপ টি ই অনেক কার্যকরি মুল্যবান অ্যাপ, খুব কম মানুষ ই এই অ্যাপ এর ব্যেপারে অবগত। এবার আমরা আসল টপিক এর দিকে আগাই।

আপনারা হয়ত সবাই জানেন যে একসময় ফেবু টুলকিটের মাধ্যমে খুব সহজেই গ্রুপে মেম্বার অ্যাড করা যেত, বা ফেসবুক পেইজ এ সহজেই রিয়েল লাইক নেওয়া যেত। কিন্তু পরবর্তীতে সেই সিস্টেম অফ হয়ে যায়, যার ফলে অনেক কষ্ট করে বর্তমান এ গ্রুপে মেম্বার অ্যাড করে গ্রুপ দাড় করাতে হয় বা পেইজ টাকা খরচ করে বুস্ট মারা ছাড়া লাইক ই পাওয়া যায়  না।

কিন্তু এর মধ্যে কিছু লোক আছে যারা সম্প্রতি গ্রুপ বানিয়েই রেংকিং এ দাড় করিয়ে ফেলছে, যার  চাক্ষুষ উদাহরণ হল এভারগ্রিন বাংলাদেশ গ্রুপ যা ২০১৫ সালে তৈরি হয়েই বর্তমানে ২৫ মিলিয়ন মেম্বার এর গ্রুপ। তারাই হল উক্ত ৯৯% এর মধ্যে ১% লোক যারা অন্য সিস্টেম এর বেপারে অবগত। কারণ তাড়া প্রচুর ঘাটাঘাটি করে এবং জানে যে সিস্টেম এর এক রাস্তা বন্ধের থেকেই অন্য রাস্তার শুরু। উক্ত সিস্টেম ই হল মেম্বারজেড প্লাস। এই অ্যাপ দুটি কাজ একসাথে করতে পারে, ২৪ ঘণ্টায় আপনি আপনার গ্রুপে সর্বচ্চো ৭৫০ মেম্বার অ্যাড করতে পারবেন, ঠিক তেমনি এই অ্যাপ এর অন্য কাজ হল আপনার পেইজে সহজেই লাইক বাড়ানো।

মেম্বার ও অ্যাড করতে পারবেন গ্রুপে ঠিক তেমনি লাইক ও বাড়াতে পারবেন আপনার পেইজ এ। যারা ইউস করেছে তারাই এর জলজ্যান্ত প্রমান।

অ্যাপ লিংক : এখানে ক্লিক করুন

হ্যা, তবে এর মাঝেমাঝে কিছু সমস্যার দেখা মিলে। সেইম টাইমে ইউজারের সংখ্য বাড়তে থাকলে হয়তবা নেট ইসু বা কিছু বাগের দেখা পেতে পারেন, আমি শুরুর দিকে কিছুটা বাগের দেখা পাই তবে বেপার না, সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না, গ্রুপে মেম্বার্স বা পেইজ এ লাইক বাড়াতে একটু বাগ সহ্য করলাম আরকি।

আমি মনে করি আগের বারের ফেসবুক টুলকিটের থেকে এটা আরো বেশি কার্যকর, এটা আপনারা যারা আগের টুলকিট ইউস করেছিলেন এবং এটা ইউস করেছেন তারা নিজে থেকেই বুঝে গিয়েছেন।
যাইহোক আমার মতামতের মাধ্যমে ই আমার টিউন এর ইতি টানলাম, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Level New

আমি ফাহাদ পাঠান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস